নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

ছাগুদের থেকে মুক্তি কি মিলবে ?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

শুনেছি এবার মুশফিকুর রহিমের উপর হামলা হল । সরি ভুল হয়েছে । আসলে মুশি তার ফেসবুক পেইজে নাকি নিজ হাতে কোরবানি করার ছবি দিয়েছে । তাই নিয়ে নাকি কিছু ছাগু পাগুদের চুলকানি শুরু হয়েছে । তারপর মিস্টার ডিপেন্ডেবল নিজেই নাকি ছবি রিমুভ করে দিয়েছে ।
.
সেটা যাই হোক না কেন । আল্লাহ যখন সবাই কে কমনসেন্স ভাগ করে দিচ্ছিল তখন কি প্রকৃতির ডাকে সাড়া দিছিলেন নাকি । আরে ছাগুর দল এত প্রশ্ন কেন করে বেড়াস । সে পরহেজগার কিনা ?? নামাজ পরে কিনা ?? তার এইটা ঠিক হয় নাই ?? নিজে কেন কোরবানী করল ?? ব্লা ব্লা ব্লা ।
.
সে তার ভাল নিজেই বোঝে । তার কি করা উচিত অনুচিত তা বোঝার যথেষ্ট বয়স হয়েছে । ছাগলের তিন নাম্বার বাচ্চার মত খালি লাফা লাফি কইরেন না ।
.
আরে তোদের মত ছাগু গুলা না বুঝেই খালি চিল্লায় । তোরা তো কার বউ কেমন ?? তা তারে দেখতে কেমন ?? সে কেন এই মেয়ে বিয়ে করল ?? এই সব সারা দিন ঘেটে বেড়াস । আরে তোরা নাসিরের বোনের নিয়া যা করছিলি ।
.
আসলে তোদের ধরে ধরে রিমান্ডে নিয়ে গরম ডিম আর শুকনা মরিচ পাছায় দেয়া । আর উল্টা ঝুলাইয়া রাখা । তাতেও যদি একটু হয় ।
.
পুনশ্চ : নিরাপত্তার কারনে অস্ট্রেলিয়া দলের আসতে দেরি হবে ।
দেশের পরিস্থিতি খুব ভাল খালি গুলশানে এক ইতালিও ট্রাভেলার গুলি খেয়ে মারা গেছে ।
দেশে কোন জঙ্গী নেই । দুই দল ই এক মত ।
.
হু যতসব ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩১

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: ঠিক বলছেন

০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

অপু দ্যা গ্রেট বলেছেন: ধন্যবাদ

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩১

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: ঠিক বলছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.