নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

বেইজ্জতির এক শেষ হত !

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৪

অনালাইনে চলাচলের অন্যতম শর্ত হচ্ছে আপনি যাই দেখবেন না কেন তা চোখ কান বুঝে বিশ্বাস করা যাবে না । দশ বছরের বেশি অনালইনে চলাচলের ফলে এই সত্যটা আমি পদে পদে শিখেছি । কখনই কারোটা দেখে শিখেছি আবার কখনও নিজে ঠকে শিখেছি । আপনি যখনই এই অনলাইনের কাউকে বিশ্বাস করবেন তখনই আপনাকে ঠকতে হবে । তারপরেও মানুষ মাত্রই ভুল করে ফেলে । বিশেষ করে যখন সেখানে মায়ের আবেগ জড়িতো থাকে ।

গত এক মাসে অনলাইনে থাকলে একটা নিউজ আপনাদের সবার চোখে পড়ার কথা । একজন মা দুপুরে পানি আনতে গিয়ে নিখোজ হয়েছেন । তারপরই খবর বের হয় যে জমিজমা নিয়ে বিরোধ ছিল । সংবাদটা এইভাবে বের হয় যে জমির জন্য তাকে চাপ দেওয়া হয় । সে রাজি হয় নি । তারপরই সে গুম হয়ে যায় । একেবারে সত্যি ঘটনা মনে হয় । বিশেষ করে তার মেয়ের ফেসবুকে আবেগঘন স্টাটাস ব্যাপারটা হয়ে ওঠে আরও বিশ্বাসযোগ্য । তার কান্না ছবি আর ভিডিও ছড়িয়ে পরে পুরো ইন্টারনেট জুড়ে । টিভিতে প্রতিবেদন হল । ফেসবুকে সবাই সেই পোস্ট শেয়ার করে হাজারে হাজার ! মামলার আসামীরা গ্রেফতার হল !

সব শেষে তিনদিন আগে বের হয় আরও একটা সংবাদ । সেখানে দেখা যায় মেয়ে তার মায়ের লাশ সনাক্ত করেছে । আমাদের দেশে গুম হলে তাকে আর জীবিত উদ্ধার পাওয়া যায় কম ! তাই হল । লাস পাওয়া গেল । ভাবলাম তীব্র একটা জ্বালাময়ী ব্লগ পোস্ট লিখবো । সেই মোতাবেগ পোস্ট রেডিই করছিলাম ।

তবে একটু সন্দেহ ছিল । বিশেষ লাস শনাক্তের পরেই একটা বিশেষ প্রশ্ন জেগে ওঠে । যার লাশ শনাক্ত করা হয়েছে তার বয়স সর্বোচ্চ ৩৫ অন্য দিকে গুম হওয়ার মহিলার বয়স ৫০+ । কিন্তু মেয়ে একদম শিওর যে এটাই তার মা ? এখানে প্রথম খটকা লাগলো ! তারপরেও মনে হল যে মায়ের ব্যাপারে এই আবেগ আসলে কোন ভাবেই মিথ্যা হতে পারে না ।

কিন্তু কাল রাতে সব কিছু উল্টে গেল !

দেখা গেল মহিলা মোটেও গুম হন নি । বরং আত্মগোপনে ছিলেন । পুলিশ তাকে ঠিক খুজে বের করেছেন ! পরে জানা গেল তাকে জোর করে আটক করেনি । সে স্ব ইচ্ছেতেই আত্মগোপনে ছিলেন ! এবং সব থেকে ভয়ংকর ব্যাপার হচ্ছে এটাও ধারণা করা হচ্ছে যে তার মেয়ে এই ব্যাপারটা জানতেন ! জমি সংক্রান্ত বিবাদে প্রতিপক্ষকে ফাঁসাতেই এই কাজটা করা হয়েছে ।

কী একটা প্রহসন করা হল দেশের মানুষের সাথে !
কত বড় একটা প্রতারণা ! মানুষের আবেগের সাথে এই প্রতারনাটাকে কিভাবে করতে পারে কেউ ? বিশেষ করে যখন মায়ের আবেগ যেখানে জড়িতো থাকে ! আসলে আমাদের সবারই কিছু দুর্বল পয়েন্ট থাকে । তার ভেতরে মা ও তার সম্পর্কিত আবেগ অন্যতম । এটা সামনে এলে আমাদের মাঝে আসলে সন্দেহের কোন স্কোপই থাকে না । কিন্তু এখন থেকে সেটার মাঝেও দেখা দিবে সন্দেহ !

