নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
আর কত রক্ত দেখব আমরা । এভাবে চললে এক দিন তারা মাথায় উঠে আসবে আর নাচানাচি করবে । এর জন্য দায়ী বিচারহীনতা ।
.
আসলে আমরা কান পর্যন্ত যেতে পারিনি । কান টানলেই মাথা চলে আসত । কান টা টান দেয়া প্রয়োজন ।
কলমের শক্তি চাপাতির চেয়ে বড় । সেটা প্রমানের সময় এসে গেছে ।
.
দেখেতে চাই না আর কোন রক্ত । শুধু চাই মুক্ত ভাবে বলার স্বাধীনতা ।
©somewhere in net ltd.