নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

সাইকো এবং সাইকোগিরি

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০৩

সমাজে সাইকোরা আমাদের মতই স্বাভাবিক ভাবে চলাফেরা করে । আমাদের মাঝেই তাদের জীবন যাপন । কিন্তু স্বাভাবিক ভাবে জীবন যাপন করলেও তাদের মনের মাঝে সব সময় একটা কুটিল চিন্তা ভাবনা কাজ করে । তারা সাধারণ মানুষের মত চিন্তা ভাবনা করে না । আমিনুর রহমানও ঠিক তেমন একজন সাইকো । পেশায় সে একজন ডাক্তার । শিশু বিশেষজ্ঞ । পেশায় একজন শিশু বিশেষজ্ঞ । ডাক্তারি জীবনে সে অল্প সময়ের ভেতরেই অনেক সুনাম কামিয়ে ফেলেছে । দেশ জোড়া তার খ্যাতি । সবাই চেনে একনামে । দুইহাতে টাকা আয় করে । কিন্তু আমিনুর রহমান একজন সাইকো । সে মানুষকে নিয়ে এক্সিপেরিমেন্ট করে । বিশেষ করে বাচ্চাদের নিয়ে। তাদেরকে কষ্ট দিয়ে আনন্দ পায় । বিকৃত মস্তিস্কের একজন মানুষ ।

আমিনুর রহমানের ছোট বেলাটা মোটেও ভাল ছিল না । যখন সে ছোট ছিল তখন তার বাবা মা ভেতরে প্রবল ঝগড়া হত । এই ঝগড়া দেখেই সে বড় হয়েছে । ছোট বেলা যে সব মানুষের আনন্দে কাটে না বড় বেলায় তাদের ভেতরে নানান মানসিক সমস্যা দেখা দেয় । কেউ কেউ হয়ে ওঠে ভয়ংকর । আমিনুর রহমানের মত । এই ঝগড়ার মাঝেই এক সময়ে তার বাবার হাতে তার মা খুন হয় । কিন্তু বাবা পুলিশের হাতে ধরা পড়ে না । সুকৌশলে বেঁচে যায় । তারপর তার বাবা আবারও বিয়ে করে । কিন্তু নতুন মায়ের সাথে তার ছোট চাচার এক অবৈধ সম্পর্ক তৈরি হয় । এটা আমিনুর রহমান নিজ চোখে দেখে । তার জীবন হয়ে ওঠে দুর্বিসহ। তার মা এবং ছোট চাচার মাঝে যে অবৈধ সম্পর্ক তৈরি হয় সেখান থেকে এক সন্তান জন্ম নেয় । আমিনুর রহমান এবার সুকৌশলে তার সেই ছোট ভাইকে মেরে ফেলে । শুরু হয় আমিনুর রহমানের হত্যার লীলাখেলা ! এক সময়ে তার সেই ছোট চাচাও তার হাতে খুন হয় । তবে বুদ্ধি দিয়ে সে এবারও বেঁচে যায় ! এই যে অপরাধ করে বেঁচে যাওয়া -এটা তাকে আরও আত্মবিশ্বাস যোগায় । সে আরও খুন করতে থাকে ! আমিনুর রহমান যখন স্কুলে পড়তো তখন এক শিক্ষক অন্য একজন ছেলেকে বাঁচাতে গিয়ে তাকে নকলের দায়ের ফাঁসিয়ে দেয় । বড় হয়ে সে সেই শিক্ষককে খুন করে সে ।

আমিনুর রহমানের ডাক্তারী পেশার জন্য একটা বাড়ি রয়েছে । সেখানে গবেষণা ঘর রয়েছে । সেখানে সে মর্গ থেকে লাশ কিনে এনে কাটাকাকুটি করে । নানান ভাবে কেটে কুটে দেখে । এছাড়া সে গরীব মানুষের কাছ থেকে তাদের সদ্য জন্মানো বাচ্চাদের কিনে এনে তাদের উপর এক্সপেরিমেন্ট করে ।

এমনই একটা পরিবার হচ্ছে রুদ্র আর মিতুর পরিবার । রুদ্র আর মিতু গোপনে বিয়ে করে । কিন্তু মিতুর বাবা জেনে যাওয়ার পরে তাদের বাড়ি থেকে বের করে দেয় । অনেক কষ্টে রুদ্র আর মিতুর সংসার করে । এক সময়ে রুদ্র বদলে যায়। মিতুর রতি আর আগের মত ভালোবাসা অনুভব করে না । এরই ভেতরে মিতুর বাচ্চা হবে । তখন ডাক্তার আমিনুর রহমান রুদ্রের কাছে এসে বলে তার বাচ্চা বিক্রি করে দিতে । রুদ্র ৫০ লাখ টাকার বিনিময়ে তা বিক্রি করে দেয় । কিন্তু বাচ্চা নিয়ে চলে যাওয়ার পর রুদ্রের ভেতরে পিতৃত্ব জেগে ওঠে । সে আমিনুর রহমান বাসায় হাজির হয় এবং বাচ্চা চুরি করে আনতে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ।





মোটামুটি এই হচ্ছে গল্প । বইটা খুব বেশি জুতসই মনে হয় নি । এই বই গত ২০১৯ এর মেলায় তিন মুদ্রন বিক্রি হয়েছে । মোটামুটি এক বসায় বইটা শেষ করা যায় । হালকা মেজাজে পড়ার মত বই ।


একই লেখকের আরেকটা বই হচ্ছে সাইকোগিরি । এটা হচ্ছে গল্প সংকলন । মোট ২৮টা ছোট গল্প রয়েছে । বেশির ভাগই আমার ভাল লাগে নি ।

