নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ব্লগ ও ব্লগারদের নিয়ে হুমায়ূন আহমেদের লেখা বই গুলোর নাম কেমন হত ....

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪৩

গতকাল একজনের বাসায় গিয়েছিলাম । সেখানেই বইটা চোখে পড়লো । হুমায়ূন আহমেদের বই । বইটা আমার পড়া । তবে বইটার নামটা দেখে আপনা আপনি একটা ব্লগ পোস্টের আইডিয়া মাথায় এল। মনে হল হুমায়ূন আহমেদের বইয়ের নামের সাথে ব্লগের একটা সংমিশ্রন করলে কেমন হয় ! যেই ভাবা সেই কাজ। সার্চ দিয়ে বেশ কিছু নাম খুজে নিলাম যেগুলোর নাম বদলানো যায়। তারপর আস্তে ধীরে সেই নাম গুলো ধরে ধরে বইয়ের প্রচ্ছদ গুলো সংগ্রহ করলাম বিভিন্ন সাইট থেকে । এরপর ফটোশপের হালকা কাজ করে নাম গুলো বসিয়ে দেওয়া হল । সব মিলিয়ে আধা ঘন্টার কাজ । খুব বেশি নিঁখুত ভাবে করা হয় নি । তবে যা হয়ছে আশা করি চলবে । আসুন দেখা যাক কেমন হত যদি হুমায়ূন আহমেদের বইয়ের নাম গুলো ব্লগ কেন্দ্রিক হত !

ব্লগডের নিমন্ত্রন পেয়ে তিনি লিখতেন এই বইটি


ব্লগের মডু সব সময়ই একা । তাকে তিনি লিখতেন নিচের বইটি


ব্লগ যখন ডাউন থাকতো কিংবা ব্লগে কেউ ঢুকতে পারতো না তখন তিনি লিখতেন এই বইটি


সকল ব্লগারদের প্রতি ভালোবাসা থাকতো অপরিসীম । তাই তিনি লিখতেন এই বইটি


নিজের করা ব্লগ পোস্ট নিয়ে লেখা বই হত এটি


ব্লগার ব্যান খাওয়া নিয়ে লেখা হত এই বইটি


ব্লগার ব্যান খাওয়া নিয়ে আরও একটি বই


হিমুকেও নিশ্চিত ব্লগার বানিয়ে দিতেন ।


শায়মা আপুকে নিয়েও লিখতেন বই


পছন্দের মানুষ গুলো ব্লগে না পেয়ে তিনি লিখতেন এই বইটি


তার ব্লগেও নিশ্চিত মাল্টি দিয়ে পাবলিক কমেন্ট করতো । সেই কমেন্ট পেয়েই তিনি লিখতেন


চাঁদনী রাতে ব্লগারদের নিয়ে লিখতেন এই বইটি


বর্ষাকালে বৃষ্টিতে লেখা হত নিচের বইটি


যেদিন তার কোন পোস্ট দিতে ইচ্ছে করতো না সেদিন লিখতেন এই বইটি


তারপর আমাদের এই ব্লগ নিয়ে লিখতেন এই বইটি


আপাতত এই বই গুলো নিয়ে পোস্ট শেষ হোক । পরে হয়তো আবার কয়েকটি বই নিয়ে পোস্ট দেওয়া যাবে ।



পোস্টের সকল ছবি গুলো নেট থেকে সংগ্রহ করা এবং ফটোশপ দিয়ে এডিট করা । নিতান্তই ফান পোস্ট । ফান হিসাবেই নিন ।
হ্যাপি ফ্রাইডে এবং শুভ ব্লগিং ।

মন্তব্য ৪২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: ব্রিলিয়ান্ট!

১২ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৫৭

অপু তানভীর বলেছেন: থেঙ্কু

২| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১২:১১

জুল ভার্ন বলেছেন: তোমার মাথায় এতো বুদ্ধিদীপ্ত উদ্ভট চিন্তা ভাবনা কি ভাবে আসে! =p~

১২ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৫৮

অপু তানভীর বলেছেন: হে হে মাঝে মাঝে না প্রায়ই আসে এমন । সব তো আর ব্লগে দেওয়া যায় না !

৩| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:


উদ্ভট।

১২ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৫৯

অপু তানভীর বলেছেন: কেমন উদ্ভট? সলিড ফরমালিনের মত নাকি ব্রাজিলের অর্থনীতির মত? :D

৪| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১:০১

ইফতেখার ভূইয়া বলেছেন: বেশ ভালো হয়েছে। ধন্যবাদ।

১২ ই নভেম্বর, ২০২২ রাত ১:১৬

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ । ভাল থাকুন সব সময় !

৫| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১:৩৭

কাছের-মানুষ বলেছেন: নামগুলো যথার্থ হয়েছে। আমার ভালই লাগল।

১২ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৬

অপু তানভীর বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।

৬| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ২:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
আকাইমা পোস্ট................... কেউ কেউ বলবে।
আমার পছন্দ হয়েছে।

১২ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৮

অপু তানভীর বলেছেন: সেই কেউটা নিজের আম্রিকান গার্বেজ নিয়ে থাকুক । সামুর পাতায় সব থেকে বেশি গার্বেজ সেই কেউয়ের নিজের !

আপনার পছন্দ হয়েছে এটাই বড় কথা !

৭| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ৩:৫১

মোহামড বলেছেন: হুমায়ূন বেঁচে থাকলে এমন নামই দিতো।

১২ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৮

অপু তানভীর বলেছেন: এখানে ব্লগিং করলে হয়তো দিতেন :D

৮| ১২ ই নভেম্বর, ২০২২ ভোর ৪:২৫

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: খুব ক্রিয়েটিভ!

