নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
লেখাটা যাদের জন্য প্রযোজ্য যারা মনে করেন দেশটা সিরিয়া বা ইরাক হয়ে যাবে ।
দেশের এখন সবচেয়ে বড় আতংক হল জংগি হামলা । সবাই মোটামুটি ঘরে বসেই সব কাজ করত যদি সম্ভব হত । কিন্তু তা তো আর সম্ভব নয় ঘর থেকে বের হতে ই হবে । আর তখন ই জংগি জিম্মি হওয়া বা হামলার শিকার এর সম্ভব না রয়েছে ।
অনেকেই বলতে শুনেছি দেশটাকে জংগি রাষ্ট্র বানানোর জন্য চেষ্টা চলছে । তা এই জংগি বানানোর জন্য সরকার নিজেই দায়ী মনে করছেন? যাতে করে আমেরিকা বা রাশিয়া তার সৈন্য পাঠাতে পারে? আপনি কি মনে করেন এটা এত সোজা । কোনে দেশে সৈন্য পাঠানো কি ছেলের হাতের মোয়া? তাহলে তো এতদিনে রাশিয়া, ইংল্যান্ড আর আমেরিকা কি দখল এর চেষ্টা করত না?
সম্প্রতি ইরাক হামলা নিয়ে চিলকট প্রতিবেদন প্রকাশ করা হয় । আর এতে দেখা গেছে খুব তুচ্ছ আর সন্দেহর ভিত্তিতে ই ইরাক আক্রমণ করা করা হয়েছে । টনি ব্লেয়ার কে যুদ্ধাপরাধী হিসেবে আখায়িত করা হয়েছে । জর্জ বুশ ও ছাড় পাবে না । কিন্তু জানেন কি ওবামা এই আক্রমণ এর বিরোধী ছিল । এত লোক মারা গেছে তার চেয়ে বড় বিষয় যে সৈন্যরা মারা গিয়েছে তাদের পরিবার বিচার চেয়েছে । সম্ভবত আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলা হবে ।
এবার দেশে ফিরে আসি । আমদের দেশ স্বাধীন আর সার্বভৌম দেশে । এবার '৫২ এর কথা মনে করুন সে সময় পুরো জাতি এক হয়ে লড়েছে । তারপর আসুন '৭১ এ তখন ও জাতি দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে । আচ্ছা এরশাদ এর আমল এর কথা মনে পরে তাকেও গদি ছাড়া করে ছেড়েছে । খালি বললাম আর দেশ আক্রমণ করে দিলাম ।
আপনারা মনে করছেন সরকার নিজেই এসব করে । নাম দিচ্ছে জংগিদের । আচ্ছা আপনাদের কমনসেন্স আছে নাকি গুলে খেয়ে ফেলেছেন । আপনার কি মনে হয় না এসব যদি সরকার নিজেই করে তবে তাদের ই ক্ষতি বেশি হবে । বিদেশী বিনিয়োগ কমে যাবে । বিদেশীদের কাছে আমাদের দেশের ইমেজ ছোট হয়ে যাবে । আমাদের পন্য বিদেশী বাজারে আর বাজার যাত করা যাবে না । তখন লস শুধু সরকারে না আমাদের নিজেদের ও ।
আমি সরকারে পক্ষ নিচ্ছি না । শুধু ফ্যাক্ট বলছি ।
এবার ভারত নিয়ে কিছু বলি । অনেকে ই আবার ভারত নিয়ে চুলকানি আছে । ভারত পুরো দেশ গ্রাস করে ফেলতেছে । আরে মাথামোটা ভারত যদি আমাদের দেশ গ্রাস ই করতে চায় তবে লসটা ওদের সবচেয়ে বেশি । এত বড় একটা মার্কেট এরিয়া ওরা নিজেদের মধ্যে নিয়ে নিবে । ওদের পন্যের একটা বড় বাজার হচ্ছে বাংলাদেশ । তাছাড়া যাদের শপিং বাইরের কারা হয় তারা থাইল্যান্ড বা ভারত এ যায় । আবার আমাদের দেশ থেকে অনেক ই ঘুরতে ভারত যায় । তাদের রেভিনিউ এর একটা বড় অংশ আসে এইখান থেকে । তাই তারা যদি এটা নিজেদের মধ্যে নিয়ে নেয় । এসব থেকে বঞ্চিত হবে ।
এবার আবার জংগি বিষয়ে কিছু বলি । এরা দেশ কে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে । দেশের মধ্যে একটা ভাংগন সৃষ্টি করার চেষ্টা করছে । এই সময়ে একে অন্যের দিকে কাদ না ছুড়ে এক সাথে এসবের মোকাবেলা করা উচিত ।
অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াবার সময় এখন ই ।
০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
জ্বী
আমি বিএনপি আওয়ামী জাতীয় পার্টি বাম পন্থী সব ।
দেশে আইনের শাসন নাই । কোথায়?
