নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

Watchlist: চরকি অরিজিনাল ফিল্মঃ রেডরাম

১৯ শে মে, ২০২২ রাত ১২:০৯


ঈদে বাড়ি যাওয়ার পর থেকে ঢাকায় ফেরা পর্যন্ত সময় টুকুতে এবার বেশ কিছু টিভি সিরিজ আর মুভি দেখেছি । চরকিতে সাবস্কক্রিপশন কেনার পর থেকে বাংলা বেশ কয়েকটা টেলিফিল্ম আর সিরিজ দেখা হয়েছে । রেডরাম তাদের একটা ।

আমার কাছে একটা ডিটেক্টিভ/রহস্য গল্প কিংবা মুভিকে আমি তখনই ভাল বলবো যখন একেবারে শেষ রহস্য উদ্ধার হওয়ার আগ পর্যন্ত আমি বুঝতে পারবো না যে আসল খুনি টা কে । রেডরুম মুভিটার বেলাতেও সেই একই কথা বলতে হয় । আমি একেবারে শেষ মুহুর্ত পর্যন্ত বুঝতে পারি নি যে আসলে খুনটা কে করেছে আর কিভাবে করেছে ।

মুভির প্লট হচ্ছে বিখ্যাত গায়ক সোহেলকে তার নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় । তার বাবা সকাল বেলা চাবি দিয়ে দরজা খুলে দেখে তার ছেলে মেঝেতে মরে পড়ে আছে । খুব ছোট আর সার্প কিছু দিয়ে তার গলা কেটে তাকে হত্যা করা হয়েছে । কিন্তু এদিকে তার স্ত্রী নীলা বিছানাতে নিশ্চিন্তে ঘুমাচ্ছে । শ্বশুরের আওয়াজে সে ঘুম থেকে জেগে ওঠে । এবং দেখতে পায় যে তার স্বামী মরে পড়ে আছে ।

যথারীতি পুলিশ আসে । এই পুলিশ হচ্ছে রাশেদ । সে আবার নীলা আর সোহেলের বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু । রাশেদ হচ্ছে চৌকশ পুলিশ অফিসার । তাকে হিউম্যান লাই ডিটেকটার হিসাবে জানে সবাই । রাশেদ তার বন্ধুর খুনি কে খুজতে থাকে । আস্তে আস্তে পরিবারের অনেক সত্য বের হয়ে আসে । রাশেদ বুঝতে পারে যে সোহেলের পরিবারের সবাই মিথ্যা বলছে । সোহেলের পরিবারের সবাই কিছু লুকাচ্ছে । সোহেলের বাবা মা আর সৎ ভাইয়ের সাথে সোহেলের সম্পর্ক ভাল ছিল না । টাকা পয়সা নিয়ে ঝামেলা ছিল । অন্য দিকে সোহেলের সৎ ভাই খানিকটা মানসিক ভাবে সাইকো ধরনের ।

রাশেদ জানতে পারে যে খুন হওয়ার রাতে কিছু সময়ের জন্য সিসিটিভি বন্ধ ছিল । অন্য দিকে ঘরের দুইটা চাবির ভেতরে একটা সোহেলের বাবার কাছে থাকলেও অন্য হারিয়ে গেছে । সেটা তার সৎ ভাইয়ের কাছে পাওয়া যায় । তাহলে সোহেলকে খুন করলো আসলে কে?
তার স্ত্রী নীলা?
তার বাবা ?
নাকী তার সৎভাই ?

ফরেনসিক রিপোর্টে এটা জানা যায় যে ঐদিন খাবারের সাথে সোহেলকে ঘুমের ঔষদ জাতীয় কিছু খাওয়ানো হয়েছিলো । এরপর সোহেল হয়তো কোন প্রতিরোধ গড়ে তুলতে পারে নি । এদিকে পুরো দেশের মানুষ নীলাকে খুনি ভেবে বসে আছে । টক শোতে সবাই নীলাকে দোষী ভেবে বসে । সবাই নীলার শাস্তি দাবী করে । এইভাবে কাহিনী আস্তে আস্তে এগিয়ে যায় সামনের দিকে ।

