নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

নিজের পাসওয়ার্ড অন্যকে দিবেন না ;)

৩১ শে মে, ২০২৪ রাত ৮:৫৭



কথায় আছে যে পাসওয়ার্ড এবং জাঙ্গিয়া অন্যকে দিতে নেই । মানুষ হিসাবে, বন্ধু হিসাবে প্রেমিক/প্রেমিকা হিসাবে অথবা আজ্ঞাবহ হওয়ার সুবাদে আমরা অন্যকে ব্যবহার করতে দিই বা দিতে বাধ্য হই। তবে এমন কিছু জিনিস মানুষের একান্তই নিজের থাকা দরকার যা কোন ভাবেই অন্যের হাতে তুলে দেওয়া দেওয়া উচিৎ না। এমন একটা ব্যাপার হচ্ছে পাসওয়ার্ড । সেটা আপনার এটিএম কার্ডের, সোশিয়্যাল মিডিয়া একাউন্ট কিংবা সামুর নিকের পাসওয়ার্ড ।

কোন এক কালে আমার এক প্রেমিকা ছিল । তবে খুব বেশি দিন টিকে নাই সেই প্রেম । তার প্রধান কারণ ছিল এই পাসওয়ার্ড । প্রেম শুরু হওয়ার কদিন পরে একদিন সে আমার কাছে আমার ফেসবুকের পাসওয়ার্ড চেয়ে বসল। আমি কেবল আকাশ থেকেই না, সাত আসমানের উপর থেকে পড়লাম । বললাম, আমার ফেসবুকের পাসওয়ার্ড তোমাকে কেন দিব ? এটা তো একান্তই ব্যক্তিগত ব্যাপার !
সে তখন জানাল যে এখন নাকি এই নিয়ম । বিশ্বস্ততা বজায় রাখতে নাকি এই পাসওয়ার্ড আদান প্রদান করতে হয়। আমি মাফ চাইলাম । বললাম আমার ফেসবুক আমার একান্তই আমার নিজের । আর যদি আমি তোমার সাথে চিট করতে চাই তাহলে তোমার চৌদ্দগুষ্ঠীর ক্ষমতা নেই সেটা ধরার । তাই পাসওয়ার্ড দেওয়া যাবে না ।
বলাই বাহুল্য যে সেই প্রেম টিকে নাই খুব বেশি দিন ।

এই পাসওয়ার্ড নিয়েই এক মজার গল্প বলি। গল্পটা কাছের একজনের । এক মেয়ের সাথে প্রেম চলছিল । দুইজনেই একে অন্যের ফেসবুকের পাসওয়ার্ড জানত । এবার একদিন সে মেয়ে নতুন কাউকে ধরল । কিন্তু এই আমার পরিচিত মানুষের সাথে তো তার তখনও প্রেম চলছে । সে কী করল ছেলের ফেসবুকে ঢুকে নিজেই নিজের সব চ্যাট একেবারে ডিলিট করে দিল । যাতে ছেলের হাতে কোন প্রমানই না থাকে যে কোন কালে প্রেম ছিল। তারপর নিজের আইডি থেকে ছেলেকে ব্লক করে দিল । ব্যাস প্রেম একেবারে শেষ ।

আরও কত রকম গল্প আছে নিজের পাসওয়ার্ড অন্যকে দেওয়ার । অনলাইন এমন একটা জায়গা যেখানে কাউকে বিশ্বাস করা উচিৎ না । বিশেষ করে নিজের একান্ত গোপন বিষয়গুলো একেবারেই নিজের কাছেই রাখা উচিৎ । তবে আমাদের আশে পাশেই এমন অনেক মানুষ এই সাধারণ কথাটা বুঝে না । নিজের গোপন জিনিস অন্যের হাতে তুলে দেয় ।

ধরেন এই সামুর কথাই । আপনার নিকের পাসওয়ার্ড অন্য একজনের কাছে আছে । আজকে তার সাথে আপনার সম্পর্ক ভাল । কালকেই দেখা যাবে সেই কোন বিষয় নিয়ে আপনার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে গেল । তখন?

আপনার পাসওয়ার্ড সে জানে মানে হচ্ছে আপনার হয়ে সে পোস্ট লিখতে পারবে কিংবা মন্তব্য করতে পারবে। তখন সে যাই করুক না কেন তার দায় ভার আপনার উপরেই এসে পড়বে। অথবা ধরে নিলাম যে সম্পর্ক ভালই থাকবে সারা জীবন । কিন্তু তারপরেও অন্য জন যখন আপনার নিক দিয়ে মন্তব্য করবে তখন সেটার দায় ভার আপনার । সে তো মন্তব্য করে পার পেয়ে যাবে, আপনার তখন কী হবে? ঐ মন্তব্যের বিপরীতেই যদি কেউ একশন নেয় তাহলে আপনার অবস্থা কী হবে ভেবে দেখেছেন?

এই জন্য বলি যে নিজের নিজের পাসওয়ার্ড নিজের কাছে রাখুন । অন্য কাউকে দিবেন না, তা সে যতই কাছের মানুষ আর যতই মহান মানুষই হোক না কেন । জামানা বড় খারাপ !


