নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

রাফখাতা- অপু তানভীর

আমাকে আপনেরা চিনেন

রাফখাতা- অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

এই পোস্টটি প্রথম পাতায় প্রকাশিত হবে না কিন্তু আলোচিত পাতায় যাবে

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৯

এটা একটা পরীক্ষা মূলক পোস্ট। এই পোস্টটি আমি প্রথম পাতায় প্রকাশ করবো না। দেখা যাক এটা আলোচিত পাতায় কিভাবে নেওয়া যায়।

মন্তব্য ৮১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩০

রাফখাতা- অপু তানভীর বলেছেন: এই পোস্টে একটা লাইক ভিক্ষা দেন। :D

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৮

রাফখাতা- অপু তানভীর বলেছেন: দ্যান একটা লাইক :D

২| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৪

জটিল ভাই বলেছেন:
দিলাম লাইক। খেইল দেখতে চাচ্ছেন?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৯

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আমি তো ভাবছিলাম আমি একাই এই পরীক্ষাটা করবো। আপনি এগিয়ে এলে চলবে।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৫

জটিল ভাই বলেছেন:
ওয়েট করেন, দেখাচ্ছি। আপনি শুধু রিপ্লাই করে যান।

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৯

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আমি আছি কাজ চলুক ।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৯

জটিল ভাই বলেছেন:
কই? এত্তো দেড়িতে রিপ্লাই করলি পরেতো খেইল জম্বিনানে!

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৯

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আরে জমবে না মানে কি ? অবশ্যই জমবে ! দেখেন খালি। :D

৫| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪১

জটিল ভাই বলেছেন:
অকা। বহুততো ব্লগারদের ইন্টারভিউ নিচ্ছেন। এই সুযোগে আপনার ইন্টারভিউটা নিয়া নেই।

কেমন আছেন?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৩

রাফখাতা- অপু তানভীর বলেছেন: ওকা কোন সমস্যা নাইকা । আমি আজকে সারা দিন ফ্রি । তাই ভালা নাই। ফ্রি থাকলে মনে নানান শয়তানীয় বুদ্ধি আসে । এই যেমন এইটা শয়তানী বুদ্ধি এল

৬| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৫

জটিল ভাই বলেছেন:
ওহ্ আচ্ছা। তারমানে আপনারেও শয়তানে লাড়ে-চাড়ে। তা নিজের সম্পর্কে কিছু বলুন। তবে অবশ্যই যতোটুকু বলা নিরাপদ ততটুকু বইলেন।

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৭

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আমার সম্পর্কে আসলে কিছুই বলার নেই । আমি অতি সাধারণ মানুষ। কাজ কাম করি, খাই দাই ঘুরে বেড়াই। এক কালে অনেক প্রেমট্রেম করেছি। তবে বিয়ে টিয়ে করি নাই। বিয়ে মানে শৃঙ্খল। আমার আবার শৃঙ্খল পছন্দ না।

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৮

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আর আমার ব্যাপারে ব্লগের প্রায় সবাই সব কিছু জানে। তারা আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে। সেখানেই অনেক সব কিছু জানা যায়।

৭| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫১

জটিল ভাই বলেছেন:
আররেহ্! প্রেমের টপিকে আরো পরে যাইতাম। তা প্রেমের প্রসঙ্গ যখন নিয়ে এলেন তখন বলুন জীবনে কয়টা প্রেম করেছেন? কয়টা ছেঁকা খাইছেন, আর কয়টা দিছেন? প্রেম নিয়া আপনার ভবিষ্যত পরিকল্পনা কি? একজন আদর্শ প্রেমিকের কি কি গুণাবলি থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৪

রাফখাতা- অপু তানভীর বলেছেন: অথেনটিক হিসাব বললে সাত/আটটা তো হবেই। এই ব্লগেই তোজন ছিল। সেই সময়টা বেশ ভাল ছিল। ছ্যাকা ঠিক খাই নি। বেশির ভাগ ক্ষেত্রেই মিউচ্যুয়াল ব্রেকআপ বলতে পারেন । তবে একজনের কাছ থেকে সেই ধরা খাইছি জীবনে। সেই মেয়ে এমন ভাবে গল্প ফেঁদেছে ধরতেই পারি নি।

আদর্শ প্রেমিকের কোন গুণ নেই। আদর্শ প্রেমিককে হতে হবে বেকার কর্ম হীন। কর্মওয়ালা প্রেমিক কখনই আদর্শ প্রেমিক হতে পারে না।

