নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে শেষ হল ফিচার প্রতিযোগিতা । গতকাল রাত এগারোটার দিকে শেষ পোর্স পোস্টটি এসেছে । শুরুতেই ভেবেছিলাম সব গুলো পোস্ট নিয়ে একটা সংকলন পোস্ট দিবো । তবে ব্লগার আরইউ
টাইমলাইনঃ ১৪ তম বাংলা ব্লগ দিবস, ২০২২ শিরোনামে একটি পোস্ট শুরু করেছিলেন দেখে ভেবেছিলাম যে আলাদা ভবে আর পোস্ট দেওয়ার দরকার পড়বে না । তবে সম্ভবত তিনি নিজের কাজে বর্তমানে ব্যস্ত আছেন কিছু দিন । তাই তার পোস্টের বাকি কাজ টুকু আমিই শেষ করে ফেললাম । এই অল্প সময়ে কিছু ফিচার পোস্ট এসেছে । যদিও প্রথম কয় দিনের পোস্ট দেখে আমি ভেবেছিলাম হয়তো পোস্ট আসবেই না । শেষ পর্যন্ত বেশ কিছু চমৎকার পোস্ট এসে হাজির হয়েছে । আপনাদের মাঝে অনেকেই পোস্ট গুলো পড়েছেন । হয়তো কয়েকটা বাদ চলে গিয়েছে । আজই পড়ে ফেলুন । নিচে সব গুলো পোস্টের লিংক সংযোজিত হল ।
১. লঙ্গিউ গুহা - চীনে মাটির নিচে প্রাচীন এক আশ্চর্যজনক পৃথিবী সত্যপথিক শাইয়্যান
২. ফিচার: 'সোর্ন ভার্জিন' - নারী হিসাবে অধিকার রক্ষার কলংকজনক অধ্যায়। জাদিদ (প্রতিযোগিতার জন্য নয়)
৩. একজন অতিমানবী: ক্রিস্টিয়ানে নুসলাইন-ফলহার্ড রিম সাবরিনা জাহান সরকার
৪. মিথোলজি ও বাস্তবতাঃ রামসেতু বা এডামস ব্রিজ অপু তানভীর
৫. বাংলাদেশের বস্ত্রশিল্প ও দেশীয় ঐতিহ্যে শাড়ি শায়মা
৬. ফিচারঃ জীবন মানেই শিল্প সাহিত্য আলমগীর সরকার লিটন
৭. ফিচারঃ কলম্বাসের আগে মালি'র যে রাজা আমেরিকা জয় করেছিলেন সত্যপথিক শাইয়্যান
৮. মিঃ পারফেক্ট হওয়া জাপানিদের জীবন যন্ত্রণা মনিরা সুলতানা
৯. ফিচার: আমাদের একমাত্র উপগ্রহ চাঁদ কাছের-মানুষ
১০. রেসিডিন্সিয়াল স্কুল অব কানাডা: কানাডিয়ান ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় সোহানী
১১. ইখওয়ান আল সাফা : রহস্যময় এক দার্শনিক গোষ্ঠী নিবর্হণ নির্ঘোষ
১২. সংস্কৃতি; বৈচিত্র্য ও বিবর্তন (ফিচার) কাওসার চৌধুরী
১৩. ফিচার- শিশুদের জন্য আনন্দময় ও সুষ্ঠ শিক্ষা ব্যবস্থা শায়মা
১৪. সাপ সম্পর্কে যা যা জেনে রাখতে পারেন কল্পদ্রুম
১৫. ফিচারঃশ্রেষ্ঠদের ভাইরাল হয়ে পরিচিত হওয়ার প্রয়োজন পড়েনা। ভাইরাল শিল্পী ও জাত শিল্পীর মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। মোহাম্মদ গোফরান
১৬. ফিচার : ইউথেনেশিয়া (ইচ্ছামৃত্যু) - মৃত্যুর অধিকার বনাম ধর্ম ও আবেগ জোবাইর
১৭. জানা অজানাঃ জীবনদ্দশায় অনেক জানা অজানা রয়ে যায়! আলমগীর সরকার লিটন
১৮. বৈশ্বিক আতংকের আরেক নাম বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোগল সম্রাট
১৯. ইতিহাসঃ এক্স রে র ইতিহাস আলমগীর সরকার লিটন
২০. একটা নিরব ঘাতকের পূর্ণ ব্যবচ্ছেদ ভুয়া মফিজ
২১. ফিচার - ব্লগের মাল্টিনিক অপু তানভীর
২২. ফিচার: জলবায়ু পরিবর্তন তথা বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়া ঠেকাতে ব্যক্তি, দেশ ও কপ সম্মেলন কী করতে পারে এমজেডএফ
বহির্জাগতিক প্রান বা এলিয়েন ? বাংলার এয়ানা (এই পোস্টটি সম্ভবত প্রতিযোগিতার জন্য নয় তবুও এড করে দিলাম)
সব গুলো ফিচার পোস্ট যোগ করার চেষ্টা করেছি । আমার যতগুলো পড়া এবং চোখে পড়েছে যেগুলো প্রতিযোগিতার জন্য এসেছে । তারপরেও আমার চোখ এড়িয়ে যেতে পারে কোন পোস্ট । এমন কোন পোস্ট থাকলে দয়া করে কমেন্টে লিংক দেওয়ার অনুরোধ রইলো ।
হ্যাপি ব্লগিং
২৫ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৫০
