|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
আমরা সবাই চাই যেন আমরা যেখানে কাজ করি কিংবা যেখানে থাকি সেই সব স্থানের সব কিছু আমাদের মন মত যেন হয় । যদি নিজের প্রতিষ্ঠান কিংবা নিজের বাড়ি হয় তাহলে নিজের ইচ্ছে মত সব কিছু করা যায় । কিন্তু দেখা যায় যে খুব কম ক্ষেত্রেই এমনটা হয় । কারণ আমরা বেশির ভাগ মানুষই অন্যের প্রতিষ্ঠানে কাজ করি কিংবা অন্যের বাসায় ভাড়া থাকি । তাই আমাদের অনেক ইচ্ছাই নিয়ন্ত্রন হয় অন্যের দ্বারা । এমন কি এই ব্লগের কথাই যদি ধরি, আমরা যা ইচ্ছে তা করতে পারি না । এই যেমন আমাদের ব্লগে অনেকেই আছেন যারা মনে করেন তারা মডারেটর তাদের মন মত চলে না । তারা এমন অনেক কাজই করতে চান কিন্তু আমাদের বেরসিক মডারেটরের কারণে সেই কাজটা করতে পারে না বেশির ভাগ সময়েই । 
অন্য সব ক্ষেত্রের কথা বাদ দিয়ে কেবল ব্লগের কথা চিন্তা করি । যদি এমন হত যে আমাদের ব্লগের মডারেটর একদম আমাদের মন মত হত, অথ্যাৎ আমরা ঠিক যেমনটা চাই ব্লগ মডারেটর ঠিক তেমন ভাবেই আমাদের সাথে আচরণ করতো তাহলে কেমন হত?
আসুন দেখে নেওয়া যাক ব্লগ মডারেটর যদি এমন হত তাহলে কেমন হত?
১. যে কোন পোস্ট করার সাথে সাথে আমাদের ব্লগ মডারেটর সেটা সরাসরি নির্বাচিত পাতায় নিতে যেত । এবং সেটা যেন দীর্ঘ্যক্ষণ নির্বাচিত পাতায় থাকতো সেটার ব্যবস্থা করতো । অবশ্য এখন বেশির ভাগ পোস্ট যা নির্বাচিত পাতায় তা অনেক সময় ধরে সেখানে অবস্থান করে ।
২. মাঝে মাঝে আমার পোস্ট স্টিকি করে সবার পড়ার ব্যবস্থা করতো ! আমার এই জীবনে কেবল একটা পোস্ট স্টিকি অবস্থায় গেছে । কেমন হত যদি আমার একটা প্রেমের গল্প মডু স্টিকি করে রাখতো ! আহা কতই না ভাল হত !
৩. যে কোন পোস্ট যা আমাদের পছন্দ নয় সেই পোস্টে রিপোর্ট করার সাথে সাথেই মডারেটর  সেই পোস্ট ড্রাফট করে দিতো !  
৪. যে ব্লগারের বিরুদ্ধে আমরা রিপোর্ট করতাম সেই ব্লগারদের ঘাড় ধরে ব্লগ থেকে বের করে দিতো ! আহা কতই না ভাল হত ।
৫. ব্লগে এড থেকে যে টাকা পয়সা আয় হয় সেটার কিছু অংশ যদি আমাদের সাথে শেয়ার করতো কতই না ভাল হত! 
৬. ব্লগ মডারেটর যদি আমাদের ব্লগ পাতাকে ব্লগের উপরে কিংবা নিচে আলাদা ভাবে আমাডের ব্লগ প্রোফাইলকে প্রমোট করতো ! অথবা আলাদা ভাবে আমাদের কে নিয়ে পোস্ট দিয়ে আমাদের ব্যাপারে ভাল ভাল কথা বলতো !
৭. যদি আমাদের অনুরোধে ব্লগ মডারেটর আমাদের ব্যানকৃত নিকটি আবার ফিরিয়ে দিতো ! 
৮. যদি আমরা ব্লগে মনের ইচ্ছে মত যাকে তাকে গালি দিতে পারতাম, যা ইচ্চে তাই বলতে পারতাম কিন্তু তার পরেও মডারের কোন ব্যবস্থা না নিতো তাহলে কতই না ভাল হত !
৯. যদি পোস্ট লেখার কারণে মডারেটর মাঝে মাঝে আমাদের বাসার ঠিকানাতে মিষ্টি পাঠাতো ! মিষ্টির বদলে অবশ্য মাঝে মাঝে পুরান ঢাকার বিখ্যাত বিরিয়ানীও যদি পাঠিয়ে দিতো তাহলে কতই না ভাল হত ! আহা !
এই রকম স্বপ্নের মডারেটর আমারা অনেকেই আশা করি কিন্তু হায়! জেগে জেগে এতো স্বপ্ন দেখা ভাল না ।   
     