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৫

রাফখাতা- অপু তানভীর বলেছেন: প্রেম নিয়ে আর কোন পরিকল্পনা নাই। আপাতত সেই বয়স পার করে আসছি । ২০২১ সালের পর আর প্রেমট্রেম করি নাই। এখন শান্তির জীবন পার করতেছি।

৮| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৩

ভুয়া মফিজ বলেছেন: এই পরীক্ষার কোন মানে নাই। রেজাল্ট কি হবে, সেইটা আপনেও জানেন, আমিও জানি। সচেতন সবাই জানে!!!! B-)

লাইক ভিক্ষা!!!!! :P

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৬

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আমার পরিকল্পনাটা অন্য রকম ছিল যদি। আমি আমার ঐ নিক দিয়েই কাজটা করতাম। তবে জটিল এগিয়ে এল বলে কাজটা এভাবে হচ্ছে । ব্লগটা দেখছেন নাকি?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৭

রাফখাতা- অপু তানভীর বলেছেন: ভিক্ষা :D

৯| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৬

জটিল ভাই বলেছেন:
কিন্তু আপনার লিখা পড়েতো অনেকেই আপনাকে ছ্যাঁকাখোর মনে করে, বিষয়টা কিভাবে নেন?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৮

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আমি পারতপক্ষে কষ্টের গল্পলিখি না। এটাই বলতে পারেন আমার গল্পের বৈশিষ্ট্য। আমি তো ছ্যাকা খাই না।

১০| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০০

জটিল ভাই বলেছেন:
আপনি খান না, কিন্তু একের পর এক প্রেমে পরা দেখেতো অনেক পাঠক এমনটা ভাবে। আচ্ছা যদি কখনও আপনার গল্পের আর বাস্তবের সব প্রেমিকা এক হয়ে প্রেমের দাবী নিয়ে আসে, তখন কি করবেন?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৩

রাফখাতা- অপু তানভীর বলেছেন: গল্পের প্রেমিকাদের আসার সম্ভবনা নেই তবে যদি আসে তবে তারা আমার ব্যাপারটা বুঝবে। আমার গল্পের প্রেমিকারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিকা। আর বাস্তবের প্রেমিকা আসার সম্ভবনা একেবারেই নেই। কারণ প্রায় সবারই বিয়ে হয়ে গেছে আমি যতদুর জানি।

১১| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০১

ভুয়া মফিজ বলেছেন: পরীক্ষা করলে ঠিকমতো করতেন। বাংলাদেশ সময় রাত ৮টায় এই পোষ্টটা দিলে ৯টাতেই আলোচিত পাতায় নেওয়া যেতো। লাইক-টাইকের খুব একটা দরকার ছিল না। মন্তব্য দিয়াই কাম সাইরা ফেলতাম!!!!! এখন রাত ১২টার সময় কি আলোচিত পাতায় চেন্জ আসে?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৬

রাফখাতা- অপু তানভীর বলেছেন: সমস্যা হবে না আশা করি। দেখা যাক কোন দিন আসে। প্রতি তিন/চার ঘন্টায় পরপর আসবে। তবে এতেই কাজ হবে আশা করি। লেটস সি !

আটটার সময়ে গেছিলাম নিচে। কাচ্চি খেয়ে আইলাম । আপনি কি খাইলাম আজকে দুপুরে?

১২| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৪

জটিল ভাই বলেছেন:
@ভূম ভাই,
মন্তব্যেরও কোনো দরকার নাই। অটো রিফ্রেশ চালু করলেই যথেষ্ঠ্য। সর্বাধিক পঠিত হিসেবে আলোচিততে চলে যেতো। অপুর ধান্দাটাও মনে হয় এমনই ছিলো। কিন্তু আমি এসে বাগড়া দিলাম =p~

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৭

রাফখাতা- অপু তানভীর বলেছেন: না না অটো রিফ্রেশ না। আমি আমার অন্য নিক দিয়েই মন্তব্য করতাম। আপনি চলে আসায় সেটা আর করতে হল না।

১৩| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৫

ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: ব্লগটা দেখছেন নাকি? তেমনভাবে দেখি নাই। কিসের কথা বলেন? ব্লগে দেখার মতো বিশেষ কিছু কি আর অবশিষ্ট আছে? সামু'র নাম বদলায়ে খামু রাখা উচিত। আওয়ামী খাদক লীগের দখলে থাকা ব্লগের এর চেয়ে ভালো নাম আর কি হতে পারে?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৮

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আরে না এই না । আপনার দুরবীন ব্লগের কথা বলতেছি। একেবারে শেষ পোস্টের শেষ মন্তব্য খেয়াল করেন । আপনাকে মেইলও করছি। মেইলেই আপনার জন্য এডমিন নিক গেছে।

