নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভুল ছিলাম । আমি ভাবতেও পারি নি এমনটা হতে পারে । সেনাবাহিনী তাহলে শেষ পর্যন্ত জনগনের পক্ষেই এসে দাড়িয়েছে !
২| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩২
রিফাত হোসেন বলেছেন: সেনাবাহিনীর প্রধান উনার বোন জামাই। backup পরিকল্পনা ছাড়া ত্যাগ করার কথা নয়। তার উপর উনার বয়স হয়েছে। উনার Safe Exit দিয়েছে মাত্র। দেখা যাক। আওয়ামীদের সামনের পরিকল্পনা কি! ম্যাশ, ফেবু এমপিদের মূল্য দেওয়া যাবে না। হতে পারে তাদের নিজ নিজ এলাকায় ভাল কাজ করতে পারেন। কিন্তু দেশকে নেতৃত্ব দেবার মত মন তাদের নেই। দলকানা আষাঢ়ে হাসানের মত অবস্থা।
৩| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩২
মেঠোপথ২৩ বলেছেন: দেশ ছাড়তে দেয়া উচিৎ হয়নি একেবারেই। সেনাবাহিনী এদের বাদ দিয়ে কার বিচার করবে ?
৪| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৫
ভুয়া মফিজ বলেছেন: সব দালালদের একটা কম্বাইন্ড পোষ্ট চাই। তাদের অনুভূতি কি জানতে মন চায়!!!!
৫| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৭
গোবিন্দলগোবেচারা বলেছেন: মানবতার মাতা, ক্ওমি জননীর সাথে দেশের ৯৯% লোক ছিল।
১৭ কোটি লোকের ১ পার্সেন্ট ১৭ লাখের মত হয়। এই ১৭ লাখ রাজাকারের নাতিপুতি মাইরা ফালাইলে উনি দেশে থাকতে পারতেন। ওনার দয়ার শরীর, রক্তপাত পছন্দ করেন না বলে চলে গেলেন। কিন্তু আমাদের যাদের হৃদয়ে চেতনা আছে তারা কি করে রাজাকারদের সাথে থাকবো? কেউ আমারে আমেরিকা /ইন্ডিয়া নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
৬| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৮
নজসু বলেছেন:
আমি আপনার আগের পোষ্টটার কথা শুধু ভাবছিলাম।
৭| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৮
ভুয়া মফিজ বলেছেন: আমি ঘটনা ঘটার খবর পাইছি বাংলাদেশ সময় দুপুর ২:৩০ এ। ব্লগে এসে তানভীর জুমারের পোষ্ট পেয়ে সেখানেই জানালাম। তারপরে দেখি আপনের পোষ্ট...........শেখ হাসিনাকে নামানো যাবে না। আপনে আর শেরজা তপন দুইজনেই খুব হতাশবাদী মানুষ দেখা যাচ্ছে!!!!
৮| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৯
শেরজা তপন বলেছেন: যাবার আগে একটা ভাষা রেকর্ড করে রেখে যেতে চাইছিলেন সে সময়টাও পেলেন না!!!
নিশ্চিতভাবে এক ঐতিহাসিক মুহূর্ত আপনার আগের পোস্টে আমি সেনাবাহিনীর কথা বলেছিলাম সেটাই সত্য হলো।
৯| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪১
গোবিন্দলগোবেচারা বলেছেন: লংমার্চে রক্ত যে ঝরবে এটা নিশ্চিত; আপনি ঢাকায় থাকলে, রক্তঝরার সম্ভবনাকে মাথায় রেখে, আপনি কি লংমার্চে যেতেন? শেরজা, করুণাধারা কি যাবেন?
যারা এই ধরনের বক্তব্য দেয় তারা একাত্তরের যুদ্ধ করেছিলেন এই কথা বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব না। আমার দৃঢ় বিশ্বাস এই লোক রাজাকার ছিলেন।
১০| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৩
ভুয়া মফিজ বলেছেন: আনন্দ থামুক, তারপরে দেশের আর বিদেশের দালালদের খবর নিতে হবে। ব্লগ কর্তৃপক্ষের কাছে অনুরোধ, কেউ যেন পুরানো কোন পোষ্ট মুছতে না পারে সেই ব্যবস্থা করেন। যখনই সময় পাবো, দালালদের চেহারা, তাদের কথাগুলো পড়তে চাই। আনন্দ পাওয়ার এটা একটা বড় মাধ্যম।
১১| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৪
শেরজা তপন বলেছেন: ভুয়া মফিজ ভাই হতে পারি আমি হতাশবাদী মানুষ কিংবা রক্ষণশীল। আমি কোন হানাহানি খুনোখুনির পক্ষে নই- সবাই আমার দেশের মানুষ আমাদেরই রক্ত শুধু মতাদর্শ ও ও মানসিকতার পার্থক্য আমাদের কথা আলাদা করে ফেলেছে একজন আরেকজনের রক্ত দেখে উল্লাসে মেতে উঠি আমরা।
আপনার মত আমিও নতুন বাংলাদেশ দেখার অপেক্ষায় রইলাম।
১২| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৯
মিরোরডডল বলেছেন:
ভুয়া মফিজ বলেছেন: কেউ যেন পুরানো কোন পোষ্ট মুছতে না পারে সেই ব্যবস্থা করেন।
সবার আগে তানভীতো তার ঐতিহাসিক পোষ্ট মুছে দিলো।
