নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

সামুর অন্তরবর্তীকালীন সরকারের উপদেষ্টা হচ্ছেন কে কে !

১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:২৩



সময় এখন উপদেষ্টাদের ! যে কেউ উপদেষ্টা হয়ে যাচ্ছে। আবার একজন উপদেষ্টা হতে কী কী যোগ্যতা লাগবে সেই ব্যাপারে কারো ধারণা নেই। এদিকে আবার একদল রাস্তা বন্ধ করে আন্দোলন চালাচ্ছে যে তাদের অঞ্চল থেকে একজন উপদেষ্টা নিয়োগ করতেই হবে । আল্টিমেটাম দিয়ে দিয়েছে । ভাবলাম আমরাও আমাদের সামুতে একটা অন্তরবর্তীকালীন সরকার গঠন করে ফেলি । তবে এখানে তো সরকার হবে না, এখানে হবে মডারেশ প্যানেল। দেখা যাক আমাদের ব্লগের অন্তরবর্তীকালীন মডারেশন প্যানেলের উপদেষ্টা কে কে হবেন !!


প্রধান উপদেষ্টা : নোটিশবোর্ড
নীতিমালা বিষয়ক উপদেষ্টা : সামহোয়্যাইন ব্লগ টিম
মডু হয়ে বিপদে আছি বিষয়ক উপদেষ্টা : কাল্পনিক_ভালোবাসা
রান্না ও ঘরসজ্জা বিষয়ক উপদেষ্টা : শায়মা
সব কিছুর উপর চোখ রাখা বিষয়ক উপদেষ্টা : অপু তানভীর
অস্ট্রেলিয়া বিষয়ক উপদেষ্টা : মিরোরডল
রাশিয়া বিষয়ক উপদেষ্টা : শেরজা তপন
ভ্রমন এবং টুরিজম বিষয়ক উপদেষ্টা : জুন
অর্থনীতি বিষয়ক উপদেষ্টা : সাড়ে চুয়াত্তর
ধর্ম বিষয়ক উপদেষ্টা : মহাজাগতিক চিন্তা
লন্ডন বিষয়ক উপদেষ্টা : ভুয়া মফিজ
মিডল ইস্ট বিষয়ক উপদেষ্টা : নতুন
আওয়ামী বিষয়ক উপদেষ্টা : হাসান কালবৈশাখী
কপি-পেস্ট দমন বিষয়ক উপদেষ্টা : আরইউ
ছড়া বিষয়ক উপদেষ্টা : প্রামানিক
কবিতা বিষয়ক উপদেষ্টা : কাজী ফাতেমা ছবি


ওকে আপাতত এই কয়জন উপদেষ্টা নিয়োগ দেওয়া গেল । তবে আরো কেউ উপদেষ্টা হতে চাইলে অবশ্যই তাদেরও যুক্ত করা হবে । কোন চিন্তা

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৬

শেরজা তপন বলেছেন: অ্যামেরিকা বিষয়ক উপদেষ্টা কই?

১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:১০

অপু তানভীর বলেছেন: আপাতত ট্রাম্প জিতছে তাই এই নিয়োগ সেই ই দিবে !

২| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা - সোনাগাজী ভাই

সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা - রাজীব নূর।

১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:১২

অপু তানভীর বলেছেন: পররাষ্ট্র তারে দিলে সব দেশের সাথে সে যুদ্ধ বাঁধায়ে দিবে।

৩| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:১৯

জনারণ্যে একজন বলেছেন: নালিশ-বিষয়ক উপদেষ্টা : ঢাবিয়ান/মেঠোপথ২৩

১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৪

অপু তানভীর বলেছেন: ভাল বলেছেন । এই পদে তাকে মানাবে ভাল !

