নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিচারণ মূলক লেখা প্রতিযোগিতার সকল পোস্ট সংকলন

২০ শে মে, ২০২৩ দুপুর ১২:৩১



এই মাসের ১০ তারিখে ব্লগ কর্তৃপক্ষ থেকে ব্লগারদের কাছ থেকে স্মৃতিচারণ মূলক লেখা আহবান করেন । বিস্তারিত পাবেন মডারেটরের এই পোস্টে। সেই সময় থেকে ব্লগারগন বেশ কিছু লেখা লিখেছেন তাদের স্মৃতি নিয়ে । সকল পোস্ট গুলো নিয়ে একটা সংকলন পোস্ট তৈরি করা হল । চেষ্টা করা হয়েছে সকলের লেখার লিংক এই এক পোস্টে যুক্ত করে দেওয়ার । মোটামুটি যে লেখাই মনে হয়েছে স্মৃতিচারণ মূলক সেই লেখাই এই পোস্টে যুক্ত করে দিয়েছি ।

০১ আমার স্মৃতিচারণ। নাহল তরকারি
০২ শৈশব স্মৃতি- পলায়ন এবং প্রতিরোধ মহাজাগতিক চিন্তা
০৩ স্মৃতিচারণঃ আমাদের আব্বা শাওন আহমাদ
০৪ আমার শৈশব - ১ গেঁয়ো ভূত
০৫ শৈশবের নিখাদ প্রেম সাড়ে চুয়াত্তর
০৬ আমার নানা আমার জন্য বারান্দায় অপেক্ষা করতেন নাহল তরকারি
০৭ শৈশব-কৈশোরের মাছ ধরার স্মৃতি যুবায়ের আহমেদ
০৮ স্মৃতিকথাঃ আমার প্রথম গল্পের বই পড়া ইসিয়াক
০৯ ২৯ শে এপ্রিল ১৯৯১ রানার ব্লগ
১০ গত শতাব্দীতে মেয়েদের সেলাই করুণাধারা
১১ স্মৃতির নোঙর-১ সোনালী ডানার চিল
১২ স্মৃতির আয়নায় এই মারলাম উঁকি কাজী ফাতেমা ছবি
১৩ স্মৃতিচারণ গ্রন্থ্কীট চয়ন
১৪ স্মৃতিকথাঃ (২)মধ্যরাতে দুর্বিপাকে ইসিয়াক
১৫ নস্টালজিক লোডশেডিংয়ের গল্প অপু তানভীর
১৬ কিছু স্মৃতি ফিরে ফিরে আসে মোঃ মাইদুল সরকার
১৭ ফেলে আসা শৈশব আমার ডঃ এম এ আলী
১৮ স্মৃতিতে ঈদ সোনালী ডানার চিল
১৯ মা ছেলের বিষণ্ণ-প্রসন্ন ডায়েরি শাওন আহমাদ
২০ শৈশব: সোনালী দিনের স্মৃতি নীলসাধু
২১ মরচে পড়া সিন্দুকে বন্দী সোনালী শৈশব নীল-দর্পণ
২২ আমার ছেলেবেলা ২ সোনালী ডানার চিল
২৩ স্মৃতি কথাঃ (তিন) আমার ভিনদেশী প্রেমিকা ইসিয়াক
২৪ স্মৃতির পাতায় পহেলা বৈশাখ নাহল তরকারি
২৫ কিশোরবেলার স্মৃতিচারণ : আমার গিটার নিবর্হণ নির্ঘোষ
২৬ কৈশোরের যে ঘটনা আমাকে সেনাবাহিনীর প্রতি আকৃষ্ট করে তুলেছিল ডার্ক ম্যান (প্রতিযোগিতার জন্য নয়)