পোস্টের ছবিটি পিক্সেল থেকে নেওয়া । লেখার সাথে ছবির কোন সম্পর্ক নাই।

মন্তব্য ৭৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২৪ রাত ৯:০৭

শায়মা বলেছেন: সে সব শুধু প্রেমিক প্রেমিকা বন্ধুদের জন্য।


ভাইয়ু আর আপুনিদের জন্য নহে।

যেমন আমার পাসওয়ার্ড কিন্তু আমি তোমাকে দিতে পারি।

৩১ শে মে, ২০২৪ রাত ৯:১০

অপু তানভীর বলেছেন: আচ্ছা ধর তুমি আমাকে তোমার নিকের পাসওয়ার্ড দিলে । আমি সে নিকে একটা গল্প লিখলাম । কী মনে হয় সামুর ব্লগাররা সেটা ধরতে পারবে যে লেখাটা তোমার না, আমার লেখা ?

২| ৩১ শে মে, ২০২৪ রাত ৯:১২

শায়মা বলেছেন: না পারবে না.......

কারণ কমেন্টের উত্তরগুলো আমি দেবো হা হা

৩১ শে মে, ২০২৪ রাত ৯:১৬

অপু তানভীর বলেছেন: নাহ ! যারা আমার আর তোমার লেখা পড়ে তারা ঠিকই ধরে ফেলবে যে এটা তোমার লেখা না, আমার লেখা !

৩| ৩১ শে মে, ২০২৪ রাত ৯:১৭

শায়মা বলেছেন: কত্ত মালটি দিয়ে লিখলাম জীবনে!!!!!!

কই আমি নিজেকে না চিনালে কেউ তো চিনলো না !!!! :P

৩১ শে মে, ২০২৪ রাত ৯:১৯

অপু তানভীর বলেছেন: তোমার লেখায় এক্সপার্টিজ আছে । আমার লেখা ধরে ফেলবে অনেকে । বিশেষ করে ভুয়া মফিজ তো ধরে ফেলবেই।

৪| ৩১ শে মে, ২০২৪ রাত ৯:২০

আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর ,




কিছু কিছু জিনিষ মানুষের একান্তই নিজস্ব থাকা দরকার!

৩১ শে মে, ২০২৪ রাত ৯:৪৯

অপু তানভীর বলেছেন: সত্যিই তাই। কিছু ব্যাপার থাকে একান্তই নিজস্ব ! এটা অনেকেই বুঝে না।

৫| ৩১ শে মে, ২০২৪ রাত ৯:২৬

ভুয়া মফিজ বলেছেন: হে হে হে................সে আর বলতে!!!! =p~

৩১ শে মে, ২০২৪ রাত ৯:৫০

অপু তানভীর বলেছেন: অনেকেই অবশ্য এখনও টের পায় নি যে তাদের ব্যাপারটা অনেকেই ধরে ফেলতে পারে । ;)

৬| ৩১ শে মে, ২০২৪ রাত ৯:৪০

শায়মা বলেছেন: হা হা সাধে কি আমার রাজপুত্তুর ভাইয়ু!!! :)

৩১ শে মে, ২০২৪ রাত ৯:৫০

অপু তানভীর বলেছেন: তার চোখ ফাঁকি দেওয়া সহজ নয়!

৭| ৩১ শে মে, ২০২৪ রাত ১০:১০

এম ডি মুসা বলেছেন: ভেজাল যুক্ত জীবনে না প্রবেশ করাই ভালো

০১ লা জুন, ২০২৪ সকাল ১১:১৩

অপু তানভীর বলেছেন: তা আর বলতে ! নিজের গোপন জিনিস অন্যের হাতে দেওয়া মানেই ভেজালে পড়া !

৮| ৩১ শে মে, ২০২৪ রাত ১১:১৩

দীপ্ত একাত্তর বলেছেন: শুধু পাসওয়ার্ড না, স্পর্শকাতর ইনফরমেশনও প্রেমিকা কিংবা স্ত্রী'র সাথে শেয়ার করা উচিত না।

০১ লা জুন, ২০২৪ সকাল ১১:১৩

অপু তানভীর বলেছেন: জগতের কারো সাথেই শেয়ার করা উচিৎ না ।

৯| ৩১ শে মে, ২০২৪ রাত ১১:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: দু'জনই ক্লিন মাইন্ডেড হলে মনে হয় না সমস্যা হয়। আমার কাছে কারও পাসওয়ার্ড থাকলেও কখনও সম্পর্ক খারাপ হলেও তার ক্ষতি হয় এমন কিছু করব না।

০১ লা জুন, ২০২৪ সকাল ১১:১৫

অপু তানভীর বলেছেন: একজন মানুষ অন্য একজনের মত কখনই হয় না । ধরেন আপনি আমার সাথে পাসওয়ারর্ড শেয়ার করলেন । আমি সামুতে ব্লক খেয়ে আপনার নিক দিয়ে একটা পোস্ট করলাম যা একজনের ধর্মানুভূতিটে আঘাত করল । সে যদি মামলা করে তাহলে ধরা খেলেন আপনি !