৪| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:২৪

জনারণ্যে একজন বলেছেন: সত্যপথিক শাইয়্যান কে দু'টি বিষয়ে উপদেষ্টা করা যায়।

(১) শিশুতোষ-প্রজেক্ট তথা কল্পিত-আইডিয়া-উদ্ভাবক বিষয়ক উপদেষ্টা।
(২) চাপাবাজি-বিষয়ক উপদেষ্টা।

১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৫

অপু তানভীর বলেছেন: আপনাকে তো উপদেষ্টা নিয়োগের প্রধান দায়িত্ব দেওয়া উচিৎ ।

৫| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:২৫

শেরজা তপন বলেছেন: তিনি তো সেনাপ্রধান হয়ে গেছেন(মানে জেনারেল)।
অন্য কোন পোস্টে টানাটানি করলে তিনি যাবেন না।

১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৬

অপু তানভীর বলেছেন: আমি তো কাউকে টানাটানি করি নি। তার চামচারা তাকে নিয়ে টানাটানি করে ।

৬| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৫২

মেঠোপথ২৩ বলেছেন: মাল্টি নিক বিষয়ক উপদেষ্টা - জনারণ্যে একজন / আর ইউ/ চারা গাছ/ কলমনাই / আরো কম পক্ষে দশটা নিক/ মুল নিকের কথা উহ্যই রাখিলাম =p~

১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৭

অপু তানভীর বলেছেন: তাকে মাল্টিনিক বিষয়ক উপদেষ্টার পদে সুপারিশ করতে পারেন ।
তবে দুজন যে একই জন এই ব্যাপারে আপনার কাছে প্রমান আছে নাকি সোনামিয়ার মত মনে যা আসে তাই বকে যাবেন ?

৭| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১:২২

জনারণ্যে একজন বলেছেন: @ মেঠোপথ২৩, বেশ বিনোদিত হলুম ভায়া।

মানব মস্তিষ্ক যদি চড়ুই পাখির মগজ দিয়ে ভর্তি থাকে, তবেই শুধুমাত্র এ'ধরণের সিদ্ধান্তে আশা সম্ভব।

মাথায় যদি এখনো কিঞ্চিৎ মগজ অবশিষ্ট থাকে; তবে এইসব ব্লগে-ফ্লগে, মাল্টি-ফাল্টি খোঁজা বাদ দিয়ে - ওই সময়টুকু কোনো প্রোডাক্টিভ কাজে ব্যয় করুন।

বাই দ্য ওয়ে, আমার নামে নালিশ করবেন কখন? অধীর আগ্রহে অপেক্ষা করছি।

৮| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ২:৫৭

রবিন_২০২০ বলেছেন: একটা ফান পোস্টের মন্তব্য সেক্শনেও দেখি ক্যাচাল লেগে যাচ্ছে। কিএক্টা অবস্থা। :(

১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৮

অপু তানভীর বলেছেন: ক্যাচাল ছাড়া আমাদের আছেই বা কি!

৯| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:৪৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ইখানে কমেন্ট করলেই মনে অয় উপদেষ্টা হওন যাইবো!
তাই করলাম,

১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৮

অপু তানভীর বলেছেন: সম্ভব । বলেন কোন উপদেষ্টা হইতে চান?

১০| ১৫ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:২৮

আহরণ বলেছেন: এখানেও কোটার কারসাজি!!? তালিকায় আমার নাম খুঁজে পেলাম না! অন্তত উপদেষ্টার সহকারী পদ সৃষ্টি করা যাবে কি, ভাইয়া??

১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৯

অপু তানভীর বলেছেন: আপনাকে অনুরোধ থাকবে আমার পোস্টে মন্তব্যের ক্ষেত্রে শেষে ''ভাইয়া'' শব্দটা যোগ করবেন না ।

১১| ১৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:১০

জনারণ্যে একজন বলেছেন: @ রবিন_২০২০, আপনাদের মতো ছিদ্রান্বেষী, যারা সর্বত্রই ক্যাচাল খুঁজেন, তাদের জন্য বোনাস হিসেবে, বিনোদনের উদ্দেশ্যেই উপরোক্ত মন্তব্য।