মরিয়ম মান্নান, শেইম অন ইউ !

আবারও সেই প্রথম লাইনে ফেরৎ যাই । অনালইনে যে কাউকেই বিশ্বাস করা যাবে সেটা যেন আরও একটু পোক্ত হল । কাউকে এবং কোন কিছুই প্রথমে বিশ্বাস করা যাবে । কিছু কিছু অফ লিমিট ছিল তবে বোধ করি সেখানেও এখন সন্দেহ প্রবেশ করলো । তবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভাগ্য ভাল যে এটা নিয়ে একটা পোস্ট করি নি । যদি পোস্ট করতাম তাহলে বেইজ্জতির শেষ থাকতো না ।

খবরের লিংক

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আজকাল ডিজিটাল প্রতারণা বেশ জমে উঠেছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৯

অপু তানভীর বলেছেন: কেবল কি ডিজিটাল, সব ক্ষেত্রেই প্রতারণা বেড়েছে !

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৯

গেঁয়ো ভূত বলেছেন:


অনলাইন প্রতারণার ভয়ঙ্কর সব খবর বেরিয়ে আসছে! সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে প্রতারকদের টার্গেট অনলাইনে খুব সহজে বহুদূর পর্যন্ত বিস্তৃত করতে পারছে খুব অল্প সময়ের মধ্যে!

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২১

অপু তানভীর বলেছেন: নানান ভাবে নানান রকম প্রতারণা বেড়ে চলেছে ।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৫

মুদ্‌দাকির বলেছেন: ওরে চিটার!!

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২২

অপু তানভীর বলেছেন: এমন বাটপারি যে এই মেয়ে করবে কোন দিন ভাবতেও পারি নাই।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৬

ফ্রেটবোর্ড বলেছেন: গতকাল রাতে নিউজটা দেখলাম, আমি নিজেও হতবাক।
ঘটনা যদি সাজানো হয়ে থাকে তাহলে মেয়েটির অভিনয় দুর্দান্ত।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২২

অপু তানভীর বলেছেন: একটা বারের জন্যও আমার মনে হয় নি এটা মিথ্যা সাজানো হতে পারে !

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:
পুলিশ গিয়ে দেখতে পায়, রহিমা বেগম ওই বাড়িতে বসে দুজন নারীর সঙ্গে গল্প করছেন।
''এরপর পুলিশ দেখে উনি বোবা হয় গেলেন। পথে পুলিশের প্রশ্নে কোন কথা বলেন নি।

ফরহাদমাজহার, ত্বহা সাকা পুত্র হুকাও সেচ্ছা আত্নগোপন করে তোলপাড় করে ফেলেছিল, পরে ধরা খেয়ে লজ্জায় বাকরুদ্ধ ..

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৩

অপু তানভীর বলেছেন: এই নাটকের ফলে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল !

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২৬

জুল ভার্ন বলেছেন: বিশ্বাস বলে আর কিছু থাকলোনা! মা-মেয়ের কি চক্রান্ত!

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৩

অপু তানভীর বলেছেন: আমি কোন দিন ভাবিও নি যে এটা মিথ্যা হতে পারে । সত্যিই ভাবি নি !

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আচ্ছা আমাদের কী ঠকানো হচ্ছে নাকি আমরা ইচ্ছে করে ঠকছি ?

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৬

অপু তানভীর বলেছেন: মায়ের কথা গুলো আমরা সবাই আবেগ প্রবণ হয়ে পড়ি । এমন কিছু ব্যাপার তো থাকেই সব সময় ! এটাও তেমন কিছু ছিল । আমরা কেউ ভাবতেও পারি নি যে এটা একটা মিথ্যা প্রতারণা হতে পারে ।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৯

রানার ব্লগ বলেছেন: আমি নিজেও তার দুঃখে ব্যাথিত ছিলাম আবার তার প্রহসনে মারাত্মক বিরক্ত হলাম !!!

