নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

আপনি এখনো সামহোয়্যারইন ব্লগ ছেড়ে কেন চলে যান নি?

০৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৫



সৃষ্টির শুরু থেকে অনেক ব্লগার ব্লগে এসেছেন আবার চলে গেছেন । এটাই আসলে স্বাভাবিক আচরণ । কেউ কোথাও চিরোদিন থাকবে না । থাকতে পারে না । চলে তাকে যেতেই হয় । কখনও আগে কিংবা কখনও পরে । সামুর বেলাতেও এই কথাটা খাটে । আপনি যদি আমার আজকের এই পোস্টটি দেখে থাকেন তাহলে অনেক প্যারার পরেও আপনি ব্লগে টিকে আছেন । আসছেন, পড়ছেন হয়তো পোস্ট দিচ্ছেন, মন্তব্য করছেন । এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনি এখনও কেন ব্লগে টিকে আছেন অথবা আরও সুনির্দিষ্ট করে বললে আপনি এখনও কেন সামহোয়্যারইণ ব্লগে নিয়মিত কিংবা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আসছেন ?
নিচে কিছু কারণ যুক্ত করে দিচ্ছি । সেখান থেকে নিজের এই ব্লগে এখনোও আসার কারণটা লিখুন ।

আপনি এখনও নিয়মিত সামহোয়্যারইন ব্লগে আসছেন কারণ -

১. আপনি আসলে নিজেও এখনও নির্দিষ্ট ভাবে জানেন না যে আপনি কেন এতো গুলো বছর ধরে নিয়মিত ব্লগে আসেন ।

২. আপনাকে নিয়মিত ব্লগে আসতে হয় কারণ এটা আপনার চাকরি ।

৩. আপনি মনে করেন আপনি ব্লগে না আসলে, না লিখলে সামহোয়্যারইণ ব্লগ বন্ধ হয়ে যাবে ।

৪. সামহো্য়্যারইন ব্লগকে আমি ভালোবাসেন । এখানের সব কিছু আপনার পছন্দ ।

৫. একদিন ব্লগে না এলে আপনার পেটের ভাত হজম হয় না । পেটের ভাত হজম করতেই আসলে আপনি ব্লগে আসেন ।

৬. বা্স্তব জীবনে আপনার আসলে কোন কাজ কর্ম নেই । ব্লগে আসেন আপনি সময় কাটাতে ।

৭. নিজেকে ব্লগার ভাবতে আপনার ভাল লাগে । আর সামুর ব্লগার মানে ভাবই আলাদা ।

৮. নিজেকে আপনি সবার থেকে বেশি জ্ঞানী মনে করেন । এই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতেই আপনি ব্লগে আসেন ।

৯. সামহোয়্যারইন ব্লগের প্রতি আপনার একটা সীমাহীন মায়া আর ভালবাসা জন্মেছে । অনেকটা প্রথম প্রেমিকাকে যেমন ভোলা যায় না তেমনি সামহোয়্যারইন ব্লগেও না এসে থাকা যায় না ।

১০. আপনার মনে করেন ব্লগেলিখেই দেশ সমাজ পরিবার সব কিছু পরিবর্তন করা যায় । মূলত দেশ সমাজ পরিবর্তন করতেই আপনি ব্লগে আসেন ।

১১. আপনার লিখতে ভালোলাগে এটা আসলে এই ব্লগে আসার কোন কারণ নয় । কারণ এই এক ব্লগ ছাড়াও এখন আরও অনেক মাধ্যম আছে । তবে আপনার কেবল সামহো্য়্যার ইন ব্লগেই লিখতে ভালোলাগে । অন্য কোথায় লিখে শান্তি পান না ।

১২. সামহোয়্যারইন ব্লগে যে ইমোজি গুলো আছে তা অন্য কোথাও নেই, তাই এখানে লিখতে ভালোবাসেন ।

১৩. সামহোয়্যারইন ব্লগে পোস্ট করা, ছবি আপলোড করা, লিংক যুক্ত করা অনেক সহজ যার কারণে অন্য ব্লগে আপনি যান না ।

১৪. সামহোয়্যারইন ব্লগে মাল্টি নিক ব্যবহার করা যায় । এই মাল্টি নিকের অনেক সুবিধা আপনি উপভোগ করেন ।

১৫. আপনার বেশ কিছু সাগরেদ আছে ব্লগে তাদের নসিয়ত দিতে আপনাকে ব্লগে আসতে নয় নিয়মিত !