১০| ৩১ শে মে, ২০২৪ রাত ১১:৩৮

আরইউ বলেছেন:



অপু,

আমি বুঝে পাইনা কেউ কারো পাসওয়ার্ড চায় কী করে—তা সে যতই “আপন“ হোকনা কেন!

আপনি হয়ত জানবেন, একসময় ব্লগে কিছু নিক ছিল যেগুলো কয়েকজন মিলে অপারেট করতেন। মানে একই নিকের লগইন ডিটেইলস ২-৩-৪-৫ বা তারচেয়ে বেশি ব্লগারের কাছে থাকতো। “গ্রউন্ড ফ্লোর“ বলে এমন একটা নিকের নাম মনে পরছে। ব্লগের (তর্ক সাপেক্ষে) সর্বকালের সবচেয়ে আলোচিত নিক “ফিউশন ফাইভ”-ও একাধিক ব্যক্তি অপারেট করতেন বলে অনেকে মনে করতেন।

#৩-এর জবাবের সূত্র ধরেঃ ভুয়া এক জায়গায় মানুষ চিনতে কিছুটা ভুল করেছেন। এই ভুলটা উনি কীভাবে করলেন বুঝলামনা! সুযোগ যেহেতু পাওয়া গেল সেহেতু একটা বিষয় আবারো পরিষ্কার করে বলে দেই, বর্তমান ব্লগে আমার আর কোন নিক নেই। আর কোন নিকের আসলে প্রয়োজনও নেই।

যাহোক, অনেকদিন পরে লগইন করলাম। কিছু পোস্ট পড়ে দেখি।

০১ লা জুন, ২০২৪ সকাল ১১:৪৮

অপু তানভীর বলেছেন: আমার নিজের মাথায় এটা আজও আসে নি যে মানুষ কেন নিজের ব্যক্তিগত তথ্য অন্য মানুষের সাথে শেয়ার করবে !
বিয়ের পরে হয়তো দরকারে বউয়ের সাথে টাকা সংক্রান্ত কারণে কার্ডের তথ্য আদান প্রদান করা যায় তবে অন্য সব নিজের ব্যক্তিগত তথ্য সব সময়ই নিজের কাছেই থাকা দরকার।

এটা তো অনেকেরই ধারণা যে কয়েকজন মিলে একাধিক আইডি অপারেট করতো । এমন কি সেটা ফিফার ক্ষেত্রেও সত্য !

পরিস্কারেছেন আশা করি আর কোন কনফিউশন তৈরি হবে না । তবে একটা কথা আমি অস্বীকার করবো না যে প্রথমে জনারন্যের মন্তব্যের ধরণ দেখে আমার নিজেরও মনে হয়েছিলো যে ওটা আপনার নিক !

ব্লগে ফিরে আসুন । প্রতিদিন না হোক সপ্তাহে একদিন সময় করে পোস্ট পড়ুন, এই প্রত্যাশা করি।

১১| ০১ লা জুন, ২০২৪ রাত ১২:২২

শায়মা বলেছেন: আর ইউ ভাইয়া!!!!!!!!!!!!!!!!

মালটি অনেক সময় আরেক জনকে ডুবাতে তার ছায়া অবলম্বনে অভিনয় করে। এই ছায়া অভিনয়কারীদেরকে ধরা একটু কঠিন আর কি....... তারপরেও অসাধ্য নহে।

০১ লা জুন, ২০২৪ সকাল ১১:৫৩

অপু তানভীর বলেছেন: তবে এখন আর কেউ মাল্টির পেছনে এতো সময় দেয় না । যে মাল্টি গুলো বর্তমানে রয়েছে তার বেশির ভাগই বলদ টাইপের । একটা মন্তব্যের ধরন দেখেই ধরে নেওয়া যায় কে সেটা !

এই যেমন আমাদের একটা নিক বর্তমানে অন্য এক চট্রগ্রামবাসী নিকের পাস নিয়ে পোস্ট মন্তব্য করে থাকেন।

১২| ০১ লা জুন, ২০২৪ রাত ১২:৩২

আরইউ বলেছেন:




শায়মা,
আপনার মনে আছে কিনা জানিনা, মিরর কোন এক পোস্টের মন্তব্যে সম্ভবত আমাকে লেখার/ লেখার ধরণের মিল বিষয়টা নিয়ে কিছু একটা বলেছিলেন। তারপর সম্ভবত আমরা—মিরর, আপনি, আর (সম্ভবত) অপু—এটা নিয়ে আলোচনাও করেছিলাম।

০১ লা জুন, ২০২৪ সকাল ১১:৫৪

অপু তানভীর বলেছেন: সেই পোস্টটা সম্ভবত আমারই ছিল । অনেকেই আপনাকে আমার মাল্টি মনে করতো !

