নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা মজার জিনিস চোখে পড়ল । ভেবেছিলাম স্ক্রিনশট নিয়ে রাখব তবে তার আগেই দেখি মডু সেই মন্তব্যটা মুছে দিয়েছে। সোনা মিয়া এক মন্তব্যের আমাকে বলেছে কুত্তালেজ বিশারদ। এখন একজন সেই শব্দটার ব্যাপারে কৌতূহল হলে জানতে চেয়েছে এমনটা বলার কারণ কী?
উত্তরে সোনা মিয়া বলল, সে (মানে আমি) আমাকে (মানে সোনা মিয়া নিজে) নিয়ে কয়েকটা পোস্ট লিখেছে। তাই আমি তাকে এই নাম দিয়েছি।
এখন একটা ব্যাপার বুঝেন। আমি যদি কোন বিষয় নিয়ে পোস্ট লিখি তাহলে কেউ আমাকে সেই বিষয়ের বিশারদ আক্ষা দিতে পারে । আমি আলু নিয়ে পোস্ট লিখি মানুষ আমাকে আলু বিশারদ ডাকতে পারে । এখন আমি পোস্ট লিখেছি সোনা মিয়াকে নিয়ে তাই সোনা মিয়া আমাকে কুত্তার লেজ বিশারদ উপাধী দিয়েছে !
ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা?
সোনা মিয়া নিজেই যে নিজেকে কুত্তার লেজের সাথে তুলনা করে ফেলল সেটা হয়তো সোনা মিয়া নিজেও জানল না । অথবা আরও ভাল করে বললে তার মগজে এই জিনিস ধরতেই পারবে না। তার মগজ অবশ্য এই লেভেলেরই !
মন্তব্যটা দেখে বেশ কিছু সময় হাসলাম । স্ক্রিনশট নিয়ে রাখা দরকার ছিল ।
আরেকটা কথা দিয়ে এই লেখা শেষ করি । আমি বেশ কয়েকদিন আগে কুকুরের লেজ কি সোজা হয় এই শিরোনামে একটা পোস্ট লিখেছিলাম । পোস্টটা মুলত ছিল তারই এক সাগরেদকে নিয়ে । কুকুরের লেজ যেমন করে সোজা হয় না তেমনি ভাবে কপিপেস্টটার কোন দিন ঠিক হয় না । কতবার যে ধরা খেয়েছিল শাস্তি পেয়েছিল তারপরেও সে সোজা না হয়ে আবারও লেখা কপি করে পোস্ট করেছিল । সেই সময়ে মডারেটর আমার কাছে জানতে চেয়েছিল এমন পোস্ট কেন লিখলাম । আমি তাকে কারণ সহ ব্যাখ্যাও করেছিলাম এবং সেই পোস্ট সরিয়েও দেওয়া হয়েছিল। এখন আমার এই পোস্ট দেখেই সোনা মিয়া একেবারে পাগলা কুকুরের মত লাফাতে শুরু করে দিল । ভেবেই নিল যে পোস্ট বুঝি তাকে নিয়েই পোস্ট লিখেছি। বুঝেই নি যে নিজেই নিজেকে কুকুরের লেজের মত মনে করে আমি আর বাইরে থেকে কী বলতে পারি ।
তবে একটা ব্যাপার সত্যি যে সোনা মিয়ারে আমার থেকে ভাল কেউ চিনে না ।
আমাকে সোনামিয়া বিশারদ বলতে পারেন আপনারা !
২১ শে মে, ২০২৪ সকাল ৯:৫৫
রাফখাতা- অপু তানভীর বলেছেন: এই কথা আবার বলতে
২| ১৮ ই মে, ২০২৪ রাত ১১:৫৯
ভুয়া মফিজ বলেছেন: একটা মজার জিনিস চোখে পড়ল । ভেবছিলাম স্ক্রিনশট নিয়ে রাখব তবে তার আগেই দেখি মডু সেই মন্তব্যটা মুছে দিয়েছে। যাই হোক সোনা মিয়া এক মন্তব্যের আমাকে বলেছে কুত্তালেজ বিশারদ। লন, আপনার ব্যাপারে দুইটা লেটেস্ট প্রশংসাবাণী দিলাম।
২১ শে মে, ২০২৪ সকাল ৯:৫৬
রাফখাতা- অপু তানভীর বলেছেন: আরে এটাতে হবে না । নিচে তার মন্তব্যটাও থাকে যেখানে নিজেই বলেছিলো যে তাকে নিয়ে আমি কয়েকটি পোস্ট লিখেছি তাই সে আমাকে এই উপাধী দিয়েছে । সেটা থাকলে হত !
৩| ১৯ শে মে, ২০২৪ রাত ১২:১২
ভুয়া মফিজ বলেছেন: তবে একটা ব্যাপার সত্যি যে সোনা মিয়ারে আমার থেকে ভাল কেউ চিনে না । এইটা কি কইলেন? আমার বড়ভাইয়ের ব্যাপারে আপনে আমার থিকা বেশী জানেন?
২১ শে মে, ২০২৪ সকাল ৯:৫৬
রাফখাতা- অপু তানভীর বলেছেন: আপনি তাকে চিনেন কয়দিন ?
আমি তাকে চিনি সেই ২০১৪ সাল থেকে । সেই সময় থেকেই তাকে চিনে আসছি !
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০২৪ রাত ১১:৪৪
ভুয়া মফিজ বলেছেন: পোষ্ট পড়ে একটা কৌতুক মনে পড়লো, শোনেন।
সোভিয়েত ইউনিয়নে স্ট্যালিনের কোন বদনাম কেউ করলে তাকে কেজিবি ধরে নিয়ে যেতো। তো, এক বিরুদ্ধপক্ষ স্ট্যালিনের নাম না নিয়ে তাকে গাধা, ছাগল, কুত্তার সাথে তুলনা করলো। যথারীতি কেজিবি রাতে এসে হাজির তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। সে আত্মপক্ষ সমর্থন করে বললো, আমি তো এসব কথা স্ট্যালিনকে বলি নাই!!
এক কেজিবি এজেন্ট হুংকার ছাড়লো, এই বিশাল সোভিয়েত ইউনিয়নে এগুলির সাথে তুলনা করার মতো ব্যক্তি একজনই আছে। তুমি কি মনে করো? আমরা ঘাস খাই??