নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব সময় পশু পাখি প্রেমী মানুষ । কুকুর কিংবা বেড়াল কিংবা অন্য কোন প্রাণীর গায়ে কখন আঘাত করি না । তবে হ্যা নিকৃষ্ট মানুষ যদি পেছনে লাগে তবে তাকে খুব একটা ছাড় দিই না । যাই হোক কয়েক দিন আগে এমনই একটা ছোট ব্লগ লিখেছিলাম । সেটা বলাই বাহুল্য বানানো কথাই বেশি ছিল । আমি বাস্তবে এমন কাজ কখনই করি না । তবে পোস্ট লেখার উদ্দেশ্য যা ছিল তা ফুলফিল হয়েছে খুব ভাল ভাবেই । সেই পোস্ট মোটেও পাঠকের জন্য ছিল না । কিছু এই গলুর স্বভাবের একজনের জন্য । গলুর যা স্বভাব তেমন স্বভাবের একজন সব সময় আমার ব্লগে গিয়ে পড়ে থাকে । আমি কোথায় মন্তব্য করি সেটার পিছু গিয়ে ঘেউ ঘেউ করতে থাকে । এখনও করেই চলেছে । যে সময় টুকু ব্লগে আসি আর যার যার পোস্টে গিয়ে মন্তব্য করি সেখানে গিয়ে ঠিক ঠিক গলুর মত করেই ঘেউ ঘেউ শুরু করে দেয় । পোস্টে বিষয়ে কোন মন্তব্য না করে আমি কি মন্তব্য করলাম সেটা নিয়ে বড় চিন্তিত হয়ে থাকে।
এই যেমন কদিন আগে তিনি বের কিভাবে যেন খোজ পেলেন আমি নাকি গোসল করি না । এই তথ্য উনি কোথায় পেলেন কে জানে ? আমার গোসলের জন্য গরম পানি করে দেয় বুয়া । এখন নিশ্চিত ভাবে আমার বাসার কাজের বুয়ার সাথে উনায় কোন সম্পর্ক রয়েছে নয়তো এই খবর তো জানার কথা না । বয়সও তো কাছাকাছি হবে । সম্ভবনা আছে ! আর বাড়ির কাজের লোকের সাথে বাচ্চা পয়দা করায় তো তার সমর্থনও রয়েছে বলে গতকালেই তো পোস্ট দিল কার্ল মার্কসের কৃতকর্মকে সমর্থন করে । তাই সম্ভবনা উড়িয়ে দেওয়া যায় না একেবারে !
যাই আমার বাসায় তো ঢুকতে দেই না গলুর মত । কিন্তু আমার ব্গে ঢোকার জন্য হা হুতাশ করেই চলেছে । এই নিয়ে কতগুলো পোস্ট দিয়েছে কে জানে ! একেবারে গলুর মত করুন চোখে তাকিয়ে আমার পোস্টে ঢোকার জন্য । আমার পোস্ট মানুষ পড়ে কিনা আমার কত গুলো মন্তব্য পড়লো সেগুলো নিয়ে আমি যতখানি চিন্তা না করি তার এই নিয়ে চিন্তার হিসাব নেই । সম্ভবত ঘুম আসে না । অবশ্য বুড়ো বয়সে আর কী বা করবে ! নিসঙ্গ মানুষের এই আসলে কাজ । অন্য পাছায় নাক চেপে সব সময় বসে থাকা ! এই করেই এতো দুর ব্লগে এসেছে !
আজ থেকে তো চিনি না । সেই ২০১৪/১৫ থেকে চিনে আসছি । তখন থেকেই মানুষের পাছায় নাক ঢুকিয়ে সব সময় বসে থাকতো । তারপর ব্লগের মডারেটর খানিকা দয়া পরাবশত হয়ে নিকের উপর আলাদা ছাড় দেওয়ার পরে এতোদুর এসেছে।
যাই হোক আমার ব্লগ বাড়িতে গলুর স্থান থাকলেও থাকতে পারে । কিন্তু গলুর স্বভাবের কারো স্থান নেই । পোস্ট দেখে স্পষ্ট বুঝতে পারছি যে লাথিটা আমি মেরেছিলাম কাল্পনিক গলুর গায়ে সেটা একেবারে জায়গা মত লেগেছে । কিন্তু কিছু তো আর করতে পারছে না কুইকুই ছাড়া ! এভাবেই কুই কুই করে যেতে হবে ! আরও আসবে । পেছনে লাগলেই লাথি খাবে । মানে গলুর কথা বলছিলাম আরকি ! হে হে হে !
