নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
আজ তোমাদের দেশ প্রেম দেখিয়া আমি বড় ই আবেগে আপ্লুত হইয়া গিয়েছি । এতু আবেগ ক্যারে আমার । কাইন্দা দিমু । মনে লয় ।
.
আচ্ছা সেদিন কোথায় ছিলে যেদিন উতসব আনন্দের দিনে কিছু মানুষ রুপী হায়েনারা তোমাদের ই বোন উপর ঝাপিয়ে পরেছিল । সেদিন কোথায় ছিলে যখন হাজারো মানুষের ভীড়ে লুন্ঠিত হয়ে ছিল তোমাদের ই কোন মা বা বোন । সেদিন কোথায় ছিলে যেদিন মাক্রোবাসে ধর্ষিত হয় মেয়ে । সেদিন কোথায় ছিলে যেদিন রাজান ,রাকিন এর মত শিশু নির্যাততি হয় । সেদিন কোথায় ছিলে যেদিন বখাটেদের উতপাতে আত্মহত্যা করে কিশোরী । সেদিন কোথায় ছিলে যখন মায়ের সামনে ধর্ষতি হয় মেয়ে । সেদিন কোথায় ছিলে যেদিন প্রকাশ্যে খুন হয় কিশোর ।
,
কোথায় ছিলে সেদিন ?? কোথায় ছিল তোমাদের বিবেক ?? কোথায় ছিল তোমাদের মানবতা ??
.
আজ যে বড় চেতনাধারী হয়ে গেছো । বিবেক আজ এত জাগ্রত হলো কি করে বুজিয়া উঠিতে পারিতেছি না । রাত ভর তাহাকে দেখিয়া চেতনাকে দাড়া করাও আর মনোস কামনার তৃপ্তিতে ডুবে থাক । আজ বড় বিবেকবান তোমরা । বড় ই অদ্ভুদ ।
.
আজ তোমাদের দেখে বলতে হয়
"" ১৮ কোটি মানুষের ,হে বঙ্গ জননী !
রেখছো বাঙ্গালি করে বিবেকবান করনি ""
২| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪৬
প্রতিবাদী আর যুক্তিবাদি বলেছেন: আপনি যেখানে ছিলেন তারা সেখানে ছিল না। কারণ খুব সহজ। তারা এসবের প্রতিবাদ করে বা সামনে ঘটলে প্রতিরোধ করে। আপনি তাদের নিন্দা করছেন।
আর যেসকল বিবেকবান মানুষ ধর্ষণ, হত্যা, নির্যাতনের নিন্দা, প্রতিবাদ, প্রতিরোধ করে তাদের নিন্দা তো তারাই করবে।
কারা করবে বুঝায়া দিতে হবে নাকী।
আপনে ভাই কারে রেপ করছ্নে?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
অপু দ্যা গ্রেট বলেছেন: যদি থাকত তবে এই লেখাটা লিখতাম না ।
৩| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন: উনাদের ঈমানদন্ড দুর্বল । সে এলে যতটুকু অবশিষ্ট, তা-ও চলে যাবার সমূহ সম্ভাবনা আছে । কোলকাতা হার্বাল ব্যবহার করাতে হবে । খারাপ হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও যে খারাপ হয় না, সে-ই প্রকৃত ঈমানদার ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
অপু দ্যা গ্রেট বলেছেন: একমত
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৭
প্রামানিক বলেছেন: ক্যারে ক্যারে আমনে এ কথা কইতেছেন ক্যারে ?