কাহিনী সামনের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে সোহেল রাশেদ নীলার বিশ্ববিদ্যালয় জীবনের কিছু ঘটনা দেখানো হয় । সোহেল আর রাশেদ কিভাবে দিন কাটিয়েছে । নীলার আগে একজন বয়ফ্রেন্ড ছিল । তবুও সোহেল তাকে কিাভবে দুর থেকে ভাল বাসতো । রাশেদ এটা দেখে তাকে শান্তনা দিতো । কিন্তু একটা সময়ে নীলার আগের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায় এবং সোহেলের সাথে প্রেমে শুরু হয় । তবে নীলার বাবা কোন ভাবেই নীলার সাথে সোহেলের বিয়েটা মেনে নেয় নি । সে মেয়ের উপর অভিমান করে দুরে থাকে । তবে সোহেল মারা যাওয়ার পরে নীলাকে বাসায় নিয়ে যায় । নীলাকে যখন সবাই দোষ দিতে থাকে তখন নীলার বাবা ঠিক করে যে তাকে বাইরে পাঠিয়ে দিবে । পুলিশ যখন বাঁধা দিতে যায় তখনই একজন চোর এসে বলে যে সোহেলকে সেই খুন করেছে । যে সময়টা সিসি টিভি বন্ধ ছিল সেই সময়ে সে ঘরে ঢুকে চুরি করতে কিন্তু সোহেল দেখে ফেলার পর তাকে ভয়ে মেরে ফেলে । কিন্তু স্পষ্টই বোঝা যায় যে খুন সে করে নি । তাহলে কে খুন করেছে? কিভাবে করেছে !

শেষ পর্যন্ত তাহলে সোহেলকে কে খুন করে আর কিভাবে খুন করে ? এই খুনের সাথে জড়িতো থাকে অতীতের কোন একটা অন্যায় । আজকে সেই অন্যায়টা যদি না হত তাহলে কারো জীবন এই ভাবে পরিবর্তিত হয়ে যেত না ।

আমার মুভিটা বেশ চমৎকার লেগেছে । আপনাদেরও ভাল লাগবে আশা করি । খুব বেশি লম্বা সময়ের না মুভিটা । দুই ঘন্টার একটু বেশি । দেখতে দেখতে আমার বোরিং লাগে নি । আপনাদেরও লাগবে না আশা করি ।

মুভিটির ট্রেইলার টা দেখে নিতে পারেন ।



মুভিটা দেখতে পাবেন চরকি ওটিটি প্লাটফর্মে ।
হ্যাপি ওয়াচিং



pic source

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২২ রাত ১২:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার লিখেছেন আপনি।
ইউটিউবেতো পাওয়া যাবেনা নিশ্চই!

১৯ শে মে, ২০২২ রাত ১:২৭

অপু তানভীর বলেছেন: না সম্ভবত । ইউটিউবে থাকার কথা না ।
দেখে ফেলতে পারেন । ভাল লাগবে আশা করি ।

২| ১৯ শে মে, ২০২২ রাত ১:১৬

নিমো বলেছেন: এটা দেখিনি। তবে এর নামকরণটা আমার কাছে ভালো লেগেছে- 'রেডরাম' আসলে 'মার্ডার'।

১৯ শে মে, ২০২২ রাত ১:২৮

অপু তানভীর বলেছেন: হায় হায় দেখছেন আমি কেমন বেকুব ! রেডরাম কে বলেছি রেডরুম ! :D :D

মন্তব্যের জন্য ধন্যবাদ । ঠিক করে নিলাম । এটা দেখে ফেলতে পারে ! ভাল লাগবে আশা করি ।

৩| ১৯ শে মে, ২০২২ দুপুর ১২:২৬

জুল ভার্ন বলেছেন: চমতকার! তোমার সুন্দর উপস্থাপনার জন্যই মুভিটা দেখার আগ্রহ বেড়ে গেলো।

১৯ শে মে, ২০২২ রাত ১১:৫১

অপু তানভীর বলেছেন: আজই দেখে ফেলুন । যদি মার্ডার মিস্ট্রির প্রতি আগ্রহ থাকে তাহলে অবশ্যই ভাল লাগবে আশা করি !

৪| ১৯ শে মে, ২০২২ বিকাল ৩:৪৯

ফয়সাল রকি বলেছেন: রেডরাম যে মার্ডার- এটা বুঝতে আমারো মেলা সময় লাগছে! তবে ভালো লেগেছে। মুভি ও রিভিউ উভয়ই।

১৯ শে মে, ২০২২ রাত ১১:৫৫

অপু তানভীর বলেছেন: আমি উপরের একজনের মন্তব্য পড়েও আসলে ঠিক মত বুঝতে পারি নি যে কিভাবে মার্ডার হয় । মনে হয়েছিলো যে অর্থ হয়তো মার্ডার ! পরে আজকে বুঝলাম যে উল্টো করে লিখলে মার্ডার হয় !