১৩| ০১ লা জুন, ২০২৪ রাত ১:৫৭

কামাল১৮ বলেছেন: জাঙ্গিয়া দিলে কি সমস্যা?আমার পাসওয়ার্ড বানিয়ে দেয় আমার মেয়ে।সেটা ফেসবুক , ব্লগের এবং ব্যাংকের

০১ লা জুন, ২০২৪ সকাল ১১:৫৫

অপু তানভীর বলেছেন: আন্ডারওয়্যার দিলে যে কী সমস্যা সেটা আপনি বুঝবেন না । সেই বয়স আপনার পার হয়ে গেছে !
মেয়ে বানিয়ে দেয় সেটা আবার অন্য কারো সাথে শেয়ার করবেন না । বিপদে পরবেন ।

১৪| ০১ লা জুন, ২০২৪ ভোর ৪:০১

জনারণ্যে একজন বলেছেন: @ আরইউ, ভালো লাগছে অনেকদিন পর আপনাকে দেখে। ওয়েলকাম ব্যাক। এবং এসেই তো দিলেন হাটে হাঁড়ি ভেঙে!! কি দরকার ছিল বলুন তো, বেশ তো ছিলাম তথাকথিত মাল্টি হয়ে।

জোকিং এপার্ট, এইসব বিরক্তিকর ব্যাপার প্রমান করতে যাওয়া মানেই হলো সময়ের নিদারুন অপচয়। যদি ভুল না করি, আপনি-আমি দু'জন্যেই মনে হয় আমাদের ভৌগোলিক অবস্থান জানিয়েছিলাম কোনো কোনো পোস্টে। তারপরও যদি কেউ নিজেকে অতি-বুদ্ধিমান ভেবে অন্য কিছু প্রমান করতে চায়, সেখানে মন্তব্য নিষ্প্রয়োজন।

আমার পেশাগত কারণে সীমাবদ্ধতা অনেক বেশি। এই সীমাবদ্ধতার জন্যই কবিতা-গল্প এগুলির বাইরে অন্য কোনো পোস্টে কখনোই ঢুঁ মারা/মন্তব্য করা হয়না। রাজনৈতিক-ধর্মীয় এই টাইপের কিছু বিতর্কিত পোস্টে আমার অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং সেখানে কিন্তু আপনার অনেক মন্তব্যই আছে।

আচরণগত কারণে কারো যদি মাল্টি খোঁজার সন্দেহবাতিকতা থেকে থাকে, তবে আপাতদৃষ্টিতে ছোট, কিন্তু এই একটা ব্যাপারে ওনার কৃপাদৃষ্টি বর্ষণ করলেই সন্দেহের বিবাদভঞ্জন ঘটতো।

@ অপু, পোস্ট-বহির্ভূত বিশাল মন্তব্যের জন্য দুঃখিত।

০১ লা জুন, ২০২৪ সকাল ১১:৫৬

অপু তানভীর বলেছেন: আশা করি এরপর থেকে এই কনফিউশন দুর হবে ।

১৫| ০১ লা জুন, ২০২৪ সকাল ৯:৩৮

নাহল তরকারি বলেছেন: কোন এক কম্পিউটার ট্রেনিং সেন্টারে এক নোয়াখাইল্ল্যা আর বরিশাইল্ল্যা কম্পিউটার শিখতেছিলো। তাদের কনভারশেশন এমন:

নোয়াখাইল্ল্যা : আচ্ছা ভাই, ফেসবুকে ছবি আপলোড দেয় কিভাবে?

বরিশাইল্ল্যা: ভাই এখন তো নেট পাওয়া যাচ্ছে না। আপনি একটা কাজ করুন। আপনার ছবিগুলো আমাকে দিন। আর ফেসবুকের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিন। আমি আপলোড করে দিমু নে। আপনার এমবিও খরচ হবে না।

নোয়াখাইল্ল্যা: (মনে মনে: হালায় মনে হয় বলদ, যাক আমার কি? আমর তো এমবি খরচ হচ্ছে না।) এই নিন ছবি। আর ফেসবুকের ইউজার আইডি আর পাসওর্য়াড।

০১ লা জুন, ২০২৪ সকাল ১১:৫৬

অপু তানভীর বলেছেন: সত্যিই নাকি?
খাইছে আমারে !!!

১৬| ০১ লা জুন, ২০২৪ সকাল ১০:৪৪

নতুন বলেছেন: পাসওয়াড চেয়ে নেওয়ার বিষয় না।

যেই সম্পর্ক একটা পর্যায়ে পৌছালে নিজে থেকেই সেয়ার করে।

০১ লা জুন, ২০২৪ সকাল ১১:৫৮

অপু তানভীর বলেছেন: সকলেরই নিজেস্ব একটা স্পেশ থাকা জরূরী । এটা কারোই অতিক্রম করা ঠিক না। তবে অবশ্য ব্যক্তি বিশেষে নিজেস্ব দৃষ্টিভঙ্গি থাকা স্বাভাবিক।