১৬. সামহোয়্যারইন ব্লগের ব্লগ ডে বেশ ভাল খাওয়া দাওয়া হয় । এই খাওয়ার লোভে আপনি এখনও ব্লগে পড়ে আছেন ।

১৭. এই সামহোয়্যারইন ব্লগেই আপনার মনের মানুষ আছে। মূলত তার লেখা পড়তেই আপনি আসেন ।

১৮. ব্লগের রাইটিং বক্সে লিখে লিখে আপনার অভ্যাস হয়ে গেছে । এখন অন্য কোথায় বাংলা লিখে আপনি শান্তি পান না । তাই এই ব্লগে আসেন লেখার জন্য ।

১৯. এই ব্লগে এমন কিছু ব্লগার এখনও আছেন যাদের লেখা আপনি আর অন্য কোথাও পান না । এই সুনির্দিষ্ট কয়েকজনের লেখা পড়তেই আপনি সামহোয়্যারইন ব্লগে আসেন ।

২০. আপনি ব্লগে আসেন কারণ আপনার বউ কিংবা প্রেমিকা নেই । থাকলেও তাদের কাছ থেকে বেশি পাত্তা পান না । তাই পাত্তা পেতে এই সামহোয়্যারইন ব্লগে আসেন ।

২১. ....

আপাতত এই কারণ গুলোই মনে এল । এছাড়া আপনারাদের আরও ব্যক্তিগত আরও কারণ থাকলে সেটাও লিখতে পারেন । সেটা এড করে দেওয়া হবে। একজন একাধিক কারণেও ব্লগে আসতে পারেন । আমার ব্লগের আসার কারণ হচ্ছে সামহোয়্যারইণ ব্লগের রাইটিং বক্স । এখানে লিখে লিখে এমন এক অভ্যাস হয়ে গেছে যে আমার যাবতীয় বাংলা লেখা আমি সব সময় সামুর ''নতুন ব্লগ লিখুন'' অবশনে গিয়ে এই রাইটিং বক্সেই লিখি ।

pic source

মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:১০

ভুয়া মফিজ বলেছেন: আমি ব্লগে একটা কারনেই আসি............ সেটা হলো, একজন যুগ সেরেস্ট কিংবদনতি বলগারের সান্নিধ্যের আশায়। এমন গেয়ানী বলগার আমি অতীতেও দেখি নাই, ভবিষ্যতেও দেখার সম্ভাবনা নাই। উহার কাছ থেকে আমি শিখি নাই, এমন কোন বিষয় নাই। আমাদের দেশটা নিতান্তই হতভাগা, যার কারনে তার সেবা থেকে বন্চিত হচ্ছে। ইচ্ছা আছে, কোন এক সময়ে আম্রিকা গিয়ে উহার বায়াত গ্রহন করে ধন্য হবো।

ইতি,

ভুয়া মফিজ।

বি.দ্রঃ অতিরিক্ত ব্যস্ততার কারনে পুষ্ট আদ্দেকটা পড়েই মন্তব্য করতে বাধ্য হইলাম। এইটা না বললে শান্তি পাইতাম না। :-B

০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৭

অপু তানভীর বলেছেন: আরে একেবারে মনের কথা কইয়াছেন । এটাই আসল ঘটনা ! কেবল আপনি না সামুর তামাম ব্লগারদের সামুতে আগমনের প্রধান এবং কারো কারো জন্য একমাত্র কারনই হচ্ছেই ইহা । এটা ছাড়া তাদের জীবনে আর কোন উদ্দেশ্য নেই । এতো গিয়ান আমরা আর কোথা হতে পাবো বলেন !!

ব্যস্ততা কমুক । তারপর আবারও ফিরে আসুন !