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৮

অপু তানভীর বলেছেন: আমার বেলাতেও একই ব্যাপার । কোন দিন ভাবিও নি এমন কিছু হতে পারে ।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪০

ফুয়াদের বাপ বলেছেন: গত ছুটিতে দেশে গিয়ে সাভার মেঝো ভাইয়ের বাসায় বেড়াতে গেছিলাম। রানা প্লাজায় আঘাত পেয়ে বেঁচে যাওয়া এক মা রাস্তার পাশে বসে টি-শার্ট বিক্রি করছিল। টি-শার্ট কিনতে কিনতেই কথা হলো তার সাথে। প্রবাসে যাদের জন্য আমি চোখের পানি নিয়ে দ্বারে দ্বারে হাত পেতে অর্থসংগ্রহ করেছি তাদেরই একজন আমার সামনে। আবেগে আরেকবার অশ্রুশিক্ত হয়েছিলাম। টি-শার্ট কিনে ঐ মাকে সামান্য সম্মান করে হাঁটতে হাঁটতে ভাবছিলাম বেঁচে যাওয়া রেশমি এখন কেমন আছে? ১৭ দিন পর বেঁচে থাকা রেশমির জন্য সারা দেশ আবেগে অশ্রুসাগরে ভেসেছিল। আজও রেশমির মুখ থেকে জানা হলো না ১৭ দিন বেঁচে থাকার আসল ঘটনা। ঘটনা কি সত্যি না দেশের মানুষের আবেগের সাথে তামাশা নাটক আজও জানা হলো না।

ধন্যাবাদ মরিয়ম মান্নানের ঘটনাটি উপাস্থপনের জন্য। কর্তৃপক্ষ নিশ্চই বাঁশডলা দিয়ে আসল কারন উদ্ঘাটন করবে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৯

অপু তানভীর বলেছেন: শুনলাম তাকে মেয়ের হেপাজতে ছেড়ে দেওয়া হয়েছে । তবে অবশ্যই এটার বিরুদ্ধে একটা ব্যাবস্থা গ্রহন করা দরকার ! এমন ভাবে মানুষের আবেগ নিয়ে প্রতারণা করা ঠিক না কোন ভাবেই ।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৩

কামাল৮০ বলেছেন: বিশ্বাস করতে হয় প্রমান সহ।প্রমান না পাওয়া পর্যন্ত তথ্যটা জানা থাকলো এই পর্যায়ে থাকাই ভালো।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩০

অপু তানভীর বলেছেন: প্রমাণ সহ বিশ্বাস করতে হয় সত্য কিন্তু তারপরেও কিছু কথা থাকে ।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:০৭

সোহানী বলেছেন: ঘটনাইতো জানি না.............

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৯

অপু তানভীর বলেছেন: না জানেন ভাল করছেন । আলাদা পেরেসানি !

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৫

ভুয়া মফিজ বলেছেন: অনলাইনে যে কোনও কিছুই চোখ-কান বুজে বিশ্বাস করে বেকুবরা। তাই বইলা আবার মনে কইরেন না, আপনেরে বেকুব কইছি। =p~

মরিয়ম মান্নানকে বাংলাদেশের মায়ানমার ডেস্কের প্রধান গুপ্তচর বানায়ে মায়ানমারে পাঠিয়ে দেওয়া হউক। সে তার ছলাকলা দিয়ে জান্তার যে কোনও খবর অতি দ্রুত বের করে ফেলতে পারবে। B-)

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫১

অপু তানভীর বলেছেন: বিশ্বাস করেন আমি এমন বেকুবী জীবনে করি নাই । আমি অনলাইনের সব কিছু সব সময় আগে সন্দেহই করি । কিন্তু মায়ের ব্যাপার আর এই মেয়ের মায়ের জন্য কান্না দেখে অন্য কিছু মনেই আসে নি । ভাবতেও পারি নাই যে এটা সাজানো হতে পারে !


ইয়ে মানে আমাদের ব্লগেও কিন্তু না দেখে না জেনে অনেকেই অনেক কিছু বিশ্বাস করে বসে আছে ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.