|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

বরাবর, 
ব্লগ মডারেটর, 
সামহো্য়্যারইন ব্লগ লিমিটেড,
ঢাকা ।
বিষয়ঃ সামুর পোস্ট ও কমেন্টে লাইক বাটনের সাথে ''হাহা'' রিএকশন সংযোজন করার আবেদন ।
জনাব, 
বিনীত নিবেদন এই যে আমি আপনার ব্লগ প্লাটফর্মের একজন নগন্য ব্লগার । দীর্ঘদিন এই ব্লগ প্লাটফর্মের সাথে আমি যুক্ত আছি । এই সময়ে ব্লগের নানান পরিবর্তন এসেছে । অনেক উন্নতি হয়েছে আগের থেকে । এই কারণে কর্তপক্ষকে ধন্যবাদ জানাই । তবে একটা একটা রিএকশন বাটনের অভাব আমি সহ অনেক ব্লগারই অনেক দিন ধরে অনুভব করছেন । মাঝে মাঝে এমন হয় কোনো কোনো পোস্ট পড়ে আমাদের সেই পোস্টে হাহা রিএকশন দিতে খুব ইচ্ছে করে । একই ভাবেই কারো কারো কমেন্ট পড়ও একই ভাবে হাহা রিএকশন দিতে বড় ইচ্ছে করে কিন্তু সেটা আমরা দিতে পারি না । এই যেমন আজকেই এমন একটা আবেগঘন পোস্ট এসেছে সেখানে হাহা দিতে এতো ইচ্ছে করছে কিন্তু দিতে পারছি না । সেখানে হাহা ইমোজি দিয়ে মন্তব্য করলে হয়তো কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে যা আমি মোটেও চাই না। কিন্তু এই ''হাহা'' রিএকশন দিলে সেটা মোটেই হত না। তাই একটা হাহা রিএকশনের প্রয়োজনীতা খুব অনুভব করছি । 
অতএব কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এই যে যথাদ্রুত সম্ভব পোস্ট এবং কমেন্টের লাইক বাটনের সাথে সাথে একটি ''হাহা'' বাটন সংযুক্ত করে আমার মত নগন্য ব্লগারদের ''হাহা'' দেওয়ার অধিকারকে প্রতিষ্ঠা করা হোক । 
নিবেদক
অপু তানভীর 
সাধারণ পাঠক ও নগন্য ব্লগার   
বিঃদ্রঃ মন্তব্যে যেমন লাইক দিলে টের পাওয়া যায় না, কে লাইক দিয়েছেে, হাহা দিলেও যাতে টের পাওয়া না যায় কে হাহা দিয়েছে । 
 ৩৪ টি
    	৩৪ টি    	 +৫/-০
    	+৫/-০  ১৩ ই নভেম্বর, ২০২২  রাত ১১:৫৬
১৩ ই নভেম্বর, ২০২২  রাত ১১:৫৬
অপু তানভীর বলেছেন: আপনাকে তো আমি আগেই বলেছি সামু ব্লগে কেবল একজনই ক্লাসি আছেন । সকল ক্লাসি এর কপিরাইট কেবল তার কাছেই । আমি এটা কোন ভাবেই দাবী করতে পারি না । আশা করি বুঝতে পারছেন !  
২|  ১৩ ই নভেম্বর, ২০২২  রাত ১১:৫৪
১৩ ই নভেম্বর, ২০২২  রাত ১১:৫৪
স্বাধীন বাংলা ৭১ বলেছেন: কেউ ভালো পোস্ট দিলেও তারে যারা দেখতে পারেনা তারা হাহাই দিবে। আপনারে যারা দেখতে পারেনা, তারা আপনার পোস্টে হাহা দিবে। আপনার পেয়ারে দোস্ত যারা তারা আপনের পোস্টে লাভ রিয়েক্ট দিবে। এভাবেই তো চলছে।
  ১৩ ই নভেম্বর, ২০২২  রাত ১১:৫৮
১৩ ই নভেম্বর, ২০২২  রাত ১১:৫৮
অপু তানভীর বলেছেন: আমার পোস্ট এমনিতেও সব অকাজের পোস্ট । এটা তো আমিই বলি । তাতে হাহা দিতেই পার যে কেউ । কুনো সমস্যা নহে!  
৩|  ১৩ ই নভেম্বর, ২০২২  রাত ১১:৫৬
১৩ ই নভেম্বর, ২০২২  রাত ১১:৫৬
অঙ্গনা বলেছেন: লাইক কমেন্ট করে সহমত জানায়ে গেলাম। তবে সেই ইমোশনাল পুষ্টে আমি একটা কমেন্ট যোগ করতে চাই। 
রেগে গেলেন তো হেরে গেলেন। 
রাতবিরাতে দিস টাইপ পোষ্ট করে অপব্লগিং বাদ্দেন ব্রো।
  ১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:০০
১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:০০
অপু তানভীর বলেছেন: একটু খোজ খবর নিয়েই দেখুন । ক্লাসি ইমোশনাল পোস্টটা খুজে পাবেন খুব জলদি আশা করি । 
সামুতে তো প্রায় সবাই অপব্লগিং করেন কেবল অতি অল্প কয়েকজন খুব ক্লাসি ব্লগার রয়েছেন । তাদেরকে ফলো করুন । জীবনে অনেক উন্নতি হবে আশা করি !  