ইআরকি হতে - বস যদি এমন হত অবলম্বনে
pic source
 ১০ টি
    	১০ টি    	 +১/-০
    	+১/-০  ১৯ শে জানুয়ারি, ২০২৩  রাত ৮:৪৬
১৯ শে জানুয়ারি, ২০২৩  রাত ৮:৪৬
অপু তানভীর বলেছেন: আরে কেন নয় ! অবশ্যই থাকা উচিৎ !
২|  ১৯ শে জানুয়ারি, ২০২৩  দুপুর ২:০২
১৯ শে জানুয়ারি, ২০২৩  দুপুর ২:০২
ঋণাত্মক শূণ্য বলেছেন: ৭ নম্বর আর ৯ নম্বর পড়ে স্বপ্ন স্বপ্ন লাগে  
 
আমার একটা লেখা একসাথে সামু, প্রথমআলো আর বিডিনিউজ এর ব্লগে স্টিকি হইছিলো। সে কি এক আনন্দ! আহা! সেই পুরান স্মৃতি মনে করায় দিলেন!
  ১৯ শে জানুয়ারি, ২০২৩  রাত ৮:৪৭
১৯ শে জানুয়ারি, ২০২৩  রাত ৮:৪৭
অপু তানভীর বলেছেন: স্টিকি হওয়া সত্যিই একটা চমৎকার আনন্দ । অবশ্য আমার পোস্ট স্টিকি হওয়ার কারণে এক দুই ব্লগার রাতে ভাত খায় নি !  
৩|  ১৯ শে জানুয়ারি, ২০২৩  সন্ধ্যা  ৬:১৫
১৯ শে জানুয়ারি, ২০২৩  সন্ধ্যা  ৬:১৫
মোস্তফা সোহেল বলেছেন: কত রকমের স্বপ্ন দেখেরে মন 
  ১৯ শে জানুয়ারি, ২০২৩  রাত ৮:৪৮
১৯ শে জানুয়ারি, ২০২৩  রাত ৮:৪৮
অপু তানভীর বলেছেন: স্বপ্ন দেখতে তো আর বাঁধা নাই । 
৪|  ১৯ শে জানুয়ারি, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৫
১৯ শে জানুয়ারি, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৫
শেরজা তপন বলেছেন:  মনে মাত্র এইটুকুই চায়!!!
 মনে মাত্র এইটুকুই চায়!!!
  ১৯ শে জানুয়ারি, ২০২৩  রাত ৮:৪৯
১৯ শে জানুয়ারি, ২০২৩  রাত ৮:৪৯
অপু তানভীর বলেছেন: এই বা কম কী ! জানেই তো যে এমন হলে সবার আগে কাকে ঘাড়ে ধরে বের করবো   
  
৫|  ২২ শে জানুয়ারি, ২০২৩  বিকাল ৪:২৯
২২ শে জানুয়ারি, ২০২৩  বিকাল ৪:২৯
খায়রুল আহসান বলেছেন: ব্লগে এমনিতেই গালাগালি কিন্তু কম হয়না। তার পরেও ৮ নম্বর ইচ্ছেটা মেনে নিলে ব্লগটা এতদিনে গালাগালির ভাগাড়ে পরিণত হয়ে যেত। আর ৪ নম্বরটা মেনে নিলে ব্লগটা এতদিনে খালি হয়ে যেত বলে মনে হয়।
  ২৫ শে জানুয়ারি, ২০২৩  সকাল ১১:৫৬
২৫ শে জানুয়ারি, ২০২৩  সকাল ১১:৫৬
অপু তানভীর বলেছেন: কিছু কিছু ব্যাপারে সত্যিই মনে হয় যে যদি এমন হত কতই না ভাল হত !
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০২৩  দুপুর ১:৪৫
১৯ শে জানুয়ারি, ২০২৩  দুপুর ১:৪৫
জুল ভার্ন বলেছেন: ব্লগ মডারেটর নিয়ে কোনো মন্তব্য নয়- হোক সেটা মজা করে কিম্বা বিষাদে।