১৪| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৭

জটিল ভাই বলেছেন:
তা এই লিখা-লিখির অভ্যাসটা কিভাবে গড়ে উঠলো? ছোটবেলা হতেই কি বই পড়া আর লিখার অভ্যাস ছিলো? নাকি প্রেমে পরে অভ্যাসটা হলো?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:১০

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আমার ছোট বেলা থেকেই পড়ার অভ্যাস । ক্লাস সেভেন থেকে আমি পাবলিক লাইব্রেরীর সদস্য ছিলাম । ক্লাস সেভেন থেকে ইন্টারমিডিয়েট প্রতি মাসে আমি কম করে হলেও ১৫/২০ টা বই পড়েছি গড়ে। লেখালেখির বেলায় আমি ডাইরিতে লিখতাম গল্প । তবে সে গল্প শেষ হত না। সামুতে এসেই গল্পগুলো শেষ করেছি।

১৫| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৭

ভুয়া মফিজ বলেছেন: @জটিলঃ ''সর্বাধিক পঠিত'' দিয়ে নেয়া যেতো ঠিকই তবে সেটাকে আমার কেমন যেন ছ্যাচরামী মনে হয়!!!! X(

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:১১

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আরে কারো কারো জন্য আলোচিত পাতায় যাওয়া নিয়ে কথা । যেমন পারে গেলেই হল।

১৬| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:১০

জটিল ভাই বলেছেন:
@ভূম ভাই,
হাহাহাহাহা...... অপু আপনার জন্যে ওয়ার্ডপ্রেসে দূরবীন নামে খোলা ব্লগের কথা কইছে। অপুর ঐ কমেন্ট পইড়া আমিও টাস্কি খাইছিলাম। অবাক হইছিলাম কিভাবে সামুর পাসওয়ার্ড অপু পাইলো যে আপনারে দিবো =p~

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:১২

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আরে সামুর পাস আমি কেমনে জানমু। যেহেতু হেতি ঠিক করছে যে আর সামুতে লিখবে না তাই ফেসবুক পাতা থেকে একটা ওয়ার্ড প্রেস ব্লগ ভাল।

১৭| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:১২

জটিল ভাই বলেছেন:
তবেতো আপনার জীবনে সামুর বিশাল অবদান! তা এই ব্লগ সম্পর্কে কিভাবে জানলেন? বিশেষ করে সামুর কথা?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:১৯

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আমি সামুতেই আটশর উপরে গল্প লিখেছি। আমার নিজেস্ব ব্লগেও এখন প্রায় দুইশর মত গল্প আছে। আমি বলছিই না আমার গল্প খুব মান সম্পন্ন । তবে এতো বিপুল পরিলাম লেখালেখি কোন দিন সম্ভব হত না যদি না আমি সামুতে নিক খুলতাম। অবদান তো অবশ্যই আছে।

এই গল্প আমি আগেও বলেছি। আমি মূলতব্লগ লিখে আয় করতে চেয়েছিলাম । সেটার থেকেই গুগলে সার্চ দেই। সেখানেই সামু আসে। প্রথমে কিছুদিন পড়লাম তারপর নিক খুলে ফেললাম।

১৮| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:১৫

জটিল ভাই বলেছেন:
ভুয়া মফিজ বলেছেন: @জটিলঃ ''সর্বাধিক পঠিত'' দিয়ে নেয়া যেতো ঠিকই তবে সেটাকে আমার কেমন যেন ছ্যাচরামী মনে হয়!!!! X(

হাহাহাহাহা..... ভাইরে, এতোকিছুর পরও যে আমরা সামুতে আছি, এইডা কি তারচেয়ে কম ছ্যাচরামী? =p~

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:২০

রাফখাতা- অপু তানভীর বলেছেন: এর থেকে সত্য কথা আর কী থাকতে পারে।

১৯| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:২৪

জটিল ভাই বলেছেন:
দুঃখিত। গল্পটা সেভাবে জানা ছিলোনা আমার। যাইহোক, যদিও জানি অনেক চড়াৎ-উৎড়াই দিয়ে সামুর দিন পার করছেন, তবুও ইন্টারভিউয়ের খাতিরে জানতে চাচ্ছি। সামুতে শুরুর দিকের দিনগুলি আর আজকালের দিনগুলিকে কিভাবে ডিফাইন করবেন?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩৫

