নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের নামের ব্যবচ্ছেদ(২য় পর্ব)

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭







আবার চলে আসলাম ব্যবচ্ছেদ নিয়ে

যদি কারো নামের ব্যবচ্ছেদ করার ইচ্ছে থাকে তবে সে কমেন্ট এ জানাতে পারেন ।

গেম চেঞ্জারঃ ইনি সেই ব্যক্তি যার ধৈর্য কম । ছোট বেলা থেকে ই এনার এই অবস্থা । যদিও সবাই মিলে তাকে ধৈর্য দেয়ার চেস্টা চলছে ।মজার কথা হচ্ছে । ইনি এক কাজ এ বেশি দিন থাকেন না । আর গেম খেলা তার নেশা । কিন্ত এক গেম বেশি সময় ধরে খেলতে পারেন না । তার এভাবে বড় হওয়ায় অভ্যাস টা রয়ে গেছে । সব সময় চেঞ্জ এড় ঊপর থাকেন । এর প্রভাব তার প্রেম ভালবাস তেও পরছে । এখন পর্‍্যন্ত তার কোন গার্ল ফ্রেন্ড ঈ ঠিকে নাই । লাস্ট তার পৌনে ৩৫ নাম্বার গার্ল ফ্রেন্ড সাড়ে তিন ঘন্টা ঠিকেছে ।

কাল্পনিক ভালবাসাঃ ব্লগারদের মধ্যে ইনি একজন পরিচিত মুখ । কিন্তু মজার বিষয় হচ্ছে নামের সাথে ভালবাসা আছে কিন্তু জীবনে নাই । তাই কল্পনাতে ভালবাসা খুজিয়া বেরায় । সবাই কল্পনাতে সুপারম্যান হয় । কিন্তু এনি ভালবাসা করেন কল্পনাতে । একবার ভিঞ্চি দাদার মোনালিসার মত এনার কল্পনায়ও সত্য হইয়া যাইত যদি মেয়েটি বিবাহিত না হইত ।

নীলপরিঃ জ্বী ইনি মানুষ । পরি ভাবিয়া ভুল করিবেন না । কারণ পরিরা বগ্ল চালায় না । যাই হোক গোপন সংবাদ এই যে এনার পরিদের নাকি ভাল লাগে নাকি পরিদের এনাকে ভাল লাগে তা জানা না গেলেও নীল রং এর প্রতি এনার দুর্বলতা আছে । যদিও পরিদের নাকি সুন্দর ছেলে দেখলে উঠাইয়া নিয়া যায় । কিন্তু ছেলে উঠানোতে ইনি আজো সফল হন নাই ।

দিশেহারা রাজপুত্রঃ শোন যায় এক সময় নাকি এনার পূর্ব পুরুষ রাজ রাজাদের বংশ ছিল । কিন্তু বান্দর থেকে মানুষের বিবর্তন এর মত এনাদের বিবর্তন এ আজ রাজ্য নাই । কিন্তু অভ্যাস রয়ে গেছে । তিনি নিজেকে এখন ও রাজপুত্র মনে করেন । জানা গেছে ইনি নাকি পাবনার পাগলা গারদে ছিলে সাড়ে দু ঘন্টা । আর রাজকন্যা খুজে পাননি এখন ও তাই চারদিকে দিশেহারা হয়ে ঘুরে ফেরেন । সব শেষে তাকে নাকি গাইবান্ধা দেখা গিয়েছে ।

রূপক বিধৌত সাধুঃ এনার নামের মাঝে ই এনাকে খুঝে পাবেন । যদিও এইনি নিজেকে সাধু ভাবেন । কিন্তু আসলে ব্যাপার অন্য । ইনি নিজের বউয়ের কাছ থেকে এই উপাধি পেয়েছেন । এনার কাজ হচ্ছে প্রতি শুক্রবার বৌদি কে নিয়ে ঘুরে বেরানো । যদিও তিনি এই কাজ পছন্দ করেন না । তবুও করতে হয় । কারন এক সময় বাঘ থাকলেও বাঘও তার বউ কে ভয় পায় । যদিও এনার আনাগোনা আপাতত দেখাই যায় না । মনে হচ্ছে সংসার ধর্ম ত্যাগ করে সত্যিকার অর্থেই সাধু হয়ে যাচ্ছেন ।

