নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

কিছু মজার সেলফি এবং ক্যাপচার !!!!!!! ( ছবি ব্লগ )

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪


১) আল্লাহ আমারে বাচাও



২) ইয়াহু আমরা সবার উপরে



৩) আমার মাথা ঘুরান্টি দিতাছে



৪) এইটা কি বাথ


৫) এই বার আমারে বেষ্ট সেলফি এওয়ার্ড দিব


৬) ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে


৭) একি নাচতেছে নাকি গাড়ি সারছে


৮) কুলার লাগবে


৯) ট্র্যাক্রোলার


১০) ও প্রিয়া ও রিয়া তুমি কুথায় !!!!!!!


১১) ড্রাইভার চাই !!!!!!


১২) বাক্সটবল খেলতে আইছস নাকি মশকরা করতে ।


১৩) পিকে লক । পাওয়া যাচ্ছে কাছের দোকানে ।


১৪) কি জিনিয়াস রে বাবা ।


১৫) কিং ফিসার ফুচকা


১৬) হোম ড্রাইভ ট্রেনিং সেন্টার


১৭) হোয়াটে আইডিয়া .।.।.।


১৮) মোট-রিক্সা !!!!!


১৯) লাফ দিছিরে কিন্ত প্যারাসুট খুলতাছে না


২০) আর কি আমায় পায়


২১) আয় আমরা খেলি


২২) সেলফি তোলার আর জায়গা পায় না


২৩) আমি পানির উপর শুইতে পারি


২৪) পাফি


২৫) এইডা কি কোন ফি


২৬) ইহার পর সে ভুলে গেছে সে কে


২৭) মহাকাশে আইশা সেলফি হবে না । তাকি হয় ।


২৮) উচ্চ শিক্ষা গ্রহন


২৯) আমরাও পারি


৩০) বুঝতাছিনা । মনে হয় রংধনু ।



ছবি নেট থেকে সংগ্রহ

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: খাইছে!!!!!!!!!!!!

কি সব সেলফি লেগফি কোন ফি দিলেন!!! মাথা ঘূরতাছে ;)

রংধনু ফি বইরা কা আর কাটানি যাইব! তাসলীমা আফারে মেইল কইরা দেন রংধনুফিতে উনার বহুদিনের খায়েশ পুরা হইতে দেইখা ওম শান্তি বইলা পরম শান্তি অনুভব করার সম্ভাবনা শতভাগ!!!! ;) =p~ =p~

০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

অপু দ্যা গ্রেট বলেছেন: ইহা তসলিমা আফার মাথা ঘুরাইয়া দিতে সক্ষম হইবে আশা রাখি ।

তবে রংধুন ফি আমিও দেখুম আশায় আছি ।

২| ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০১

রক্তিম দিগন্ত বলেছেন: ছবি দেইখা মাথা ঘুরান্টি দিছে।

কী এপিক সব মানুশ। একটা সেল্ফির জন্য কত কি করে।

লাস্টের পিক টা জোস!

০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

অপু দ্যা গ্রেট বলেছেন: লাস্টের পিকটা ভাবনার খোড়াক যোগাবে .।.।.।।

৩| ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৬

অগ্নি সারথি বলেছেন: লাস্টের পিক টা জোস! তয় সব গুলান তো সেলফি না!

০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

অপু দ্যা গ্রেট বলেছেন: সেলফি এবং মজার ক্যাপচার

৪| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:২০

ইকরাম বাপ্পী বলেছেন: ৬ নাম্বার দেইখা মজা পাইলাম

০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

অপু দ্যা গ্রেট বলেছেন: ইহা কেই বলে দোস্তি ।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

গেম চেঞ্জার বলেছেন: মাথাটা ঘুরান দিতাছে ভাই, এ কি দেখাইলেন? :-P

মগা পাইসি মানে সিরাম! :-B বিশেষ করে ট্র্যাক্রোলার, ড্রাইভার, টিভি, গরু, সাইকেলের পড়ন্ত সেলফি =p~

৬| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন: মজা দিতে পেরে আমিও আনন্দিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.