নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের ব্লগে একজন মুক্তিযোদ্ধা আছে । যদিও কেউ নিশ্চিত না যে সে আসলেই মুক্তিযোদ্ধা কিনা । বিশেষ করে তিনি নিজের নাম ধাম পরিচয় কিছুই ব্লগে বলেন নাই কিন্তু তিনি যে মুক্তিযোদ্ধা সেই ব্যাপারে ঠিকই বলেছেন !
যাইহোক তিনি আসলেই মুক্তিযুদ্ধ করেছেন কিনা করেন নাই সেই ব্যাপারে পরে কোন দিন কথা হবে । আজকে একটা মহান দিক তুলে ধরা যাক । এই ব্লগে জামাত সমর্থনকারীরা এমনই ঘৃণ্য যে স্বাধীনতায় বিশ্বাসী সব ব্লগাররা তাদেরকে ঘৃণার চোখে দেখে । অথচ দেখেন আমার মহান বীর স্বঘোষিত মুক্তিযোদ্ধা নিজ মুখে স্বীকার করা জামাত সমর্থনকরা ব্লগারের সাথে বড় দহরম মহরম সম্পর্ক ।
নিচের একটা স্ক্রিনশট দিলাম !
প্রোফাইল পিকচার দেখে চেনা যাচ্ছে নাম টা? না গেলে মোবাইল ভার্শনের মন্তব্যটা দিই।
আমাদের সেই মহান ব্লগার এবং এই জামাত সমর্থনকারীর ভেতরে দহরম মহরম ব্যাপারটা তো জানেনই । গতদিন তো আবার ধন্যবাদ দিয়ে পোস্ট পর্যন্ত দিয়ে আলাদা পোস্টও দিয়েছেন।
অনেকে অবশ্য বলতে পারেন যে উনি হয়তো জানেন না । সেই দিন ব্লগে ছিলেন না । তাদের জন্য নিচের আরেকটা স্ক্রিনশট দিলাম।
টাইমটা খেয়াল করলেই বুঝবেন, এই মন্তব্য যখন জামাত সমর্থনকারী করেছিল সেই সময়ে কিংবা তার কিছু সময়ে সে ব্লগেই ছিলেন । এবগন বিশ্বাস করেন তার আর কোন কাজ নেই জীবনে। সে বেকার ! সে ব্লগের প্রতিটি মন্তব্য পোস্ট পড়ে ।
এটা জানার পরেও সে ঠিক ঠিক এই জামাত সমর্থনকারীর সাথে পেয়ার মহম্বত চালিই গেছে । এখনও যাচ্ছে । এমন মহাম মুক্তিযোদ্ধা বুঝি আর কোথাও আমরা দেখতে পাবো না ।
৩০ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩
রাফখাতা- অপু তানভীর বলেছেন: এই ব্যাপারে আমিও একমত শুরুর প্রথম দিকে আমি কোন কিছুই ভেতরেই ইনভল্ভ হইতাম না । খালি সব দিকে দেখতাম । কত কিছিমের পাব্লিক যে ছিল সে সময়ে । সে সময়টা তো আপনারা দেখেন নাই। অবশ্য এখনও ব্লগ কম রঙ্গিলা না ।
এই স্ক্রিনশট টা আমি হারায়ে ফেলছিলাম । গতদিন খুইজ্জা পাইছি । ভাবলাম এখানে দিয়ে রাখি । হিপোক্রেসীর একটা প্রমান থাকুক ।
২| ৩০ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
ভুয়া মফিজ বলেছেন: গলু আর তার প্রতিটা চামচাই দেখবেন জামাত-শিবির নিয়ে সোচ্চার। পারলে তো চাবায়ে খাইয়া ফেলে। আবার প্রতিটা চামচার সাথেই এই চামচার গলায় গলায় খাতির। হোয়াট অ্যা বাঞ্চ অফ মোরোনস!!!!!
এদেরকে এক ফ্রেমে বাধায়ে রাখতে পারলে ভালো হতো। একটা পারফেক্ট উদাহরন হয়ে থাকতো........কি বলেন!!!!
৩০ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩
রাফখাতা- অপু তানভীর বলেছেন: একদম । পিরিত মানে একেবারে গলায় গলায় !
সব গুলো চেতনার আসল সৈনিক ! এদের রঙ দেখে আর বাঁচি না।
৩| ০১ লা জুলাই, ২০২৪ সকাল ১১:০৭
আরইউ বলেছেন:
গলুর পক্ষে দু‘ চারটা কথা বললে আপনিও ভালো ব্লগার হয়ে যাবেন। গলুর চাই তেল, সে তেলের উৎস কী তা বিবেচ্য নয়। সে তেল পেলে রাজাকারের-জামাত-শিবিরেরর কাছে তার াছা উন্মুক্ত করেও দিতে রাজী আছে।
২৫ শে জুলাই, ২০২৪ রাত ৯:১৯
রাফখাতা- অপু তানভীর বলেছেন: এই কথা তো আর বলার অপেক্ষা রাখে না । তবে গলুর একটা ভাল দিক হচ্ছে সে তার চামচাদের মোটেই ভোলেনা।
৪| ০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ১১:২৬
আরইউ বলেছেন:
পরিবারে এত্ত এত্ত মুক্তিযোদ্ধা থাকতেও এই বস্তু জামাত শিবিরের সাপোর্টার! হা হা হা।
মুক্তিযোদ্ধাদের সন্তানেরা পিছিয়ে পড়া জনগণ নন, তাঁদের কোটার প্রয়োজন নেই
২৫ শে জুলাই, ২০২৪ রাত ৯:২০
রাফখাতা- অপু তানভীর বলেছেন: উনিই না আবার স্বীকার করলেন যে উনার কে জানি রাজাকার ছিল । একই পরিবারে মুক্তিযোদ্ধা আবার রাজাকার ! বাহ !
দারুন ব্যাপার তো !
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩
ভুয়া মফিজ বলেছেন: জামাত সংক্রান্ত ওই স্ক্রীণশটটা আমিও নিয়া রাখছিলাম।
ভুয়া মুক্তিযোদ্ধা আর তার চামচাদের নিয়া লিখলে আপনে কোন কূল-কিনারা পাইবেন না। সময় নষ্ট। বড় শয়তান-ছোট শয়তানের মতো বড় সাইকো-ছোট সাইকো কিংবা বড় হিপোক্রেট-ছোট হিপোক্রেট একেকটা। মানুষকে স্টাডী করা সব সময়েই আমার একটা অন্যতম প্রিয় বিষয়। তারপরেও বলি, ব্লগে না আসলে হিউম্যান সাইকোলজীর এই ডার্ক সাইডটা এইভাবে আমার চোখে ধরা পড়তো না কখনও। অন্ততঃ এইজন্য হলেও আমি সামু'র কাছে কৃতজ্ঞ।