৫| ১৯ শে মে, ২০২২ রাত ১০:০৭

নিমো বলেছেন: লেখক বলেছেন: হায় হায় দেখছেন আমি কেমন বেকুব ! রেডরাম কে বলেছি রেডরুম ! :D :D
ব্লগে লিখতে এলে স্বয়ং রবি ঠাকুরেরও টাইপো হত, নিশ্চিত থাকুন।

লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ । ঠিক করে নিলাম । এটা দেখে ফেলতে পারে ! ভাল লাগবে আশা করি ।
দেখব। আপনার 'দ্যা ব্যাটম্যান' এর রিভিউ আমার বেশ কাজে এসেছে, সেজন্য ধন্যবাদ। শিরোনামে 'চরকি' হবে।

১৯ শে মে, ২০২২ রাত ১১:৫৭

অপু তানভীর বলেছেন: আমার ভাই টাইপোর সমস্যা চিরো দিনের । দেখেন চরকি টা বারবার করে দেখলাম তবুও ক আর র যে স্থান বদল করেছে সেটাও চোখ এড়িয়েছে । বুঝেন অবস্থা ! একজন প্রুফ রিডার ছিলাম । সবার আগে গল্প পড়ার বিনিময়ে সে বানান দেখে দিতো । অনেক দিন যাবৎ সে গায়েব ।

দেখে ফেলেন । আশা করি ভাল লাগবে !

৬| ১৯ শে মে, ২০২২ রাত ১১:১০

গরল বলেছেন: আর একটা টাইপো আছে টাইটেল এ, চকরি না হবে চরকি। যাইহোক আপনার রিভিউ পড়ে দেখার আগ্রহ জন্মাল।

২০ শে মে, ২০২২ রাত ১২:০০

অপু তানভীর বলেছেন: সারা দিন ব্লগে আসি নি তাই টাইপোটা চোখেই পড়ে নি । কালে বারবার মনে হচ্ছিলো যে ক আর র না স্থান বদল করে ফেলে । শেষ পর্যন্ত তাই হল !

দেখে ফেলুন । মার্ডার মিস্ট্রি পড়তে কিংবা দেখতে যদি পছন্দ করে থাকেন তাহলে ভাল লাগবে আশা করি ।

৭| ২০ শে মে, ২০২২ রাত ১২:২৫

মনিরা সুলতানা বলেছেন: তাইলে খুনি কে ?
এত কিছু লিখছেন এইটুকু লিখলেই তো কষ্ট করে দেখতে হয় না।

২০ শে মে, ২০২২ রাত ১২:২৭

অপু তানভীর বলেছেন: আরে যদি আমি সেটা লিখেই দিই তাহলে তো আর কেউ ফিল্মটা দেখবেই না । তখন সেটা কি ভাল হবে ?
মোটেও ভাল হবে না ।

৮| ২০ শে মে, ২০২২ রাত ১২:৩৪

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে না যারা দেখবার ঠিকঠিক দেখবে :)

২০ শে মে, ২০২২ রাত ১২:৪১

অপু তানভীর বলেছেন: তারা হয়তো দেখবে তবে সেই মজা আর পাওয়া যাবে না । যদি আগেই জানে যে কে খুনি তাহলে তো মজা থাকবে না । তবে আপনি চাইলে আপনাকে কানে কানে বলতে পারি কে খুন করেছে । ;)

৯| ২০ শে মে, ২০২২ রাত ১২:৪৪

মনিরা সুলতানা বলেছেন:

২০ শে মে, ২০২২ রাত ১২:৫৫

অপু তানভীর বলেছেন: :D

১০| ২০ শে মে, ২০২২ রাত ১২:৫৭

িসজার বলেছেন: দেখে ফেললাম, ছবিটা। পরিচালকের মুন্সিয়ানায় শেষ পর্যন্ত উত্তেজনা বজায় ছিল। ধন্যবাদ অপু এমন চমৎকার রিভিউ দেয়ার জন্যে।

২০ শে মে, ২০২২ রাত ১:১০

অপু তানভীর বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো !

ভাল থাকুন সব সময় !

১১| ২৪ শে মে, ২০২২ সকাল ১১:২৯

রানার ব্লগ বলেছেন: এহ !! দিলেন তো কম্ম সাবার করে পুরো সিরিজটা চোখের সামনে দেখছি !!! চড়কির একটা ভিউ গেলো !!! B-)

২৪ শে মে, ২০২২ সকাল ১১:৩৫

অপু তানভীর বলেছেন: নাহ ! আসল রহস্য এখনও গল্পের ভেতরেই আছে ! আসল রহস্যটা টের জানতে পারলে অবাক হবেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.