রাফখাতা- অপু তানভীর বলেছেন: সেই সময়ের সাথে এখনকার সময়ের কোন তুলনাই হয় না । সেই সময়ে যারা ব্লগে আসতো তারা ছিল আসল মেধাবী ব্লগার। কত পড়ার ছিল তখন । আর এখন ? শেষ কবে আপনি ভাল একটা পড়েছেন বলে আপনার মনে আছে?
এখন মূলত তারাই আসে যাদের আসলে কোন কাজ কর্ম নেই। ব্লগের সব থেকে বড় দুই বেকার তো চেনেন। এছাড়া বাকি যারা আসে তারাও আসে কেবল মাত্র টাইম পাস করতে। ভাল খাটা খাটনি করে লেখার মনভাব কারো নেই।

সামুর প্রতি একটা আলাদা ভালবাসা তৈরি হয়েছেবলেই এখনও আসি । নয়তো এখানে আসার কোন কারণ নেই।

২০| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩১

ভুয়া মফিজ বলেছেন: জটিল ভাই বলেছেন: এতোকিছুর পরও যে আমরা সামুতে আছি, এইডা কি তারচেয়ে কম ছ্যাচরামী? =p~ আমি এখন অর্ধ-ছ্যাচড়া। ব্লগে আমি শুধু মন্তব্য করি এখন। :P

@অপুঃ মেইল পাইছি। আপনার নাম না থাকায় কোন লিঙ্ক ক্লিক করি নাই। আননৌন কোন কিছুতে আমি ক্লিক করি না। যাই হোক, জানলাম। এখন দেখবো। ফেবু আর পার্সোনাল ব্লগের মধ্যে কি কি সুবিধা-অসুবিধা? আমার পরিস্কার ধারনা নাই। পারলে ইন ডিটেইলস জানায়েন।

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩৯

রাফখাতা- অপু তানভীর বলেছেন: ফেবুর সাথে আমার কেন জানি লেখালেখি ব্যাপারটা ভাল ভাবে যায় না। ভাল লেখালেখির জন্য ব্লগই চমৎকার। ফেসবুক পেইজ এখন যে কোন সময় উড়ে যেতে পারে। একেবারে সব গায়েব হয়ে যাবে। এর থেকে ব্লগে থাকুক নিরাপদ। এটা যদিও ফ্রি ব্লগ আপনি চাইলে আমি একেবারে আস্ত কাস্টম ডোমেইণ দিয়েও ব্লগ তৈরি করে দিতে পারি । আমারটা যেমন আছে অপুতানভীর ডট কম আপনারটা হল ধরে ভুয়ামফিজ ডট কম কিংবা দুরবীন ডট কম। এই টাইপের। আপাতত আপনার পুরানো কিছু ফিচার লেখা আমাকে ডক ফাইলে পাঠায়েন । আমি আপলোড করে দিব ব্লগে।

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪১

রাফখাতা- অপু তানভীর বলেছেন: ফেসবুক এখন খুব ভলনারেবল।কথায় কথায় রেসটিশন আর পেইজ আইডি ডিজেবল হয়ে যায়। লেখালেখির জন্য ফেসবুক একমাত্র অপশন থাকা উচিৎ না।

২১| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৩

জটিল ভাই বলেছেন:
শেষ কবে পড়েছি না, এখনও পড়ি। এখনও যে একদম কোয়ালিটিফুল লিখা আসেনা সেটা বললে ভুল হবে। কিন্তু খুব খুব খুবই কম, আর কদর নেই। তাই এখন আর সামুর মাধ্যমে লেখক তৈরী হচ্ছে না। সত্যিই শুধু টাইম পাসের জন্যে সামু বেছে নেওয়া। এখন যারা আছি কেউ কারো চাইতে কম বেকার নই। তা যেহুতু দুজনের কথা টেনে এনেছেন তাই জানতে চাইবো আপনি বা অনেককে তাহারা যেভাবে ট্রিট করে সেটাকে কিভাবে নেন? এক্ষেত্রে কর্তৃপক্ষের থেকে আশাটাই কিরূপ বেঁচে আছে?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫১

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আসলে এটা কর্তৃপক্ষের করতে দেয় বলে করতে পারে। আর কিছুই না।
কার আচরন ঠিক হবে আর কারটা ঠিক হবে না সেটা কর্তৃপক্ষ খুব ভাল করেই জানে।

২২| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫২

ভুয়া মফিজ বলেছেন: জটিল ভাই বলেছেন: এখনও যে একদম কোয়ালিটিফুল লিখা আসেনা সেটা বললে ভুল হবে। কিন্তু খুব খুব খুবই কম, আর কদর নেই। তাই এখন আর সামুর মাধ্যমে লেখক তৈরী হচ্ছে না। খুব তিক্ত একটা সত্য কথা যদি বলি, তাহলে দুঃখের সাথে বলতে হয় সামু এখন ডেড হর্স। আর এটার জন্য পুরাপুরি দায়ী সামু'র কর্তৃপক্ষ। একটা সম্ভাবনাকে নষ্ট করার সাম্প্রতিক উদাহরন হলো এটা; ঠিক যেমনটা জাতীয় ক্ষেত্রে জুলাই বিপ্লবের প্রায়-ব্যর্থ হয়ে যাওয়া কিংবা প্রিসাইসলি বলতে গেলে ব্যর্থ হওয়ার সব রকমের আয়োজন সম্পন্ন করা।