১৭| ০১ লা জুন, ২০২৪ দুপুর ১২:০১

শায়মা বলেছেন: হা হা নাহল ভাইয়ার কমেন্ট হা হা হা

০২ রা জুন, ২০২৪ সকাল ১০:৩৭

অপু তানভীর বলেছেন: এমন মানুষ যে সত্যিই আসে সেটা অবিশ্বাস করার কোন কারণ নেই ।

১৮| ০১ লা জুন, ২০২৪ দুপুর ১২:০৩

শায়মা বলেছেন: @ আরইউ ভাইয়া মনে আছে আলোচনা হয়েছিলো কিন্তু কি কি বলেছিলাম আর শুনেছিলাম মনে নেই তেমন। যাইহোক আর যেটাই হোক পৃথিবীর সব লোক একদিকে হলেও আমি তোমার দিকে ভাইয়া।

আই রেসপেক্ট ইউ এজ আ ভেরি গুড হিউম্যান বিয়িং... :)

০২ রা জুন, ২০২৪ সকাল ১০:৩৭

অপু তানভীর বলেছেন: আমিও তাই বিশ্বাস করি।

১৯| ০১ লা জুন, ২০২৪ বিকাল ৩:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পাসওয়ার্ড আমার নিজেরই মনে থাকে না, অন্যকে কি দিবো!!

০২ রা জুন, ২০২৪ সকাল ১০:৩৮

অপু তানভীর বলেছেন: এটা অবশ্য অনেকেরই কমন সমস্যা । তাই আমি একটা নোটবুকে লিখে রাখি সব কিছু । যদি কেউ সে নোটবুক পেয়ে যায় তাহলে আমার খবর আছে !

২০| ০১ লা জুন, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

মিরোরডডল বলেছেন:





লেখক বলেছেন: আচ্ছা ধর তুমি আমাকে তোমার নিকের পাসওয়ার্ড দিলে । আমি সে নিকে একটা গল্প লিখলাম । কী মনে হয় সামুর ব্লগাররা সেটা ধরতে পারবে যে লেখাটা তোমার না, আমার লেখা ?

হ্যাঁ পারবে, কারণ শায়মাপুর পোষ্টে তানভীর মতো বানান ভুল হয়না :)

এবার একদিন সে মেয়ে নতুন কাউকে ধরল

এই কথাটা খুব বাজে শোনায়।
শায়মাপু এভাবে বলে না :)

শায়মাপু আর তানভীর লেখায় আরও অনেক ডিফারেন্স আছে।
আপুর নিক থেকে তানভী লিখলে এটা বলা যাবে যে আপুর ওপর অন্য কেউ ভর করেছে, এটা আপুর লেখা না।

০২ রা জুন, ২০২৪ সকাল ১০:৪১

অপু তানভীর বলেছেন: আরে আমার বানান ভুল হয় আমার তাড়াহুড়া আর পোস্ট লেখার পরে সেটা ভাল ভাবে রিভিশন না দিয়ে পোস্ট করার । যখন অন্য কারো হয়ে পোস্ট করব তখন তো বানানের দিকে একটা নজর দিবই!

হ্যা আমাদের লেখার ধরণ আলাদা । যারা আমাদের লেখা পড়ে তারা এই ধরণ সম্পর্কে জানে । ধরে ফেলতে পারবে !

আপনাকে একটা কুইজ । সম্প্রতি একজন ঠিক এই ভাবে অন্য একজনের নিকে লেখা প্রকাশ করেছে । বলেন দেখি কে?

২১| ০১ লা জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

শায়মা বলেছেন: মিররমনি আমার উপর তখন অপু ভাইয়ুমনির ভূত ভর করবে । :)

০২ রা জুন, ২০২৪ সকাল ১০:৪২

অপু তানভীর বলেছেন: ভর তো করবেই ! তখন অবশ্য কেউ ধরতে পারবে না !

২২| ০১ লা জুন, ২০২৪ রাত ৮:০৯

নাহল তরকারি বলেছেন: আমার কমেন্টটি ঠাট্টা মশকরা মনে করতে পারেন।

০২ রা জুন, ২০২৪ সকাল ১০:৪৩

অপু তানভীর বলেছেন: এর সাথে বাস্তবতাও জড়িয়ে আছে । গ্রামে এমন অনেকেই পাবেন !

২৩| ০১ লা জুন, ২০২৪ রাত ৮:৪১

করুণাধারা বলেছেন: মাঝে মাঝে কারো মন্তব্য পড়লে মনে হয় সেটা অন্য কেউ করেছে, যার লেখার স্টাইল খুব পরিচিত!

০২ রা জুন, ২০২৪ সকাল ১০:৪৩

অপু তানভীর বলেছেন: দীর্ঘদিন ধরে কারো লেখা কমেন্ট এসব পড়লে এই ধরে ফেলার ব্যাপারটা অসম্ভব না কিন্তু !