৪|  ১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:০৬
১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:০৬
স্বাধীন বাংলা ৭১ বলেছেন: নিজের পোস্টে নিজে কমেন্ট করলে তাহাতে হাহা রিয়েক্ট দেয়ার সুযোগ করে তা ভিজিবল জোড় দাবী জানাই।আপনের সাথে সহমত।
  ১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:০৯
১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:০৯
অপু তানভীর বলেছেন: অবশ্যই । তাতে অনেকের আসল চেহারা বের হয়ে যাবে । যারা সামুতে এসে কে কয়টা কমেন্ট পেল কার কত বেশি কমেন্ট এসবের আসল চেহারা একেবারে বের হয়ে যাবে !  
৫|  ১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:০৮
১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:০৮
অঙ্গনা বলেছেন: লাইফ এর সাক্সেসের চেয়ে ক্লাসি ব্লগার হইতারুম কিনা সেইটা আগে কন? 
এমুন  উদহারন রেখে যেতে চাই। কিছু হিংসুটে ব্লগারের হিংসার কারন হইবো। নিজের মহল্লার ফার্স্ট ইংরেজীতে ইউটিউবার গৌরব এচিভ কব্বো। 
  ১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:১৩
১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:১৩
অপু তানভীর বলেছেন: আমি অতি নগন্য একজন ব্লগার !! কেবল গুতিকয়েক ক্লাসি ব্লগার আছেন । তাদের কাছ থেকেই কেবল ক্লাসি হওয়ার তালিম আপনে নিতে পারেন । আপনি চাইলে তাদের পরিচয় নিয়ে একটা অনুসন্ধান করতে পারেন । অবশ্য এটা মনে রাখতে হবে যে তখন কিন্তু মানুষজন আপনাকে প্রচুর মানে প্রচুর হিংসা করবে ! এটা মাথায় রাখবেন কিন্তু !   
 
৬|  ১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:১৭
১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:১৭
স্বাধীন বাংলা ৭১ বলেছেন: আপনার রূপ আমার রূপ তার রূপ ওর রূপ কতো রূপ! কিন্তু একজনে ৩০ রূপ! অবুকরে বুক! ২/৩ রূপ স্বাভাবিক। ৩০ রূপ পাগলামি। পোলা হইয়া মাইয়া সাজা , মাইয়া হইয়া পোলা সাজা ছাড়া আর গুলো স্বাভাবিক ব্লগে।
  ১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:২৩
১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:২৩
অপু তানভীর বলেছেন: সকল রূপই স্বাভাবিক ব্লগে । কেবল বলদ বাদে ।   
৭|  ১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:২৬
১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:২৬
স্বাধীন বাংলা ৭১ বলেছেন: আপনি মিয়া আপার দলের হয়ে কাজ করে। আপা যা শিখিয়ে দেন তার বাইরে যাননা। গল্প লেখেন। পড়ি। এগুলো কি লিখেন
  ১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:৩৫
১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:৩৫
অপু তানভীর বলেছেন: হাহা, নিজেকে দিয়ে কেন সবাইকে বিচার করেন ফুগো সাহেব ! 
আমার গল্প নিয়মিত ভাবেই আমার সাইটে প্রকাশিত হয় । সেখানে যান পাবেন গল্প । ইভেন একটা খুব ভাল গল্প সেখানে পাবেন !  
৮|  ১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:৩৯
১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:৩৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: এতকাল পর শুধু হাহার আবেদন নিয়ে আসছেন? আমরাতো সেই কতকাল ধরেই হাহালুখুগে এর আবেদন করছি 
  ১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:৪৪
১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:৪৪
অপু তানভীর বলেছেন: আরে কন্যা ব্লগাররাতো আর লুঙ্গি পরে না । তাদের বেলাতে হাহালুখুগে রিএকশন কাজে দিবে না, বরং বড় বিপত্তির ব্যাপার হয়ে দাড়াবে । এর চেয়ে বরং কমন কিছু থাকুক যা সবাই ব্যবহার করতে পারবে ! এই কারণে হাহাই ভাল !  
৯|  ১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:৪৮
১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:৪৮
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: 
বাহ, ভালো প্রস্তাব।
  ১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:৫৩
১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:৫৩
অপু তানভীর বলেছেন: অনেক ক্যাচাল কমে যাবে এতে আশা করি ।
১০|  ১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:৫১
১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:৫১
নেওয়াজ আলি বলেছেন: এমন জনদাবীর প্রতি একমত।
  ১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:৫৪
১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১২:৫৪
অপু তানভীর বলেছেন: এই দাবীর সাথে সবাই একমত হবে আশা করি ।
১১|  ১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১:৩৩
১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১:৩৩
জিকোব্লগ বলেছেন: আবেদনের সাথে সহমত
  ১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১:৪৬
১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১:৪৬
অপু তানভীর বলেছেন: ইহা একটি গনদাবিতে রূপান্তর হবে আশা রাখি !
