|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

কয়েক বছর আগের কথা। আমাদের বাড়ির দীর্ঘদিন এক মহিলা কাজ করেছেন । তারপর তার ছেলেদের অবস্থা একটু ভাল হয়ে গেলে আর তাকে কাজ করতে দেয় নি। তবে অভ্যাসের কারণে বলতে গেলে সারা দিনই আমাদের বাসায় থাকতেন। আমার মায়ের গল্প গুজব করতেন রান্না ঘরে বসে।  
সেইবার ঈদে বাসায় গিয়েছি। বাসায় গেলে আমি সারাদিনই বলতে গেলে ঘরে থাকি। সেদিনও ঘরে শুয়ে শুয়ে বই পড়ছিলাম । সেই সময়ে বাইরে চিৎকার চেঁচামিচি শুনলাম। দুই মহিলা ঝগড়া করছে। এবং তাদের একজন হচ্ছে আমাদের বাড়ির সেই প্রাক্তন কাজের মহিলা। কথাবার্তা পরিস্কার কানে আসছিল । ঝগড়ার কথা বার্তা কানে যা আসলো তাতে বুঝলাম সেটা হচ্ছে কাজের মহিলার নাতির সাথে অন্য মহিলার ছেলে খেলা করার সময়ে কোন কিছু নিয়ে মারামারি বেধেছে । সেটাই নিয়ে ঝগড়া । এক পর্যায়ে অন্য বাচ্চারা জানালো যে কাজের মহিলার নাতির দোষ বেশি । সেই নাকি আগে মেরেছে।
এখন যখন ঝগড়ায় পেরে উঠছে না তখন কাজের মহিলা হঠাৎ বলে উঠল, হ্যা আমাদের বোনরা তো নাঙ্গের সাথে পালিয়ে যায় না !
এই লাইনটা আমার এখনও স্পষ্ট মনে আছে। এখানে বলে রাখি যে ঐ অন্য মহিলার এক বোন তার প্রেমিকার সাথে পালিয়ে বিয়ে করেছিল । এখন ঝগড়া হচ্ছিল দুই ছেলের মারামারি নিয়ে। সে ঝগড়াতে যখন কথায় না পারছিল তখন কাজের মহিলা প্রতিপক্ষ কে ঘায়েল করতে তার বোনের একটা কথা টেনে নিয়ে এল ঝগড়ায়। এসব গ্রামের ঝগড়ার মানায় । কোন কথা থেকে কোন কথা চলে যায় তার কোন ঠিক না। অশিক্ষিত কাজের বুয়া টাইপের মানুষদের ঝগড়া এমনই হবে। স্বাভাবিক । 
ঐ কাজের মহিলার আরেকটা স্বভাব ছিল । গ্রামের কোন মানুষ কী করলো, কার সাথে কী ঝগড়া হল, কে কিভাবে টাকা পয়সা আয় করলো, কে ঘুমালো, কে পালালো, এই সব তথ্য সারাদিন গ্রামে গ্রামে ঘুরে সংগ্রহ করত। বিশেষ করে যখন থেকে তার ছেলেরা তাকে আর আমাদের বাসায় কাজ করতে দিত না, তখন সেতো সারাদিন বেকার হয়ে গিয়েছিল । কোন কাজ কর্ম ছিল না । সেই জন্য সবার ব্যক্তিগত ব্যাপার নিয়ে এসে হাজির হত আমাদের বাসায় । আমি শুরু থেকেই দুই চোক্ষে দেখতে পারতাম না এই মহিলাকে । এমন কি এখনও পারি না। তবে সে প্রচুর কাজ করতে পারত। আমার বাসায় কাজের শেষ নেই। আমার মা একা পেরে উঠত না। বাধ্য হয়ে রাখতে হত তাকে। তবে আমি বাসায় থাকা কালে যদি এই অন্যের ব্যাপার নিয়ে গল্প করতে যেত আমি এক ধকম দিতাম। এই চোগলখোরী কুটনামী আর অন্যের ব্যাপারে কথা না লাগাতে না পারলে তার পেটের ভাত হজম হত না। শুধু আমাদের বাড়িতে না পুরো গ্রামে এই কাজ সে করে বেড়াতো।  
আর ঝগড়ার মুখ ছিল একদম সবার সেরা । পুরো গ্রামে এমন কোন মানুষ নেই যে যার সাথে তার ঝগড়া বাঁধে নি। গ্রামের বলতে গেলে সবাই এই মহিলাকে দুই চোখে দেখতে পারত না । কেউ কেউ তো বাড়িতে ঢুকতে দিত না। এবং ঝগড়ার বিষয় যাই হোক না কেন এই মহিলা সব সময় পেছনের বিষয় নিয়ে আসতো । ঝগড়া শুরু হল এক ব্যাপার নিয়ে আরে সেটা চলে যেত অন্য দিকে ।
তবে অদ্ভুত কারণে সে আমার মাকে পছন্দ করত । যখন কাজ করতো তখন আমি দেখেছি সে আমার মায়ের উপরে কথা বলত না । যদি ঝগড়া চলত আমার মা যদি বলত চুপ কর তাহলে কথা বন্ধ করে দিয়ে চলে আসত । 
এই মহিলা যদি একটু পড়ালেখা জানতো তাহলে তাকে এই ব্লগে একটা একাউন্ট খুলে দিতাম । আমি নিশ্চিত সামুতে বেশ সুনাম করতে পারত। ঝগড়ার সময়ে যে যেভাবে নিজের বাক স্বাধীণতার প্রয়োগ করে আশা করি খুব নাম করত । এই কাজ করেই অনেকে অনেক মন্তব্য পাচ্ছে !