বলবেন কি জানি আমি । এই যে হত্যা হচ্ছে এ গুলো । টার্গেট কিলিং এ আপনি আগে থেকে কিভাবে জানবেন কে টার্গেট হচ্ছে?
সরকার এর চিন্তা আছে কি নেই সেটা সরকার আপনার আমার চেয়ে ভাল জানে ।
আচ্ছা ইন্ডিয়া তো সৈন্য পাঠাতে চেয়েছে প্রধানমন্ত্রী না করে দিল কেন?
আমি একটা জায়গায় একমত সেটা আমাদের মন্ত্রী পরিষদ নিয়ে । এদের সংবাদ সম্মেলন শুনলে ক্লাস টু এর ছাত্র ও লজ্জা পাবে ।
২| ০৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৩
মূল-উপদল বলেছেন: ইন্ডিয়ার ব্যাপারে মোটামুটি একমত, ওরা আমাদের ওদের রাষ্ট্রের অংশ বানাবে না, তবে বড় এবং আরো বড় বাজার বানানোর জন্য সব কিছু করবে, এমনকি ওদের ফোর্সের লোকজনের চাকরির ব্যবস্থাও এই দেশে করতে পারে, কিন্তু সিকিমের মত অংশ বানাবে না, তাতে ওদেরই লস।
০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪০
অপু দ্যা গ্রেট বলেছেন:
জ্বি
ওরা চাচ্ছে ওদের পন্য দিয়ে পুরো বাংলাদেশ দখল করতে । যাতে ইন্ডিয়ার পন্য ছাড়া আর কোন পন্য না থাকে ।
আর ফোর্সে বিষয়টার সূত্র দিতাম কিন্তু আমার কাছে লেখাটা নেই তাই দিতে পারলাম না । ওটা সম্ভবত কিছু ভুল ছিল বা অন্য কিছু ।
ধন্যবাদ
৩| ০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
অসভ্য রাইটার বলেছেন: ভারতের কূটনীতি মোহল তো বাংলাদেশ কে তার পূর্ব বঙ্গ ভাবে কারণ তারা সে সুবিধা এ দেশ থেকে পায় ।।।
০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪১
অপু দ্যা গ্রেট বলেছেন:
অস্বীকার তো করছি না ।
কিন্তু তারা যাই ভাবুক । এই বাজার তারা হাত ছাড়া করবে না কখন ও ।
৪| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:১২
বিজন রয় বলেছেন: অন্য কোন দেশ হয়তো তাড়তাড়ি আসবে না, তবে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল সম্ভব হবে না। সরকারের সে সাহস এখন নেই।
০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
দাদা আপনার উপর আমার একটা আস্থা আছে । বিশ্বাস করেন?
যদি করেন তবে এটাও বিশ্বাস করুন এটাও নির্মূল হবে । কারন অপশক্তি বেশি দিন থাকে না ।
সরকার পারতেছে না কারণ হচ্ছে আমাদের ইন্টিলিজেন্সি এত ভাল না । সব বুড়া দিয়া ভরা । এসব কাজে পারদর্শী হচ্ছে ইয়ং ।
আর আমরা সন্ত্রাসীদের থেকে পিছিয়ে আছি
৫| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪২
নতুন বলেছেন: আপানার কথাও এক রকমের ঠিক...
