নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা কাজের জন্য সামুর লোগোর দরকার ছিল । গুগলে সামু লোগো লিখে সার্চ দিতেই অদ্ভুত সব জিনিস পত্র এসে হাজির হওয়া শুরু করলো । সেখানে আমাদের সামুর লোগোর নাম গন্ধও নেই । তবে একটা জিনিস পত্র খেয়াল করলাম তখনই । সামু নামে কেবল আমাদের সামহোয়্যারইন ব্লগই নয়, আরও অনেক কিছু আছে দুনিয়াতে । আসুন দেখে নেওয়া যাক সামু নামে আমাদের প্রিয় ব্লগ ছাড়াও আরও অনেক কিছু আছে । আসুন দেখা যাক আর কী কী আছে সামু নামে..
প্রথমেই যে জিনিসটা এসেছে সেটা হচ্ছে একজন রেসলার । সামু নামের একজন রেসলার । এই দেখুন সেই ভদ্রলোকের চেহারা !
pic source
এরপর সামুর নামে আছে একটা ইউটিউব মিউজিক চ্যানেল । কয়েকটা গান শুনে ফেললাম । একটা গান তো বেশ চমৎকার লাগলো । গানটা যুক্ত করে দিলাম । আপনারাও শুনে ফেলতে পারেন ।
সামু নামের আরও একটা ইউটিউব চ্যানেল আছে । এখানে দেখতে পারেন ! ইউটিউব চ্যানেল লিংক
ফ্রান্স ভিত্তিক একটা আন্তর্জাতিক এম্বুলেন্স এন্ড মেডিকেল সার্ভিস আছে সামু নামে । সম্ভবত এটা তাদের ওয়েবসাইট
MacEwan Univeristy এর স্টুডেন্ট এসোশিয়েশন এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সামু ! এই তাদের ওয়েবসাইট ।
একটি প্রাচীন মানব জীবাশ্মের নাম দেওয়া হয়েছে সামু । জীবাশ্মটি পাওয়া গেছে হাঙ্গেরির একটা গ্রামে । এটি ১৯৬৫ সালে আবিস্কৃত হয়েছিলো । এই যে তার ছবি ।
pic source
আরও তথ্য জানতে পারেন উইকি থেকে । লিংক
সামু নামে একটা ভাষাও আছে । এটি লোলোইস ভাষা । চায়নার জিজুন গ্রামের বৃদ্ধরা এই ভাষায় কথা বলে থাকে । রেফারেন্স
সামু নামের বেশ কয়েকটা জায়গাও আছে । সিইরে লিওনের একটা জায়গা আছে । ৫৬ হাজার মানুষের মত মানুষ বসবাস করে এখানে। রেফারেন্স
ইরানের একটা জায়গার নাম সামু । ২০০৬ সালের সুমারি অনুযায়ী সেখানে বাস করতো ১৩ জন মানুষ । চারটা পরিবার ! রেফারেন্স
এজ সামু নামে ওয়েস্ট ব্যাংক, প্যালেস্টাইনে একটা জায়গা আছে । জেরুজালের ৬০ কিমি দক্ষিনপশ্চিম দিকে অবস্থিত । রেফারেন্স
মালেশিয়ার একটা স্থানের নাম সামু । এছাড়া Uspallata Airport এর ICAO কোড নেম হচ্ছে সামু !
সামু সার নামে সম্বলিত কয়েকজন ব্যক্তিও আছে ।
একজন হাঙ্গেরিয়ান ফুটবল প্লেয়ার । নাম আনা সামু
একজন আছেন হাঙ্গেরিয়ান ভাস্কর । নাম Géza Samu
নিউইর্কের আর্ট স্কুলের একজন শিক্ষক আছেন। রাশিয়ান আর্টে বিশেষজ্ঞ । নাম মার্গারেট সামু। ।
একজন আছেন অস্ট্রেলিয়ান রাগবি প্লেয়ার । নাম পিটার সামু ।
আপাতত এই গুলো খোজ পেলাম গুগল আর উইকি থেকে । সামনে আরও কত কিছু খুজে পাওয়া যাবে কে জানে । আপনাদের কিছু জানা থাকলে লিংক দিয়ে যেতে পারেন । পোস্টে এড করে দেওয়া যাবে !
হ্যাপি ব্লগিং !