২৭ আমার শৈশব জুন
২৮ প্রেমস্মৃতিঃ প্রেমিকার হাতে প্রথম অমৃত অপু তানভীর
২৯ একজন কিনু কবিরাজ এবং শৈশবের মায়াজাল সোনালী ডানার চিল
৩০ আমার জীবনে অস্বাভাবিক কিছু ঘটনা রাজীব নুর
৩১ আমি আর আমার দুষ্টু ছাত্রীরা রূপক বিধৌত সাধু
৩২ স্মৃতির পাতা: পরীক্ষার শেষের ডিসেম্বর ও কুরবানী ঈদ নাহল তরকারি
৩৩ পুরানো সেই দিনের কথা ভুলবো কি রে হায় রানার ব্লগ
৩৪ আমার মাদ্রাসা জীবন মোগল সম্রাট
৩৫ বেতনা উপাখ্যান সোনালী ডানার চিল
৩৬ আমার শৈশব - ২ গেঁয়ো ভূত
৩৭ স্মৃতিকথনঃ ডিপার্টমেন্ট ট্যুর টু সেন্টমার্টিন অশুভ
৩৮ এসএসসি পরীক্ষার পর অবসর সময় কাটানো নাহল তরকারি
৩৯ গুড়পুকুরের মেলা সোনালী ডানার চিল
৪০ স্মৃতিকথা শেরজা তপন
৪২ আমার দাদা ভাই ইফতেখার ভূইয়া
৪৩ স্মৃতি তুমি বেদনা শায়মা
৪৪ আর্কাইভ থেকে: মারিয়ার জন্য ভালবাসা অর্ক
৪৫ বিষাদ সিন্ধু এবং একটি থেলো হুকো সোনালী ডানার চিল
৪৬ আমার নারী-ভীতি শেরজা তপন
৪৭ আমার কৈশোরকালীন কর্মকান্ড থেকে একটা উদাহরন ভুয়া মফিজ
৪৮ অতীতের স্মৃতি করছি আজ রোমন্থণ কাজী ফাতেমা ছবি
৪৯ যবে আমি মা হলাম আফিফা আফরিন
৫০ কিছু স্মৃতি ফিরে ফিরে আসে। মোঃ মাইদুল সরকার
৫১ মুই একটা বোকাচোদা ভাঙ্গা তরী -৭৭৯
৫২ অংক শেখা আবদুর রব শরীফ
৫৩ জন্মদিনের স্মৃতিকথা অপু তানভীর
৫৪ আমার ছেলের জন্মদিন মঞ্জুর চৌধুরী
৫৫ চট্টগ্রামের পাহাড়ে এখন কোন বাঘ নেই সোনাগাজী (প্রতিযোগিতার জন্য নয়)
৫৬ শৈশবে আমার একটা নাম ছিলো বাংলাদেশ বেতার মহাজাগতিক চিন্তা
৫৭ বেছুর নিজস্ব একটি জ্বীন ছিলো সোনাগাজী
৫৮ আজিমপুর ও আমার সোনালী শৈশব নীলসাধু
৫৯ শৈশবের স্মৃতিঃ আমার আব্বার ছেঁড়া স্যান্ডেল সত্যপথিক শাইয়্যান
৬০ শৈশবের স্মৃতি দেয়ালিকা বিপাশা
৬১ মনে গাঁথা শৈশবের কিছু স্থায়ী স্মৃতিকথা খায়রুল আহসান
৬২ আহ! শৈশব! তুমি অন্যরকম হলে পারতে ৎৎৎঘূৎৎ
৬৩ দূর্বিষহ শৈশব ইসিয়াক
৬৪ পত্র সমাচার যিওন আমানযা
৬৫ আমার শৈশব - ৩ গেঁয়ো ভূত
৬৬ আমার বন্ধু সালমান শাহ :: শৈশব স্মৃতি নীলসাধু
৬৭ বিবর (স্মৃতিকথা তবে....) পদাতিক চৌধুরি


