নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

বিখ্যাত লেখকরা ব্লগে লিখলে তাদের বইয়ের নাম কেমন হত !

০১ লা জুলাই, ২০২৪ রাত ৮:৫৪

কদিন থেকে ব্লগের পরিবেশ একটু ভারী হয়ে আছে । ভারী ভারী আর সিরিয়াস পোস্ট করা হচ্ছে । ভাবলাম একটা হালকা ফান পোস্ট দেওয়া যাক ! কদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যেখানে হুয়ামুন আহমেদ সামু ব্লগে থাকলে তার বইয়ের নাম কেমন হত, সেটা নিয়ে । আজকেও ঠিক সেই একই রকম একটা পোস্ট নিয়ে হাজির হলাম । আজকের পোস্টটা হচ্ছে বিখ্যাত লেখকরা যদি সামুতে পোস্ট লিখতেন তাহলে তাদের বইয়ের নাম গুলো কেমন হত? আসুন দেরি না করেই দেখে নেওয়া যাক যদি আমাদের বিখ্যাত লেখকরা সামুতে লিখত তাহলে তাদের বইয়ের নাম গুলো কেমন হত!

এক


দুই


তিন


চার


পাঁচ


ছয়


সাত


আট


নয়


দশ


এগার


বারো



আজকের পোস্ট এই পর্যন্ত । সব বইগুলোর ছবি রকমারিসহ নানান ওয়েব সাইট থেকে সংগ্রহ করা হয়েছে এবং কাঁচা হাতে ফটোশপের সাহায্য এডিট করা হয়েছে ।

হ্যাপি ব্লগিং !

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:১২

ডার্ক ম্যান বলেছেন: হুমায়ন আজাদ্‌ আমরা কি এমন ব্লগার চেয়েছিলাম।
রবীন্দ্রনাথ ঠাকুর, ব্লগাঞ্জলি
আনিসুল হক, ব্লগে যদি ফার্স্ট হতে চাও ।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় , ব্লগদাস

০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:১৪

অপু তানভীর বলেছেন: আরে দারুন দারুন ! বিশেষ করে ব্লগদাস তো সব থেকে চমৎকার !

২| ০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:১৮

লিখন২০১৬ বলেছেন: মালটি বালডির উপকথা - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
মালটিকান্তের বা বালডিকান্তের উইল - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বারো মালটি বা বালডি এক নিক - জ্যোতিরিন্দ্র নন্দী।
মালডির ঘরের বালডি - প্যারিচাঁদ মিত্র
বিষাদবালডি- মীর মশারফ হোসেন
মালডি বালডির স্বপ্ন- বেগম রোকেয়া
মালটির সংসার, বালডির পাঁচালী- বিভূতিভূষন

০২ রা জুলাই, ২০২৪ রাত ৯:৫৪

অপু তানভীর বলেছেন: আরে আপনি দেখি মাল্টি দিয়ে অনেক গুলো আইডিয়া ফেলেছেন । নাম গুলো মনে থাকলো । পরে আাবর পোস্টে এই নাম গুলো যোগ করবো মনে করে।

৩| ০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পছন্দ হইছে। এর আগেও এমন কিছু দেখেছি মনে পড়ছে।

০২ রা জুলাই, ২০২৪ রাত ৯:৫৫

অপু তানভীর বলেছেন: আগেরবারের পোস্টে কেবল মাত্র হুমায়ূন আহমেদের বইয়ের নামগুলো ছিল। এবার অনেক গুলো লেখককে এড করলাম ।

৪| ০১ লা জুলাই, ২০২৪ রাত ১০:১৭

মৌরি হক দোলা বলেছেন: :> মজার ছিল পোস্টটা! কিন্তু পোস্টের শিরোনাম দেখে প্রথমেই আমার মাথায় এসেছে- সামু ব্লগের ইতিকথা বাই মানিক বন্দ্যোপাধ্যায়। =p~

০২ রা জুলাই, ২০২৪ রাত ৯:৫৫

অপু তানভীর বলেছেন: পুতুল নাচের ইতিকথা আমার লিস্টেও ছিল তবে পোস্ট লম্বা হয়ে যাচ্ছে বলে এড করি নি । পরের বার এড করবো মনে করে !

৫| ০১ লা জুলাই, ২০২৪ রাত ১০:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। ব্লগেশ নন্দিনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২। আনন্দব্লগ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩। নন্দিত ব্লগে - হুমায়ূন আহমেদ
৪। শঙ্খনীল ব্লগ - হুমায়ূন আহমেদ
৫। ব্লগারের হাসি - শওকত ওসমান
৬। আমার ব্লগবেলা - তসলিমা নাসরিন

০২ রা জুলাই, ২০২৪ রাত ৯:৫৬

অপু তানভীর বলেছেন: আরে চমৎকার চমৎকার ! আরেকটা পোস্ট দিতেই হবে । মন্তব্য থেকে প্রাপ্ত নাম গুলো নিয়ে আলাদা ভাবে একটা পোস্ট দিবো পরে !

৬| ০১ লা জুলাই, ২০২৪ রাত ১০:৫২

হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর নিখাঁদ ফান পোস্ট। ভালো লাগল। প্লাস।

০২ রা জুলাই, ২০২৪ রাত ৯:৫৭

অপু তানভীর বলেছেন: আগে রম্য আর ফান পোস্ট অনেকেই দিতো । এখন তো কেউ দেয়ই না বললেই চলে !

