নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

আরও একটি ব্যাংক চলেছে উন্নয়নের পথে :D

২৮ শে নভেম্বর, ২০২২ রাত ১২:২২

একটা চমৎকার খবর আপনাদের কাছে শেয়ার জন্য এলাম । যদিও আমার ধারণা যে অনেকেই খবরটা আগে থেকেই জানেন এবং এসব এখন আপনার আমার কাছে ডাল ভাতের ব্যাপার । আসলে আমাদের অনেক কয়টা ঐতিহ্যের ভেতরে ব্যাংক উন্নয়ন একটি । সেই ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে এখনও চলছে । সর্বপ্রথম ব্যাংকের উন্নয়ন করে ফেলেছিলেন আমাদের সবার প্রিয় প্রিন্স দ্বারকানাথ ঠাকুর । আমাদের বিশ্বকবির দাদা মশাই । সেই যে ঐতিহ্য চালু হয়েছে এখনও চলছে । সব শেষ যোগ হতে যচ্ছে ইসলামী ব্যাংক । ইসলামী ব্যাংকের লোন ডিস্ট্রিবিউশনের চিত্র যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে ডিসেম্বর ২০১৫ থেকে সেপ্টেম্বর ২০১৬ সালে মোট লোন দেওয়ার পরিমান ছিল প্রা্য় চার হাজার তিনশ কোটি টাকা । সেটা পরের বছরে বেড়ে সাত হাজার একশ কোটিতে, গত বছরের শেষে সেটা ৫ হাজারের ঘরে এসে থেকে। কিন্তু এই বছর সেপ্টেম্বর এসে দেখা যায় লোনের পরিমান দাড়িয়েছে ২৫ হাজার কোটি টাকায় । গতবছর সেখানে ছিল ৫ হাজার, তার আগের বছরে ছিল সাত হাজারে এই বছরে একেবারে ২৫ হাজারে ! ভাবতে পারেন উন্নয়নের ধারাটা !

যাই হোক যে সংবাদটা শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে আব্দুল্লাহ আর রাকিব নামের এক ২৪ বছর যুবক সম্প্রতি এই ইসলামি ব্যাংকে লোনের জন্য এপ্লাই করেছিলেন এবং সেটা এপ্রুভ হয়ে গেছে । পরিমানটা কত শুনবেন?
৯০০ কোটি টাকা !
জি ঠিকই শুনেছেন । ৯০০ কোটি টাকা । তার কোম্পানীর নাম মেডিগ্রিন এবং কোম্পানীটি মাত্র একমাস আগে জয়েন্ট স্টক রেজিস্টারে কোম্পানি হিসাবে মানে (১১ সেপ্টেম্বে, ২০২২) রেজিস্ট্রেশন করেছে । সব থেকে মজার তথ্য হচ্ছে কোম্পানীর ঠিকানা দিয়ে লোনের জন্য আবেদন করা হয়েছে সেটা একটা ভুয়া ঠিকানা এবং কোম্পানীর মালিক ২৪ বছর বয়স্ক এই রাকিবের কোন সলিড পরিচয় ব্যাংকের কাছে নেই । ডেইলি বিজনেস স্টান্ডার্ডের সাংবাদিক যখন রাকিব সাহেবের এনআইডি দেখতে চায় ব্যাংক কর্তপক্ষ সেটা দেখাতে পারে নাই ।

এবার একটু ভাবেন । একটা কোম্পানি যেটা কিনা মাত্র এক মাস আগে রেজিস্ট্রেশন করেছে, যার অফিসের ঠিকানা ভুল দেওয়া এবং মালিকের এনআইডি ব্যাংকের কাছে নেই, যে কোম্পানির মালিকের বয়স ২৪ বছর এবং যে ইন্টার পাশ, এমন একটা কোম্পানিকে ৯০০ কোটি টাকা লোন এপ্রুভ করা হয়েছে!
এইতো একজনের খবর । ঠিক একই ভাবে আরও দুইটা কোম্পানীকে নয়শ নয়শ করে মোটা দুই হাজার সাতশ কোটি লোন এপ্রুভ হয়েছে । সেই কোম্পানি দুটোর অফিসের ঠিকানাও ভুয়া ।

আপনি আপনার আশে পাশের কোন ব্যাংক থেকে লোন নিতে পারবেন এই ভাবে?