১২|  ১৪ ই নভেম্বর, ২০২২  ভোর ৬:৪৭
১৪ ই নভেম্বর, ২০২২  ভোর ৬:৪৭
রানার ব্লগ বলেছেন: আপনাদের অনেক ধৈর্য। চালিয়ে যান।
  ১৪ ই নভেম্বর, ২০২২  সকাল ১১:০২
১৪ ই নভেম্বর, ২০২২  সকাল ১১:০২
অপু তানভীর বলেছেন: এই সব কী বলেন রানার ভাই! বরং উল্টা ! আমার ধৈর্য্য দিন দিন কমে যাচ্ছে !
১৩|  ১৪ ই নভেম্বর, ২০২২  সকাল ৮:৫৬
১৪ ই নভেম্বর, ২০২২  সকাল ৮:৫৬
শেরজা তপন বলেছেন: সহমত- রাগের একটা বাটন থাকলে খারাপ হইত না 
হিংসা বা ঈর্ষার কোন ইমো আছে? সেইটাও যুক্ত করা যাইতে পারে
  ১৪ ই নভেম্বর, ২০২২  সকাল ১১:০৪
১৪ ই নভেম্বর, ২০২২  সকাল ১১:০৪
অপু তানভীর বলেছেন: রাগের বাটনটা যোগ করা যাইতে পারে । এটাতেও কাজ হবে অনেক !
ঈর্ষার বাটন যদি যুক্ত হয় তাহলে কেবল একজনের পোস্টেই পড়বে । তাকেই তো দুনিয়ার সবাই হিংসা করে থাকে । 
১৪|  ১৪ ই নভেম্বর, ২০২২  সকাল ৯:২৯
১৪ ই নভেম্বর, ২০২২  সকাল ৯:২৯
সোহানী বলেছেন: সমর্থন থাকলো আবেদনে।
  ১৪ ই নভেম্বর, ২০২২  সকাল ১১:০৫
১৪ ই নভেম্বর, ২০২২  সকাল ১১:০৫
অপু তানভীর বলেছেন: এটা আমি জানি । এই গনদাবিতে সবার সমর্থন থাকবে!  
১৫|  ১৪ ই নভেম্বর, ২০২২  দুপুর ১২:১০
১৪ ই নভেম্বর, ২০২২  দুপুর ১২:১০
জুল ভার্ন বলেছেন: "একজন নগণ্য ব্লগারের" এই দাবী এখন সামু ব্লগ তপেরিয়ে জাতীয় দাবী থেকে আন্তর্জাতিক দাবী বলেই মনে করি।
  ১৪ ই নভেম্বর, ২০২২  দুপুর ১:৫১
১৪ ই নভেম্বর, ২০২২  দুপুর ১:৫১
অপু তানভীর বলেছেন: এটা খুবই দরকার ! কর্তপক্ষ কি শুনবে আমার মত নগন্য ব্লগারের কথা !
১৬|  ১৪ ই নভেম্বর, ২০২২  বিকাল ৪:৩১
১৪ ই নভেম্বর, ২০২২  বিকাল ৪:৩১
ঢাবিয়ান বলেছেন: দাবীর সাথে একমত । এছাড়াও ব্লগে যেই কয়টা ইমো রয়েছে যেগুলো পোস্ট বা কমেন্টে যোগ করা যায় তা একেবারেই অকাজের। হিংসার ইমো নাই এইটা একটা কতা হইল!!
  ১৫ ই নভেম্বর, ২০২২  রাত ১২:২৮
১৫ ই নভেম্বর, ২০২২  রাত ১২:২৮
অপু তানভীর বলেছেন: এই সব রিএকশন সামুতে যোগ করা এখন সময়ের দাবী । আমাদের এসব নিয়ে কথা বলতে হবে ।
১৭|  ১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১০:২৩
১৪ ই নভেম্বর, ২০২২  রাত ১০:২৩
ভুয়া মফিজ বলেছেন: আমি এইটা চাইছিলাম, দেয় নাই। আপনার আবেদনের কোন আলো দেখতে পাইতেছি না।  
  
  ১৫ ই নভেম্বর, ২০২২  রাত ১২:২৯
১৫ ই নভেম্বর, ২০২২  রাত ১২:২৯
অপু তানভীর বলেছেন: আমাদের সবাইকে এক সাথে জোট বেঁধে আন্দোলনে নামতে হবে এই রিএকশন অর্জনের জন্য । নয়তো হবে না ।
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০২২  রাত ১১:৫০
১৩ ই নভেম্বর, ২০২২  রাত ১১:৫০
আরইউ বলেছেন:
এটা আবেদন না এটা জনব্লগারদের দাবী!
অ্যাপ্লিকেশন ক্লাসি হয়েছে, ব্যক্তিত্বপূর্ণ হয়েছে।