সেলিম আনোয়ারঃ ইনি সামুর অন্যতম সিনিয়র ব্লগার । তবে ব্লগ ছাড়াও এনার অন্য পরিচয় আছে । আমাদের হাওয়া খবর অনুযায়ী ইনি সম্রাট আকবর এর বংশের কেউ । কারন নামের সাথে সেলিম যুক্ত থাকায় গবেষনায় উঠে এসেছে । আবার সূত্রমতে ইনিও নাকি আনারকলির প্রেমে মজেছেন । ইদানীং নাকি অনেক বিরহে আছেন সেই আনার কলির জন্য । তবে আনোয়ার নামটাও কিন্তু সেই নবাব সিরাজউদ্দৌলা থেকে এসেছে । কারন বাংলাদেশের প্রথম নবাবের চরিত্রটা আনোয়ার সাহেবের করা । তবে আপাতত তিনি আনার খাওয়াতে এবং গোলাপের কলি ফুটাতে ব্যবস্থা । মানে বাড়ির ছাদের বাগান আরকি ।

ধলা বিলাইঃ নাম শুনে তো বুঝতেই পারতেছেন ইনি কে। তবে তারও একটু বর্ননা না দিলেই নয় । কারন ইনিও সিনিওর । তবে পোস্ট করার চেয়ে পড়েন বেশি । আর নামের পিছনে আছে সুদীর্ঘ ইতিহাস । যতটুকু জানা যায় ইনি বিড়াল প্রিয় মানুষ । ওনার একটা ধলা মানে সাদা বিড়াল ছিল । কিন্তু বিড়ালটা অনেক দুষ্ট ছিল । সেই বিড়াল ছ্যাকা খেয়ে , তারপর টুথপেস্ট খেয়ে আত্মহত্যা করে বলে জানা যায় । তাই ব্লগে এসে স্মৃতি ধরে রাখার জন্যই এই নাম ।

রাজীব নুরঃ ভাববেন না ইনি মারিয়া নুরের ভাই । যদি ভেবে থাকেন তবে গেছেন । আর মারিয়া নুর কে ভেবে যদি এনাকে তেল মারেন তবে ধরে নিবেন পকেট খালাস । রেস্টুরেন্ট এর বিল দিতে দিতে জান চলে যাবে । মারিয়া নুরের দেখা পাবেন না । ইনি হচ্ছেন সেই বিখ্যাত বাংলা ছবির ভিলেন রাজীব । নুর লাগিয়েছেন যাতে ব্যাপারটাতে নুরানী ভাব থাকে । তবে এই ব্লগারের লেখার শক্তি দেখলে আমার হিংসে হয় । আমি কেন লিখতে পারি না । ভাইজান আমিও লাইনে আছি । মারিয়া নুরের সাথে একটা সেলফি তুলাইয়া দেন । স্টারে কাচ্চি খাওয়াবো ।

হাসান মাহবুবঃ ইনি সামুর ব্লগারদের মধ্যে পরিচিত মুখ । অনেক গুলো বই লেখা হয়ে গিয়েছে । তিনি সব সময় মানুষ কে হাসান মানে হাসাতে পারেন । তাই নামের শুরুতেই দিয়েছেন হাসান । তবে তিনি নিজে কম হাসেন । এর কারন খুজে গিয়ে উনার মেহেবুবার খবর পাওয়া গিয়েছে । যদিও এটা গোপব খবর । সেই মেহেবুবা এখন কোথায় আছে তা আমাদের ভুয়া খবর জার্নালিস্টরা বের করতে পারেনি । সেই মেহেবুবার স্মৃতি হিসেবে মাহাবুব চলে এসছে ।


আর্কিওপটেরিক্সঃ আমাদের প্রোগ্রামার । ইনি সামুতে প্রোগামার হিসেবে পরিচিত হলেও ওনি আপাতত অন্য কাজে নিজেকে মনোনিবেশ করেছেন । এখন প্রোগ্রাম রেখে কবিতায় মনোযোগ দিচ্ছেন । ওনার নাম থেকে যতদূর জানা যায় ইনি ঐতিহাসিক রেক্স মানে ডাইনোসোর রেক্স এর ডিএনএ নাকি পাওয়া গিয়েছে তার শরীরে । কিভাবে এসেছে তা আজও বিজ্ঞানের জন্য রহস্য । তবে প্রোগ্রামার শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেমে মজেছেন । এখন প্রোগ্রামিং বাদ দিয়ে কবিতা লেখেন ।


