নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
বুড়িগঙ্গা । এর এক ইতিহাস আছে । সেই ইতিহাসে যাচ্ছি না । কারন সাল মনে রাখতে পারনি না । অনেক বছর পর লঞ্চে বাড়ি গিয়েছিলাম । তবে বরিশাল গিয়েছি এবার বিয়ে খেতে । বন্ধুর বড় বোনের বিয়ে ।
সুরভী - ৮ এ গিয়েছিলাম । তিন বন্ধু মজা করতে করতে গিয়েছি । এখনকার লঞ্চ গুলো অনেক বড় আর সুন্দর ।
বাশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাশি । তবে পারি না ভালো । চেষ্টা করছি । হয়ে যাবে ।
সদরঘাটের লঞ্চ দেখতে ভাল ই লাগে । বড় বড় লঞ্চ । তার চেয়ে বড় কথা যখন চলা শুরু হয় পাল্লা দেখতে ভাল লাগে ।
লঞ্চের পিছনে দাঁড়িয়ে ছিলাম । বন্ধু খিচে দিছে । ভাবছিলাম লাফ দিলে কেমন লাগবে । তখন মনে হলো যেই শীত তাতে বেচে ফিরতে পারব না । তাই লাফ দেই নাই ।
বিবির পুকুর পাড় । তবে কোন বিবির দেখা পাই নাই । বিয়ে দেখতে গিয়ে নিজের বিয়ে নিয়ে ভাবছিলাম । তবে বিবি পাই নাই ।
বিবির পুকুর পাড়ের গুড়ের চা । টিএসসি এর গুড়ের চায়ের চাইতে বেশি ভাল লেগেছে । কেন জানি না । তবে গরুর দুধ ছিল ।
দই চিড়া । দারুন একটা খাবার । ঢাকায় শাহাবাগে মাঝে মাঝে খাই ।
রাস্তার নাম রাজা বাহাদুর সড়ক । হিরন সাহেব বরিশালের যেসব পরিবর্তন এনেছেন তার মধ্যে একটি । যত দূর মনে হয় ওনার কাজ গুলোই বরিশাল কে অন্য রূপে প্রতিষ্ঠা করেছে ।
স্কুলের নাম ভুলে গিয়েছি । এক বছর আগে গিয়েছি । গত শীতে গিয়েছিলাম । তাই মনে নাই ।
বিশাল মাঠ দেখে স্কুলের কথা মনে পরে গিয়েছিল । আমি যেসব স্কুলে পড়েছি সব স্কুলেই বড় বড় মাঠ ছিল । আহা ।
ফিরে এসেছিলাম গ্রীন লাইনে । প্রথম বারের মত এইটাই চড়ছি । ভয়ে ছিলাম । শুনছি লাগলেই শেষ । তাও ভাল ফিরে আসতে পারছি ।
সুরুভী - ৯ । বাংলাদেশের অন্যতম বড় লঞ্চ এর একটি ।
লঞ্চ ঘাট । এটা গ্রীন লাইনের ছাদের উপর থেকে তোলা ।
এটাও ছাদের উপর থেকে তোলা । সোনালী আলোর একটা আভা ভাল লেগেছে ।
কীর্তনখোলা - ১০ । তখন ও চালু হয়নি । টেস্টিং চলছিল ।
খাবারও দিছে গ্রীন লাইন । বাহ !!! বাহ !!! আমার মতো খাদক এর চেয়ে বেশি কি ভাল লাগে ।
ভিতরে কেক, ড্রাই কেক, ম্যাংগো বার চকলেট ছিল । তবে শুনেছি আগে নাকি বিরিয়ানি দিত । এটা শুনে অনেক দুঃখ হয়েছে ।
ছাদের উপর থেকে এই দৃশ্য দেখলাম । আমি আজও বুঝলাম না এই গুলো ডুবে না কেন । তবে সাইন্স অনুযায়ী চলে । তবে যারা বানায় তারা তো সাইন্স জানেও না । তারপরও দারুন কাজ ।
এই জিনিশটা আমাকে অনেক দুঃখি করেছে । আমাদের সচেতনতা নেই । গ্রীন লাইনে আমি জানতাম সফিস্টেকেটেড লোকজন চলাচল করে । এবং আমার পর্যবেক্ষনেও তাই বলে । পাশেই ডাস্টবিন থাকা সত্ত্বেও বাইরেই ফেলেছে ।
ঢাকা পৌছে যাই । তবে সেটা প্রায় ১০ টা বেজে যায় । তারপরও ঢাকা চলে আসি ।
বরিশালের শহর পুরোটা ঘুরতে পারিনি । তবে পরেবার ঘুরব আশা রাখি । অনেক জায়গায় ঘুরার ইচ্ছে ছিল পারিনি । এটা শুধু জার্নি ছবি । নিজের কাছেই তখন খারাপ লেগেছে । আমার বাড়ি কুয়াকাটা অথচ বরিশাল ঘোরা হয়নি । তবে ছুটি পেলেই চলে যাবো পুরো বরিশাল ঘুরতে । আজ এ পর্যন্ত ই ।
ভাল থাকুন । সুস্থ থাকুন । বই পড়ুন । আপনার চারপাশ পরিস্কার রাখুন ।
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
হেতে ব্যস্ত আছে । মুই ও ব্যস্ত আছেলাম । দুঃখু পাইছেননি মেয়া বাই ।
মুই দেরিতে আইছি ।
আম্মের গবেষনা চলতে আছে । মুই ফ্রি ওইলেই পাবলিশ কইরা দিমু ।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুরভী ৮
সুরভী-৯
আেরো আছে নাকি?