দুজন ব্লগার তাদের স্মৃতিচারণ মূলক পোস্ট দিয়ে পরে সরিয়ে নিয়েছেন । তাই সেগুলো এড করা গেল না ।

হ্যাপি ব্লগিং ।

যে সব লেখা পড়ে মনে হয়েছে অতীতের স্মৃতি নিয়ে লেখা সে সব লেখা যুক্ত করে দিয়েছি । কিছু কিছু লেখা আমার চোখ এড়িয়ে গিয়েছিল কয়েকজন আমাকে জানিয়েছে সে সব লেখার কথা। আমি পরবর্তিতে এড করে দিয়েছি । ব্লগার মরুভূমির জলদস্যুকে বিশেষ ভাবে ধন্যবাদ । তার সংকলন থেকে কয়েকটি পোস্ট যুক্ত করে নিলাম যা আমার চোখ এড়িয়ে গিয়েছিলো। এছাড়াও যদি কোন লেখা চোখ এড়িয়ে যায় দয়া করে ইনবক্স কিংবা মন্তব্যে সেই পোস্টের লিংক দিয়ে যাওয়ার অনুরোধ রইলো ।

মন্তব্য ৩৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২৩ দুপুর ২:১৫

ইসিয়াক বলেছেন: বাহ! দারুণ।
আজকেও একটা স্মৃতিচারণ মূলক পোস্ট দিবো ভাবছি।

২১ শে মে, ২০২৩ সকাল ৯:২৭

অপু তানভীর বলেছেন: আরো যত গুলো আছে সব পোস্ট করে ফেলুন । আমরা সবাই পড়ি । যদি আমার চোখ এড়িয়ে যায় তাহলে এখানে লিংক দিয়ে যাবেন দয়া করে।

২| ২০ শে মে, ২০২৩ দুপুর ২:৩৯

রানার ব্লগ বলেছেন: অসংখ্য স্মৃতি আছে । এদের রিকল করলে বর্তমান হুমকির সম্মুখীন হবে ।

২১ শে মে, ২০২৩ সকাল ৯:২৮

অপু তানভীর বলেছেন: কয়েক দিনের জন্য বর্তমান হুমকির ভেতরে পড়ুক সমস্যা নেই । কিছু স্মৃতি রিকল হোক ।

৩| ২০ শে মে, ২০২৩ বিকাল ৩:৫০

শেরজা তপন বলেছেন: ওরে বাব্বা এতগুলো পোস্ট এসেছে!!
আমি কি সবগুলো পড়েছি? মনে করতে পারছি না...
দুরূহ একতা কাজ করেছেন। নিয়মিত আপডেট হবে তো?

২১ শে মে, ২০২৩ সকাল ৯:২৯

অপু তানভীর বলেছেন: আশা করি নিয়মিত আপডেট হবে যদিও একটু কাজে ব্যস্ত তারপরেও আশা করি যে দিনে অন্তত একবার এসে প্রতিদিনকার পোস্ট গুলো আপডেট করে দিবো ।

আপনিও কয়েকটা পোস্ট দিয়ে ফেলুন ।

৪| ২০ শে মে, ২০২৩ বিকাল ৫:১৬

নস্টালজিয়া ইশক বলেছেন: ধন্যবাদ।

২১ শে মে, ২০২৩ সকাল ৯:২৯

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৫| ২০ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:০১

যুবায়ের আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২১ শে মে, ২০২৩ সকাল ৯:২৯

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৬| ২০ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:১২

যুবায়ের আহমেদ বলেছেন: আমি আমার নাম “জুবায়ের আহমেদ” লেখি। এটা প্রোফাইলে সহ সংশোধন করে দিলে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ।