২| ০৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:১৪

জুল ভার্ন বলেছেন: যাহা বলিবো সত্য বলিবঃ সামু ব্লগে অসংখ্য সীমাবদ্ধতা আছে, অর্থাৎ ব্যবহার বান্ধব নয়- তাতে কারোর কোনো সন্দেহ থাকার কথা নয়। সামুতে আমার কোনো আদর্শ ব্লগার নাই যার লেখা পড়তেই আমি সামুতে লগইন করি। তারপরও সামুতে আছি। কারণ, স্যোশাল মিডিয়ায় সামুর কাছাকাছি বাংলা ভাষায় এমন কোনো প্লাটফর্ম নাই যেখানে আমি স্বাচ্ছন্দ্যে আমার হাবিজাবি লেখাগুলো লিখতে পারব। সামু আমার নেশা নয়, প্যাশন।

সামহোয়্যারইন ব্লগ দীর্ঘজীবী হোক।

০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৮

অপু তানভীর বলেছেন: আমারও মনে ভাব অনেকটা আপনার মতই । যদিও ফেসবুকে কিংবা আমার নিজেস্ব ব্লগে এমন কাজ করা যায় তবে সামুতে আলাদা একটা আবেদন আছে সব সময় । সামুর প্রতি ভালোবাসার কারণেই বোধহয় এমনটা মনে হয় !

৩| ০৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:২৯

ঢাবিয়ান বলেছেন: ৪, ৫, ১১, ১৩ , ১৮ :D

০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৯

অপু তানভীর বলেছেন: ১৮ নম্বরটা আমার জন্য খুবই খাটে । আমি আমার সব লেখাই এই বক্সেই লিখি সব সময় !

৪| ০৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগ হিসাবে সামুই সেরা, সে জন্যই সামু ব্লগে আসি।

০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৯

অপু তানভীর বলেছেন: এটাই সত্য ।

৫| ০৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৯

মিরোরডডল বলেছেন:



আপনি এখনো সামহোয়্যারইন ব্লগ ছেড়ে কেন চলে যান নি?

চলে যাবার কথা ছিলো নাকি ? #:-S

সৃষ্টির শুরু থেকে অনেক ব্লগার ব্লগে এসেছেন আবার চলে গেছেন ।

পোষ্টের শুরুর বাক্যটাই কেমন যেন, ইঙ্কমপ্লিট মনে হয়েছে ।
সৃষ্টির শুরু থেকে বলতে কি সৃষ্টির শুরু থেকে?
সামুর শুরু থেকে, নাকি ব্লগ হিস্ট্রির শুরু থেকে ?

তানভীর দেয়া কারণগুলো ১ থেকে ২০ কোনটাই আমার কারনের সাথে মেলেনা ।
আমার উত্তর ২১…
:)


০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৩

অপু তানভীর বলেছেন: অবশ্যই ছেড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক ঘটনা । একবার কেবল ভাবুন কয়েক বছর আগে সামুর উপরে কী ঝড় বসে গেল । একবার এমন হয়েছিলো কোন ভাবেই সামুতে প্রবেশ করা যাচ্ছিলো না । সেই সময়েই সামুর ফেসবুক গ্রুপটা খোলা হয়েছিলো । এই এতো প্যারা নিয়ে কে আসে বলুন ব্লগে ।

সৃষ্টির শুরু মানে ব্লগ সৃষ্টির শুরু । এটাই বুঝাতে চেয়েছি । :D

একটা কারণও মিলল না । আপনার কারণটা লিখে ফেলেন দেখি । আমি একটু দেখি কী কারণে এখনও ব্লগে আসেন !

৬| ০৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৫

খায়রুল আহসান বলেছেন: ব্লগে আসি কারণ "আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল", শুনিতে ব্যাকুল।

০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৫

অপু তানভীর বলেছেন: হৃদয়ের কথাই বলতে আসি আমরা সবাই ।

৭| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:০২

অপ্‌সরা বলেছেন: আমি এসব আসা যাওয়া এসব নিয়ে ভাবিনা। তবে কেনো এসেছিলাম সেটা বলতে পারবো ..... কেনো কবে যাবো সেটা জানিনা .....

আর আছি কেনো?