আপনারা আবার অন্য কিছু ভেবে বসিয়েন না । হে হে হে !
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩৩
রাফখাতা- অপু তানভীর বলেছেন: গলুর চিন্তার দৌড় আসলে ঐ অতোদুরই । কে কি খেল, কে কি পরলো, দিনে কয়বার গোসল করলো কার বিয়ে হল এদের চিন্তায় আসলে এর বেশি কিছু নেই । আসলে বাঙাল তো চাঁদে গেলেও চিন্তা ভাবনা থাকবে একই রকম । অন্যের পাছায় সেই নাক ডুবিয়ে গন্ধ নিতেই আছে !
যাই হোক লাথি আরেক দুইটা দিতে হবে। আমি নিজেও চাই না যে অভিশাপ কেটে যাক ।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৫৪
জ্যাক স্মিথ বলেছেন: ব্লগের দেখা যাচ্ছে খুব খারাপ অবস্থা!!
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৯
রাফখাতা- অপু তানভীর বলেছেন: খুব খারাপ অবস্থা না । যেদিন থেকে একজন নির্দিষ্ট লোক ব্লগে ব্লগিং শুরু করেছে সেদিন থেকে আসলে কিছু নিচের দিকে গেছে ।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৭
জুল ভার্ন বলেছেন: লাত্থিগুতা খাওয়া গলু সব সময় আমার পিছেও লেগে আছে.... আমার লেখা পোস্ট, মন্তব্য নিয়ে পোস্ট দিয়ে নিজেকে চেনাচ্ছে। সাথে আছে আরও একদংগল পাতিশিয়াল।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩০
রাফখাতা- অপু তানভীর বলেছেন: আপনার পিছে তো সবার আগে লেগে আছে । আপনাকে পছন্দ না করার কারণ হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা হওয়াটা নিয়ে কারো মনে কোন সন্দেহ নেই এমন কি আপনার প্রচন্ড রাইভালরাও আপনাকে সম্মান করে এসেছে । কিন্তু তাকে কেউ সম্মান করে না তার চামচারা ছাড়া । এই একটা হিংসা এখান থেকে আপনার পেছনে লাগা !
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৩
রেজাউল৮৮ বলেছেন: লাথিটা আসলে খুব জোরে লেগেছে। গলুতো আজকে একটা পোস্টে দাবি করল, সে নাকি এখন চিকিৎসার জন্য আমেরিকাতে আছে ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩২
রাফখাতা- অপু তানভীর বলেছেন: নিশ্চিত ভাবেই কোন পশু হাসপাতালেই গেছে । সেখানেই যাওয়ার কথা ।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৪
রেজাউল৮৮ বলেছেন: আচ্ছা আমেরিকাতে কুত্তাদের পটি ট্রেনিং এর স্কুল নাই? থাকলে না হয় আমরা কিছু চান্দাবান্দা দিতাম।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৪
রাফখাতা- অপু তানভীর বলেছেন: দেখেন গলু নিজের কথায় নিজেই কেমন ধরা খায় ।
নিজ মুখে বলল যে কুকুরেরা নির্দয় মানুষ বুঝতে পারে । কথাটা আসলেই সত্য ।
এই স্ক্রিনশটটা আমি অনেক আগে নিয়ে রেখেছিলাম । সেখানে এক কুকুর তাকে দেখলেই খেপে যায় নিজ মুখেই সে স্বীকার করেছে । তাহলে বুঝেন অবস্থা !
৬| ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪০
সোনালি কাবিন বলেছেন: গলু স্বভাবের ব্লগারটার জন্য ব্লগে অনাকাংখিত পরিবেশ সৃষ্টি হয় দুদিন পর পর।
২৯ শে মার্চ, ২০২৩ রাত ৯:৩০
রাফখাতা- অপু তানভীর বলেছেন: এটা তো আর বলার অপেক্ষা রাখে না । গলুর স্বভাবই তো ঘেউ ঘেউ করে পরিবেশ নষ্ট করা ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২৬
রেজাউল৮৮ বলেছেন: গলু তো বিখ্যাত লোক, আর বিখ্যাত লোকদের জন্য এদিক ওদিক জায়ে জি়ংজিং খেলা দুরস্ত আছে।
গলু তো অভিশাপ দিল, গলুর পাছায় লাথি মারায় আপনার বিয়ে হবে না । এখন?
পাছার আর একদিকে আর একটা লাথি মারেন । আশা করি অভিশাপ কেটে যাবে।