বেসরকারী ব্যাংকের ভেতরে ইসলমী ব্যাংক সব থেকে বড় এবং এর গ্রাহক সংখ্যা সব থেকে বেশি । এই যে টাকা গুলো ভুয়া একাউন্টের কালে লোন দিয়ে দেওয়া হচ্ছে, এই টাকা গুলো কিন্তু গ্রাহকের । যদি ব্যাংকের কিছু হয় তাহলে ক্ষতিগ্রস্থ হবে দেশের সাধারণ মানুষ । যে পরিমান সিকিউরিটি বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের দিচ্ছে তা হচ্ছে আপনার এককোটি টাকা ব্যাংকে জমা থাকলে, যদি ব্যাংক দেউলিয়া হয় তাহলে আপনি পাবেন মাত্র একলাখ । এর বেশি না । পরে ব্যাংকের সকল সম্পত্তি বিক্রি করে যা টাকা পাওয়া যাবে তা গ্রাহকের জমার উপরে নির্ভর করে ভাগ করা হবে । তা হতে কত সময় লাগবে কে জানে !

আরও বিস্তারিত জানতে এই সংবাদটা পড়তে পারেন
How a 24-year-old greenhorn is 'blessed' with a Tk900cr loan

এছাড়া প্রথম আলোতে বের হওয়া আরও একটা সংবাদ পড়তে পারেন।
ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’


এভাবে একের পর এক ব্যাংকের যে উন্নয়ন হচ্ছে আশা করি আমরা আরও উন্নয়নের পথে গিয়ে হাজির হব । :D


মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা কীভাবে সম্ভব? লোন নেয়ার সময় তো অনেক ডকুমেন্টস জমা দিতে হয়, মর্টগেজও লাগে। ওগুলো চেক করতে হয়। ভয়ঙ্কর সংবাদ।

২৮ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৫৪

অপু তানভীর বলেছেন: নিচে দেওয়া সংবাদের লিংকে গিয়ে সংবাদ দুটো কেবল পড়ে আসুন । তাহলে বুঝতে পারবেন যে উন্নয়ন কোন কোন দিক দিয়ে হচ্ছে ! :D

২| ২৮ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৫২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আচ্ছা এই কোম্পানি শেয়ার বাজারে থাকলে এবং শেয়ার বাজারে এর শেয়ার থাকলে শেয়ার হোল্ডাররা তো এই ঋণের টাকা বহন করবে । তাছাড়া মর্টগেজ ছাড়া তো ঋণ দেয়া হয় না । মনে হচ্ছে না যে এসব আসলে ব্যাংকের লোকদের কাজ টাকা মেরে দেয়ার ধান্দা সব । এমন অনিরাপদ ঋণ কোন ব্যাংক দেয় নাকি ???

২৮ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৫৬

অপু তানভীর বলেছেন: এটা কোম্পানির যে মালিক তার হাতে রয়েছে ৫০% শেয়ার । এই কোম্পানী মুলধন তিন কোটি টাকা । এই তিন কোটি টাকার ভিত্তিতে শতভাগ ট্রাস্টওয়ার্দি করে লোন দিয়ে দেওয়া হয়েছে । এই হচ্ছে ঘটনা !

৩| ২৮ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি আমি ৯ লাখ লোন চাইলে ৯ বার টেক রকতে আসবে বাড়িতে, ৯০০ রকমের ফরমালিটি আর কাগজ জমা দিতে হবে। তবে ৯০০ কোটি লোন চাইলে কিছুই করতে হবে না। ঘরে এসে দিয়ে যাবে।

২৮ শে নভেম্বর, ২০২২ রাত ১:০০

অপু তানভীর বলেছেন: নয় লাখ ! আমি যদি ৯০ হাজার চাই আমাকে দিবে কিনা সন্দেহ আছে !

ব্যাংক লোন নিয়ে একটা কৌতুক মনে পড়ে গেল ।
ব্যাংক লোন কারা পায়?
যাকে তাকে ব্যাংক লোন দেয় না । আপনি যদি প্রমান করতে পারেন যে আপনার ব্যাংক লোনের দরকার নেই তবেই ব্যাংক আপনাকে লোন দিবে ! :D

৪| ২৮ শে নভেম্বর, ২০২২ রাত ১:০১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই তিন কোটি টাকার ভিত্তিতে শতভাগ ট্রাস্টওয়ার্দি করে লোন দিয়ে দেওয়া হয়েছে । এই হচ্ছে ঘটনা !