২৪| ০১ লা জুন, ২০২৪ রাত ৮:৫৩

শায়মা বলেছেন: ইচ্ছা করলেই আমি যে কারো স্টাইলে লিখতে পারবো করুনাধারা আপুর মত, মিররমনির মত, সাড়ে ভাইয়ার মত। তবে চাঁদগাজী ভাইয়ার মত কমেন্ট সবচেয়ে সহজ ........ :) বেশি কষ্ট করতে হবে না। কয়েকটা ভ্যোকাবুলারী শিখে লাগিয়ে দিলেই হবে। :P

০২ রা জুন, ২০২৪ সকাল ১০:৪৫

অপু তানভীর বলেছেন: এর জন্য বেশ দক্ষতার দরকার । কিন্তু তারপরেও অনেকের চোখেই সেটা ধরা পড়তে পারে ।
তবে বলদ দিয়ে এসব হবে না সেটা তো মানো, নাকি?

২৫| ০১ লা জুন, ২০২৪ রাত ৯:৪১

মিরোরডডল বলেছেন:




তানভীর এই পোষ্টের কারণ কি শায়মাপু?
ঐযে তুমি বলেছিলে তুমি তানভীকে পাসওয়ার্ড দিতে পারো।
বিনিময়ে তুমি যদি আবার তারটা প্রত্যাশা করো, তাই আগে থেকে এই পোষ্টের মাধ্যমে জানিয়ে দিলো :)

ইন্টারভিউ হয়ে গেলো সেই কবে, নতুন কারো ইন্টারভিউ হচ্ছে নাহ যে!!!



০২ রা জুন, ২০২৪ সকাল ১০:৪৮

অপু তানভীর বলেছেন: না না এই পোস্টের কারণ শায়মা আপু না । অন্য কিছু । আশে পাশে চোখ কান খোলা রাখলেই টের পাবেন হয়তো !

যাই হোক ইন্টরভিউ আজকে রাতে আশা করি পোস্ট পোস্ট হবে । প্রতিমাসে একটা করে বলেছিলাম । সেই হিসাবে এখনও একমাস হয় নি । তবে আজকে রবিবার হওয়ায় আজকে পোস্ট হবে রাতে ।

আর আপনার ইমেল আইডিটা আমাকে মেইল করবেন প্লিজ । আপনার কাছে কিছু প্রশ্ন পাঠানোর প্লান আছে আমার !

২৬| ০১ লা জুন, ২০২৪ রাত ৯:৫৩

শায়মা বলেছেন: হা হা সেই হবে কারণটা......

যাইহোক তোমার ইন্টারভিউ দাও মিররমনি......

০২ রা জুন, ২০২৪ সকাল ১০:৫৩

অপু তানভীর বলেছেন: তাকেও একটা ইন্টারভিউ দিতে হবে । সবাইকেই দিতে হবে !

২৭| ০১ লা জুন, ২০২৪ রাত ১০:২৪

মিরোরডডল বলেছেন:




ইন্টারভিউ আর আমি????
ইন্টারভিউ দিবে তোমরা, যারা ব্লগের রত্ন, মধ্যমণি।

আমি আড়ালের মানুষ, আড়ালে থাকতেই কমফোর্ট ফিল করি :)

নেক্সট ইন্টারভিউতে কিন্তু নো ফর্মাল কোয়েশ্চেন।
অনেক অনেক ফান চাই।


০২ রা জুন, ২০২৪ সকাল ১০:৫৪

অপু তানভীর বলেছেন: হ্যা হ্যা দিতেই হবে । কোন ছাড় নাই । আমার প্লান নেক্সট আপনাকে পাকড়াও করা । দেরি করবেন না ।

২৮| ০১ লা জুন, ২০২৪ রাত ১০:৪০

মনিরা সুলতানা বলেছেন: এই জন্য বলি যে নিজের নিজের পাসওয়ার্ড নিজের কাছে রাখুন । অন্য কাউকে দিবেন না, তা সে যতই কাছের মানুষ আর যতই মহান মানুষই হোক না কেন । জামানা বড় খারাপ !


কথাটা কি পাঠক কে বলল নাকি নিজেকে সাবাধান করলো ? ভাবনার বিষয়।

০২ রা জুন, ২০২৪ সকাল ১০:৪৯

অপু তানভীর বলেছেন: আমি কাউকেই আমার পাসওয়ার্ড দিই না ।
না ভুল বললাম । একজনের কাছে অবশ্য আছে । তাকে বলা আছে যদি মরে যাই তাহলে আমার একাউন্টে ঢুকে সব কিছু মুছে দেয় । ;)

২৯| ০২ রা জুন, ২০২৪ ভোর ৫:৩৫

নিমো বলেছেন:
এই বার্তাটার মাজেজাটা ব্লগ কর্তৃপক্ষের থেকে জেনে আমাকে জানিয়েন।

০২ রা জুন, ২০২৪ সকাল ১০:৫১

অপু তানভীর বলেছেন: এই বার্তা আমার অন্য নিকের বেলাতেও আসে । কেবল এই ব্লগ না, আমি আমার ব্রাউজারে যতগুলো পাসওয়ার্ড সেভ করে রেখেছিলাম সব গুলোর বেলাতেই নোটিশ আসে । কিন্তু এই নিকের পাস আমি কোথাও সেভ করি নি । সেটাতে আসে নি ।

