নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
পুরান জিনিস নতুন বোতলে...
জনতা : আপনি কি মনে করেন বাংলাদেশে ধর্ষন হয় না?
মন্ত্রী : ইয়েস ।
জনতা : আপনি কি মনে করেন বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে?
মন্ত্রী : নো ।
জনতা : আপনি আরো ৫ বছর দূর্নীতির সুযোগ পাবেন ।
মন্ত্রী : ভেরি গুড ।
আমি আসলে আমজনতা । সাধারণ মানুষ সাধারণ ভাবেই বাচতে চাই । রাজনীতি তে আমার এক সময় ইন্টারেস্ট ছিল । কিন্তু রাজনীতি বিদের দেখ সে ইচ্ছা পালিয়েছে । কারন আপনি ভাল থাকতে চাইলেও পারবেন না । এটাই হয়ে আসছে । বাশখালীর ঘটনা যদি দেখি তবে কি বলবেন । সেখানে সাধারণ মানুষ কে গুলি করে মেরে ফেলেছেন । এর বিচার কি হবে । আবার তাদের নামেই মামলা দিয়েছেন । কেন এটার কোন সমোঝতার মাধ্যমে সমাধান কি করা যেত না । নাকি এই সংঘর্ষের দরকার ছিল । কারন এখন তো কোন ইস্যু নেই । এর দায় ভার বিএনপি কে দিয়ে দেন । এটা ছাড়া আর কি পারেন ।
.
আসলে বাংলাদেশের রাজনীতি হচ্ছে সবচেয়ে নোংরা । কেউ পরিস্কার করতে চায় না । কারন যে পরিস্কার করতে যাবে তাকেও নোংরা করে দেবে ।
যাই হোক তনু রেপ হয়েছে কিনা বা হত্যা হয়েছে কিনা এই বিষয়ে তো সন্দেহ আছে । এর বিচার তো আর হবে না । তবুও আশায় থাকলাম ।
#justiceFortonu
০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
অপু দ্যা গ্রেট বলেছেন: এটা সত্য
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২১
বিজন রয় বলেছেন: রাজসোহান বলেছেন: বিচার কি আদৌ পাবে? মনে হয়না। বিচারহীনতা এদেশে অভ্যাস হয়ে গেছে।
১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৩
অপু দ্যা গ্রেট বলেছেন: এটা ঠিক
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৯
প্রামানিক বলেছেন: চিন্তার বিষয়
১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৪
অপু দ্যা গ্রেট বলেছেন: চিন্তা করে আর কি হবে
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২০
রাজসোহান বলেছেন: বিচার কি আদৌ পাবে? মনে হয়না। বিচারহীনতা এদেশে অভ্যাস হয়ে গেছে।