@ আহরণ, ভাতের হোটেল থেকে মডারেটর পদে উন্নীত; জনৈক হতে নিরাপদ অবস্থানে থাকার উপায় আপনাকেই খুঁজে বের করতে হবে - বিশেষ করে মন্তব্য করার ক্ষেত্রে। অন্যথায় ওনাদের ভাষায়, আবারো "চড়-থাপ্পড়" খাওয়ার সম্ভাবনা প্রবল।

১২| ১৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩২

শায়মা বলেছেন: হা হা হি হি এক্কেরে ঠিক ঠিক উপদেষ্টা নিয়োগ হইয়াছে। তবে সাজুগুজু বিষয়ক উপদেষ্টা কে হবে?? :(




১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫০

অপু তানভীর বলেছেন: ওটাও তোমাকেই দেওয়া হবে । কোন চিন্তা !

১৩| ১৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



জনারণ্যে একজন বলেছেন: সত্যপথিক শাইয়্যান কে দু'টি বিষয়ে উপদেষ্টা করা যায়।

(১) শিশুতোষ-প্রজেক্ট তথা কল্পিত-আইডিয়া-উদ্ভাবক বিষয়ক উপদেষ্টা।
(২) চাপাবাজি-বিষয়ক উপদেষ্টা।
========================================

বাজে লোকদের পোস্টে অসুস্থ্য কমেন্ট। @জনারণ্যে একজন

১৪| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১১

জনারণ্যে একজন বলেছেন: ওহে @ সত্যপথিক শাইয়্যান ওরফে স্বঘোষিত বিলিওনিয়ার (অট্টহাসির ইমো হবে এখানে), আমার লেজের হদিশ মনে হয়না এই জন্মে আপনি পাবেন। সুতরাং এই অপচেষ্টা বাদ দিয়ে আপনি আপনার সেইসব শিশুতোষ প্রজেক্টে এবং চাপাবাজি বৃদ্ধিতে মনোনিবেশ করুন।

আর হারিকেন দিয়ে প্রাণপাত করে খোঁজার আউটপুট হিসেবে যদি হদিশ পেয়েই যান, সেদিনের কথা ভেবে আপনার জন্য কিঞ্চিৎ অনুকম্পাবোধ করছি।

বদহজম/কোষ্ঠকাঠিন্য-হতে সৃষ্ট-সমস্যা জনিত কারণে তখন থেকেই আপনার এইসব শিশুতোষ প্রজেক্ট বিষয়ক চাপাবাজি বন্ধ হয়ে যাবে।

১৫| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৭

মেঠোপথ২৩ বলেছেন: সামুর নতুন টিমে তাহলে আর ইউ/ জনারন্যে একজনকে নেয়া হয়েছে নাকি ? নাকি আগে থেকেই টিমে ছিল ?

আহহা ভয়ে থরথর কাপছি ! :(

১৬| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:১৭

জনারণ্যে একজন বলেছেন: @ মেঠোপথ২৩, অ্যাডাল্ট ডায়াপার পরে বসে থাকতে পারেন।

ও হ্যাঁ, আগে বলেছিলাম চড়ুই পাখির মগজের কথা, সেটার পরিবর্তে চড়ুই পাখির পুরীষ যোগ করা যেতে পারে।

এতে যদিও চড়ুই পাখির প্রতি অবিচারই করা হলো, মাগার কি আর করা!