৩০| ০২ রা জুন, ২০২৪ ভোর ৫:৩৯

নিমো বলেছেন: আপনি নিজেই নিজেকে বড় বড় কর্পোরেশনের হাতে দিয়ে রেখেছেন। তাই আলাদা করে পাসওয়ার্ড বা জাঙিয়ার চিন্তা হাস্যকর।
view this link

০২ রা জুন, ২০২৪ সকাল ১০:৫২

অপু তানভীর বলেছেন: সেটা তো বুঝলাম কিন্তু কর্পোরেশন কি আমার আইডিতে ঢুকে অন্যের কাছে টাকা চাইবে? বা আমার নিক থেকে অন্য নিকে এমন কোন মন্তব্য করে আমাকে বিপদে ফেলবে ? দুইটা কি এক হল?

৩১| ০৩ রা জুন, ২০২৪ রাত ১২:৫১

আরইউ বলেছেন:



১৩ নং মন্তব্যের জবাব একজনই সঠিকভাবে দিতে পারতেনঃ সাসুম! আফসোস।

@জনারণ্যে, কোন সমস্যা নেই। ভুল মানুষেরই হয়। আমার মনে হয় অল গুড।

০৩ রা জুন, ২০২৪ রাত ১:০২

অপু তানভীর বলেছেন: আরো ভাল ভাবে দেওয়া যেত তবে সেটা অবশ্য মাসুমের মত হত না । হেতি সব থেকে ভাল ভাবে উত্তর দিতে পারতো। এইটা ঠিক বলেছেন !

৩২| ০৩ রা জুন, ২০২৪ রাত ১:১০

ডার্ক ম্যান বলেছেন: আমার কাছে একজনের পাসওয়ার্ড ছিলো। তার সাথে বন্ধুত্ব নষ্ট হওয়ার পরও সে পাসওয়ার্ড চেন্জ করে নাই।
কয়েক বছর পর দেখা হলে, সে মনে করিয়ে দিয়েছিল পাসওয়ার্ডের কথা। আমি তারে জিজ্ঞাসা করেছিলাম। কেন চেন্জ করে নাই। আমি তো তার ক্ষতি করতে পারি। তার উত্তর শুনে তব্দা খাইছিলাম।
বলল, তোমার মত বলদ জীবনে কিছু করতেও পারবে না, কারো ক্ষতিও করতে পারবে না।

৩২ নং কমেন্ট মুছে দিয়েন

০৩ রা জুন, ২০২৪ দুপুর ২:৫৪

অপু তানভীর বলেছেন: কিন্তু অনেকেই এমন আছে যে তাদের একটা বলা লাইনের ফলে অনেক কিছু ঘটে যেতে পারে ! সেই হিসাবে অবশ্যই কোন ভাবে অন্যের কাছে পাস যাওয়া উচিৎ না ।

৩৩| ০৫ ই জুন, ২০২৪ বিকাল ৫:২৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: এই লেখাটাকি ফেসবুকে দেখেছি? কনফিউজড হয়েগেলাম

০৮ ই জুন, ২০২৪ দুপুর ১২:৩৪

অপু তানভীর বলেছেন: ফেসবুকে দেখতে পারেন হয়তো, কেউ কপি করে পোস্ট করতে পারে তবে এই লেখা এখানে আগে পোস্ট করা হয়েছে এবং এটা আমারই লেখা !

৩৪| ০৬ ই জুন, ২০২৪ সকাল ১১:২৫

নিমো বলেছেন: লেখক বলেছেন: সেটা তো বুঝলাম কিন্তু কর্পোরেশন কি আমার আইডিতে ঢুকে অন্যের কাছে টাকা চাইবে? বা আমার নিক থেকে অন্য নিকে এমন কোন মন্তব্য করে আমাকে বিপদে ফেলবে ? দুইটা কি এক হল?
হা-হা! হা-হা! আর কয়দিন যেতে দেন। এই ব্লগেই চ্যাটবট আর আপনার মধ্যে কোন পার্থক্য থাকবে না। আগ্রহ থাকলে deluged by data দেইখেন। তারপর নিজেই ভাববেন এমন হাস্যকর পোস্ট কেন দিলাম!

০৮ ই জুন, ২০২৪ দুপুর ১২:৩৭

অপু তানভীর বলেছেন: আপনি যে ব্যাপারে বলছেন আর আমি যে ব্যাপারে এই পোস্ট দিয়েছি দুটোর ব্যাপারে ছোট একটা পার্থক্য রয়েছে । সেটা কি আপনি বুঝতে পারেন নি?
এছাড়া এই পোস্ট দেওয়ার পেছনে একটা সুক্ষ কারণও আছে !

