নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
আমি পারি না । আমি পারব না । আমার দ্বারা সম্ভব নয় । অনেক কঠিন কাজ আমি করতে পারব না । এতো অসম্ভব । কি কথা গুলো নিয়ে ভাবছেন । তাই না । হ্যা এই কথা গুলো আমরা জীবনের কোন না কোন এক সময় বলেছি । এবং তার উপর বিশ্বাস ও করেছি । কিন্তু এই কথা গুলো ভুল । সত্যিকার অর্থেই ভুল ।
আপনি যদি মনে করেন আপনি পারবেন না তবে আপনি পারবেন না । কারন আপনি শুরুতেই বলে দিয়েছেন আপনি পারবেন না । এটা আপনার মনের ইচ্ছা শক্তিকে দমিয়ে দিয়েছে । কেউ যখন বলে সে পারবে না তার মানে এই নয় যে সে পারে না । আসলে চেষ্টা না করে যদি বলেন যে পারবেন না । তবে এটা বোকামী ছাড়া আর কিছুই নয় ।
যদি আদিম মানবরা আগুন না জ্বালাত আজও হয়ত আমাদের সেবাবেই থাকতে হত । যদি বিজ্ঞান এর সুদূর প্রসারী না হত হয়ত আমরা আজও সেই গুহা মানবের যুগে থাকতাম ।
যদি বিল গেটস চেষ্টা না করত অথবা বলত আমি পারব না তবে সে আজ মাইক্রোসফট এর প্রতিষ্টাতা হতে পারত না ।যদি তেনজিং নোরগে আর স্যার এডমন্ড হিলারি মাঝ পথেই ফিরে আসতেন তবে হয়ত আজও এভারেষ্ট জয় হত না । যদি আমাদের ভাষার জন্য কেউ প্রান না দিত তবে হয়ত অন্য ভাষায় আজ কথা বলতে হত । দেশ হয়ত স্বাধীন হত না ।
কেউ এক দিন আমাকে বলেছিল আমি পারি না । পারব না । আসলে সময়ের সাথে সব কিছু যেমন মানুষের মানিয়ে নেয়ার ক্ষমতা বাড়িয়ে দেয় । আবার অনেক কিছু বদলেও দেয় ।
আসলে বিশ্বাস ,ইচ্ছাশক্তি আর চেষ্টা এই তিনের সমন্বয়ে অসম্ভব কেও সম্ভব করা যায় । জয় করা যায় যে কোন কিছু ।
By অপু দ্যা গ্রেট
©somewhere in net ltd.