১২ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৮

অপু তানভীর বলেছেন: থেঙ্কিউ লেখিকা সাহেবান।

৯| ১২ ই নভেম্বর, ২০২২ ভোর ৪:২৯

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অনেক ইনোভেটিভ হইছে লেখাটা, পড়ে মজা পাইলাম।

১২ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৯

অপু তানভীর বলেছেন: মজা পেয়েছেন জেনে খুশি হইলাম ।

১০| ১২ ই নভেম্বর, ২০২২ ভোর ৬:৫৩

রানার ব্লগ বলেছেন: ভাগ্যিস হুমায়ুন আহমেদ বেচে নেই থাকলে আরো ভয়াবহ কিছু নামে সম্মুখীন হতো ব্লগাররা।

১২ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৯

অপু তানভীর বলেছেন: সেটা তখন দেখার ব্যাপার হত !

১১| ১২ ই নভেম্বর, ২০২২ সকাল ৭:০৫

নেওয়াজ আলি বলেছেন: সব বইয়ের নায়কের নাম হতো অপু তানভির

১২ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০০

অপু তানভীর বলেছেন: ইতা কিতা কন !

১২| ১২ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৪৮

শেরজা তপন বলেছেন: ফান হিসেবেই নিলাম। দুর্দান্ত- ব্রাভো!

১২ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০১

অপু তানভীর বলেছেন: অবশ্যই ফান হিসাবে নিবেন । সব সময় সিরিয়াল হইলে চলে !
আপনার চোখে দুর্দান্ত মানে বেশ হয়েছে বলাই যায় !

১৩| ১২ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:২১

মনিরা সুলতানা বলেছেন: এইটা শুক্কুরবারের পোষ্ট !
আমি শনিবাদ দেখলাম :||

১২ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০২

অপু তানভীর বলেছেন: বেশির ভাগই পোস্টটা শনিবারেই দেখেছে !! নো টেনশন !

১৪| ১২ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:২৫

গেঁয়ো ভূত বলেছেন: ভাল্লাগছে !
জানতে মন চাইছে, এই পোস্ট এ গাজী সব কমেন্ট করলে কি কমেন্ট করতো ?

১২ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০৪

অপু তানভীর বলেছেন: গাজী মিয়া পোস্টে মন্তব্য করলে কেবল দুর্গন্ধ ছড়াতো । আমার পোস্ট নষ্ট হয়ে যেত ।

১৫| ১২ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

আখেনাটেন বলেছেন: হা হা....'আজ আমি পোস্ট দিবো না'.....

মজার পোস্ট।

১২ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০৫

অপু তানভীর বলেছেন: আজকে আমার মন ভালু নেই । তাই আজকে কোন পোস্ট দিবো না !

১৬| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২৪

কল্পদ্রুম বলেছেন: মজার পোস্ট।

১২ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০৬

অপু তানভীর বলেছেন: থেঙ্কু

১৭| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২৭

অপ্‌সরা বলেছেন: হাহা হা হা ভাইয়ু!!!!!!!!!!!!!!!

শায়মার মন খারাপ!!!!!!!!!!!


হুমায়ূন আহমেদের লেখা বই গুলোর নামের মাঝে শায়মা পোস্ট পড়ে হাসতে হাসতে মরে গেলো এমন নাম নেই!!!!!!! :P

১২ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০৯

অপু তানভীর বলেছেন: কোন সন্দেহ নেই যে তোমাকে সে নিশ্চিত ভাবে সে বই লিখতো যদি ব্লগে থাকতো !
নিশ্চিত !

১৮| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১১:১৩

অপ্‌সরা বলেছেন: হা হা হা আমারও মনে হয় তার ব্লগে আসা বড়ই উচিৎ ছিলো!!!

তারপর মডু আমার একলা মডু..... অপুর হাতে কিছু ব্লগপোস্ট

........ কেনো বার বার বেলতলা যায়...

....... কেনো গাঁজা খায় সবই লিখে ফেলতেন :)

১২ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৩২

অপু তানভীর বলেছেন: অপু হাতে কয়েকটি ব্লগপোস্টও লিখতে পারতেন । আরও কত কিছু নিয়ে যে লেখা হত তখন কিন্তু আফসোস!

না না গাজা খাওয়া নিয়ে লিখে তিনি হাত নষ্ট করতেন না !

১৯| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৩

আরইউ বলেছেন:




প্রচ্ছদে সুন্দরী মডেলদের ছবি থাকলে পোস্টটি ক্লাসি হত!

১২ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৮

অপু তানভীর বলেছেন: আপনে জানেন আমি আবার এতো ক্লাসি না ! ক্লাসি কেবল একজনই আছেন ! :D

২০| ১৩ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০২

অপ্‌সরা বলেছেন: তোমরা কি বলো!!! :||

অপু ভাইয়ু বলেছেন: আপনে জানেন আমি আবার এতো ক্লাসি না ! ক্লাসি কেবল একজনই আছেন !

তাহলে তো মডু আমার একলা মডু নাম হবে ক্লাসি আমার একলা ক্লাসি 8-|

১৩ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০৭

অপু তানভীর বলেছেন: ক্লাসি মডু আমার ক্লাসি মডু !
এই নামটাও কিন্তু ভাল হইছে ! হেহে !

২১| ১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১:৩৫

জিকোব্লগ বলেছেন: অত্যন্ত ক্রিয়েটিভ আইডিয়া !!!

১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১:৪৬

অপু তানভীর বলেছেন: থেঙ্কু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.