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫৮

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আসলে সময়টাই এখন আর ব্লগিংয়ের নেই। দিন দিন কমিউনিটি ব্লগের সময় শেষ। এখন মাত্র সেই সব ব্লগই টিকে আছে যাদের যেসব ব্লগ থেকে টাকা আয় করা যায় । এখন মানুষ অন্য মাধ্যম গুলোতে বেশী ঝুকছে।

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:০৭

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আসলে আমি এখানে একটু দ্বিমত রাখি । জুলাই বিপ্লব হয়েছিল শেখ হাসিনে গদী থেকে নামানো। সেটা হয়েছে। বিপ্লব এখানেই সফল । এখন বিপ্লব পরবর্তি সময়ে সংস্কার কাজ কতটুকু হয় সেটা হচ্ছে দেখার ব্যাপার। আর সেই সাথে আওয়ামীলীগের বিচার। সর্ব শেষ হচ্ছে একটা সুষ্ঠ নির্বাচন । যদি ইউসুফ সরকার ঠিক মত নির্বাচন না করতে পারে তাহলে এই সরকার ব্যর্থ হবে। দেখা যাক কী হয়।

২৩| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫৫

জটিল ভাই বলেছেন:
আচ্ছা, সবাইকে যেই প্যাঁচে ফেলেন সেই প্যাঁরা এবার আপনাকে দেওয়া যাক। যদি একদিনের জন্যে মডু হন তবে সর্বোচ্চ ক্ষমতাবলে কি কি করবেন?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:০৩

রাফখাতা- অপু তানভীর বলেছেন: যে যে নিক গুলো কর্তপক্ষ একবার চুড়ান্ত ব্যান করেছে, এই রকম সব নিককে গাঢ় ধরে বের করবো। মাল্টিনিকে অপশন শুধু মাত্র তাদেরটাই রাখবো যারা কেবল নিজের পরিচয় লুকিয়ে ব্লগিং করতে চান। তাও আবার মাত্র একটা। বাকি সব বন্ধ । কপিপেস্ট করলে প্রথমবার ওয়ার্নিং পরেরবার করলে সরাসরি ব্যান। সমালোচনা বাদ দিয়ে কেউ বেহুদা ভাবে কাউকে বিরুপ মন্তব্য করে তাহলে একেবারে গাঢ় ধরে বের করে দিব। মানে আপনি একটা পোস্ট পড়ে যদি বলেন যে আপনি লিখতে পারেন না তাহললে ব্যাখ্যা করে বলতে হবে যে এই পোস্টে সমস্যা কোথায়। যদি তেমনটা না বলতে পারেন আপনি ব্যান খাবেন ।

২৪| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫৯

জটিল ভাই বলেছেন:
@ভূম ভাই,
আপনার সঙ্গে জুড়ালোভাবে সহমত। কিন্তুু সামুর এখনের অবস্থায়ও সেই ফ্যাসিস্টদের শেষদিনের মতো প্রশ্ন, "বিকল্প কই?" ঢাবিয়ান ভাইয়ের পোস্টে করা আপনার মন্তব্যের বরাত দিয়ে বলি, জুলাই বিপ্লবে রাজনৈতিক জ্ঞাণহীণ ইনূসকে পেয়েছেন। সামুর বিপরীতে ফেইসবুক কি তারচাইতেও বেশি বেকুব নয়? :(

২৫| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:০৫

জটিল ভাই বলেছেন:
হায়! হায়! একাধিক মাল্টি না রাখতে পারলে শায়মা আপুর কি হবে? আচ্ছা যদি আপনাকে সামুতে অন্যকোনো ব্লগার হিসেবে এ্যাক্ট করতে বলা হয়, তবে কার হয়ে এ্যাক্ট করতে সাচ্ছন্দবোধ করবেন?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:০৯

রাফখাতা- অপু তানভীর বলেছেন: শায়মা আপুর বেলাতে একটু ব্যতিক্রম নিয়ম করাই যায়! ;)

কারো হয়ে এক্ট করতে পছন্দ করবো না। কারণ আমার স্বভাব কারো মতই না। আর মাঝে মাঝে আমার কয়ারা ওঠে । তাই কারো সাথেই মিলবে না।