সাইকো গিরি বইটা কিনতে পরামর্শ দিবো না । তবে সাইকোটা কিনে দেখতে পারেন । যেহেতু তিন মুদ্রন বিক্রি হয়েছে তার মানে পাঠক প্রিয়তা পেয়েছে । আপনাদের হয়তো ভাল লাগতেও পারেন ।



(রিভিউটি নিজস্ব সাইটে আগে প্রকাশিত)

pic source

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:০৩

জটিল ভাই বলেছেন:
সেসব পরিবারের জন্যে ভীষণ কষ্ট হয় যেসব পরিবারে এমন সাইকো রয়েছে। একজনের কারণে দুর্বিষহ জীবন যাপন কর পুরো পরিবার :(

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:০৮

অপু তানভীর বলেছেন: একজন সাইকো খুনি তৈরির পেছনে পরিবার অনেক বড় ভূমিকা রাখে !

২| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:১২

ভুয়া মফিজ বলেছেন: গল্প খারাপ না, তবে ৫০ লাখ টাকা দিয়ে বাচ্চা কেনাটা বেশী বেশী হয়ে গিয়েছে।

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:১৫

অপু তানভীর বলেছেন: গল্পের থিমটা মোটামুটি বেশ ভালই । তবে লেখকের লেখার হাত একটু অপরিপক্ক । আর একটা বই লেখার জন্য যে পরিমান গবেষণা করতে হয় তার কিছুই করা হয় নি । নয়তো বইটা আরও ভাল হতে পারতো !

৩| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:১৪

সোবুজ বলেছেন: কিছু সাইকোর জন্য ব্লগেও আমরা ভালো নেই।

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:১৬

অপু তানভীর বলেছেন: আচ্ছা

৪| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার রিভিউ ভালো হয়েছে।
তবে এই উপন্যাস পড়ার ইচ্ছে কখোন মনে হয় আমার হবে না।
ভালো কথা, বাংলাদেশের প্রেক্ষাপটে ৫০ লাখ খরচ করে একটি শিশু কেনাটা বেশী বেশী হয়ে গেছে।

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:৫৭

অপু তানভীর বলেছেন: লেখক সাহেব যদি লেখা নিয়ে আরও একটু রিসার্চ করতো তাহলে হয়তো একটা যূতসই পরিমান ঠিক করতো বাচ্চা কেনার জন্য । তাহলে লেখাটা আরও বেশি ফুটে উঠতো !

মন্তব্যের জন্য ধন্যবাদ

৫| ০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ৭:০৫

ইসিয়াক বলেছেন: প্রেমিকা যদি সাইকো হয় তাহলে জীবনের দফারফা..... যাক গল্পের একটা থিম পেলাম আপনার পোস্ট পড়ে।

সাইকো বইটার থিমটাও ভালো ই মনে হচ্ছে । পড়তে হবে।

আশাপাশে সাইকো টাইপ মানুষের উৎপাত যে হারে বাড়ছে এদের নিয়ে গল্প লিখতে জমবে আশাা করি।মুখোশ ও উন্মোচিত হবে একই সাথে।

০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৩১

অপু তানভীর বলেছেন: গল্পের থিম হিসাবে বেশ ভাল । তবে উক্ত লেখক গল্পটা ভাল করে ফুটিয়ে তুলতে পারেন নাই ।

সাইকোটা পড়ে ফেলতে পারেন । অনলাইনেই অর্ডার দিতে পারেন । দামও বেশি না খুব !

আশে পাশে এমন মানুষের তো অভাব নেই । আর আপনার গল্প সব সময়ই জমে যায় । নো টেনশন ! লিখে ফেলুন জলদি !

৬| ০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:১৪

ভুয়া মফিজ বলেছেন: জাদিদ ভাই বলেছেন, ব্লগ টিমের ব্লগারদের যথেষ্ঠ সুযোগ আছে। কোন ব্লগার যে কোন বিষয়ে ব্লগ টিমকে প্রশ্ন করলে বা যোগাযোগ করলে ব্লগ টিম তার জবাব দেয়। এই বিষয়ে আপনি ব্লগার অপু তানভীরকে জিজ্ঞেস করতে পারেন। তিনি মাঝে মাঝে ব্লগ টিমকে চিঠি দিয়ে খোঁজ খবর নেন।

আমি একটা রিপোর্ট করতে চাচ্ছিলাম। কিন্তু বারে বারে


এই ম্যাসেজটা আসছে। কি করা যায় বলেন তো? ব্লগ টিমকে চিঠি দিব? আর কোন উপায় আছে? ব্লগ টিমকে চিঠি কি ইমেইল করেন? এড্রেসটা কি?

০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৮

অপু তানভীর বলেছেন: ব্লগ টিমকে মেইল দেওয়া ছাড়া গ্রুপ আছে । সেখানে মডারেটরকে মেসেজ দিতে পারেন । তবে আমার মতে ইমেল দেওয়াই সব থেকে ভাল ।
ইমেলের জন্য [email protected] অথবা [email protected] মেইলে ইমেইল করতে পারেন । এতে কাজ হবে আশা করি !

৭| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৯

ভুয়া মফিজ বলেছেন: থ্যাঙ্কিউ!!! B-)

০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩০

অপু তানভীর বলেছেন: মেনশন নট ! :)

৮| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রিভিউ ভাললাগলো।

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫০

অপু তানভীর বলেছেন: বইটাও পড়ে দেখতে পারেন । ভাল লাগলেও লাগতে পারে ।

৯| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২৪

সাগর কলা বলেছেন: - উফ্! সাইকো শুনলেই আমার কেমন যেনো বড্ড ভয় হয়।

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫১

অপু তানভীর বলেছেন: ভয় লাগা ভাল !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.