নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

মিডজার্নি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আঁকা কয়েকটি ছবি ....

২২ শে আগস্ট, ২০২২ সকাল ১০:০৪



মিডজার্নি এআইয়ের নাম আপনারা এরই ভেতরে শুনে থাকবেন । যদি না জেনে থাকেন তাহলে ছোট করে বলি যে এটা একটা ইমেজ জেনারেটর। আপনি একটা কমান্ড দিবেন এআই সেই অনুযায়ী আপনার ছবি একে দিবে । ধরুন আপনি লিখলেন একটি মানুষ যার একটা হাত বেশি লম্বা একটা পা বেশি খাটো, তিনটা চোখ, ঠিক এই অনুযায়ীই মিডজার্নি এআই আপনার জন্য ছবিটা একে দেবে ! এই যে উপরে যে ছবিটা দেখছেন, ওটা কিন্তু এই মিডজার্নি এআই দিয়ে আঁকা । আমি কেবল কমান্ড দিয়েছি ''এ লোগো ফর সামহোয়্যারইণ ব্লগ'' । আরও বিস্তারিত কমান্ড দিলে অবশ্য ছবিটা আরও অন্য রকম হত ! আপনি যত বিস্তারিত ভাবে বর্ণনা দিবেন আপনার ছবি তত ফুটে উঠবে ! এই এআই ব্যবহার করেই কদিন বেশ কয়েকটা ছবি জেনারেট করলাম । ফেসবুকেই ছবি গুলো শেয়ার করি সব সময় । ব্লগারদের সাথেও ছবি গুলো শেয়ার করা যাক !

প্রথম ছবিটা আঁকতে গিয়ে বলেছিলাম যে লেগের মাঝে একটা ট্রি হাউজ, মাথার উপরে থাকবে বর চাঁদ ! দেখুন কি ছবি এসেছে


গত শুক্রবার ট্যুরে যাওয়ার কথা ছিল । বাংলাদেশের সর্বোচ্চ চুড়া তাজিংডংয়ে যাওয়ার কথা ছিল । একেবারে শেষ মুহুর্তে এসে ট্যুর ক্যান্সেল হয় । মনের দুঃখে মিডজার্নি এআইকে কমান্ড দিলাম পাহাড়ে ট্রাকিংয়ের । ফল আপনারাই দেখুন


ঢাকাতে যদি জম্বি ব্রেক থ্রু হয়, তাহলে কেমন হবে চিত্রটা !


এআইকে বলেছিলাম মৃত্যুর পরে মানব দেহ ছেড়ে এগিয়ে যায় অনন্ত মুক্তির দিকে । কেমন হবে সেই যাত্রা -



এন এঞ্জেল ইন দ্যা হেল



কন্যার সাথে বৃষ্টির দিনে একই ছাতার নিচে ...


বৃষ্টির দিনে কন্যার সাথে কফি ডেট


বৃষ্টির দিনে কন্যার সাথে ঢাকার পথে হাটাহাটি


সুন্দরী কন্যা


পাহাড়, নদী আর বন


শহুরে ম্যাও আর লম্বা বিল্ডিং আকাশে মেঘ


জানালার ওপাশে


বিষন্ন কন্যার মত আকাশও আজ বিষন্ন


এই ছবিটার কমান্ড কী দিয়েছিলাম সেটা বলবো না তবে ছবিটা চমৎকার এসেছে


সব শেষে নিজের ছবি আকার চেষ্টা করলাম । লিখলাম এ ফেস অব অপু তানভীর । বেটা কী ছবি আঁকলো


ব্লগাররাও চেষ্টা করে দেখতে পারেন । কিভাবে ছবি আঁকতে হবে সেটা গুগলে সার্চ দিলেই খুজে পাবেন । ইউটিউবে এই নিয়ে অনেক টিউটেরিয়াল পাবেন ! সেগুলো দেখেই আশা করি ছবি আঁকতে পারবেন ! নিচে একটা ইউটিউব ভিডিওর লিংক দিলাম । এই ভিডিওটা দেখলে আশা করি পারবেন ! সো দেরি কেন করছেন আপনিও আর্টিস্ট হয়ে উঠুন !

মন্তব্য ২৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২২ সকাল ১০:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ বিষয় তো!