১৭| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




@জনারণ্যে একজন,

আপনার লেজ আপনি লুকিয়ে রাখুন, অথবা, সোজা করার চেষ্টা করুন, তাতে আমার কিছুই যায় আসে না।

সামু ব্লগে বা রিয়েল লাইফে আপনি কখনোই আমার সমকক্ষ হতে পারবেন না, যতই বাইজি নাচান না কেন।

১৮| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৪৮

জনারণ্যে একজন বলেছেন: @ সত্যপথিক শাইয়্যান, যদ্দুর বুঝলাম - লেজঘটিত কোনো একটা ব্যাপার নিয়ে আপনি চরম ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন।

কখনো কোনো এক প্রাণীর লেজ অথবা অন্য কোনো প্রতঙ্গ আপনার পশ্চাৎদেশে নিদারুন যন্ত্রণার কারণ হয়েছিল? ভুলতে পারছেন না ওই নিদারুন যন্ত্রণার কথা? বুঝতে পারছি, ওই যন্ত্রনা-তাড়িত হয়েই সর্বত্র লেজ খুঁজে বেড়ান আপনি। ঘর পোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলেই ডরায়।

রিয়েল লাইফে?! মন্তব্য নিষ্প্রয়োজন। হা হা হা।

১৯| ১৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১১

আরইউ বলেছেন:




অপু,

আমার দপ্তর পছন্দ হয়েছে, ধন্যবাদ! তবে সহকারী হিসেবে রাজীব নুর আর শাহ আজীজ-কে পেলে দপ্তর চালাতে সুবিধা হবে। আশাকরি প্রধান উপদেষ্টা বিষয়টা ভেবে দেখবেন।

অফটপিকঃ ব্লগারদের রগকাটার তালিকা প্রস্তুতকারী ঢাবিয়ানকে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম সে কোন উত্তর দেয়নি। আবারও বলছি, শর্ত একটু পরিবর্তন করে, ঢাবিয়ান যদি প্রমাণ করতে না পারে আরইউ-এর আর কোন নিক বর্তমানে একটিভ আছে ব্লগে তাহলে তার নাম পরিবর্তন করে "আমি আজন্ম মিথ্যাবাদী ঢাবিয়ান" রাখবে। প্রয়োজনে সে জাদিদের সাথে যোগাযোগ করে এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারে। আমি জাদিদকে/ ব্লগ কর্তৃপক্ষকে কনসেন্ট দিয়ে দিচ্ছি আমার কোন "মাল্টি" ব্লগে একটিভ আছে কিনা সেই তথ্য পাবলিক করার জন্য। আর যদি ঢাবিয়ান প্রমাণ করতে পারে তাহলে ঢাবিয়ান আমাকে যা করতে বলবে আমি তাই নিঃশর্তভাবে করবো। বল এখন রগকাটার তালিকা প্রস্তুতকারী ঢাবিয়ান-এর কোর্টে!

১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৪

অপু তানভীর বলেছেন: এরা কি আপনার সাথে কাজ করতে রাজি হবে ? তবে এখন আরো কয়েকজন নিয়মিত আপনার কাজ বাড়িয়ে দিচ্ছে । কয়েকজন সহকারি নিলে আপনার কাজে সুবিধা হবে আশা করি ।

ঢাবিয়ান সাহেবের কাছে কোন প্রমান আছে বলে তো মনে হয় না ।

অবশ্য অনুমানের ভিত্তিতে যারা কথা বলে তাদের সাথে প্যাচাল পাড়ার কোন মানে হয় না । আপনার প্রতি পরামর্শ থাকবে অযথা সময় নষ্ট না করতে । মনে নেই অনেকে কিন্তু আপনাকে আমার মাল্টি মনে করে এখনও । ;)

২০| ২১ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩০

আরইউ বলেছেন:




লেখক বলেছেন: ... ... তবে এখন আরো কয়েকজন নিয়মিত আপনার কাজ বাড়িয়ে দিচ্ছে । ... ...

আমি ব্লগে একদমই অনিয়মিত তাই ইদানিং এই অপকর্মের সাথে জড়িত কাউকে চিহ্নিত করতে পারছিনা! রাজীব আর শাহ আজীজের মত নিয়মিত ও পরিচ্ছন্ন "ব্লগার"-দের তাই টিমে লাগবেই!

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪০

অপু তানভীর বলেছেন: ব্লগে সময় দেন কিছু । একেবারে ছেড়ে ছুড়ে চলে যাওয়ার কোন মানে নেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.