কি কি লেখা আসলো পড়তে ভালো লাগে। যদিও সব লেখা পড়ি না। বিশেষ করে রাজনৈতিক পোস্ট।পড়লেও অনেক লেখায় কমেন্ট করি না ইদানিং। আগে সবার ব্লগেই নির্দ্বিধায় কমেন্ট করতাম। আজকাল একটু ভাবি কারণ আমি জেনে গেছি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।

মানুষকে মানুষের লেখার স্টাইল কথা বলার স্টাইল কে কেমন করে ইন্টারাক্ট করে কে ক্ষেপে ওঠে কে নো পাত্তা এসব নানা রকম মানুষ ও মানসিকতা দেখাও মজার ব্যপার।

এই ব্লগে আজও নানা মানুষ নানা রকম লেখা লেখে। অনেক লেখা থেকেই অনেক কিছু জানতে পারি যা আগে জানিনি বা হয়ত কখনও জানাই হত না। যেমন থেরেমিন। এই বাদ্যযন্ত্রটার কথা কখনও জানা হত না। জানা হ্ত না হাইপেশিয়ার কথা। জানা হত না রোকসানা লেইস আপুর ভাঙ্গা চেয়ারের পা কাহিনী। জানা হত না ছবি আপুর চাপা পড়া রঙ্গিন মনের খবর। জানা হত না মিররডল বা একলব্য ভাইয়ু অতি কম কম এবং না লিখেও তারা কত কথা বলে যায় কমেন্টে গানে আনন্দে এবং উচিৎ কথায়।

এছাড়া আমি নিজেই সেই ছোট থেকেই কিছু না কিছু লিখতে ভালোবাসি। এই লেখা আমার স্মৃতির চর্চার একটা পার্ট। আবার অনেক লেখাই আমি লিখি কারণ সেটা আমার মেমোরীতে রেখে দেবার জন্য। এছাড়াও আমি আমার আনন্দের মুহুর্ত ক্ষন বা ক্রিয়াকলাপগুলি শেয়ার করতে ভালোবাসি। বিষাদ আমি শেয়ার করতেই চাইনা। যা করি গল্পে গল্পে ঢুকিয়ে দিয়ে।

এসব কিছুই আমার সারাদিনের কর্মক্লান্তির পর এক মহা প্রশান্তির স্থান। সামুতে তাই থেকে যাই। এখনও ছেড়ে যাইনি।



০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৯

অপু তানভীর বলেছেন: তারমানে হচ্ছে সারাদিনে একবার সামুতে আসতেই হবে । আসলে তোমার লেখা পড়ে মনে হচ্ছে সামু তোমার অভ্যসে পরিনত হয়েছে । আমাদের বেশির ভাগ ক্ষেত্রেই এমনটা হয়েছে । আমরা সামু এখন আমাদের অভ্যাস । অবশ্যই ভাল একটা অভ্যাস ।

৮| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১০

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: আমার ক্ষেত্রে ৪ নাম্বার পয়েন্ট টি খাটে। যদিও আমি ব্লগে অনেক দিন পর পর আসি।

আগে ২০১২-১৩ সালের দিকে গুগলে কোনো কিছু সার্চ দিলে এই ব্লগের বিভিন্ন পোস্ট দেখতে পেতাম। বাঁধ ভাঙ্গার আওয়াজ কথাটির প্রতি ভালো লাগা কাজ করতো। তখন থেকে এই ব্লগটা ভালো লাগতো। যদিও আমি অ্যাকাউন্ট খুলেছি অনেক পরে। ২০১৮ সালের দিকে।

০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:০০

অপু তানভীর বলেছেন: সামুতে এখনও অনেক অনেক ভাল কন্টেন্ট আসে । গুগলের সার্চে এখনও তাই প্রথমে দিকে তা আসে ।
যাক আপনার আসার কারণ জানা গেল !

৯| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৫

রানার ব্লগ বলেছেন: আমি তো এমনি এমনি আসি!!

০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:০১

অপু তানভীর বলেছেন: এমনি এমনিই বা কেন ! সামুতেই কেন ! কী সেই কারণ !

১০| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:০৬

আরইউ বলেছেন:



ব্লগ একটা অভ্যেসের মত, অপু। আসার জন্য কোন কারণ লাগেনা; চলে যাবার কোন কারণ খুঁজে পাইনা।

ইদানিং ব্লগার কম হলেও ব্লগে বিনোদনের অভাব নেই। কিছু উদাহরণ দেইঃ একজন আছে বিশাল াগু ফাইটার; তার সব কাজকর্ম কৌতুকের সৃষ্টি করে। কৌতুকের পোস্টের কৌতুকের চেয়ে তার মোসাহেবী কমেন্ট কয়েক কাঠি সরেস।

আরেকটা আছে দেশ চোর দুর্নীতিবাজ এসবে ভরে গেল এসব লেখে অথচ পাড়ার সবাই জানে সে নিজেই... তার পোস্টে আবার তার গরু বলে লেখকদের সৎ হতে হয়।

এমন নির্মল বিনোদন আপনি কোথায় পাবেন!!