ক্লে ডলঃ যত দূর জানা যায় ডল ওনার খুব প্রিয় । ছোট বেলা থেকেই পুতুলের প্রতি এটা ভালবাসা আছে । ওনার প্রিয় ছবি হচ্ছে এনাবেল । যেটা হরর মুভি হিসেবে বিখ্যাত । তবে আপাতত এখনো জানা যায়নি ইনি এত ডল দিয়ে আসলে কি করেন । তার বাসায় পান্ডা থেকে ষান্ডা থুক্কু পান্ডা থেকে হাতি , বাঘ থেকে হরিন সব ধরনের পতুলের দেখা পাওয়া যায় ।

আহমেদ জী এসঃ কি বলব ভাবতেছি । এনারে নিয়ে কি লিখব । সব দিক থেকে দক্ষ । তবে গবেষনাতে বেশি দক্ষ আমার মনে হয় । নামের শেষে জীএস আছে দেখে ভাইবেন না কোন কলেজের জিএস হিসেবে ছিল । উনি আসলে জিএস ছিলেন চির কুমার সংঘের । তবে উনি রেলমন্ত্রীর মতো ছিলেন কি না জানা যায়নি । গোপন সংবাদ হচ্ছে, বিবাহের পর নাকি তিনি এখনো ভাবি কে নিয়ে কষ্টের মধ্যে আছেন । মানে বন্দি জীবন । তাই মহাপুরুষ অপুর পরামর্শে তিনি আপাতত মৌন ব্রত পালন করছেন । যদি আগে বুঝতেন তবে বিবাহ নামক জিনিশ থেকে দূরে থাকতেন ।


নীল আকাশঃ আকাশ তো নীল আমরা সবাই জানি । তবে এনার আকাশ সব সময় নীল থাকে । বেদানার মত লাল সরি । বেদনার রং তো নীল । তবে এই বেদনা কিসের বেদনা তা জানা যায়নি । তবে মনে হচ্ছে বিয়ে করে ফেসে গেছেন । তাই নীল আকাশে সাদা মেঘের ভেলা খুজে বেড়ান । তবে ভাবী ওনার মনে হয় চাপের উপর রাখেন । তাই গল্প শুধু বেদনা বের হয় । তবে আমরা আশা রাখি উনি আমাদের জন্য হাসির গল্প লিখবেন । আর ভাবি ওনাকে আলু পেয়াজ থেকে মুক্তি দিবেন ।


সাঞ্জি স্রেঃ এই নামের কি কারন তা আমরা অনেক কষ্ট করে উদ্ধার করেছি । উদ্ধার করতে যেয়ে আমার মাথার ইলেক্ট্রন নিউট্রেন চলে গিয়েছে । পরে এইচ২ও তে ঠান্ডা করতে হয়েছে । মানে হলো পেটপূর্তি করতে হয়েছে ধানমন্ডিতে । এতে অনেক খরচ হয়েছে সেটা খুব শীঘ্রই পেইড করে দিবেন । যাই হোক নামের ব্যাপারে বলি ওনার এক প্রেমিকা ছিল সানজানা । সেই প্রেমিকা তাহাকে পৌনে ছাব্বিশ বার ছ্যাকা দেয়ার পর সামু তে এই নামে কবিতা লিখে সময় পার করছেন । তার কবিতায় দেখবেন দুঃখ বস্তায় বস্তায় ঝরে পরে । তাই মহাপুরুষ অপু তার জন্য বানী দিয়েছেন, " বৎস জীবনে অনেক কিছুই পাইবা, তবে সামু পাইবা না । সামু কেই প্রেমিকা বানাও । সুখি হও । "


আখেনাটেনঃ মিশরের রাজা । আপাতত তিলের খাজার ব্যবসা ধরেছেন । শুনেছি ব্যবসা নাকি ভালই চলছে । কিন্তু সামুতে ট্রিট এখনো দেননি । ওনার বেশির ভাগ ক্রেতাই এই সামুর কিন্তু তিনি রাজা নামে খাজার ব্যবসা করছেন বলে অনেকেই অস্বন্তুষ্ট । তবে এতে এনার কোন মাথা ব্যাথা নেই । কারন অর্থ পরম ধর্ম । টাকা পয়সা থাকলে সব আছে । মিশরে রাজত্ব করা রাজার আজ এই হাল কেন হলো জানতে চোখ রাখুন আমাদের ভাঙ্গা টিভি তে । আসছি একটা ব্রেকের পর ।