২৬| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:১৩

জটিল ভাই বলেছেন:
শায়মা আপুর বেলাতে একটু ব্যতিক্রম নিয়ম করাই যায়! ;) এই যে দেখুন, স্বজনপ্রীতি কিন্তু শুরু হয়ে যাচ্ছে =p~
আচ্ছা, আপনার সবচাইতে অপছন্দের এবং বিরক্তিবোধক ব্লগারটির আইডি যদি কখনো প্রমাণিত হয় যে শায়মা আপুরই মাল্টি, তখন কি করবেন?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:১৯

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আরে শায়মা আপুর জন্য এই অপবাদ না হয় সহ্য করেই নিলাম।

নাহ এটা সম্ভব না। কোন ভাবেই না।

২৭| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:২১

জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা..... তবে কর্তৃপক্ষও হয়তো তাদের ততোটাই ভালবাসে যতোটা ভালোবাসা আপনার বা আমাদের শায়মা আপুর জন্য।
আচ্ছা, ব্লগারদের অজ্ঞাত আপনার মাল্টি নিকের পরিমাণ কতো? এগুলোর উদ্দেশ্য কতোটা সফল? এদের দিয়ে সবচেয়ে বড় রিভেঞ্জ কি ছিলো?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:২৫

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আমার বর্তমানে মাল্টি নিক নাই খুব একটা । এই নিকটা বলতে পারেন আমার মাল্টি। আর একটা নিক আছে যেটা আমার একবন্ধুর । বিশ্ববিদ্যালয়ে থাকা কালিন ব্লগে আমরা একসাথে লিখতাম। সে এখন আর ব্লগে আসে না। সেই নিকের আইডি পাস আমি জানি। চাইলে ঢুকতে পারি।

২৮| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:২৬

জটিল ভাই বলেছেন:
আচ্ছা, যদি আপনাকে সামুর এ্যাডভাইজর নিয়োগ দেওয়া হয় তবে সামুর উন্নয়নে কি কি করবেন?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩০

রাফখাতা- অপু তানভীর বলেছেন: এই দায়িত্ব আমি নেবই না। এই কাজ সম্ভব না এখন আর!

২৯| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩১

জটিল ভাই বলেছেন:
আপনার শুরুতে বলা আদর্শ প্রেমিকের সংঙ্গা "আদর্শ প্রেমিককে হতে হবে বেকার কর্ম হীন" অনুযায়ী আপনার সবচাইতে অপছন্দের ব্লগারকে কি আদর্শ প্রেমিক হিসেবে উল্লেখ করতে পারি? কারণ, তারচাইতে কর্মহীন মনে হয় না আর কেউ আছে।

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৬

রাফখাতা- অপু তানভীর বলেছেন: নাহ! এই গুণও হবে না তার।

৩০| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৭

জটিল ভাই বলেছেন:
আমার প্রশ্নের চাইতে আপনার উত্তর নিতান্তই সংক্ষিপ্ত। একি আমার ইন্টারভিউ গ্রহণের ব্যর্থতা?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪০

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আমি অবশ্য সব সময়ই এমন । সব কিছু কম কম বলেই শেষ করি। এটা আমার একটা অভ্যাস বলতে পারেন ।

৩১| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৯

ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: আসলে আমি এখানে একটু দ্বিমত রাখি । জুলাই বিপ্লব হয়েছিল শেখ হাসিনে গদী থেকে নামানো। জুলাই বিপ্লবের এক্সপ্লিসিট লক্ষ্য ছিল ফ্যাসিস্ট হাসিনাকে গদি থেকে নামানো। সেটা সফল হইছে। আর ইমপ্লিসিট লক্ষ্য ছিল বাংলাদেশ যেন আবার কোন ফ্যাসিস্টের কবলে না পড়ে, সেটা ঠেকানো। এখানেই ব্যর্থ হওয়ার জোড়ালো সম্ভাবনা দেখা যাচ্ছে। সেজন্যেই প্রায়-ব্যর্থ। আবার আরেকটা ফ্যাসিস্টের উত্থানই যদি হয়, তাহলে এতো রক্ত দেয়া মুল্যহীন হয়ে যায়।

জটিল ভাই বলেছেন: @ভূম ভাই, আপনার সঙ্গে জুড়ালোভাবে সহমত। কিন্তুু সামুর এখনের অবস্থায়ও সেই ফ্যাসিস্টদের শেষদিনের মতো প্রশ্ন, "বিকল্প কই?" ঢাবিয়ান ভাইয়ের পোস্টে করা আপনার মন্তব্যের বরাত দিয়ে বলি, জুলাই বিপ্লবে রাজনৈতিক জ্ঞাণহীণ ইনূসকে পেয়েছেন। সামুর বিপরীতে ফেইসবুক কি তারচাইতেও বেশি বেকুব নয়? সামু এখন বেকুবীর যেই লেভেলে অবস্থান করছে সেখান থেকে তাকে কেউ হঠাতে পারবে না। এমন কি ফেইসবুকও না। সামু এখানে এক এবং অনন্য!!! :-B