২২ শে আগস্ট, ২০২২ সকাল ১০:২৫

অপু তানভীর বলেছেন: ব্যাপারটা আসলেই চমৎকার । আপনিও চেষ্টা করে দেখুন । আশা করি মজা পাবেন !

২| ২২ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৩৬

জুল ভার্ন বলেছেন: ভেরী ইন্টারেস্টিং!
খুব সুন্দর হয়েছে।
আমার অবশ্য সময় হয়না এসব করার।
ইশ দিনের দৈর্ঘ্যটা যদি ৪৮ ঘন্টা হতো তাহলে এইসব সৃজনশীল কাজে একটু মনোযোগ দিতে পারতাম।

২২ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪৮

অপু তানভীর বলেছেন: এটা বেশ এডিক্টিভ ! প্রো ভার্শন দিয়ে ব্যবহার করেন তাহলে আপনাকে পেয়ে বসবে !

আমার ছবি আঁকার শখ সেই ছোট বেলা থেকে কিন্তু আঁকার হাত ভাল না । তাই এটা দিয়ে সেই শখ খানিকটা পূরণ করে নিচ্ছে !

আমার বেলাতেও তাই । কিভাবে যে দিন চলে যায় আমি টেরই পাই না ! গত তিনচার দিন বই পড়ার সময় পর্যন্ত পাই নি !

৩| ২২ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৩৯

খাঁজা বাবা বলেছেন: ভাল লেগেছে।
এটা কি ফোনে কাজ করে নাকি পিসি তে?
আমিও ট্রাই করতে চাই। :-B

২২ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৫০

অপু তানভীর বলেছেন: হ্যা ফোনেও ব্যবহার করা যাবে । ফোনে ডিস্কর্ড এপ নামিয়ে নিন । তবে ফোনে সমস্যা হচ্ছে ফোনে নিজের এই ছবি আপনি যখন কমান্ড দিবেন তখন সেটা হারিয়ে যাবে । উপরে নিচে স্ক্রল করতে হয়রান হয়ে যাবেন ! পিসিতে একটু সহজে খুজে পাওয়া যায় !

৪| ২২ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৫২

জুল ভার্ন বলেছেন: আমাদের অনেক পুরনো ব্লগার রাফাত নূর(ঘুড্ডির পাইলট) এর কথা মনে আছে? কী অসাধারণ সুন্দর ছবি আঁকে! ঘুড্ডির পাইলট অবশ্য অনেক সৃজনশীল এবং সামাজিক সেবামূলক কাজের সাথে জড়িত।

২২ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৫৪

অপু তানভীর বলেছেন: তাই পেইজে আমার লাইক দেওয়া আছে । তার আঁকার হাত আসলেই চমৎকার খুব !

৫| ২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথমে + তারপরে কথা।
এইটাও সম্ভব!! উপরের ছবি গুলি কোনো এআই একেছে!!

কবিতা লেখার কোনো এআই কি তৈরি হয়েছে?

২২ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫৪

অপু তানভীর বলেছেন: কাজটা আসলেই বেশ চমৎকার । আপনি যত ডিটেইল ভাবে লিখবেন তত ভাল ছবি আসবে । এর আগেও এমন ইমেজ জেনারেটর এসেছে তবে মিডজার্নির মত এতো চমৎকার আর হয় নি !
চেষ্টা করে দেখতে পারেন !

৬| ২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

আরইউ বলেছেন:




খুব ভালো রেজুলেশন ইমেজ ডাউনলোড করতে পেরেছেন, অপু।
আমি ওপেন এআই এর ডাল-ই টা উল্টে পাল্টে দেখেছি https://openai.com/blog/dall-e/ এটা নিয়ে অনেকবার পোস্ট করবো ভেবেছি কিন্তু গুছিয়ে উঠতে পারিনি। আপনি পোস্ট দিয়েছেন দেখে ভালোলাগলো।

@জলদস্যুঃ
এখানে এআই দিয়ে (ইংরেজি ভাষায়) কবিতা লিখুনঃ https://sites.research.google/versebyverse/
এখানে এআই দিয়ে (ইংরেজি ভাষায়) গল্প লিখুনঃ https://sassbook.com/ai-story-writer

২২ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫৭

অপু তানভীর বলেছেন: আমিও ভাবি নি ছবিগুলো এতো হাই রেজুলেশনে আসবে । ছবি গুলো কিন্তু সরাসরি সামুর সার্ভারেই আপলোড করেছি । ঠার্ড পার্টির মাধ্যমে করি নি । তাও দেখেন কত চমৎকার ছবি এসেছে !