অপু তানভীর বলেছেন: প্রথম কয়েকদিনের পোস্টের সংখ্যা দেখে আমি ভেবেছিলাম যে হয়তো সব মিলিয়ে ১০/১১টা পোস্ট আসবে যার ভেতরে আমিই দেব তিনটা ! কিন্তু পরে অনেক অনেক চমৎকার পোস্ট এসেছে ।
২| ২৫ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:১২
শায়মা বলেছেন: হ্যাঁ প্রায় সবগুলি পোস্টই ভালো ছিলো। অনেক জানার ভাবনার আর শেখার।
আর সবচেয়ে মজার ব্যপারটাই দেখেছি ফিচারগুলি থমকে দিয়েছে কিছু কিছু অযথা ঝামেলাগুলিকে।
কারণ ফিচারগুলিতে আছে লেখক এবং পাঠকদের পড়াশোনা ও ভাবনা চিন্তার বিষয়।
এই ফিচার লেখাতে আরও একটা গুড প্রাকটিস হলো কপি পেস্ট না করে এবং সূত্র উল্লেখ করে কি করে ফিচার লেখা যায়।
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:১৭
অপু তানভীর বলেছেন: যতগুলো ফিচার এসেছে প্রায় সব গুলোই চমৎকার হয়েছে । এই চমৎকার পোস্ট গুলো সত্যি সামুর লেখা আসল লেখা ।
এই রকম পোস্ট আরও আসা উচিৎ বলে মনে করি ।
৩| ২৫ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:২০
শেরজা তপন বলেছেন: সবাইকে অভিনন্দন!
অনেকগুলো ফিচার সত্যিই চমৎকার- লেখকেরা অনেক সময় নিয়ে সর্বোচ্চ নিংড়ে দিয়ে লিখেছেন।
ধন্যবাদ আপনাকে সবগুলো হিরে-খন্ডকে একসুতায় বেঁধেছেন বলে।
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:১৯
অপু তানভীর বলেছেন: আমি তো ভেবেছিলাম আপনি একটা পোস্ট দিবেন । আপনার পোস্টটাও যোগ করতে পারতাম ।
৪| ২৫ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:২৬
ইসিয়াক বলেছেন:
বেশ কিছু ফিচার পড়েছি।আমার ভালো লেগেছে। অনেক অজানা বিষয় জানতে পেরেছি।
সবাইকে অভিনন্দন।
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:১৯
অপু তানভীর বলেছেন: সব পোস্ট গুলো এক সাথে পড়ে ফেলুন এবার । আশা করি সব ভাল লাগবে !
৫| ২৫ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৭
জোবাইর বলেছেন: সবগুলো ফিচার পোস্ট একসাথে সংকলন করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সময়ের অভাবে সবগুলো ফিচার পড়া সম্ভব হয়নি। এখন সময় করে ধীরে-সুস্থে সবগুলো পড়বো। অল্প সময়ের মধ্যে শত ব্যস্ততার মাঝেও যারা ফিচার লিখে ব্লগের এই চমৎকার উদ্যোগটিকে সাফল্যমন্ডিত করেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন!
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২৩
অপু তানভীর বলেছেন: এবার আস্তে ধীরে ধীরে সব গুলো পোস্ট পড়ে ফেলুন । চমৎকার সব পোস্ট এসেছে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে !
৬| ২৫ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৩
নাহল তরকারি বলেছেন: আমি কি লিখবো? সেটা ভেবে উঠতে পারি নাই। তাছাড়া আমার গুছিয়ে লেখার ক্ষমতা কম। তাই কিছু লেখি না।
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২৪
অপু তানভীর বলেছেন: লেখার একবার চেষ্টা করতেই পারতেন !
৭| ২৫ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৭
আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর,
ফিচার লেখা সহজ সাধ্য নয় মোটেও, কখনই তা ছিলোও না। তারপরেও যে ২২/২৩ টি ফিচার এসেছে এটা উৎসাহব্যঞ্জক।
সকল ফিচার লিখিয়েদের জন্যে শুভকামনা রইলো।
সব ফিচারগুলিকে একনজরে তুলে ধরার জন্যে এমন কষ্টসাধ্য পোস্ট লেখাতে ধন্যবাদ আপনাকে্ও ।
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২৬
অপু তানভীর বলেছেন: আপনার কাছ থেকে একটা পোস্ট আসবে আশা করেছিলাম । তবে প্রতিযোগিতা হোক বা না হোক এবার আপনি নতুন একটা পোস্ট লিখে ফেলুন দেখি !