 ৩১ টি
    	৩১ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:৪৫
১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:৪৫
অপু তানভীর বলেছেন: কাজের মেয়ের লেভেল হলে কাজের বুয়াকেই দাড় করানো উচিৎ !
২|  ১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:০৫
১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:০৫
জনারণ্যে একজন বলেছেন: এক কাজ করা যায়না, অপু? 
আপনি মনে করেন এই ব্লগ এবং ব্লগের কিছু ইউজার সম্পর্কে ওই ভদ্রমহিলাকে একটু আইডিয়া দিলেন। তারপর ওনার বয়ানে আপনি নিজেই লিখে ওনার আইডি দিয়ে পোস্ট দিলেন এখানে?
আমি নিশ্চিত, খুব অল্পদিনেই উনি এখানে সেলিব্রিটিতে পরিণত হবেন।
  ১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:১৭
১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:১৭
অপু তানভীর বলেছেন: উনি যে সেলিব্রেটি হয়ে উঠতেন সেই ব্যাপারে আমারও কোন সন্দেহ নেই। আমাদের গ্রামে সকলেই তাকে এক নামে চেনেন। কেবল আমাদের গ্রামই না পাশের গ্রামগুলোতেও অনেকেই তাকে চেনে । তার এমনই রেপুটেশন !
আপনার আইডিয়াটা খারাপ না তবে সমস্যা হচ্ছে আমি থাকি ঢাকাতে উনি থাকে গ্রামে। কমিউনিকেশন গ্যাপ রয়েছে । দেখি সামনে ঢাকা ছেড়ে যাওয়ার একটা প্লান রয়েছে। তখন ব্যাপার ভেবে দেখা যাবে।
৩|  ১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:১৯
১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:১৯
ডার্ক ম্যান বলেছেন: কার লেভেল কতটুকু সেটা তো বুঝা মুশকিল ।
  ১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:২৫
১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:২৫
অপু তানভীর বলেছেন: ঠিক । বোঝা মুশকিল। কাককে অনেকেই ময়ূর মনে করে।
৪|  ১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:২০
১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:২০
জুল ভার্ন বলেছেন: তোমাদের কাজের বুয়া ব্লগে না এলেও তার ভাবগত কয়েকটি সন্তান ব্লগে আছে.....
  ১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:২৪
১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:২৪
অপু তানভীর বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুব হাসলাম ! ভাবগত সন্তান !   
  
৫|  ১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:২৮
১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:২৮
ডার্ক ম্যান বলেছেন: চোখের সামনে যা দেখে আলো মনে হয় ক্ষণিক পর দেখি সব আলেয়ার আলো
  ১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:৩৫
১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:৩৫
অপু তানভীর বলেছেন: আপনার মত অনেকেরই এমন হয় !
৬|  ১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:৪৫
১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:৪৫
জনারণ্যে একজন বলেছেন: ধন্যবাদ @ অপু।
যদি নিতান্তই অসম্ভব হয়, ফোনেও ওনার ফিডব্যাক নিয়ে তারপর পোস্ট দেয়া যেতে পারে।
আমার কনসার্ন আসলে অন্য জায়গাতে। ওনার মতো মানুষরা তো সুশীল-কুশীল মানেন না। উনি যদি মুখ খুলেন, তবে এখানে ভদ্রতার মুখোশ পরে থাকা অনেক তথাকথিত সুশীলের লুঙ্গির কাছা খুলে যেতে পারে।
লুন্ডির নিচে আন্ডি না থাকলে সাড়ে সব্বোনাশ!!