জুনঃ জুন নামের পিছনে বিস্তর এক কাহিনী আছে । সে সব বলতে গেলে অনেক সময় ব্যয় হবে । তবে সংক্ষেপে যদি বলি তবে সেটা হচ্ছে জন্ম জুন মাসে । এই মাস নাকি তার পরিবারের জন্য অনেক লাকি । তার দাদার দাদার দাদার ....... চলবে । এই মাসেই নাকি প্রথম প্রেম পরেছিলেন । সবার বিয়ে নাকি ঠিক এই মাসেই হয় । কেউ এই মাসে বিয়ে করতে না চাইলে জোর করে বিয়ে দেয়া হয় । যাইহোক আপাতত, তার নাম জনু হয়েছে এই মাসেই তিনি সামুতে পদার্পন করেন ।


বিঃদ্রঃ এই পোস্ট সিরিয়াস কিছুই নয় ।


ব্লগারদের নামের ব্যবচ্ছেদ - ১ম পর্ব

মন্তব্য ৭৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬

কাওসার চৌধুরী বলেছেন:



দারুন বিশ্লেষণ!! ব্লগারদের সাইকোলজি তো চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, অপু ভাই।

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




পর্ব চালিয়ে গেলে আপনিও বাদ যাবেন না ।

ধন্যবাদ ভাই

আর আপনার নতুন কোন লেখা পাচ্ছি না ।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিনোদিত হলাম। :)

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমিও হলাম ।

এরপর আপনার পালা ।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০১

নীলপরি বলেছেন: ব্যপক লিখেছেন ।

শুভকামনা :)

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮

অপু দ্যা গ্রেট বলেছেন:





ধন্যবাদ ।

আপনার টা আগে চলে গিয়েছে মনে হচ্ছে ।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৫

হাবিব বলেছেন: বিশ্লেষণ খুব ভালো লাগলো......

মজা পাইলাম, পোস্টে লাইক

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ হাবিব ভাই ।

তবে পরের পর্বে আপনি এসে গেছেন ।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১১

বিজন রয় বলেছেন: নামের ব্যবচ্ছেদ হলো এার কামের ব্যবচ্ছেদ চাই।

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০০

অপু দ্যা গ্রেট বলেছেন:



বিজন দা কেমন আছেন ?

অনেক ব্যস্ত নাকি । আপনাকে ব্লগে পাই না কেন ?

কামের ব্যবচ্ছেদ ইয়ে মানে আমি তো এই বিষয়ে অভিজ্ঞ না ।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৮

শায়মা বলেছেন: গেম চেঞ্জার, দিশাহারা রাজপুত্র, সেলিম আনোয়ার ...... আরও প্রত্যেকটা পড়ে আমি হাসতে হাসতে শেষ!!!!!!


তোমার ক্রিয়েটিভ ব্রেইন দেখে আমি সত্যি বিস্মিত!!!! :P

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ আপু ।

আপনাকে আমার ব্লগে পেয়ে আমি আনন্দিত । আসলে ক্রিয়েটিভ জানি না । তবে একটু উলটো ভাবে ভাবতে চাই । মানুষ কে হাসাতে চাই । নিজে হাসতে চাই ।

আবারও ধন্যবাদ আপু ।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৭

নজসু বলেছেন:



খুব মজার হয়েছে। :-B

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ প্রিয় নজসু ভাই

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: বৎস কম্পিউটার নামক রহসময়ীর প্রেমে আমি মগ্ন B-))

তবে যার যা নেই সে তাই দেখে ;)

বিশ্লেষণ ভালো লেগেছে :D

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৭

অপু দ্যা গ্রেট বলেছেন:





যার যা নেই এর মানে কি ?

যাই হোক । আপনি যে কিসে মগ্ন তাহা আমাদের টীম খুজে বের করবেই ।

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্টের ছবিটা কি আমাকে উদ্দেশ্য করে :-B

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৭

অপু দ্যা গ্রেট বলেছেন:





জ্বী । আপনি কোডিং করেন । আমিও ওই টাইপ করার চেষ্টায় আছি আরকি ।

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: মারিয়া নূরের সাথে আপনার পরিচয় করিয়ে দিব।

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৯

অপু দ্যা গ্রেট বলেছেন:




ভাই কাছ থেকে একবার দেখেছি ।
অপেক্ষায় থাকলাম ।

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: রাজীব নুর বলেছেন: মারিয়া নূরের সাথে আপনার পরিচয় করিয়ে দিব
=p~ =p~ =p~

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১০

অপু দ্যা গ্রেট বলেছেন:




তুমি এতো খুশি হও কেন ?

