নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

আজ \'\'তোমাকে ধন্যবাদ\'\' দিবসে সামুর ব্লগারদের জানাই ধন্যবাদ

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩০

source

জগতে দিবসের কোন অভাব নেই । বছরের ৩৬৫ দিনই কোন না কোন দিবস থাকেই। তেমনই আজকের দিনটি হচ্ছে ''আন্তর্জাতিক তোমাকে ধন্যবাদ দিবস ''থ্যাঙ্ক ইউ ডে'' । এই দিনটি আসলে মনে করিয়ে দেওয়ার জন্য যে, যেই মানুষটি আমাদের জীবনটিকে আরও একটু সুন্দর সহজ করে তুলেছে আমাদের নানান ভাবে উপকার করেছে কিংবা কেবল আমার মনে সামান্য হলেও প্রশান্তির সৃষ্টি করেছে সেই মানুষটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ ।

এই কথা স্বীকার করতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই যে দীর্ঘদিন ধরে আমার অনলাইন জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে সামহোয়্যারইন ব্লগ এবং এঈ ব্লগারেরা । সত্যি বলতে কী এতো দীর্ঘ সময় আমি স্ব ইচ্ছেতে কোন কিছুর সাথেই কখনও যুক্ত থাকে নি । এখনও যখন আমি পিসি চালু করি, অন্য সব ট্যাবের ভেতরে প্রতিদিন এই সামুর পেইজ চালু হয় সবার আগে । এটা আমার নিত্য দিনের একটা অভ্যাস । সামু আমার অবসরের সঙ্গী । এছাড়া সামুর অনেক ব্লগারদের সাথে ব্যক্তিগত ভাবে অনেক সুসম্পর্ক তৈরি হয়েছে, তারা অনলাইন ছেড়ে বাস্তবের জীবনের একটা সঙ্গী হয়ে আছে এখনও । এই সামুতেই এক সময়ে কত লেখা পড়েছি । এখন যদিও সেটা সংখ্যাতে কমে গেছে তবে এখনও সেই চমৎকার পোস্ট এই সামু থেকে পড়া হয় নিয়মিত । আশা করি সামনেও আরও পড়তে পারবো ।

প্রিয় সামহোয়্যার ইন ব্লগ এবং এই ব্লগের প্রায় সকল ব্লগারকে ধন্যবাদ জানাই ।

নিবেদক
অপু তানভীর

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৮

জুল ভার্ন বলেছেন: সৃষ্টিকর্তার কাছে জীবন ও খাদ্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও শুকরিয়া জানানোর জন্যই খ্রিস্টীয় সমাজ ঘটা করে Thanks giving day পালন করে- যা সুশীল সমাজ সানন্দে গ্রহণ করেন। কিন্তু মুসলমানরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা/শুকরিয়া জানালে মোল্লা বলে উপহাস করে।

ধন্যবাদ সবাইকে।

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪২

অপু তানভীর বলেছেন: আমাদের দেশে থ্যাঙ্ক গিভিং ডে খুব একটা পালন হয় না । এটা পশ্চিমা কালচার । আর আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করলে এই দেশে খুব একটা উপহাসও করা হয় না । অন্তত আমার চোখে এসব খুবই কম পড়ে । তবে হ্যা এটা সত্য যে কিছু কিছু ধর্ম বিদ্বেষী মানুষ আছে তারা এমনটা করে ।

ধন্যবাদ আপনাকে আমার এই ব্লগের জীবনের অংশ হওয়ার জন্য ।

২| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সামু এবং ব্লগার রা আসলেই ধন্যবাদ পাবার দাবি রাখে।

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫০

অপু তানভীর বলেছেন: জ্বী অবশ্যই রাখে ।

আপনাকেও ধন্যবাদ । ভাল থাকুন সব সময় ।

৩| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- থ্যাঙ্ক ইউ

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপনার পোস্ট এবং ছবি ব্লগের জন্য ।

৪| ১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এমন সুন্দর পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ !!!

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৯

অপু তানভীর বলেছেন: অনেক দিন কোন ফিচার লিখেন না । জলদি লিখে ফেলুন দেখি ।

৫| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৩

নীলা(Nila) বলেছেন: প্রতিটি দিন অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কিন্তু তাই বলে এতো দিবস কেন??

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫০

অপু তানভীর বলেছেন: দিবসের তো অভাব নেই । তবে এর ভেতরে আমরা নিজের জন্য গুরুত্বপূর্ণ কিংবা নিজেদের ভাল লাগার কিছু দিবসের কথাই কেবল মনে রাখি ।

৬| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনেক দিন কোন ফিচার লিখেন না । জলদি লিখে ফেলুন দেখি ।

আমি নিজেই আসলে অনেকদিন ধরে চেষ্টা করেও লিখতে পারছি না । তবে চেষ্টায় আছি দেখি লিখতে পারি কিনা । ধন্যবাদ আপনাকে তাড়া দেবার জন্য !

১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:০২

অপু তানভীর বলেছেন: দ্রুত লিখে ফেলুন । একটুও দেরী করবেন না । পড়ার অপেক্ষায় আছি ।

৭| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:২২

নেওয়াজ আলি বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ

১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:২৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।

৮| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৪

খায়রুল আহসান বলেছেন: সুন্দর একটি ছবিসহ এই ছোট্ট পোস্টটির মাধ্যমে ধন্যব্যাদ দিবস এর কথাটি জানিয়ে যাবার জন্য আপনাকেও অনেক ধন্যব্যাদ। আপনার মত একই কারণে এই সুযোগে এই ব্লগের সকল ব্লগারকেও ধন্যব্যাদ জানাচ্ছি। + +

১৪ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৮

অপু তানভীর বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ ব্লগে লেখার জন্য। আপনার লেখা ব্লগের জন্য একটা আশির্বাদ স্বরূপ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.