০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:০৩

অপু তানভীর বলেছেন: ভুয়ার মত কারণ তো আছে সেই আপনার বলা বিনোদন গুলোও কিন্তু সামুতেই কেবল পাওয়া যায় । অন্য কোথায় এখন এই জিনিস পাওয়া যাবে না । ;)

সুতরাং সামুতে না এসে উপায় নেই ।

আমার প্লান আছে এই মোসাহেবীদের কমেন্ট গুলো নিয়ে একটা আলাদা মোসাহেবী ব্লগ করবো ! মাঝে মাঝে এই কমেন্ট পইড়া আমি হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাই ।

১১| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি আছি তো!!! গেলাম কই!!!

০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:০৪

অপু তানভীর বলেছেন: কেন যান নাই এখনও !! সেইটাই প্রশ্ন !

১২| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০০

মনিরা সুলতানা বলেছেন: আরইউ ' র মন্তব্যের পর শুধু হাসতেই আছি !
উনি আরেক নির্মল নিয়মিত ইদানীং কালের বিনুদন দাতার নাম আনলেন না আফসোস। যে নিয়মিত নানা উপদেশ আর উপায় বাতলে থাকেন।

ব্লগ সত্যি ই অভ্যাস !!

০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:০৫

অপু তানভীর বলেছেন: আরে আপনি তো নিয়মিত না ব্লগে । যদি প্রতিদিন একবার করে আসেন তাহলে এগুলো দেখতে পাবেন আরও ভাল করে !

ব্লগ আসলেই অভ্যাস !

১৩| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০৬

অপ্‌সরা বলেছেন: ১২. ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০০০

মনিরা সুলতানা বলেছেন: আরইউ ' র মন্তব্যের পর শুধু হাসতেই আছি !
উনি আরেক নির্মল নিয়মিত ইদানীং কালের বিনুদন দাতার নাম আনলেন না আফসোস। যে নিয়মিত নানা উপদেশ আর উপায় বাতলে থাকেন।

ব্লগ সত্যি ই অভ্যাস !!



আমিও হাসছিলাম কিন্তু!!

তবুও ভাবলাম হাতে সময় কম। বেশি হাসাহাসি করলে আমাকে আরও হাসাহাসিতে পড়তে হবে। তাই কাঁদতে গেলাম। মানে নিজের কাজে নিজের লেখায়।

াগু ফাইটার এটা কি শূন্যস্থানে কি হ হবে মনিরা আপুনি!!!!!!! :|

মোসাহেবীর প্রতিশব্দ কি? চামচ? :-*

০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:০৭

অপু তানভীর বলেছেন: বেশি আবার কাঁন্নাকাটি করিও না । যখনই বেশি কান্নাকাটি হবে ব্লগে চলে আসবে একদৌড় দিয়ে । একটু হেসে আবারও চলে যাবে । ;)

১৪| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৩৫

জগতারন বলেছেন:
এ সমস্ত পোষ্ট পড়ার ধৈর্য পাচ্ছি না।

০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:০৭

অপু তানভীর বলেছেন: বয়স হলে এমন হয় ! অনেক কিছুই ধৈর্য থাকে না !

১৫| ০৬ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৪১

নেওয়াজ আলি বলেছেন: পড়তে এবং পড়তে ভালো লাগে অন্য কোনো কারণ মনে পড়ছে না

০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:০৮

অপু তানভীর বলেছেন: অন্য আরও অনেক মাধ্যমই তো আছে ! সামুই কেন কেবল?
এটাই হচ্ছে প্রশ্ন !