১৩| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫২
ভুয়া মফিজ বলেছেন: @শেরজা তপনঃ আরে, কোন দুনিয়ায় থাকেন রে ভাই!! খুনাখুনি ছাড়া কবে কোন স্বৈরাচারকে সরানো গেছে? বাস্তব দুনিয়ায় নেমে আসেন। বাস্তব যতোই কঠোর হোক..........সেটাকে অস্বীকার করা যায় না। যাই হোক, এখন নতুন করে স্বপ্ন দেখার পালা।
১৪| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিছু বোকচোদ বলতে বলতে মুখে ফেনা তুলতো যে, শেখ হাসিনার কোনো বিকল্প নাই, সেই বিকল্পহীনা স্বৈরচারিনী শেখ হাসিনা ও শেখ রেহানা পালিয়েছেন। এই মাত্র একাত্তর টিভিতে শুনছি। একটি সামরিক হেলিকপ্টারে তিনি পশ্চিমবঙ্গের দিকে গেছেন, সেখান থেকে বেলারুশ যেতে পারেন।
কী ন্যাক্কারজনক অবস্থা! এত অহঙ্কার, এত জেদ, সে নিজেও কোনোদিন ভাবে নাই তার পতন হবে এত ঘৃণ্যভাবে। এতগুলো মানুষের প্রাণ নেয়ায়, এতগুলো বছর দেশকে চুষে খাওয়ায় চসেষ্কুর মতো তাকে বিচার করে ফায়ারিং স্কোয়াডে এক্সিকিউট করা প্রয়োজন।
১৫| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৬
ভুয়া মফিজ বলেছেন: @মিরোরডডলঃ অপু একটু লজ্জা পেয়েছে। কোন ব্যাপার না। তবে, অপুরটা না, আমি দালালদের পোষ্টগুলোর কথা বলেছি। ওগুলো থাকা খুব জরুরী। জাতীয় দলিল একেকটা!!!!
১৬| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০০
শায়মা বলেছেন: হা হা সকালে তোমার পোস্ট পড়ে ভাবছিলাম যে কোন মুখে একটা মানুষ থাকে একটা দেশের এত মানুষ মারা যাবার পর তার কারণেই।
দেশের কোনো লোকজন তাকে চাচ্ছিলোনা শুধু হয়ত নিজের গুটিকয় চামচারা ছাড়া। তবে চামচারাও মানুষ। তারাও কেউ কেউ উপলদ্ধি করছে যেই দেশের নেত্রী নিজের দেশের মানুষকে ভালোবাসে না। তাদের মৃত্যু্তে তার কিছু যায় আসেনা। নিজের দেশের লোককে লাগিয়ে দেয় ভাই ভায়ের বুকে গুলি করতে সে কখনও মানুষ না।
ক্ষমতার লোভে অমানুষ হয়ে গেছে।
আমার ফ্যামিলীর প্রায় সবাই তার সাপোর্টার ছিলো। তবে আবু সায়িদের মৃত্যু প্রায় সকলেই নাড়িয়ে দিয়েছে। কাজেই সে তার সাপোর্টার হারিয়ে ফেলেছিলো প্রায় প্রথম দিনেই।
১৭| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৭
আঁধারের যুবরাজ বলেছেন: উনি সাধারণ মানুষের কথা না শুনে ,শুনেছিলেন কিছু বিবেক প্রতিবন্দীদের কথা। সকল স্বৈরাচারের পরিণতি এমনি হয়। হয় দেশ ছাড়ে ,নয়তো জনতার আদালতে মৃত্যু।
১৮| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১১
ইসিয়াক বলেছেন: যশোরের সবচেয়ে বড় হোটেল জাবির ইন্ট্যারন্যাশনাল আগুনে পুড়ছে। বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে। আমাদের রোডে সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদ চৌধুরীর বাড়িতে ভাঙচুর...
১৯| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১২
আমি সাজিদ বলেছেন: আমি চাই নতুন রাজনৈতিক দল গঠিত হোক। জনগণের ভোটে ক্ষমতায় আসুক। স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠুক।
এই মুহুর্তে কাউকে সুযোগ দেওয়া যাবে না। থানা/ সংখ্যালঘুদের বাড়িতে নাকি হামলা হচ্ছে। এইটা আওয়ামী করছে নাকি অন্য কারও উদ্দেশ্য আছে এর পেছনে জানা নাই।
ভালোবাসা দেশের প্রতি৷
২০| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৫
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনি মাঠে নাই বলে আমার ধারনা, তাই আপনি ভাবতে পারেন নাই। অনেকেই বলেছে হাসিনার পতন হবে না। আমি ছাত্রদের মাঝে থেকে বুঝেছি এই স্রোত সামলানো সম্ভব না।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেশ ছেড়ে থাকলে ভালো। নইলে তার অবস্থা চসেস্কুর মতো হতে পারে।
ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, জনৈক বিচারপতি মানিকসহ সকল দালালদের বিচারের আওতায় আনা এখন সময়ের দাবি।
একজন হিংসাত্মক ও ধ্বংসাত্মক স্বৈরশাসকের পরিণতি এমনই হয়। দৃশ্যমান কিছু উন্নয়নের নামে তিনি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন।