নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
আজকের প্রজন্ম শহীদ জননী জাহানারা ইমাম কে চেনে না । তারা হানি সিং এর লেটেস্ট গান কোনটা এসেছে তাই নিয়ে ব্যস্ত ।
.
প্রজন্ম মুক্তিযুদ্ধো কি , কেন হয়েছে তা খোজে না । বরং এবার ইদে কোন পোশাক টা আসছে সেটা খোজে ।
.
প্রজন্ম আজ রুমি ,বদি ,জুয়েল কে মনে করে না । তারা গেম অফ থ্রোনস নিয়ে ব্যস্ত ।
.
প্রজন্ম জানে না বুদ্ধিজীবীদের কেন মারা হয়েছিল । বরং প্রশ্ন করে এই মুক্তিযুদ্ধো আবার কি ।
.
জননী থাকলে বলতেন "" রুমি আমাকে ক্ষমা করে দিস । তোকে যুদ্ধে পাঠানো ঠিক হয়নি । বরং বিদেশ থেকে ডিগ্রীটা আনলে ভাল করতি । ""
২১ তম মৃত্যুবার্ষিকিতে জননী তোমার কাছে ক্ষমা চাই । আমরা ব্যর্থ ।
ক্ষমা করে দিও জননী ।
©somewhere in net ltd.