নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে চলার পথে আমরা কত রকম কাজই না করি । কখন ইচ্ছে করে কখনই ভুল করে । কিন্তু এমন অনেক কাজ থাকে যে কাজ টা করে ফেলার পরে আবার সেটাকে ঠিক করার কোন উপায় থাকে না । ব্লগেই যেমন যদি আমরা অন্য কারো ব্লগে কোন বেফাঁস কিছু বলে ফেলি তখন সেটা আর বদলানোর উপায় থাকে না নিজেদের হাতে । আবার অনেকে নিজেদের ব্লগে আসা মন্তব্য যে কোন কারণে মুছেন। সেটা ইচ্ছে আবার ভুল করে । অনেকেই হয়তো জানেন না যে অন্যের ব্লগে করা মন্তব্য বদলানো না গেলেও মুছে ফেলা মন্তব্য কিন্তু ঠিকই ফেরৎ আনা যায় । পুরানো অনেক ব্লগারই ব্যাপারটা জানেন তবে নতুন অনেকেই হয়তো জানেন না । তাদের জন্যই আজকের এই সহজ টিউটেরিয়াল ব্লগ ।
যাই হোক প্রথমে আপনারা নিজেদের ব্লগের মডারেশন প্যানেলে চলে যান । কিভাবে যাবে?
ব্রাউজারের একেবারে উপরের ডান দিকে যেখানে আপনাদের ব্লগ নিকের ছবি আছে সেখানে দেখুন একটা তিনকোনা চিহ্ন আছে । নিচের ছবির মত । সেখানে ক্লিক করুন ।
ওখানে ক্লিক করলেই নিচের অপশন গুলো আসবে । সেখান থেকে কমেন্ট মডারেশন এ ক্লিক করুন
তাহলেই একটা পেইজ এসে হাজির হবে । এখন এই পেইজের বাম দিকে একটু নিচে নেমে আসুন । আপনার ব্লগার স্টাটাস প্যানেলের পরেই দেখতে পাবেন ''অন্যান্য তালিকা'' প্যানেল । সেখানেই পাবেন বেশ কয়েকটি অপশন । এখান থেকেই আপনি যে কাউকে কমেন্ট ব্যান করতে পারেন । এটা নিয়ে আগে একটা পোস্ট দিয়েছিলাম। যাই হোক । একেবারে নিচে দেখতে পাবেন ''মুছে ফেলা মন্তব্য'' সেখানে ক্লিক করুন ।
এরপর আপনি চলে যাবেন সেই পাতায় যেখানে আপনার মুছে ফেলা সব মন্তব্য রয়েছে । একে একে দেখতে থাকুন কোন কোন মন্তব্য গুলো আপনি ফিরিয়ে আনতে চান ।
পুনরায় গ্রহন করুন অপশনে ক্লিক করলেই আপনার মন্তব্য আবারও আগের স্থানে ফিরে যাবে । এই তো পেয়ে গেলেন আপনি আপনার মুছে যাওয়া মন্তব্যটা ।
আশা করি এবার ব্যাপারটা সহজ হয়েছে আপনাদের জন্য । এবার যদি ভুল করে চাপ লেগে কোন মন্তব্য মুছে যায় তাহলে সেটা সহজেই ফিরিয়ে আনতে পারবেন । এছাড়া ইচ্ছে করে মন্তব্য মুছে দেওয়ার পরে যদি মনে হয় যে মন্তব্যটা ফিরিয়ে আনা দরকার তখনও ফিরিয়ে আনতে পারবেন ।
হ্যাপি ব্লগিং ।
উপরের প্রথম ছবিটি পিক্সেল থেকে নেওয়া এবং বাকি গুলো স্ক্রিনশট নেওয়া ।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৮
অপু তানভীর বলেছেন: ব্লগের এই রকম ছোট ছোট ব্যাপারে অনেকেরই চোখ এড়িয়ে যায় ।
মন থেকে যে মুছে গেছে তাকে আসলে ফিরিয়ে না আনাই ভাল ।
জীবন বাবুর সেই কথা শুনেন নি ?
কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালোবাসে !
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো পোষ্ট।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৬
অপু তানভীর বলেছেন: কাজ লাগলেই ভাল ।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১২
আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ। এখন গন্ডগোল ফিরিয়ে আনবো কিনা ভাবছি।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১০
অপু তানভীর বলেছেন: গন্ডোলোল না আসলে স্বভাব যে পরিবর্তিত হয় না এটা জানানো দরকার বিশেষ করে যারা কান্নাকাটি করছিলো তাদের জন্য ।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: খাইছেরে , এটা একদম জানতাম না । এবার কী হবে মুছেও দেখি শান্তি নাই । তবে এখন আর এই অজুহাত শুনতে হবে না , "সরি , আপনার মন্তব্যটা ভুলে মুছে গেছে আবার করুন !"
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১১
অপু তানভীর বলেছেন: এটা সত্যিই অনেকেই জানেন না যে মুছে যাওয়া মন্তব্য ফিরিয়ে আনা যায় ।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এখন গন্ডগোল ফিরিয়ে আনবো কিনা ভাবছি।
আনেন ভাই , আনেন !!
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১১
অপু তানভীর বলেছেন: লেজ যে সোজা হওয়ার নয় এই সত্য কথা সবার দেখা উচিৎ ।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:১০
শাওন আহমাদ বলেছেন: ধন্যবাদ টিউটেরিয়ালের জন্য। আমার একটা প্রশ্ন ছিল, আচ্ছা, ব্লগের কি ইউজার নেইম পরিবর্তন করা যায়?
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১২
অপু তানভীর বলেছেন: ইউজার নেম পরিবর্তন করা যায় না আমি যতদুর জানি । হয়তো যথাযত কারণ দেখিয়ে নিক পরিবর্তন করা যায় তবে এখনও পর্যন্ত ইউজার নেম পরিবর্তন হতে দেখি নি ।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৬
জটিল ভাই বলেছেন:
ভিডিও টিউটোরিয়ালের যুগে এসে পড়ে কি সাধ মিটে?
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৩
অপু তানভীর বলেছেন: ব্লগে ভিডিও টিউটেরিয়াল দেয়ার উপায় নেই । আপাতত তাই এই টিউটেরিয়াল ।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৯
ডার্ক ম্যান বলেছেন: এতদিন ধরে ব্লগে নজরদারি চালাচ্ছি অথচ বিষয়টা জানতাম না।
মন থেকে মুছে যাওয়া কাউকে মনে ফিরিয়ে আনার উপায় কি? এটা বলেন।