নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
আজ ফেলানী হত্যার রায় দিয়েছে । আমি কিন্তু খুব খুশি । ভাষা পাচ্ছি না কি করে প্রকাশ করবো । ভাবতেছি মিষ্টি নিয়ে বিএসএফ সদস্য এর বাড়ি যাব । কোলাকুলি করবো । সেলফি ,কুলফি ,মালাইফি সব তুলবো । তাদের মিষ্টি মুখ করাবো ।
.
কি ভাবছেন আমি কি বলছি । আর কি বলার আছে । প্রথমবার ভুল বলে মেনে নেয়া যায় কিন্তু দ্বিতীয় বার সেই একই ভুল কিভাবে । এটা যে প্রহসনের বিচার তা তো বুঝতেই পারছি । শাক দিয়ে আর কত মাছ ঢাকবেন । ইন্ডিয়ার দাদা কষ্ট পেলে বুঝি আপনাদের গায়ে ফোস্কা পরবে । তারা আমাদের সব কিছু দেয়া বন্ধ করে দিবে । চাল ,ডাল, তেল, নুন ,এগুলো আর আসবে না। ইশশ না খেয়ে মরে যাব যে ।
.
যদি তাই মনে করেন তবে যেনে রাখুন আমি চাই না এসব । আমি চাই না এই দয়া । যেখানে আমার সঠিক অধিকার আমি পাবো না আমি তাকে আমার বন্ধু ও বলব না । যেনে রাখুন আমরা খাদ্যে সয়ংসম্পূর্ন । যেনে রাখুন আমাদের দেশে তৈরি হয় সব । আমরা চাইলেই পারি । আমরা হলাম বীরের জাতি ।
.
তাই আমি এই বিচার মানিনা ।
সরি ফেলানি । কিছুই করতে পারিনি ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১:৪৭
রূপক নাহিদ বলেছেন: আমিও