নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক দাঁতাল কুকুর ছিল । কুকুরটি পথে ঘাটে যাকে তাকে কামতে দিতো । কুকুর দ্রুত ও নিঃশব্দে চলাচল করতে পারে তাই কেউ কিছু বোঝার আগে মানুষের পায়ে কামড় দিতে পারতো । মানুষজন এই অত্যাচারে অতিষ্ঠ । বারবার কুকুরের মালিকের কাছে অভিযোগ জানাতো । এই রকম অভিযোগ শুনতে শুনতে কুকুরের মালিকও অতিষ্ঠ । এই অবস্থা দেখে মালিক সেই কুকুরের গলায় একটা ঘন্টা বেঁধে দিল । যাতে করে কুকুর যখন পথে ঘাটে বের হবে, মানুষজন ঠিকই বুঝতে পারে যে কুকুরটা আসছে । অন্য দিকে গলায় একটা শিকল বেঁধে, সেই শিকলের অন্য মাথা আটকে দিলো একটা খড়মের সাথে । যাতে করে কুকুরটি দ্রুত কোথাও না যেতে পারে আর কারো পায়ে সহজে কামড় দিতে না পারে ।
কুকুর তার এই নতুন সাজে খুব খুশি । গলায় ঘন্টা শিকল আর খড়ম নিয়ে তার গর্বের শেষ নেই । সবাইকে সে সেটা দেখাতে লাগলো । এমন একটা ভাব যেন এটা একটা প্রদর্শনের বস্তু । সবাইকে অবজ্ঞা করতে লাগলো । তার গলায় ঘন্টা আছে, খড়ম আছে অন্য কারো গলায় নেই । তখন এক জ্ঞানী কুকুর তাকে বলল, ''নিজেকে নিয়ে এতো গৌরব কেন তোমার শুনি ? তোমার এই ঘন্টা আর শিকল তোমার কোন গৌরবের বিষয় না । এটা একটা অপমানের প্রতীক আর মানুষের কাছে এটা চিৎকার করে বলছে যে তুমি একটা অভদ্র আর অসভ্য কুকুর এবং তোমার কাছ থেকে যেন সবাই দুরে দুরে থাকে, তোমাকে যেন এড়িয়ে চলে ।
গল্পের মোরাল হচ্ছেঃ কিছু মানুষ কুখ্যাতি আর অসম্মানকে প্রায়ই গৌরব ভেবে ভুল করে !
গল্পটা ইশপের গল্প । মাঝে মাঝে আমি ইশপের এই রূপকথা পড়ি । আর অবাক হয়ে ভাবি সেই কয়েক হাজার বছর আগে ইশপ গল্পের মাধ্যমে মানুষের ভেতরকার আসল চিত্র গুলো ফুটিয়ে তুলে গেছে । মানুষজনকে কত ভাল করে চিনেছে সে। এই গল্পটা প্রায় দশ বছর আগে ব্লগার ম্যাভরিক সামুতে পোস্ট করেছিলো । আজকে গল্পটা চোখে পড়ায় ভাবলাম আমিও একটু পোস্ট করি । মানুষ যদি নিজের সম্পর্কে সঠিক ধারণা পেতে পারে !
ইশপের গল্পের উৎস
ছবি উৎস
০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৩০
অপু তানভীর বলেছেন: এই কথা তো আর বলার অপেক্ষা রাখে না । আমাদের চলতে ফিরতে বাস্তবে অনলাইনে এমন মানুষ আমরা দেখতে পাই হরহামেশাই ।
২| ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৯
আরইউ বলেছেন:
সূত্র দিয়ে ভালো করেছেন নাহলে কেউ আবার ওনাকে নিয়ে গল্প লিখেছেন ভেবে মনে মনে মনকলা খেতেন!
০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৫
অপু তানভীর বলেছেন: সে তো এখনো খাবে!! এই গল্পই তো সব থেকে বড় উদাহরণ
৩| ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫১
আরইউ বলেছেন:
গরুর ৩য় শ্রেনীর মারখোর প্রাজাতির সাগরেদরা বেশ ক্লাসি নিক নিয়েছে দেখছি!
০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৭
অপু তানভীর বলেছেন: ভাই রে ভাই, এই নিক হচ্ছে সব চেয়ে আসল বিনোদন! মাঝে মাঝে ভাবি যে এতো আনুগত্য কিভাবে দেখাইতে পারে!
গবেষণা হওয়া জরুরী!
৪| ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৫
সোনালি কাবিন বলেছেন: গরুর চ্যালাগুলো বেশ এক্টিভিটি দেখাচ্ছে ।
০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৮
অপু তানভীর বলেছেন: কাল খুব সুবিধা করতে পারে নাই তো তাই
৫| ০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৬
আরইউ বলেছেন:
এইটা একটা জিনিস। কেউ না ডাকলেও সে নিজের লেজ বাড়ায়া দেয়। ধরেন এক্স আর ওয়াই কোন কিছু নিয়ে কথা বলছে সেখানে ক্লাসি নাপিতের কোন কাজ নাই। তবু সে লেজ বাড়াবে, অন্যের ঝামেলা নিজের করে নেবে।
১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৪
অপু তানভীর বলেছেন: এই ব্যাপারটা আমি দেখতে দেখতে অবাক হয়ে যাই । সিরিয়াসলি মানুষ এতোটা চাটুকারিতা কিভাবে করে !
কিভাবে !
৬| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ৯:১৩
রেজাউল৮৮ বলেছেন: হু ইজ ইশপ? আরেকজন ম্যাও প্যাওমগজহীন কুকুর সাহিত্য বিশারদ?
আন্তর্জাতিক পলিটিক্স বিষয়ে ইশপ কোন পোস্ট দিয়েছে? টেকনোলজি ফিনান্স কিছু জানে? লেইম ডাক কি জানে?
ইশপ ফিসপ এইসব পিগমিদের লেখা থেকে কিছু শিখতে পারবেন না।
সামুতেই ঊচূ মানের ব্লাগর আছে। শিখতে চাইলে এই ব্লাগরের লেজ উঁচু করে সেখানে তাকান। জ্ঞান গুন সবের ফোয়ারা দেখতে পাবেন।
১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৬
অপু তানভীর বলেছেন: এখন তো দেখছি সেই কাজই করতে হবে । এছাড়া আর কোন উপায় দেখছি না । আমি তো ভাবছি যে কবে না জানি নোবেল কমিটি ছয় ফিল্ডেই একজনকেই নুবেল দিয়া দেয় । এতো জ্ঞানী মহান ব্লাগর তো ইতিহাসে আর একটাও দেখা যায় নাই, যাবেও না কোন দিন !
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:২৭
জুল ভার্ন বলেছেন: লজ্জা শরমহীন, আত্মসম্মানবোধহীন মানুষ কুকুরের চাইতেও অধম! এই শ্রেনীর মানুষ আসলে জন্মগতভাবেই মানসিল বিকলাংগ।