নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

মনগড়া কাহিনী, তবুও যদি বিচার পাই!!!!

২৫ শে মার্চ, ২০১৬ রাত ১:০৯

আমি রেপিষ্ট বলছি
--------

= আসসালামু আলাইকুম ।
= ওয়ালাইকুম আসসালাম । বসেন । ক্যান আইছেন??
= জ্বী । একটা ইন্টারভিউ নিতাম আপনার ।
= কিসের ইন্টারভিউ??
= জ্বী । রেপ এর জন্য নাকি আপনি বিখ্যাত । তাই সে বিষয়ের উপর লিখব বলে ঠিক করেছি ।
= আচ্ছা করেন । ওই নান্টু চা নিয়া আয় । আর কিছু খাইবেন সব আছে ।
= না । শুধু চা ।
= আচ্ছা । অহন প্রশ্ন করেন ।
= আচ্ছা রেপ এর শুরুটা কিভাবে করেন??
= শুরু ক্যামতে করি মানে কি । এইটা তো প্র‍্যাক্টিকাল কইরা দেখাইতে হইব ।
= না, মানে কিভাবে মেয়েদের ধরেন বা কিডন্যাপ করেন আরকি ।
= ও আইচ্ছা এই কতা । প্রথমে আগে টার্গেট করি ।
= বুঝলাম না ।
= আরে মিয়া প্রথমে মাইয়া গো দেহি ।
= কি দেখেন??
= ওই মিয়া এত কতা কন ক্যান । যা কই হুনেন ।
= জ্বী দুঃখিত ।
= দেহি মানে কারে রেপ করন যায় হেইডা ঠিক করি । দেখতে কিরম । হের চাল চলন । কই যায় কি করে আরকি ।
= সুন্দরী কিনা সেটাও কি দেখন নাকি??
= জ্বী দেহি । তয় সেইটা ম্যাটার না । রেপ তো রেপ ই ।
= আর পোশাক??
= ওই মিয়া পোশাক দিয়া কি হইব ।
= না আসলে সবাই পোশাকের দোষ দেয় তাই আরকি জানতে চাইলাম ।
= নাহ পোশাক মাঝে মাঝে ম্যাটার করে । বুঝেন না একটু যদি আরকি ।
= আচ্ছা রেপ এর আগে এত প্ল্যান করা হয়??
= না এত পেলান কইরা রেপ কম ই করছি । বেশির ভাগ ই হঠাত । ছুরি,চাকু, পিস্তল দিয়া ভয় দেখাইতাম । তারপর রেপ করতাম
= যেমন!!!
= ক্যান মনে নাই মাইক্রোতে যে রেপ হইছিল মাইয়াডা । হেরে তো রাস্তায় ধইরাই রেপ করছি । বহুত মজা পাইছি ।
= আপনি একা রেপ করেছেন??
= ওই মিয়া তোমার মাথায় তো ঘিলু নাই । তুমি রিপোর্টার ক্যামনে হইলা । একা কি রেপ করন যায়নি ।
= তা কত জন থাকেন রেপ এর সময়??
= আপনি আর আমার শাগরেদ আছে এই দুই জন ই বেশি অপারেশন করছি । তাছাড়া মাঝে মাঝে আরো বেশি লোক থাকে ।
= এই কাজের ট্রেনিং ও দেন নাকি??
= ক্যান??
= ওই যে শাগরেদ এর কথা বললেন, তাই ।
= নাহ । আমরা দুজন এক লগে কাম হরি ।
= আচ্ছা যদি পুলিশ ধরে??
= তুমার মাথায় আসলেই ঘিলু নাই । হেগোরে আগেই ঠান্ডা কইরা রাখছি ।
= কিন্তু দেশের আইনে তো আপনাকে ছাড়বে না ।
= দূর মিয়া । বেশি হইলে দশ বা চোদ্দ বছর জেল আর কি ।
= তার মানে আপনাদের জন্য তো আমাদের বদমান । পুরো পুরষ জাতিকে বদনাম করছেন ।
= দূর মিয়া তুমি বেশি কতা কও । তুমারে ইন্টারভিউ দিমু না ।

------

মনগড়া কাহিনী লিখলাম । কিন্তু আসলে ই রেপিষ্টদের বিচার কতটুকু হচ্ছে । কত জন কে ন্যায় বিচার পেতে দেখেছি । কত রেপিষ্ট ঘুরে বেড়াচ্ছে পাগলা কুকুরের মত । সুযোগ পেলেই কামড়ে দিবে । হয়ত আপনার আমার আশে পাশেই আছে । কিন্তু বুঝতে পারছি না । পরের ভিক্টিম আপনার বা আমার ছোট বোনটি হতে পারে । তাই এখন ই সময় দোষীদের শাস্তি দেয়া । সবার সামনে তাদের ফাসি দেয়া হোক ।

#i_want_justic_for_tonu
#Hung_that_B

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.