  ১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:৫৯
১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:৫৯
অপু তানভীর বলেছেন: কাউকে যে মানেন না এটা অবশ্য ঠিক না। উনার স্বামীর হাতে প্রচুর মাইর খাইছে এই ঝগড়ার জন্য । কয়েকবার তো বাসা থেকে বের করে দিয়েছে । পরে হাতে ধরে আবার ফিরে গেছে । কদিন ঠিক থাকে তারপর আবারও একই । একদম কিন্তু বানিয়ে বলছি না। আসলে আরও তথ্য ছিল তার সম্পর্কে । গ্রামের মানুষ জানে । সে কেন আসলে এমন সেটা অনেকটাই অনুমেয় । পোস্টে সেই কথা বলি নি । কিছুটা অপ্রীতিকর বক্তব্য । 
সুশীল কুশীল যে মানে না সেটাও কিন্তু না । পোস্টেই বলেছি যে আমার মা কে সে সব সময় মান্য করত । এখনও করে। শুধু মাকেই না আমাদের পরিবারের সবাইকেই সে মান্য করেই চলে । তবে ব্লগে আসলে কী হতে পারে সেটা অবশ্য আমি বলতে পাচ্ছি না । আপানি যে লুঙ্গি খোলার কথা বললেন সেটা একেবারে ফেলে দেওয়ার মত না।
৭|  ১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:৪৬
১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:৪৬
ডার্ক ম্যান বলেছেন: প্রতারক যতই নিজেকে ভাবুক আর দার্শনিক মনে করুক না কেন, সময়ের পরিক্রমায় মুখোশ খুলে যায়
  ১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১১:০০
১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১১:০০
অপু তানভীর বলেছেন: জ্বী জ্বী অতি ঠিক বলেছেন ।
৮|  ১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:৫৩
১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:৫৩
শায়মা বলেছেন: আমাদের আসমার সাথে ঝগড়া আর মারামারিতে এই বাসার কেউ পারে না।
সে যখন ঝগড়ায় হেরে যায় তখন অন্যজনের টুটি চেপে ধরে।
কয়েকদিন আগে তার ছোটবোনকে সে এইভাবে এটাক করেছিলো। আমি সেটা শুনে গিয়ে দেখি কিছুতেই ছাড়ে না। আমি যত বলি ছাড়ো ছাড়ো সে অনড় অটল। আমি ভয়ে ওর হাত ধরে টানছিলাম। আমার বড় বড় নখ বসে গেলো ওর হাতে কিন্তু মনে হচ্ছিলো তার শরীরে অসুর ভর করেছে। শেষে আমরা সবাই হাল ছেড়ে শামীম জরীপ শিমুল ওদেরকে ডাকলাম ফোন দিয়ে তারা এসে তাকে হত্যার অপবাদ থেকে বাঁচালো। 
আমি বললাম আসমা তোমার আর থাকা চলবে না তুমি বিদায় হও। একটু পরে ওর বোন বলে কি জানো???
আমার বোন আমারে মারলে আপনাদের কি?? ও যাবে না এখানেই থাকবে!!!   
 
বুঝো!!!
যার জন্য চুরি করি সেই বলে চোর!!!  
  
 
  ১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১১:০২
১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১১:০২
অপু তানভীর বলেছেন: আসমাকেও ব্লগে নিয়ে আসো দেখি । একটা কাজের মত কাজ হোক !
৯|  ১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:৫৪
১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:৫৪
জনারণ্যে একজন বলেছেন: ডার্ক ম্যান বলেছেন: প্রতারক যতই নিজেকে ভাবুক আর দার্শনিক মনে করুক না কেন, সময়ের পরিক্রমায় মুখোশ খুলে যায়
আহা @ ডার্কম্যান, সবসময়ে এরকম নিদারুন সত্যি বলতে নেই। অনেকেরই তবে ছেঁড়া আন্ডি দিয়ে সযত্নে ঢেকে রাখা পশ্চাৎদেশ উদোম হয়ে যেতে পারে।
১০|  ১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১১:২২
১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১১:২২
শায়মা বলেছেন: জনারন্যে ভাইয়ু!!!!!!!!!!!!!
ধরা পড়ে গেলে তো!!!!!!!!!  