১৬| ০৬ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি নিজেও একজন লেখক।

তো, যারা লেখেন তারা লেখাগুলোকে প্রকাশের জন্য নানান জায়গা খুঁজতে থাকেন। ইন্টারনেট আসার আগে ছিল দৈনিক পত্রিকা ও সাহিত্য পত্রিকা। লেখা পাঠানোর জন্য পোস্ট অফিসকে অনেক টাকা দিতে হয়েছে। আমি রেডিও খুলনা ও রেডিও ঢাকায়, যথাক্রমে 'অঙ্কুর' ও 'সৃজনী'তে লেখা পাঠাতাম ক্লাস নাইন-টেন থেকেই; প্রথম লেখাটা টেনে বা ফার্স্ট ইয়ারে ওঠার পর প্রকাশিত হয়।

ইন্টারনেটে আমার অ্যাক্সেস শুরু ২০০০ সালের নভেম্বর বা ডিসেম্বরের দিকে। তখন ইন্টারনেটে বাংলা ফন্টে লিখতে পারতাম না। সিস্টেম (ইউনিকোড ফন্ট) তখন ছিল কিনা জানি না, তবে, যেহেতু অনলাইন পত্রিকা ছিল, নিশ্চয়ই ইউনিকোডও ছিল। বিভিন্ন চ্যাট সাইট, পত্রিকা সাইট খুঁজতে এমন কিছু থ্রেড পাই যেখানে নিজের মতামত শেয়ার করা যেত। ঐ সময়ে কিছু ইংলিশ সাইটে মতামত শেয়ার করি, ব্লগিং করি। তখন কেবল গুগল ব্লগসাইট আসতে শুরু করে। কিন্তু ব্লগিং করলেও 'ব্লগ' কথাটা তখনো জানি না। ঐ সময়ে ইয়াহুগ্রুপ ছিল সবচাইতে বিখ্যাত। সেই গ্রুপে কবিতা ও সাধারণ বিষয়ে মতামত শেয়ার শুরু করি, যদিও বুঝতাম না এটা ব্লগিং ছিল, কিন্তু আদতে ব্লগিং তখন থেকেই করি।

এরপর খোঁজ পাই কবিতা মুক্তমঞ্চের। সেটা অদ্ভুত কিন্তু খুবই ইন্সপায়ারিং ছিল। ইংলিশ ফন্টে বাংলা কবিতা। ও গড, আমার ঘুম হারাম হয়ে গেল :)

এরপর আরো কিছু বাংলাদেশী বাংলা-ইংরেজি সাইট পাইলাম। ধুমাইয়া লিখতে থাকলাম, বেশিরভাগই কমেন্ট বা চ্যাট ধরনের লেখা, চ্যাটিং আর কী। এর উপর 'আই ফ্রেন্ড' নামে এক উপন্যাসও লিখে ফেললুম ২০০৫ সালে :)

২০০৭ সালের শেষের দিকে বা ২০০৮ সালের প্রথম দিকে কে যেন মেইলে এই সাইটের লিংক পাঠালো। এখানে এসে আমি এক্সাইটেড হয়ে গেলাম। আল্লারে, এখানে দেখি বেবাকতে মিল্যা গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ সব ছাপাইয়া দিতেছে! আমি তো ইহাই খুঁজিতেছি। কিন্তু কীভাবে পোস্ট করতে হবে, তা বুঝতে না পেরে চলে গেলাম। এই সাইটের লিংক (এখান থেকে পোস্ট পাবলিশ হবার সময় মেইলে অন্যদের শেয়ার করার অপশন ছিল। এখন আছে কিনা জানি না) আবারও পেলাম মাস ছয়েক পর। তখন সময় নিয়ে পুরো ব্লগটি দেখলাম, নিয়মাবলী পড়লাম। ওখান থেকেই রেজিস্ট্রেশন পদ্ধতি জানতে পারলাম।

ঘুম হারাম আর কারে কয়। রেজিস্ট্রেশন করার পর তো খালি পোস্ট পাবলিশ করার নেশায় পেয়ে বসলো। আগের কবিতা সাইটটাতে যাওয়া কমে গেল। এই ব্লগেই তখন দিনরাত পড়ে থাকি। নিজের লেখা শেয়ার করি। অন্যের লেখা পড়ি। কয়েক জনের সাথে ভালো পরিচয় হয়ে গেল, যাদের মধ্যে আইরিন সুলতানা, ইমন জোবায়ের, ম্যাভেরিক, হিমালয়৭৭৭, প্রমুখের নাম বলা যায়।

তো, আমি তো ব্লগে এসেছি মূলত নিজের লেখালেখি শেয়ার করার জন্য। ব্লগ ছেড়ে চলে গেলে এগুলো কোথায় ছাপাবো?

হ্যাঁ, ফেইসবুক আর ইউটিউব এসে সেখানে হস্তক্ষেপ করেছে। ২০১৩'র পর থেকে আমি আবার ফেইসবুকে একটু বেশি অ্যাক্টিভ হয়ে পড়ি।

আমি বলতে গেলে ২৪/৭ ঘণ্টাই অনলাইন থাকি। আগে তো ঘুমানোর সময়ও পিসি অন রেখে ঘুমাইতাম। এখন অফ করে ঘুমাই।

২০১৩ বা মোটামুটি ঐ সময় থেকে আমি অসুস্থ হওয়ার আগ পর্যন্ত (২০১৭) আমি বেশি অ্যাক্টিভ ছিলাম ফেইসবুকে, কারণ, ওখানেই আমার আলোচনা-সমালোচনার ফ্রেন্ডস বেশি ছিল, ওগুলো খুব কন্সট্রাক্টিভও ছিল।

ব্লগ থেকে চলে গেলে আমার লেখালেখি শেয়ার করবো কোথায়? ফেইসবুকে? কেউই শুধু একটা মিডিয়াম নিয়েই সন্তুষ্ট থাকতে পারেন না, আমিও না। তাই আম্র ফেইসবুক আছে, ইউটিউব আছে। কিন্তু আমার শেকড় হলো এই ব্লগে। এখান থেকে অন্য আরো কিছু ব্লগে মাঝে মাঝে গিয়েছি, কিন্তু জমে নি সেখানে।

ব্লগ থেকে চলে যাওয়া হবে না কখনো।

কিন্তু, তারপরও যখন দেখি সবার পোস্টে মন খুলে কমেন্ট করার স্কোপ একটু কমে গেছে, জনৈক ব্যক্তি-আক্রমণকারী ব্লগারের কারণে, তখন মাঝে মাঝে মেজাজ বিগড়ে যায়, ভাবি, যাহ শালার, থাকবোই না এ ব্লগে আর।



০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:২২

অপু তানভীর বলেছেন: আমি আসলে নিজেকে লেখক হিসাবে কখনই ভাবি নি । এই কথাটা আসলেই সত্যি । ভাবছেন বিনয় কিংবা ভদ্রতা করে বলছি, সেটাও না । লেখক আমার অনেক বড় একটা শব্দ । আমি সেই পর্যায়ে পৌছাই নি, কিংবা পৌছাতে হয়তো পারবো না । আমি সারা জীবনে লিখি কেবল নিজের জন্যই ।
ছোট বেলা থেকেই আামর মনের ভেতরে নানান চিন্তা ভাবনা এসে হাজির হত । তখন সেগুলো ডায়রিতে খাতায় লিখে রাখতাম । তবে সেখানে একটা ব্যাপার হত যে কোন লেখাই আমি শেষ করতে পারতাম না । কিছু দুর লেখার পরপরই সেটা বন্ধ হয়ে যেত । পরে আবার নতুন কোন লেখা আসতো ! কিন্তু ঐ লেখা না লিখলে শান্তি পেতাম না । মাথার ভেতরে গিজগিজ করতো ।

ব্লগে লেখা শুরুর পর থেকে একটা ব্যাপার হল যে লেখা গুলো শেষ হত । এখন সেটা ব্লগে লেখার জন্যই নাকি বয়স বৃদ্ধির কারণে সেটা আমার জানা নেই । তবে খুব কম লেখাই আছে যা আমি চিন্তা ভাবনা করে লিখেছি । আমার সব লেখা লিখতে যা সময় লেগেছে মানে টাইপ করতে আরকি ! চিন্তা ভাবনা করে লেখা লিখি কম । কারণ লেখা কেবলই মনের শান্তির জন্য । নিজের মনের শান্তির জন্য ।

লেখা লেখির জন্য আগে সামুর থেকে ভাল কিছু ছিল বলে আমার মনে হয় না । লেখার এতো ভ্যারাইটি আর কোথাও ছিল না । সামুর প্রতি আকর্ষণ আসলে এখানেই সব থেকে বেশি । তারপর আস্তে অনেক পথ চালু হল । তবে সামুর সাথেই সেই ভাল লাগা রয়েই গেছে । এই ভাল লাগা সম্ভবত আর যাবে না কোন দিন । যতদিন আমি আছি যতদিন সামু আছে ততদিন এক সাথেই আছি আশা করি ! আপনারও মনভাব সম্ভবত একই রকম !