কিন্তু আমাদের দেশের রাজনিতিকদের যেই চরিত্র তাতে নিজের দেশের লোকের উপরে ঝামেলা চাপিয়ে দিয়ে নতুন নতুন নাটক তৌরি করে ঘোলা পানিতে মাছ শিকার করবে না সেটা বিশ্বাস করা কঠিন।
ক্ষমতার জন্য আমাদের দেশের আওয়ামীলিগ এবং বিএনপি+জামাত সবকিছুই করতে পারে.. ওদের কারুরইই দেশপ্রেম নেই।
০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
দেশ প্রেম এর কথা বললেন ভাই ।
এখন যদি বলি আমারাই ভাল না । আমাদের ই দেশ প্রেম নাই তখন সেটা খারাপ হয়ে যাবে । আমি খারাপ হয়ে যাব ।
দল তো পরে জনগন এর মাঝেই তো দেশ প্রেম নেই । থাকলে মাথামোটা লোক আবার মাথার উপর উঠে নাকি ।
সবাই জনতার মাথায় কাঠাল ভেংগে খায় ।
৬| ০৯ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫২
নতুন বলেছেন: ১০০% ঠিক কথা...
আপনি আমিই নেতা ঠিক করি... তাই আমারা যদি ভালো না হই তবে ভালো মানুষকে নেতা বানাবো না। আর সেটাই হচ্ছে দেশে..
নিজেদের খারাপটা তো কেউ দেখবে না। শুধুই সরকারের দোষ দেবে।
০৯ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪২
অপু দ্যা গ্রেট বলেছেন:
এজন্য নিজেই ঠিক করেছি নিজেই এগিয়ে যাব । নিজেকে পরিবর্তন করব
অন্যায়ের সাথে করব না ।
সেটা আপন জন হলেও ।
৭| ০৯ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১৪
আহলান বলেছেন: বীর ভোগ্য বসুন্ধরা .... মিউ মিউ করবেন তো শেষ, হালুম করে উঠবেন তো আপনিই গ্রেট! সিদ্ধান্ত আমাদের..... মিউ মিউ করবো না হুঙ্কার ছাড়বো ....
০৯ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
মিউ মিউ করা লোক জন হয়ত বেচে থাকে তবে সেটা না বাচার ই সামিল ।
আর এক দিন ই বাচলে সেটা সিংহের মত ই বাচা উচিত ।
৮| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৫
শায়মা বলেছেন: ঈদ মোবারাক ভাইয়া!
বিশ্বের সকলে সুখে শান্তিতে ও নিরাপদে বাঁচুক এই হোক চাওয়া।
০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
ঈদ মোবারক আপু...!!!
আমার ও তো এই চাওয়া...
সবাই সুখে শান্তি থাকবে । ঘর থেকে বের হতে ভয় করবে না । রাত তিন টার সময় ও রাস্তায় মন খুলে হাটা যাবে ।
৯| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৫
অেসন বলেছেন: বর্তমান সরকারের ক্ষেত্রে আপনি যা বলেছেন তা ঠিক হওয়া উচিত ছিল। কিন্তু আমার মনে হই সরকার ক্ষমতার লোভে দুই নৌকায় পা রেখে চলতে চাচ্ছে। এমন কিছু করতে চাচ্ছে না যার দরুন ইসলামী দলগুলো সরকারের বিরুদ্ধে চলে যায়। আজকের এই করুন পরিস্তিথির জন্য দায়ী নাস্তিক হত্যার পর সরকারের ভুমিকা। পশ্চিমারা কি করবে জানি না, ভারত বাংলাদেশকে ইরাক-সিরিয়া হতে দেবে না-কারন ভারতই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। আইএস এর প্রধান টার্গেট বাংলাদেশ না, ভারত।
০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
হ্যা এটা বলতে ই হবে
তারা যদি আগে থেকে ব্যবস্থা নিত তবে আজকের এই পরিস্থিতি দেখতে হত না ।
তারা গদি বাচানোর জন্য নিজদের গা বাচিয়ে চলছে ।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৩
বটপাকুড় বলেছেন: দেশের সরকার কি দেশের খবর রাখে নাকি, তাঁর আগে বলেন আপনি কি স্বরাষ্ট্র মন্ত্রীর আত্মীয় নাকি পাড় আওয়ামী লীগার?
ইন্ডিয়া আমারদের দেশকে আর গ্রাস কড়তে কি বাকী রাখছে বলেন, দেশে কোন বিনিয়োগ নাই, সবাই মিলে চুরি করতেছে, আইনের কোন শাসন নাই, আর আপনি বলে আসছেন, সরকারের লস?
সরকারের দেশ নিয়ে কোন চিন্তা নেই, যে দেশের প্রধানমন্ত্রী তথ্যমাতা বলেন , টুক টাঁক মানুষ মারা যাচ্ছে, আর বাকী সব ঠিক আছে, তাইলে বুঝতে হবে পাগলের স্বর্গে উনি আছেন