অ্যাঁ ? একটা মিডিয়াম কোম্পানিকে এত ঋণ ? নাহ্ সময় থাকতে আমাকেও দেখছি লোন নিতে হবে :-P

২৮ শে নভেম্বর, ২০২২ রাত ১:০৭

অপু তানভীর বলেছেন: আমিও ভাবতেছি এপ্লাই করবো যদি এপ্রুভ হয় ! :D

৫| ২৮ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:১৮

বিটপি বলেছেন: এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই ইসলামী ব্যাংক ধ্বংস করা এবং এর প্রতি জনগণের আস্থা যাতে নষ্ট হয়, তার জন্য জান প্রাণ দিয়ে কাজ করে যাচ্ছে। এটা শুরু করেছে ইসলামী ফাইন্ডেশনের কাদিয়ানী মতাদর্শের চেয়ারম্যানকে ব্যাংকের শরীয়া বোর্ডের সভাপতি করে। যার ফল এতদিন পরে হলেও পেতে শুরু করেছে। বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে গ্রাহক আস্থার শীর্ষে থাকা ব্যাংকটি এখন সরকারের নীতির সাথে তাল মিলিয়ে উন্নয়ন যাত্রায় অংশীদার হবার জন্য অভিনন্দন জানাই।

২৮ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৩

অপু তানভীর বলেছেন: আশা করি আস্তে আস্তে সকল ব্যাংকই উন্নয়নের ছায়াতলে এসে হাজির হবে । এটাই আমাদের কাম্য এখন !

৬| ২৮ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৩৫

জুল ভার্ন বলেছেন: সব ধরিত্রী মাতা বসুমতির খেল!

২৮ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৩

অপু তানভীর বলেছেন: সব উন্নয়নের খেল !

৭| ২৮ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অথচ ছোট খাটো বিষয়ে ব্যাংক কর্মকর্তারা কত প্যারা দেয় সাধারণ গ্রাহকদের...

২৮ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৫

অপু তানভীর বলেছেন: লোন নেওয়ার কথা তো বাদই দিলাম, ৫০ হাজার টাকা এক শাখা থেকে অন্য শাখাতে পাঠাতে পর্যন্ত এনআইডি দিতে আর এখানে ৯শ কোটি লোনে এনআইডি লাগে নাই ।

৮| ২৮ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৫০

বিটপি বলেছেন: ইসলামী ব্যাংকের উন্নয়নে শামিল হবার পেছনের গল্প শুনতে এখানে গুঁতা দিতে পারেন।

২৯ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৩১

অপু তানভীর বলেছেন: উন্নয়ন সব জানা, সব দেখা ।

৯| ২৮ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৫

নতুন বলেছেন: আমাদের দেশের মানুষ নিজেরাই নিজেদের জন্য বিপদ ডেকে আনছে।

২৯ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৩৬

অপু তানভীর বলেছেন: এসব তো আর কেবল নিজেদের দোষ না । ব্যাংক খাতের উন্নয়ন চলছে অনেক কয় বছর ধরে ।

১০| ২৮ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই নিয়ে কয়েকটি নিউজ পড়েছি। কেউ দেখি ভাশুরের নাম মুখে আনছে না।
লোন দেয়ার সাথে কে জড়িত, নিয়েছে কে ভুয়া ঠিকানার আড়ালের ব্যাক্তি কে ইত্যাকার সংবাদ মিডিয়ায় আসছে না।

২৯ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৩৭

অপু তানভীর বলেছেন: কেন আসছে সেটা কে খতিয়ে দেখবে। বেসিক ব্যাংকে লোন কেলেঙ্কারির ঘটনারই আজ পর্যন্ত কিছু হল না । দুদক নাকি কাউকেই খুজে পাচ্ছে না ।

১১| ২৮ শে নভেম্বর, ২০২২ রাত ৯:২৫

নেওয়াজ আলি বলেছেন: ইসলামি ব্যাংককে অনেক আগেই মিসকিন করতে চেয়েছে ক্সমতাশালীরা এখন সুযোগ করে দিয়েছে

২৯ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৩৮

অপু তানভীর বলেছেন: কেবল এই এক ব্যাংক না, যা পাবে সামনে সব গুলোকে !

১২| ২৯ শে নভেম্বর, ২০২২ ভোর ৬:৩০

ইমরান আশফাক বলেছেন: এই ব্যাংকিং খ্যাতের অব্যাবস্থাপনার কারনে বাংলাদেশ দেউলিয়া হয়ে যেতে পারে। বাংলাদেশ ব্যাংকের মনিটরিং ও ঠিকমত হয়না। পুজিবাজারও মানসম্মত নয়। মোটকথা আমাদের অর্থসংস্থানের সকল উৎসগুলি খুবই ত্রুটিপূর্ন।

২৯ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৪

অপু তানভীর বলেছেন: এই ত্রুটি এখন কে সংশোধন করবে?
এমন ভাবেই চলছে আর যতদিন না ধ্বংশ না হয় ততদিন এভাবেই চলবে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.