''কঙ্কাবতী রাজকন্যা'' রাজকন্যা বলে তার জন্য আলাদা নিয়ম করার দরকার নাই। ইন ফ্যাক্ট, কারো জন্যই দরকার নাই। হার্মলেস মাল্টি একজন যতো খুশী খুলতে পারে। এতে সমস্যা দেখি না।

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪৮

রাফখাতা- অপু তানভীর বলেছেন: ক্ষমতা বড় ভয়ংকর জিনিস । আর বাঙালি সাথে ক্ষমতা মিক্স ভয়ংকর। সব থেকে ভাল মানুষটাকেও কলুষিত করে ফেলবে। এটাই হচ্ছে সমস্যা।
আরেকটা ফ্যাসিবাদের জন্ম যদি হয় তবে এই বিপ্লব মূল্যহীন । এই ব্যাপারে একমত।

মাল্টি চালু থাকতে পারে কিন্তু একটা কঠিন নিয়ম হতে হবে যে যদি একটা নিকে কোন অন্যায় করে, এবং সেটা নীতিমালার আওতায় আসে তাহলে সব নিকেই একই অবস্থা হবে। কোন নিক একবার ব্যান খাইলে সব নিক নিক ব্যান খাবে।

৩২| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪১

জটিল ভাই বলেছেন:
আবারো একটু আপনার ব্যক্তিগত প্রসঙ্গে আসি। আপনার এই ব্লগিং বা লিখালিখি বিষয়ে কি পরিবার জানে? জানলে বিষয়টাকে কিভাবে দেখে?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪৯

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আসলে আমার বাড়ির লোকজন এসব ঠিক বোঝে না। তবে তারা জানে আমি ব্লগ ফেসবুকে লিখি। মা মাঝে মাঝে ফোন করে বলে আমি যেন ইন্টারনেটে কিছু না লিখি। এই পর্যন্তই।

৩৩| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫০

জটিল ভাই বলেছেন:
আপনি বলছিলেন, "বিয়ে মানে শৃঙ্খল। আমার আবার শৃঙ্খল পছন্দ না।" তাতেতো আপনার ভবিষ্যত প্রজন্ম হুমকির মুখে! আচ্ছা, ইদানিংতো প্রায় শুনু প্রেমিকা বাচ্চা নিয়ে এসে বাড়ির সামনে অনসনে বসেছে। একজন স্বনামধন্য লেখক এবং খ্যাতিমান প্রেমিক হিসেবে যদি দয়া করে আপনার কোনো প্রেমিকা এইরূপ অনসন শুরু করে, তখন কি করবেন?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৩

রাফখাতা- অপু তানভীর বলেছেন: নাহ, এই টাইপের ঘটনা হওয়ার সম্ভবনা নাই বললেই চলে। আমার সাথে প্রেম করার একটা ভাল দিক হচ্ছে আমার প্রেমিকাদের বেশ ভাল জায়গায় বিয়ে হয়। মানে আমার প্রাক্তনদের বরেরা সবাই আমার থেকে ভাল অবস্থানে। সেই হিসাবে তাদের ছেড়ে আমার কাছে আসার কোন কারণ নেই। আর যদিও আসেও আমি পেছনের দরজা দিয়ে গায়েব হয়ে যাবে।

৩৪| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৩

ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: কাচ্চি খেয়ে আইলাম । আপনি কি খাইলাম আজকে দুপুরে? আজকে শনিবার হওয়াতে বেশ আগে কম্পাইল করা একটা তেহারীর রেসিপি কামে লাগাইলাম। নতুন স্টাইলের তেহারী। বোনলেস চিকেন দিয়া। দারুন হইছে। কাজেই খাওয়া দাওয়া হলো সেই লেভেলের। হাসের মতো গলা পর্যন্ত খাইলাম। এখনও ঢেকুর তুললেই বাসমতি চাউল বের হয়ে আসতেছে!!!!! =p~

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৮

রাফখাতা- অপু তানভীর বলেছেন: শনিবার এখন আমার ছুটির দিন। সারা দিন বাসায় লেপের নিচে। সারাদিন খাওয়ার উপরে ই আছি। দুপুরের খাওয়াটাও বেশ জম্পেস হইছে। টমেটোর চাটনি, আলু ভর্তা, বেগুন ভাজি, মুরগির রোস্ট আর ডাল । সাথে সাদা ভাত। রাতে এখন আমি রুটি খাই । ভুড়ি মোটা হয়ে যাচ্ছে । কিন্তু সপ্তাহে একদিন কাচ্চি বা মোরগ পোলাউ । আজকে সেই দিন ।