বিয়াইত্তা লোকজন নিয়ে আমি কই যাবো ।

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৬

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহাহা
অনেক মজার হয়েছে দ্যা গ্রেট অপু।

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১০

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ আপু মনি ।

আপনি কি দেশে আছেন ?

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১২

মনিরা সুলতানা বলেছেন: না ফিরেছি ......
বাচ্চাদের স্কুল খোলা। আশা করছি ভালো আছো।

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



আচ্ছা ভাল থাকবেন আপু ।

ভেবেছিলাম বই মেলাতেও আপনাদের সাথে ছোট করে দেখা করব ।

১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: খুচি হবো না কেনু B-))

যার যা নেই মানে কম্পু না B-))

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




ওহো । ওই দিক দিয়ে ।

বুঝেছি । আপনেরে সামনে পাই আগে ।

১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮

মনিরা সুলতানা বলেছেন: :( ইশ মিস করবো ! বই মেলায় তো অনেকেই যাচ্ছে দারুণ সব আড্ডা হবে।

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১

অপু দ্যা গ্রেট বলেছেন:





আমরাও আপনাকে মিস করব ।

১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯

প্রামানিক বলেছেন: ফাটাফাটি বিশ্লেষণ। ধন্যবাদ

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১

অপু দ্যা গ্রেট বলেছেন:





ধন্যবাদ । ভাই ।

১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৯

নীল আকাশ বলেছেন: অপু ভাই,
কে কইছে আমি হাসির গল্প লিখতে পারিনা?
যান আমার এই গল্পটা পড়ে আসুন Click This Link
হাসি না পেলে মূল্য ফেরত!
আমার সব গল্পের মূল পাঠক হলো আমার প্রিয়তমা বউ। ও ভালো না বললে আমি কোন গল্পই পোষ্ট দেই না.........।
বিয়ে না করলে বউ থাকার মজা কিভাবে বুঝবেন? ;)
শুভ কামনা রইল!

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩

অপু দ্যা গ্রেট বলেছেন:




অফিসে আছি । তাই পরে পড়ব ।

বিয়াডা কইরাই তো ধরা খাইছেন । এখন আমারে নিয়ে পরছেন । বিয়া দিতেই হইবো ।

নাহ আপনাগো জ্বালায় দেখছি । আন্দামান নিকোবর চলে যেতে হবে ।

১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা হাসতে হাসতে এক্কেবারে পেটের পিলে চমকে গেল। সব গুলোই খুব সুন্দর হয়েছে। ব্যাপক মজা পেলাম।

অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা প্রিয় অপুভাইকে।

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬

অপু দ্যা গ্রেট বলেছেন:





ধন্যবাদ ভাই ।

আপনার নামটাও নিলাম । পরের পর্বের জন্য ।

ভালবাসা নিয়েন ।

১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: পদাতিক ভাইয়ের পিলে চমকানোর কথা পড়ে পটলডাঙার টেনিদার কথা মনে পড়ে গেল B-))

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৯

অপু দ্যা গ্রেট বলেছেন:




মজার বিষয় হচ্ছে । আমি টেনিদা পড়া শুরু করেছি ।

২০| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ বেশ.. B-))

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৩

অপু দ্যা গ্রেট বলেছেন:




হুম । আরও আসবে ।

২১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১০

জাহিদ অনিক বলেছেন:
ব্যপক গবেষনা লব্ধ পোষ্ট !