  
যাইহোক আসমাকে ব্লগে আনলে কি হবে সে আর কারো দেখতে হবে না....... তবে তার ছোটবোন সারাদিন টিকটক আর রিল বানায় আর বাগানে গিয়ে সারাদিন এদিক সেদিক করে ছবি তোলে। আর সত্যি বলতে সে এতই সুন্দর যে আসলেই তার সিনেমায় নামা উচিৎ।  
আর আসমা হলো আগান বাগান করে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়া মানুষ। আর সাথে আছে অসুরের শক্তি। আমরা একটা ভারী সোফা যদি দুজনে মিলে ঠেলতে পারি তো সে এটাই দুইটা ঠেলে এক মাথা থেকে আরেক মাথায় নিয়ে যায়।
গায়ের জোর আর মুখের জোর দুই এ সেরা....... ব্লগে আনলে দেখা যাবে সেই আছে আর কেউ নেই....
  ১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১১:৩১
১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১১:৩১
অপু তানভীর বলেছেন: তাহলে তো আর দেরি করা যাবেই না । তুমি জলদি আসমা ও তার বোনকে ব্লগে আনার ব্যবস্থা কর দেখি । ব্লগকে জমজমাট করতে এরা মূখ্য ভূমিকা পালন করবে বলেই আশা করি। একদম দেরি করবে না।
১১|  ১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১১:২৮
১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১১:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন: 
- বাক স্বাধীণতা হঠাত করে খুব পপুলার হয়ে গেলো!!
  ১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১১:৩৩
১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ১১:৩৩
অপু তানভীর বলেছেন: এতো দিন ছিল না জিনিসটা ! এখন আইছে । এই জন্য কিচুটা পপুলার হইছে !
১২|  ১৪ ই অক্টোবর, ২০২৪  রাত ১২:৪২
১৪ ই অক্টোবর, ২০২৪  রাত ১২:৪২
আজব লিংকন বলেছেন: শুনিলাম বিগ বসের নতুন সিজন নাকি আরাম্ভ হইয়াছে। ভাবিতেছি আজ হইতে দেখা শুরু করিব।
  ১৫ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:৫২
১৫ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:৫২
অপু তানভীর বলেছেন: দেখা শুরু করে দেন ! আমি অবশ্য জীবনেও ওটার একটা পর্বও দেখি নি।
১৩|  ১৪ ই অক্টোবর, ২০২৪  রাত ১২:৪৩
১৪ ই অক্টোবর, ২০২৪  রাত ১২:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: শিরোনাম টা অস্থির!
  ১৫ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:৫৩
১৫ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:৫৩
অপু তানভীর বলেছেন: যদি আসে তবে ভাল হতো !
১৪|  ১৪ ই অক্টোবর, ২০২৪  দুপুর ২:৪৩
১৪ ই অক্টোবর, ২০২৪  দুপুর ২:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার জুল ভার্ন বলেছেন যে, তোমাদের কাজের বুয়া ব্লগে না এলেও তার ভাবগত কয়েকটি সন্তান ব্লগে আছে। সহমত
  ১৫ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:৫৫
১৫ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:৫৫
অপু তানভীর বলেছেন: সহমত না হয়ে উপায় নেই।
১৫|  ১৪ ই অক্টোবর, ২০২৪  দুপুর ২:৪৫
১৪ ই অক্টোবর, ২০২৪  দুপুর ২:৪৫
প্রামানিক বলেছেন: ব্লগ এখন চুপসে গেছে, যখন ব্লগ সরব ছিল তখন কতো যে ক্যাচাল দেখেছি।
  ১৫ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:৫৮
১৫ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:৫৮
অপু তানভীর বলেছেন: এখন আর কারো ক্যাচাল করার এনার্জি নাই । আমার তো নাই অন্তত !
১৬|  ১৪ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:৩৫
১৪ ই অক্টোবর, ২০২৪  রাত ১০:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
আমি খুব অবাক হলাম, সাথে হতাশও হলাম যে, এতোদিন পর আপনি এবিষয়টি বুঝতে পেরেছেন। এজন্যই অনেক ব্লগার বিভিন্ন কারণ দেখিয়ে আর ব্লগমুখো হয় না। তবু সেলাম জানাই সেই জানা আপাকে, যিনি সবই জানেন কিন্তু মানেন না। মানলেও এই ব্লগ থাকতো না হেহে 
  ১৫ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:৫৯
১৫ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:৫৯
অপু তানভীর বলেছেন: আমি আসলে অনেক আগেই বুঝতে পেরেছি । কেবল লিখি নাই আরকি! 
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:৪২
১৩ ই অক্টোবর, ২০২৪  রাত ৯:৪২
ডার্ক ম্যান বলেছেন:
আহমদ ছফা'র একটা লেখায় পড়েছিলাম। পুরোটা মনে পড়ছে না।
এক লোকের সাথে না পেরে তার বাড়ির কাজের মেয়েকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছিল তার প্রতিপক্ষরা।
আপনার পোস্ট পড়ে সেটার কথা মনে পড়লো