২১ শে মে, ২০২৩ সকাল ৯:৩৯

অপু তানভীর বলেছেন: আমি আসলে নিকের নাম সরাসরি কপি করে এখানে বসিয়েছি ।

আপনি নাম পরিবর্তন করতে চাইলে ব্লগ কর্তৃপক্ষকে মেইল দিতে পারেন । [email protected] অথবা [email protected] । আশা করি ঠিক হয়ে যাবে । অথবা যদি সামুর অফিসিয়াল ফেসবুকে যুক্ত থাকে সেখানে সাহায্যের জন্য বলতে পারেন ।
কাজ হবে আশা করি ।

৭| ২০ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সকল লেখকের জন্য শুভকামনা

২১ শে মে, ২০২৩ সকাল ৯:৪০

অপু তানভীর বলেছেন: আপনার নিজের স্মৃতিকথার জন্য অপেক্ষা করছি । আশা করছি সেটাও চমৎকার হবে । সময় নষ্ট না করে দ্রুত লিখে ফেলুন দেখি ।

৮| ২১ শে মে, ২০২৩ সকাল ১০:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ২৫/২৬ টা লেখা এসেছে স্মৃতি নিয়ে আশা করি ৩০ ছাড়িয়ে যাবে। সুন্দর সংকলন।

২১ শে মে, ২০২৩ দুপুর ১২:১৫

অপু তানভীর বলেছেন: হ্যা আরো দশদিন সময় আছে হাতে । আরো বেশ কিছু এসে যুক্ত হয়ে যাবে ।

৯| ২১ শে মে, ২০২৩ বিকাল ৪:২০

শাওন আহমাদ বলেছেন: বাহ সকল পোষ্ট একসাথে!

২২ শে মে, ২০২৩ সকাল ৯:৩২

অপু তানভীর বলেছেন: সব পোস্ট গুলো যুক্ত করে দেওয়ার চেষ্টা থাকবে । তবে যদি কোনটা চোখ এড়িয়ে যায় তবে এখানে লিংক দিয়ে যাওয়ার অনুরোধ রইলো ।

১০| ২১ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার হিসাবের সাথে আপনারটা মিলে গেছে।

২২ শে মে, ২০২৩ সকাল ৯:৪৯

অপু তানভীর বলেছেন: কোন হিসাবটা মিলেছে বলুন তো ? আমি তো খুজে পাচ্ছি না ।

১১| ২২ শে মে, ২০২৩ সকাল ১০:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার তালিকার সাথে আপনার তালিকা মিলেছে। এই তালিকা আমিও করে রেখেছি। মাস শেষে প্রকাশ পাবে। তাই খুঁজে পাননি।

২২ শে মে, ২০২৩ সকাল ১০:৫৪

অপু তানভীর বলেছেন: ও আচ্ছা । তাই বলেন ।

১২| ২২ শে মে, ২০২৩ বিকাল ৫:৫২

মোগল সম্রাট বলেছেন:
আমিও একখান পোষ্টাইছি :P

২৩ শে মে, ২০২৩ সকাল ৯:২০

অপু তানভীর বলেছেন: এড করে দিয়েছি । সামনে আরো কয়েকটা লিখে ফেলুন সময় করে ।

১৩| ২৯ শে মে, ২০২৩ দুপুর ১:০৩

ভুয়া মফিজ বলেছেন: এইটা একটা দারুন কাজ করছেন। বিবিধ কারনে বেশ কিছুদিন ধরে ব্লগে অনুপস্থিত। আস্তে ধীরে সবগুলো পোষ্ট পড়ে ফেলবো। সবগুলো মানে, যেইটা যেইটা জুইতের মনে হয় আর কি!! :P

০৫ ই জুন, ২০২৩ সকাল ১০:৩৩

অপু তানভীর বলেছেন: হ্যা সময় করেই পড়ে ফেলুন । আমি প্রায় সব গুলিই পড়ে ফেলেছি । অনেক গুলো বেশ চমৎকার ।

১৪| ০৫ ই জুন, ২০২৩ সকাল ১০:৫৬

আমি সাজিদ বলেছেন: চমৎকার কাজ অপু ভাই।

০৬ ই জুন, ২০২৩ সকাল ৭:৩০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ।

আপনি সম্ভবত একটা পোস্ট দিয়েছিলেন । পোস্টটা সরিয়ে কেন ফেললেন !

১৫| ০৬ ই জুন, ২০২৩ সকাল ১০:০৪

খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত শ্রমসাধ্য এবং প্রশংসনীয় একটি কাজ করেছেন। অভিনন্দন!
সকল প্রতিযোগীর জন্য রইলো আন্তরিক শুভকামনা। প্রতিযোগিতায় অংশগ্রহণই বড় কথা।
স্টিকি পোস্টের ৫৯ নং মন্তব্যে শেরজা তপন এর “যারা বিচারকার্য পরিচালনা করতে রাজী হবেন না তারা সকলেই অন্তত একটি করে 'শৈশবের স্মৃতিকথা' পোষ্ট করবেন” - এই রুলিংকে শিরোধার্য গণ্য করে প্রায় শেষ মুহূর্তে আজ প্রতিযোগিতার ট্রেনে চেপে বসলাম। আপনি আমার সে পোস্টটিকে ইতোমধ্যে তালিকার ৬১ নম্বরে অন্তর্ভুক্ত করেছেন। ধন্যবাদ।

০৬ ই জুন, ২০২৩ সকাল ১১:১৪

অপু তানভীর বলেছেন: লেখা দিয়েছেন চমৎকার একটা ব্যাপার হয়েছে । আপনার লেখা গুলো সব সময়ই ব্লগের জন্য একটা সম্পদ স্বরূপ ।

সব সময়ই ভাল থাকুন !

১৬| ০৬ ই জুন, ২০২৩ সকাল ১১:৪৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান, 'শৈশবের স্মৃতিকথা' লিখবার কি সময় আছে না শেস ঐ গেছে?

০৬ ই জুন, ২০২৩ সকাল ১১:৫১

অপু তানভীর বলেছেন: সময় ছিল মে মাস । তবে আজকে মানে ছয় তারিখ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে । সেই হিসাবে আজকে রাত ১২টা সময় সময় আছে ।

১৭| ০৬ ই জুন, ২০২৩ বিকাল ৪:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন কাজ করেছেন। ধন্যবাদ।

০৭ ই জুন, ২০২৩ সকাল ৯:১৭

অপু তানভীর বলেছেন: যেগুলো পড়া হয় নি, পড়ে ফেলুন ।

১৮| ১০ ই জুন, ২০২৩ সকাল ৮:৪৩

মিরোরডডল বলেছেন:



সিরিয়াল নং ২৬ আর ৫৫ ক্লিয়ারলি বলছে প্রতিযোগিতার জন্য নয়।
তারপরও এগুলো এই লিস্টে কেনো?

২৬ নং পোষ্ট অলরেডি সরিয়ে নিয়েছে।
কিন্তু এই লিস্ট আপডেট করা হয়নি।

১০ ই জুন, ২০২৩ সকাল ৮:৫৩

অপু তানভীর বলেছেন: যে গুলো একবার এড করেছি এবং পরে তারা বলেছে যে লেখাটা প্রতিযোগিতার জন্য তাদের পাশে লিখে দেওয়া হয়েছে যে প্রতিযোগিতার জন্য । এইটাই যথেষ্ট নয়?

৬ তারিখে আসা পর্যন্ত সকল পোস্ট এড করা হয়েছে যা আমার চোখে পড়েছে । যদি কোন পোস্ট বাদ পড়ে তাহলে লিংক দিয়ে যাবেন দয়া করে । যে পোস্ট একবার এড করেছি সেটা যদি প্রতিযোগিতার জন্য না হয় তাহলে সেটার পাশে লিখে দেওয়া হবে যে প্রতিযোগিতার জন্য নয় । লিস্ট এডিট করতে গেলে পুরো নাম্বার এডিট করতে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.