দেশে আইলে দাওয়াত দিয়েন, কেমন লাগে দেখমুনে।

৩৫| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৪

জটিল ভাই বলেছেন:
যদি সেই প্রেমিকা সুদূর কঙ্গো বা সোমালিয়া হতে আপনার প্রেমের টানে ছুটে আসে, তখন এভাবে পেছনের দরজা দিয়ে পালানো সি ঠিক হবে?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৯

রাফখাতা- অপু তানভীর বলেছেন: শুধু মাত্র জাপানিক কন্যা যদি আসে তাহলে হয়তো পালাবো না। কদিন থেকে জাপানিক ভাষা শিখতে শুরু করেছি। জাপানের কফুতে গিয়ে থাকব ঠিক করেছি।

৩৬| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:০০

জটিল ভাই বলেছেন:
আপনার প্রাক্তদিগের স্বামীর অবস্থা আপনার চাইতে বেটার। সেক্ষেত্রে আপনার অবস্থানটা যদি জাতিকে জানাতেন। এই মাসে মাসে আয়-ইনকাম কেমন, সুইস ব্যাংকে কয়টা একাউন্ট আছে, কোন গাড়ি ব্যবহার করেন, বেগম পাড়ার বাড়ির নাম্বার কতো, আর দেশের স্বার্থে এবার কতো ট্যাক্স দিলেন?

১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৫

রাফখাতা- অপু তানভীর বলেছেন: পুরুষ মানুষকে তার আয় রোজগার জিজ্ঞেস করতে নেই। তবুও যখন করেছেন বলি। আমার আয় রোজগার দিয়ে ঢাকাতে খুব ভাল ভাবেই হেসে খেলে টিকে দিন পার করছি । খাওয়া দাওয়া ঘোরাফেরা এসব জিনিস খুব ভাল ভাবেই কাভার হয়ে যাচ্ছে। বাসায় কিছু টাকা যায়। এবার একটা অনুমান করে নিন।
টেক্স ফেক্সের কথা গোপন থাকুক।

৩৭| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৬

জটিল ভাই বলেছেন:
শেষ পর্যায়ে আপনার পছন্দ-অপছন্দের কথা কিছু বলুন।

১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:১১

রাফখাতা- অপু তানভীর বলেছেন: জীবনের এই পর্যায়ে এসে এখন সব কিছু বদলে গেছে। এই পাঁচ বছর আগেও আমি যেমনটা ভাবতাম এখন তার কিছুই ভাবি না। সব কিছু বদলে গেছে।
আমার পছন্দের কাজ হচ্ছে শুয়ে শুয়ে বই পড়া। দুই মাসে একবার পাহাড়ে ঘুরতে যাওয়া । ব্যাস আমার আর আসলে আর কিছু চাওয়ার নেই।
আর অপছন্দের ব্যাপার হচ্ছে কেউ যখন আমার ব্যাপারে বেহুদা নাক গলায়। দুনিয়ার বেশির ভাগ মানুষকে পছন্দ করি না। আবার তাদের অপছন্দও করি না। তারা বাঁচুক মরুক তাতে আমার কিছুই যায় আসে না। আমি আমার মত থাকতে পছন্দ করি । কেউ আমার পেছনে না লাগলে আমি কখনই তার পেছনে লাগি না। কিন্তু কেউ পেছনে লাগলে তাকেও ছাড়ি না।

এতো সময় থাকার জন্য ধন্যবাদ। শুভ রাত্রী।

৩৮| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৬

রাফখাতা- অপু তানভীর বলেছেন: যাই হোক বারোটা পার হয়ে গেছে । এখন বিদায় নিই। কাল সকালে আবার কামলা দিতে যাইতে হবে। খোদা হাফেজ। আবারও কথা হবে।

৩৯| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৯

জটিল ভাই বলেছেন:
ইন্টারভিউও শেষ। শেষ পর্যায়ে শুধু জাতির উদ্দেশ্যে কিছু বলে দিয়েন।
আর ইন্টারভিউটা কি আপনার না আমার নিক হতে পোস্ট হবে?
ফিআমানিল্লাহ্।

১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:১২

রাফখাতা- অপু তানভীর বলেছেন: জাতির উদ্দেশ্যে একটাই কথা যে সবাই ভাল থাকুন সুস্থ থাকুন । শরীর ও মনের যত্ন নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.