১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৭
অপু তানভীর বলেছেন: আমি কেবল সামু লিখে সার্চ দিয়েছিলাম । সামহোয়্যারইন লোগো নয় ।
২| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৫
হাসান মাহবুব বলেছেন: দারুণ গবেষণা
১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৮
অপু তানভীর বলেছেন: হে হে হে । কথা সত্য !
৩| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কতো অজানা রে_
১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৮
অপু তানভীর বলেছেন: বাঁচতে হলে জানতে হবে
৪| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: গানটা পছন্দ হইছে।
১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩৪
অপু তানভীর বলেছেন: গানটা আমারও পছন্দ হইছে । দেখি আরও গান শুনে দেখি । অনেক গানই আছে !
৫| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১:০৭
শূন্য সারমর্ম বলেছেন:
ডার্ক ওয়েভ থেকে কি পাওয়া যায় দেখেন।
১২ ই এপ্রিল, ২০২২ রাত ১:১৮
অপু তানভীর বলেছেন: ডার্ক ওয়েবে ঢুকি না
৬| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ২:১৩
অধীতি বলেছেন: অন্যরকম ভাবনা। বেশ লাগল।
১২ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪৮
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৭| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ৩:৫৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: দুনিয়াটা এমনই! আমি একবার কান মলা লিখে খুজতে গিয়ে আজিব সব জিনিষ পাইছিলাম।
১২ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪৯
অপু তানভীর বলেছেন: হা হা হা
৮| ১২ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:০৩
মনিরা সুলতানা বলেছেন: এইটা নিয়েও পোষ্ট হয়?
১২ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪৯
অপু তানভীর বলেছেন: জীবনে কত কিছু নিয়েই না পোস্ট হয়, এটাও একটা
৯| ১২ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:১৬
প্রতিদিন বাংলা বলেছেন: পার্থক্য শুধু দেশ ভেদে
গানটি ভালো .....]
১২ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫০
অপু তানভীর বলেছেন: গানটি আমারও বেশ চমৎকার লেগেছে !
১০| ১২ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:২৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সামু সিল্ক শাড়ী ।
১২ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫০
অপু তানভীর বলেছেন: বাহ! এই পাওয়া গেছে আরেকটা ।
সামু সিল্ক শাড়ী ।
১১| ১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫১
কবীর হুমায়ূন বলেছেন: সামু ! জেনে রাখলাম।
১৪ ই এপ্রিল, ২০২২ রাত ৩:০৯
অপু তানভীর বলেছেন:
১২| ১৪ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:০৫
সাসুম বলেছেন: সামু সোশ্যাল নামে একটা হোমলেস দের কাজ করা এঞ্জিও আছে। সামু সোশ্যাল
১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৫
অপু তানভীর বলেছেন: বাহ ! আরও কিছু কী কী আছে দেখতে হবে ।
১৩| ২৪ শে মে, ২০২২ সকাল ১০:১৯
মুজাহিদুর রহমান বলেছেন: ভাই, google এ কেউ ভুলেও কখনো bosta লিখে সার্চ দিবেন না। যদি দিয়ে ফেলেন, তাহলে যেই ছবিগুলো আসবে সেগুলো ভুলেও দেখবেন না। আর যদি দেখেই ফেলেন, তাহলে কিন্তু আবার আমার দোষ দিয়েন না।
কারন আমি আগেই সাবধান করছিলাম।
২৪ শে মে, ২০২২ সকাল ১১:৩৮
অপু তানভীর বলেছেন: দেই নাই সার্চ। দেখলাম না কি আসে ...
১৪| ২৪ শে মে, ২০২২ সকাল ১০:৫৯
রানার ব্লগ বলেছেন: বেশ মজা তো !!!
মুজাহিদুর রহমান @ ওগুলা কেক !!!
২৪ শে মে, ২০২২ সকাল ১১:৩৮
অপু তানভীর বলেছেন: দেখলেন তো কত কিছু আছে এই সামুর নামেই
১৫| ১১ ই জুন, ২০২২ দুপুর ২:০৯
মুহাম্মদ তৌহিদ বলেছেন: আমার ছেলের নাম সামিদ আব্দুল্লাহ। বাসার সবাই তাকে সামু নামেই ডাকে।
১১ ই জুন, ২০২২ দুপুর ২:২০
অপু তানভীর বলেছেন: বাহ ! চমৎকার !
আপনার ছেলের একটা ছবি যুক্ত করে দিন । তার ছবি যোগ করে দিই !
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৩
গরল বলেছেন: আমার সার্চে এটা আবার প্রথমেই আসছে