নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় \'সামু\'র নামে দেখুন কত কিছু আছে এই পৃথিবীতে....

১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৫



একটা কাজের জন্য সামুর লোগোর দরকার ছিল । গুগলে সামু লোগো লিখে সার্চ দিতেই অদ্ভুত সব জিনিস পত্র এসে হাজির হওয়া শুরু করলো । সেখানে আমাদের সামুর লোগোর নাম গন্ধও নেই । তবে একটা জিনিস পত্র খেয়াল করলাম তখনই । সামু নামে কেবল আমাদের সামহোয়্যারইন ব্লগই নয়, আরও অনেক কিছু আছে দুনিয়াতে । আসুন দেখে নেওয়া যাক সামু নামে আমাদের প্রিয় ব্লগ ছাড়াও আরও অনেক কিছু আছে । আসুন দেখা যাক আর কী কী আছে সামু নামে..


প্রথমেই যে জিনিসটা এসেছে সেটা হচ্ছে একজন রেসলার । সামু নামের একজন রেসলার । এই দেখুন সেই ভদ্রলোকের চেহারা !
pic source

এরপর সামুর নামে আছে একটা ইউটিউব মিউজিক চ্যানেল । কয়েকটা গান শুনে ফেললাম । একটা গান তো বেশ চমৎকার লাগলো । গানটা যুক্ত করে দিলাম । আপনারাও শুনে ফেলতে পারেন ।


সামু নামের আরও একটা ইউটিউব চ্যানেল আছে । এখানে দেখতে পারেন ! ইউটিউব চ্যানেল লিংক

ফ্রান্স ভিত্তিক একটা আন্তর্জাতিক এম্বুলেন্স এন্ড মেডিকেল সার্ভিস আছে সামু নামে । সম্ভবত এটা তাদের ওয়েবসাইট

MacEwan Univeristy এর স্টুডেন্ট এসোশিয়েশন এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সামু ! এই তাদের ওয়েবসাইট ।

একটি প্রাচীন মানব জীবাশ্মের নাম দেওয়া হয়েছে সামু । জীবাশ্মটি পাওয়া গেছে হাঙ্গেরির একটা গ্রামে । এটি ১৯৬৫ সালে আবিস্কৃত হয়েছিলো । এই যে তার ছবি ।
pic source
আরও তথ্য জানতে পারেন উইকি থেকে । লিংক

সামু নামে একটা ভাষাও আছে । এটি লোলোইস ভাষা । চায়নার জিজুন গ্রামের বৃদ্ধরা এই ভাষায় কথা বলে থাকে । রেফারেন্স

সামু নামের বেশ কয়েকটা জায়গাও আছে । সিইরে লিওনের একটা জায়গা আছে । ৫৬ হাজার মানুষের মত মানুষ বসবাস করে এখানে। রেফারেন্স

ইরানের একটা জায়গার নাম সামু । ২০০৬ সালের সুমারি অনুযায়ী সেখানে বাস করতো ১৩ জন মানুষ । চারটা পরিবার ! রেফারেন্স

এজ সামু নামে ওয়েস্ট ব্যাংক, প্যালেস্টাইনে একটা জায়গা আছে । জেরুজালের ৬০ কিমি দক্ষিনপশ্চিম দিকে অবস্থিত । রেফারেন্স

মালেশিয়ার একটা স্থানের নাম সামু । এছাড়া Uspallata Airport এর ICAO কোড নেম হচ্ছে সামু !

সামু সার নামে সম্বলিত কয়েকজন ব্যক্তিও আছে ।
একজন হাঙ্গেরিয়ান ফুটবল প্লেয়ার । নাম আনা সামু
একজন আছেন হাঙ্গেরিয়ান ভাস্কর । নাম Géza Samu
নিউইর্কের আর্ট স্কুলের একজন শিক্ষক আছেন। রাশিয়ান আর্টে বিশেষজ্ঞ । নাম মার্গারেট সামু।
একজন আছেন অস্ট্রেলিয়ান রাগবি প্লেয়ার । নাম পিটার সামু ।

আপাতত এই গুলো খোজ পেলাম গুগল আর উইকি থেকে । সামনে আরও কত কিছু খুজে পাওয়া যাবে কে জানে । আপনাদের কিছু জানা থাকলে লিংক দিয়ে যেতে পারেন । পোস্টে এড করে দেওয়া যাবে !

হ্যাপি ব্লগিং !




মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৩

গরল বলেছেন: আমার সার্চে এটা আবার প্রথমেই আসছে ;)

১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৭

অপু তানভীর বলেছেন: আমি কেবল সামু লিখে সার্চ দিয়েছিলাম । সামহোয়্যারইন লোগো নয় ।

২| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৫

হাসান মাহবুব বলেছেন: দারুণ গবেষণা :-B

১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৮

অপু তানভীর বলেছেন: হে হে হে । কথা সত্য ! :D

৩| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কতো অজানা রে_

১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৮

অপু তানভীর বলেছেন: বাঁচতে হলে জানতে হবে ;)

৪| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: গানটা পছন্দ হইছে।

১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩৪

অপু তানভীর বলেছেন: গানটা আমারও পছন্দ হইছে । দেখি আরও গান শুনে দেখি । অনেক গানই আছে !

৫| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১:০৭

শূন্য সারমর্ম বলেছেন:

ডার্ক ওয়েভ থেকে কি পাওয়া যায় দেখেন।

১২ ই এপ্রিল, ২০২২ রাত ১:১৮

অপু তানভীর বলেছেন: ডার্ক ওয়েবে ঢুকি না

৬| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ২:১৩

অধীতি বলেছেন: অন্যরকম ভাবনা। বেশ লাগল।

১২ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

৭| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ৩:৫৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: দুনিয়াটা এমনই! আমি একবার কান মলা লিখে খুজতে গিয়ে আজিব সব জিনিষ পাইছিলাম।

১২ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪৯

অপু তানভীর বলেছেন: হা হা হা

৮| ১২ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:০৩

মনিরা সুলতানা বলেছেন: এইটা নিয়েও পোষ্ট হয়?
#:-S

১২ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪৯

অপু তানভীর বলেছেন: জীবনে কত কিছু নিয়েই না পোস্ট হয়, এটাও একটা ;)

৯| ১২ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:১৬

প্রতিদিন বাংলা বলেছেন: পার্থক্য শুধু দেশ ভেদে
গানটি ভালো .....]

১২ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫০

অপু তানভীর বলেছেন: গানটি আমারও বেশ চমৎকার লেগেছে !

১০| ১২ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সামু সিল্ক শাড়ী ।

১২ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫০

অপু তানভীর বলেছেন: বাহ! এই পাওয়া গেছে আরেকটা ।
সামু সিল্ক শাড়ী ।

১১| ১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫১

কবীর হুমায়ূন বলেছেন: সামু ! জেনে রাখলাম।

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ৩:০৯

অপু তানভীর বলেছেন: :)

১২| ১৪ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:০৫

সাসুম বলেছেন: সামু সোশ্যাল নামে একটা হোমলেস দের কাজ করা এঞ্জিও আছে। সামু সোশ্যাল

১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৫

অপু তানভীর বলেছেন: বাহ ! আরও কিছু কী কী আছে দেখতে হবে ।

১৩| ২৪ শে মে, ২০২২ সকাল ১০:১৯

মুজাহিদুর রহমান বলেছেন: ভাই, google এ কেউ ভুলেও কখনো bosta লিখে সার্চ দিবেন না। যদি দিয়ে ফেলেন, তাহলে যেই ছবিগুলো আসবে সেগুলো ভুলেও দেখবেন না। আর যদি দেখেই ফেলেন, তাহলে কিন্তু আবার আমার দোষ দিয়েন না। B-)
কারন আমি আগেই সাবধান করছিলাম। :P

২৪ শে মে, ২০২২ সকাল ১১:৩৮

অপু তানভীর বলেছেন: দেই নাই সার্চ। দেখলাম না কি আসে ... ;)

১৪| ২৪ শে মে, ২০২২ সকাল ১০:৫৯

রানার ব্লগ বলেছেন: বেশ মজা তো !!!

মুজাহিদুর রহমান @ ওগুলা কেক !!!

২৪ শে মে, ২০২২ সকাল ১১:৩৮

অপু তানভীর বলেছেন: দেখলেন তো কত কিছু আছে এই সামুর নামেই

১৫| ১১ ই জুন, ২০২২ দুপুর ২:০৯

মুহাম্মদ তৌহিদ বলেছেন: আমার ছেলের নাম সামিদ আব্দুল্লাহ। বাসার সবাই তাকে সামু নামেই ডাকে।

১১ ই জুন, ২০২২ দুপুর ২:২০

অপু তানভীর বলেছেন: বাহ ! চমৎকার !
আপনার ছেলের একটা ছবি যুক্ত করে দিন । তার ছবি যোগ করে দিই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.