৭| ০১ লা জুলাই, ২০২৪ রাত ১১:৩৮

এম ডি মুসা বলেছেন: এটা একদম ফানি ....। এটা উচিত হয়নি তাদের নামে এই বই গুলো গুগলে দেখাবে তাতে মানুষ সমস্যায় পড়বে

০২ রা জুলাই, ২০২৪ রাত ৯:৫৯

অপু তানভীর বলেছেন: না ভয় নেই, খুব একটা সমস্যা হবে না । কাছের মানুষ'' লিখে সার্চ করলে ''কাছের ব্লগের'' ছবি আসবে না ।

৮| ০২ রা জুলাই, ২০২৪ রাত ১২:০১

শ্রাবণধারা বলেছেন: বেশ মজার তো! প্রথম নামটা দেখেই আমি মুগ্ধ।


সাড়ে চুয়াত্তর ভাই "ব্লগেশ নন্দিনী" এটা কেমন নাম হল? হা হা, এই নাম পড়ে হাসি থামাতে পারছি না। এই নামটি বিশেষ অর্থবোধক নয়তো? :)


০২ রা জুলাই, ২০২৪ রাত ১০:১০

অপু তানভীর বলেছেন: ব্লগেশ নন্দিনী নামটা দেখে আমার তো কেবল একজনের নামই মনে আসছে । :D
চুয়াত্তর ভাই কার কথা মনে করে বলেছেন সেটা উনি ভাল বলতে পারবেন!

৯| ০২ রা জুলাই, ২০২৪ রাত ২:৫১

শাহিন-৯৯ বলেছেন:


একটা মাত্র সঠিক হয়েছে- মাল্টিনিক নাম্বার টু!!

০২ রা জুলাই, ২০২৪ রাত ১০:১৩

অপু তানভীর বলেছেন: হে হে হে ।

১০| ০২ রা জুলাই, ২০২৪ ভোর ৫:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চাঁদের আলোয় কয়েকজন ব্লগার- হুমায়ূন আহমেদ
সামু মামা- হুমায়ূন আহমেদ
আমরা কেউ ব্লগে নেই- হুমায়ূন আহমেদ

ব্লগকাহন/ব্লগধারিনী- সমরেশ মজুমদার

০২ রা জুলাই, ২০২৪ রাত ১০:১৪

অপু তানভীর বলেছেন: নামগুলো টুকে নিলাম। পরের বার এড করে নিব পোস্ট করার সময় !

১১| ০২ রা জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: একশতে আটানব্বই নম্বর দিলাম।

০২ রা জুলাই, ২০২৪ রাত ১০:১৫

অপু তানভীর বলেছেন: দুই নম্বর কারে দিলেন আবার ?

১২| ০২ রা জুলাই, ২০২৪ বিকাল ৩:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চিলেকোঠার ব্লগার, ব্লগীয় হাওয়া, তোমাদের এই ব্লগে, রাইফেল রুটি আর ব্লগ।

০২ রা জুলাই, ২০২৪ রাত ১০:১৫

অপু তানভীর বলেছেন: দারুন দারুন দারুন ! আরেকটা পোস্ট দিতেই হবে । আর কোন পথ নেই।

১৩| ০২ রা জুলাই, ২০২৪ বিকাল ৫:২৩

কিশোর মাইনু বলেছেন: B-) :D :D
আমি প্রথমে সত্যিকারের বই মনে করে ফেলেছিলাম। :) :) পড়ে সকল লেখকের নাম খেয়াল করে বুঝলাম আমি কতবড় বোকা জীব।
কিন্তু এখানে একটা কথা আছে। গুগলে খূজলে তো এখন এই বইগুলোর ছবি পাওয়া যাবে। তো এখন কেউ যদি পড়তে চায়, তাহলে???

০২ রা জুলাই, ২০২৪ রাত ১০:১৮

অপু তানভীর বলেছেন: না ভয় নেই । গুগলে খুজলে এতো সহজে এই পোস্ট আসবে না । আর আসলেও খুব একটা সমস্যা হবে না । মানুষ তো আর এতো বোকা নয় !

১৪| ০২ রা জুলাই, ২০২৪ রাত ৯:৫৯

লিখন২০১৬ বলেছেন: আমি মালটি আপনেরে কেডা কইসে?

০২ রা জুলাই, ২০২৪ রাত ১০:১৯

অপু তানভীর বলেছেন: আমি তো কই নাই আপনি মাল্টি । তবে চারটা মাল্টির মালিক আপনাকে মাল্টি মনে করে!

১৫| ০২ রা জুলাই, ২০২৪ রাত ১০:২৬

লিখন২০১৬ বলেছেন: অহ গোফরাইন্না আর তার মালটি লেখার খাতা,বিউটিফুল ইউ, আলেকজান্ডার ফ্লেমিং এই চাইরডা? হেই বেক্কলে তো নিজের মালটিরেও চিনে না তয় অন্যের মালটি লয়া চাটি বাটি গুটায়া বয়া থাহে।

০২ রা জুলাই, ২০২৪ রাত ১০:৪৮

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.