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



এক বছর আগের ড্রাফট ।

২২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১

জুন বলেছেন: গেম চেঞ্জার আর কাল্পনিকের নাম ব্যবচ্ছেদ বেশি মজা লাগলো অপু দ্য গ্রেট ।
জটিল মস্তিস্কের চিন্তা ভাবনা =p~
+

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



আহা

আমি ভাবতাম আমি সরল মনে চিন্তা করি ।

ধন্যবাদ ।

২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

আরোগ্য বলেছেন: পোস্টে ফেলাস। কাভা ভাইয়ের মন্তব্যের অপেক্ষায় রইলাম।

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০০

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমিও তার অপেক্ষায় আছি ।

ইউ আর নেক্সট

২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: ব্লগারদের নিয়ে গবেষনা খুবই ভালো লাগলো।

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ । গবেষনা চলবে ।

২৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর লাগলো।।।ভালো লিখেছেন

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ভাই ।

২৬| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯

রাকু হাসান বলেছেন:
গ্রেট বিনোদন B-)

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ রাকু ভাই ।

২৭| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০১

আবু তালেব শেখ বলেছেন: চমেৎকার

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৮

অপু দ্যা গ্রেট বলেছেন:


ধন্যবাদ

২৮| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২০

বলেছেন: মজা পেলাম -- জুন মাসে বুঝি প্রেম করেছে ---লল

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৯

অপু দ্যা গ্রেট বলেছেন:


আপনার পালা আসছে ।

২৯| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮

সোহানী বলেছেন: হাহাহাহাহা...... এতা দেখি ব্যাপক বিশ্লেষন।

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




তবে আবার বলতে ।

আরও চলবে ।

৩০| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৩

চাঁদগাজী বলেছেন:


সুন্দর নিক পাঠকদের আকর্ষণ করে থাকে, সন্দেহ নেই

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




এটা অবশ্যই স্যার ।

আপনি ভালো আছেন ?

৩১| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:০৫

আমি মাধবীলতা বলেছেন: দারূণ বিশ্লেষণ তো ! এবার বলুন এই গবেষণা করতে কতোবছর সময় লেগেছে? :D

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২

অপু দ্যা গ্রেট বলেছেন:




এইটা প্রায় এক বছর আগের ড্রাফট করা ।

তবে এবার আরও কম লাগবে । নতুন কিছু নাম পাওয়া গেল ।

৩২| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ভাই

৩৩| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: বিশ্লেষণ মোটামুটি ঠিক আছে, তবে আমি অবিবাহিত।

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪০

অপু দ্যা গ্রেট বলেছেন:





গাজীপুর আসলে দেখা হবে

তখন সব জানা যাবে ।

৩৪| ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৩

রানার ব্লগ বলেছেন: রাজীব নুর বলেছেন: মারিয়া নূরের সাথে আপনার পরিচয় করিয়ে দিব।

আমিও চিপায় আছি, আমাকে ভুলবেন না রাজিব ভাই

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




লাইনে দাড়ান

ধাক্কা ধাক্কি করবেন না ।

৩৫| ২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

সুমন কর বলেছেন: হাহাহা......কাঁটাকাঁটি ভালো করেছ। মজার ছিল।
+।

২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ দাদা

আরও হবে আশা রাখি ।

৩৬| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৭

আহমেদ জী এস বলেছেন: অপু দ্যা গ্রেট,



যদিও এখন জানুয়ারী মাস তবুও জুনর মতো গবেষনা করে বুঝলুম - মস্তিস্কের জটিল চিন্তা ভাবনা। :)

২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৯

অপু দ্যা গ্রেট বলেছেন:





ভাই কেমন আছেন ?

জটিল কিনা জানি না । তবে প্রতিটি নামের জন্য আমার সময় লেগেছে ।

৩৭| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩

আখেনাটেন বলেছেন: ধুর, মিঞা, মিছা কথা কওয়ার আর যায়গা পাইলেন না। তিলের খাজার ব্যবসায় লস দিতে দিতে লুঙ্গি পর্যন্ত হারানোর অবস্থা দাড়ায়া গেছে। X((

তাড়াতাড়ি ব্লগারদের মাঝে নগদে কিনে বিলি করে আমাকে নগদ নারায়ণ কিছু দিন। উদ্ধার করুন খাজাবাবাকে। :(( :P

২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫১

অপু দ্যা গ্রেট বলেছেন:





আমি তো সেলস এর মানুষ না । তবে আমার কিছু ফ্রেন্ড আছে । তাদের নিয়ে চেষ্টা করতে পারি ।

আপনার জন্য খাজা বাবা গান ডেডিকেট করলাম ।

৩৮| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫১

ক্লে ডল বলেছেন: হা হা হা!! :D খুব মজা পেলাম!

পুতুল খেলার বয়সটাকে মিস করছি। :(

৩৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ব্যাপক মজা পেলাম। চমৎকার পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.