৩৫| ০৬ ই জুন, ২০২৪ দুপুর ১২:২৪

আরইউ বলেছেন:



@নিমো,
আপনার ঘরে তালা আছে, বাইরে যাবার সময় দরজায়/গেটে তালা লাগিয়ে যান? চাইলেই কেউ আপনার তালা খুলতে পারে, ভাঙতে পারে সেই ভাবনায় ঘর নিশ্চই আনসিকিউরড রেখে যাননা! বড় কর্পোরেশন আপনার ডেটা এক্সেস করতে পারবে বলে আপনাকে আপনার পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করতে হবে? আপনি আপনার তরফ থেকে যতটুকু সিকিউরড থাকা যায় সেই ব্যবস্থা নেবেননা! কী যুক্তি দেন এসব!!

৩৬| ০৬ ই জুন, ২০২৪ দুপুর ১২:২৯

নিমো বলেছেন: আরইউ বলেছেন:@নিমো,
আপনার ঘরে তালা আছে, বাইরে যাবার সময় দরজায়/গেটে তালা লাগিয়ে যান?

জ্বি না যাই না। আমি যেখানে থাকি সেখানে তালা-চাবি লাগে না।

আরইউ বলেছেন:কী যুক্তি দেন এসব!!
যেগুলো বোঝার মত জ্ঞান আপনার নাই। তবে আপনার মাল্টি জনারণ্যের থাকলেও থাকতে পারে।

৩৭| ০৬ ই জুন, ২০২৪ দুপুর ১২:৫৫

আরইউ বলেছেন:




@নিমো,
বুঝতে পেরেছি, আপনি ভয়ডরহীন, আপনার াছা রাস্তায় উন্মুক্ত করে দিয়ে বসে থাকেন। পরিষ্কার করে বলার জন্য ধন্যবাদ। ভাল! আপনার যুক্তি আসলেই চমৎকার, এসব বোঝার ক্ষমতা আমার মত সাধারণ মানুষের নেই; আমার ”মাল্টি জনারণ্যের” কাছ থেকে বুঝে নেব।

৩৮| ০৬ ই জুন, ২০২৪ দুপুর ১:০৪

নিমো বলেছেন: আরইউ বলেছেন:@নিমো,
বুঝতে পেরেছি, আপনি ভয়ডরহীন, আপনার াছা রাস্তায় উন্মুক্ত করে দিয়ে বসে থাকেন।

ভাইজানের কি টয়লেটের তালা আটকে গেছে ? চাবি হারিয়ে গেছে। ওখান থেকেই মন্তব্য লিখেছেন। তাড়াতাড়ি ”মাল্টি জনারণ্য" কে ডাকুন, পরে কী থেকে না কী হয়ে যায়, ব্লগ হারাবে এক বিরাট প্রতিভা!

৩৯| ০৬ ই জুন, ২০২৪ দুপুর ১:০৮

আরইউ বলেছেন:



@নিমো,
আমার সব ঠিকঠাক আছে, আপনি উত্তেজিত হবেননা দয়াকরে। আপনি বরং নিজের াছা চেক করুন; যেভাবে ভয়ডরহীন রাস্তায় উদোম দিয়ে রাখেন কে কখন মেরে দিয়ে যায়!

৪০| ০৬ ই জুন, ২০২৪ দুপুর ১:১১

আরইউ বলেছেন:




ওহ, নিমো, আগের মন্তব্য বলা হয়নি, আমি ছুঁচো মারতে আমার “মাল্টি জনারণ্য”-কে ব্যবহার করিনা। আপনার জন্য আমিই সই।

৪১| ০৬ ই জুন, ২০২৪ দুপুর ১:১৬

নিমো বলেছেন: আরইউ বলেছেন:আপনার জন্য আমিই সই।
জ্বি জনাব, ভয়ে আমার হাত-পা কাঁপছে, পুরো শরীর ঠাণ্ডা হয়ে গেছে। হা-হা! হা-হা! =p~

৪২| ০৬ ই জুন, ২০২৪ দুপুর ১:৩২

আরইউ বলেছেন:




@নিমো,
বেশি ভয় পেলে আমি দুঃখিত। হাত পা জমে যাওয়া, কাপাকাপি এসব হাসির বিষয় নয়। একজন ডাক্তার দেখান, াছা চেক করুন, আপনার তালাচাবিহীন াছা কেউ আপনার অজান্তে মেরে দিয়ে গেল কিনা দেখুন। আপনার সুস্থ্যতা কামনা করছি।

৪৩| ০৬ ই জুন, ২০২৪ রাত ৮:৫৫

জনারণ্যে একজন বলেছেন: @ নিমো,কেন মনে হলো আমি 'আরইউ' এর মাল্টি? আপনি আপনার বিক্ষিপ্ত মস্তিষ্কের কল্পনাপ্রসূত কোনো চিন্তার দায় অন্যের উপর চাপিয়ে দিতে পারেন না, তাই না?

দাবি যেহেতু করেছেন, প্রমান কিন্তু আপনারই করা উচিত।

প্রমান না করতে পারলে ধরে নেবো উদোম পশ্চাৎদেশ উপর্যপুরি মারা খাওয়ার পার্শপ্রতিক্রিয়া হিসেবে তীব্র জ্বলুনির যন্ত্রনায় উল্টো-পাল্টা প্রলাপ বকছেন।

অথবা চৈত্র মাসে গরু হারিয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.