৮| ২৫ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৯
ভুয়া মফিজ বলেছেন: দারুনস!!! এমন একটা পোষ্টই মনে মনে চাচ্ছিলাম। আসলে ঋষি সুনাকরে সাহায্য করতে গিয়া অনেক ফিচারই মিস করছি। এখন সময় কইরা একে একে পড়তে হবে।
থ্যাঙ্কস এ লট!!!
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২৯
অপু তানভীর বলেছেন: কী যে বলেন ! একজন তো আম্রিকার আর রাশিয়ার প্রেসিডেন্ডকে পরামর্শ দিয়ে, বিশ্ব অর্থনীতি, রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করে, বিশ্বকাপ ফুটবলের ভুল ধরেও একজন ব্লগে সমানে সময় দিয়ে যাচ্ছে আর আপনি সামান্য ঋষি সুনাকের সাহায্য করতে গিয়ে সময় পাচ্ছে না । এটা কোন কথা !
সময় করে পড়ে ফেলুন সব ফিচার গুলো !
৯| ২৫ শে নভেম্বর, ২০২২ রাত ৮:৫৪
কাওসার চৌধুরী বলেছেন:
ধন্যবাদ।
ফিচার লেখা নিয়ে আপনি চমৎকার একটি পোস্ট করেছিলেন। এমন পোস্ট লেখকদের জন্য খুবই সহায়ক ছিল। আমার মনে হয় আপনার ফিচার বিষয়ক এই পোস্টটিও একটি চমৎকার ফিচার। এরপর এই পোস্ট সহ আপনার বাকি লেখাগুলোও সুন্দর। ফিচার লেখা কষ্টসাধ্য কাজ। এসব বিষয়ে লিখতে তথ্যের পাশাপাশি লেখকদের মৌলিক ভাবনার প্রয়োজন হয়। যারা লিখেছেন সবাইকে ধন্যবাদ। চমৎকার বৈচিত্র্যময় সুন্দর এসব লেখা ব্লগকে প্রাণবন্ত করেছ। অযথা, অপ্রয়োজনীয় ক্যাচাল থেকে ব্লগ অনেকটা মুক্ত ছিল।
বেশিরভাগ ফিচার পড়েছি। বাকিগুলো ও পড়ে নেব। ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ চমৎকার এই আয়োজনটির জন্য। আপনার জন্য শুভ কামনা।
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৩২
অপু তানভীর বলেছেন: ফিচার লেখা আসলেই কষ্টসাধ্য একটা কাজ ।
আস্তে ধীরে সব পোস্ট পড়ে ফেলুন । আশা করি ভাল কিছু সময় কাটবে ।
সেই সাথে ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এমন চমৎকার একটা আয়োজন করার জন্য ।
১০| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ১:২৭
কাছের-মানুষ বলেছেন: আমিও ভেবেছিলাম হয়য় বেশী পোস্ট আসবে না। সবগুলো একসাথে করেছেন দেখে ভাল লাগল, এতে পড়তে সুবিদা হবে কারন অনেকগুলো চোখে পরেনি৷
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৩
অপু তানভীর বলেছেন: সকলের সুবিধার কথা ভেবেই পোস্টটা করা হয়েছে । আশা করি সব গুলো পড়ে ফেলতে পারবেন এখন ।
১১| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ২:০৮
নেওয়াজ আলি বলেছেন: আপনার এই পোষ্ট সেভ করে রাখলাম আস্তে আস্তে ফিচার গুলি পড়াবো আবার।
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৪
অপু তানভীর বলেছেন: সব গুলো পোস্ট পড়ে ফেলুন । আশা করি ভাল লাগবে সব পোস্ট !
১২| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ৩:০০
ঈশ্বরকণা বলেছেন: প্রতিযোগিতার ফিচারগুলোকে একই পোস্টে এক সাথে করার হারকিউলিয়ান কাজটার জন্য একটা পুরুস্কার থাকা উচিত ছিল মনে হচ্ছে । আপনার পোস্টের লম্বা ফিচার লিস্ট দেখেই মনে হচ্ছে প্রতিযোগিতা খুবই সাকসেসফুল হয়েছে। প্রতিযোগিতার প্রতিযোগী/নি, ভোক্তা, উদ্যোক্তা সবাইকেই শুভেচ্ছা ।
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৬
অপু তানভীর বলেছেন: সত্যি বলতে কী প্রথম কয়েকদিনের পোস্টের সংখ্যা দেখে আমার মনে হয়েছিলো যে পোস্টের সংখ্যা আসবে খুব । হয়তো ৪/৫টা হবে । কিন্তু পরে অনেক গুলো পোস্ট এসে হাজির হয়েছে । এই অল্প কয়েকদিনের ভেতরে এই পোস্ট গুলো বেশ চমৎকার হয়েছে । আশা করি সামনে আরও পোস্ট আসবে !
১৩| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪২
সাহাদাত উদরাজী বলেছেন: চমতকার কাজ।
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৫
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৯
শায়মা বলেছেন: এত কম সময়ে ২২টা ফিচারও কম নয়।
ব্যস্ত জীবনে ফিচার লেখার জন্য সময় বের করে যারা লিখেছেন তাদেরকে স্যালুট!
তবে ভালোই হয়েছে ২২ সালে ২২ ফিচার