আপনিও লিখে ফেলুন সময় করে ! আমিও পড়ে দেখি আছে !

৭| ২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

শায়মা বলেছেন: আরে!!!!!!!! আমিও আঁকবো তো!!!!!! :)

২২ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫৮

অপু তানভীর বলেছেন: তুমি তো এমনিতেই আঁকতে পারো । তোমার তো আর এআই লাগবে না !

৮| ২২ শে আগস্ট, ২০২২ রাত ৮:২১

মনিরা সুলতানা বলেছেন: জানালার ওপাশে টা মারাত্মক !

২২ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫৯

অপু তানভীর বলেছেন: জানালার ওপাশের ছবিটার কমান্ড যদিও অন্য ছিল । ওখানে লিখেছিলাম একজন ব্লগার ব্লগ লিখছে জানালার পাশে বসে ।বাইরে বৃষ্টি হচ্ছে। এই কমান্ডে চারটা ছবি আসলো । এইটা পছন্দ হল বেশি ! অন্য গুলোতে ব্লগার ছিল এটাতে নেই ! তবুও এটাই বেস্ট !

৯| ২২ শে আগস্ট, ২০২২ রাত ৯:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ, অসাধারণ!! তবে, ভালো ছবি আঁকার জন্য ইমাজিনেশনও ঐ লেভেলের থাকতে হবে। আপনার ছবিগুলো খুব হাই লেভেলের হয়েছে।

কিন্তু লিংক কই, নাকি সার্চ দিলেই পাওয়া যাবে?

২৩ শে আগস্ট, ২০২২ রাত ১২:০৫

অপু তানভীর বলেছেন: সকল আর্টিস্টদের তো এই ইমাজিনেশ থাকতেই হয় । সেই ইমাজিনেশ গুলো তারা রং তুলিতে ফুটিয়ে তোলে ! এখানে আমার মনের ইমাজিনেশ আমি লিখে এআইকে দিচ্ছি সে নিজের মত করে ফুটিয়ে তুলতে ! ক্ষেত্র বিশেষে আমার ইমাজিনেশ থেকেও ভাল চিত্র ফুটিয়ে তুলেছে !

নিচে দেখুন ইউটিউব ভিডিও দেওয়া আাছে । ওটা দেখলেই আশা করি আইডিয়া পেয়ে যাবেন কী দিয়ে কী করতে হবে !

১০| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ২:০০

পোড়া বেগুন বলেছেন:
অসাধারণ!

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪৪

অপু তানভীর বলেছেন: এ সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খেলা!

১১| ২৩ শে আগস্ট, ২০২২ সকাল ৮:১৬

শেরজা তপন বলেছেন: আগে এরে পাইলে কবে দেশ সেরা আরটিষ্ট হয়ে যাইতাম :(

ইমেজগুলো ক্যানভাসে তেল রঙ, জল রঙ দিয়ে ফুটিয়ে তোলার ব্যাবস্থা হইলে কে আর কষ্ট করে আর্ট ফার্ট শিখে :)

চমৎকার!!

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪৬

অপু তানভীর বলেছেন: মিডজার্নি লঞ্চ হওয়ার পরপরই সবাই মনে করছিলো যে এইবাই বুঝি ট্রেডিশোনাল আর্টিস্টদের দিন শেষ !
আমি কয়েকদিন ব্যবহার করে একটা কথা বুঝলাম যে নাহ, সেই সম্ভবনা নেই । এআই কখনই মানুষের মস্তিষ্ক আর মনের স্থান দখল করে নিতে পারবে না !

১২| ২৩ শে আগস্ট, ২০২২ সকাল ৮:২১

শেরজা তপন বলেছেন: ওহ আপনার দ্বীতিয় ছবিটা মারাত্মক হয়েছে :)

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪৭

অপু তানভীর বলেছেন: আমি কেবল ইনস্ট্রাকশন দিছি । ছবি তো আকছে এআই ! তারপরেও থেঙ্কু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.