তবে জনৈক ব্যক্তির কারণে সামু ছাড়বো না নিশ্চিত থাকুন । যদি আমার দিকে আক্রমন আসে তবে তার দ্বিগুণ জোরে সেটা ফেরৎ যাবে । মুখ বুজে সহ্য করার পাব্লিক আমি না ।

১৭| ০৬ ই নভেম্বর, ২০২২ রাত ২:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এমন একটা লেখা দাঁড় করাতে কতক্ষণ সময় লাগে?

০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:২২

অপু তানভীর বলেছেন: এ লেখা এক বসায় লেখা । এই ধরেন ২০ মিনিট ।

১৮| ০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৪৬

নতুন বলেছেন: আমি তো এমনে এমনেই আসি।

২০০৬ এ পড়াশুনার জন্য প্রবাসে যাত্রা, সেখান থেকে বাংলা ব্লগের দেখা মানে বাংলাদেশী একটা কমিউনিটিতে থাকা।

সেখান থেকে ১৬ বছর ৮ মাস .... সামুতে ঢু মারা, কমেন্ট করা এখন একটা অভ্যাস।

০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৩

অপু তানভীর বলেছেন: অভ্যাস ! সামু আসলেই আমাদের কাছে একটা অভ্যাস ।

১৯| ০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৫২

মোহামমদ কামরুজজামান বলেছেন: আমি সামুতে এসেছি পড়তে ,

আর পড়ার যেহেতু কোন সীমা ( বয়স) কাজেই ছেড়ে যাওয়ার ভাবনা মাথায়ই আসেনি ।

০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৪

অপু তানভীর বলেছেন: পড়ার জন্য আরও কতশত প্লাটফর্ম আছে, কেবল সামুই কেন !! হুয়াই ?
এটাই প্রশ্ন !

২০| ০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৭

জ্যাকেল বলেছেন: আগে সামুতে আসার বিশাল কারণ ছিল- কতিপয় ছাগল পাগল আছে এদের ছাগলামি পাগলামি কেমন মাত্রায় করতেছে তাহা নিজ চোখে দেখা।

বর্তমানে ভাল লেখা পড়ার ইচ্ছাটাই মেইন।

০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৯

অপু তানভীর বলেছেন: আমার প্রশ্ন হচ্ছে ভাল লেখার সোর্স তো আরও অনেক আছে । হুয়াই সামু?

২১| ০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৫

জ্যাকেল বলেছেন: বিকজ সামুর সাথে আছি অনেক আগে থেকে। স্বাচ্ছন্দ বোধ করি এখানেই। ইন্টারেকশন করতে ভাল লাগে।

০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:১৯

অপু তানভীর বলেছেন: অনেক দিনের চেনাশোনা ! অভ্যাস !

২২| ০৬ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৯

মিরোরডডল বলেছেন:




আমি বলেছিলাম আমার উত্তর ২১…
কারণটা খুবই সিম্পল ।
সামু আমার কাছে অবসরে বিনোদন ।

Here I met some good soul & friendly people.
I love to interact with them and read their writings.

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১:২৭

অপু তানভীর বলেছেন: অবসর বিনোদন । কিন্তু স্পেফিক এই সামুতেই অবসর বিনোদন । এই সামুর কয়েকজন ব্লগার তো ! এটাই হচ্ছে কারণ !

আমার অভ্যাসই প্রধান কারণ ।

২৩| ০৬ ই নভেম্বর, ২০২২ রাত ১০:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ২০ টি কারনের মধ্যে কয়েকটি আমার সাথে মিলে গেছে। এর বাইরেও বলতে পারি কৃতজ্ঞতাবোধ থেকেই আসি। সামুতে আমি অনেক কিছুই পেয়েছি, ফিরিয়ে দিতে পারিনি কিছুই।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১:৩০

অপু তানভীর বলেছেন: এটা বোধহয় আমাদের সবার মাঝেই রয়েছে । সামু এক সময়ে যা দিয়েছে, এখনও যা দিয়ে যাচ্ছে তার জন্য সামুকে কখনই ছেড়ে যাওয়া হবে না সম্ভবত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.