রাজীব ভাই ট্রাই করে দেখতে পারেন।
আমি লঞ্চে বাড়ি গেলে পারাবাত ব্যবহার করি
বরিশাল পর্যন্ত যেতে হয় না। হারতা পাড়া হয়ে যায়।
পানি পথের অনেক হয়েছে। বিলাশবহুল যাত্রা।
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩০
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমার বাড়ি পর্যন্ত লঞ্চ যায় না । আমাকে আমতলী না হয় পটুয়াখালি পর্যন্ত যেতে পারি । বাকি পথ গাড়িতে যেতে হয় ।
আছে সুরুভী ১১ বের হবে শুনেছি ।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪
রাজীব নুর বলেছেন: আর্কিওপটেরিক্স ভাই আমি আছি।
বরিশাল আমি গিয়েছি। বিশাল লঞ্চে করেই গিয়েছি। কীর্তনখোলা নদী খুব সুন্দর। এবং বরিশাল শহরটাও খুব সুন্দর বেশ পরিস্কার পরিচ্ছন্ন।
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩১
অপু দ্যা গ্রেট বলেছেন:
হিরন সাহেব যা করে গিয়েছেন তারপর আর কিছুই হয়নি । শুধু নেতাদের পকেট ভরেছে ।
ধন্যবাদ ভাই ।
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬
আরোগ্য বলেছেন: অপু দ্য গ্রেট এর কাছে আরও ভালো আশা করেছিলাম।
যাই হোক তিন মাথা যেখানে শয়তান সেখানে। হা হা হা
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
অনেক ছবি হারিয়ে ফেলেছি । যা পেয়েছি সেগুলোই দিয়েছি । তখন ল্যাপটপ না থাকার দরুন ছবি সংরক্ষন করা সম্ভব হয়নি ।
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৩
হাবিব বলেছেন:
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুরভী ৮
সুরভী-৯
আেরো আছে নাকি?
রাজীব ভাই ট্রাই করে দেখতে পারেন।
সবগুলোই সুন্দর ছবি!!
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ হাবিব ভাই ।
বইমেলায় দেখা হবে তো ?
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১০
শাহিন বিন রফিক বলেছেন:
যখন সদরঘাটের ওপারের মার্কেটে যাই তখন এই বিশালদেহী লঞ্চগুলোরে দেখি আর ভাবি একদিন এতে চড়বই। আশায় আশায় দুই বছর কাটিল কিন্তু মোর আশার কিনারা এখনো হইল না। আসলে বরিশালের আমার পরিচিত কেউ থাকে না তাছাড়া একা একা এত লম্বা জার্নি করাও কিছুটা বিরক্তিকর হবে তাই এখনো বরিশালমূখী হতে পারিনি আর তাই আমার স্বপ্ন এখনো পূরণ হয়নি।
লেখার বর্নণাগুলো খুবই সুন্দর হয়েছে।
+++
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ ।
আপনি মনে হচ্ছে ব্লগে নতুন । আমার ব্লগে আপনাকে স্বাগতম ।
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ছবিগুলো দেখে।
বরিশাল খুব ভালো জায়গা মনে হয়, আমার খুব ইচ্ছে একবার বরিশাল যাবো।
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
জ্বী । পারলে ঘুরে আসুন ।
অনেক কিছু দেখার আছে ।
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২৩
চাঁদগাজী বলেছেন:
গ্রীনলাইনের খাবারটা কি মানুষের খাবার নাকি মুরগীর খাবার?
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
মুরগীও এই খাবারে সন্তুষ্ট হবে না ।
৯| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
সনেট কবি বলেছেন: খুব সুন্দর
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ
১০| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০১
সুমন কর বলেছেন: ক্যাপশন আর ছবি ব্লগ সুন্দর হয়েছে। বরিশাল কখনো যাইনি.....
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ দাদা ।
আপনার লেখা মিস করছি ।
১১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৬
কাওসার চৌধুরী বলেছেন:
লঞ্চে চড়ে সদরঘাট থেকে দক্ষিণ বঙ্গে যাওয়ার খুব ইচ্ছে আছে। জানি না এ আশা পূরণ হবে কিনা। আপনার চমৎকার ভ্রমণ আর ছবিগুলো দারুণ হয়েছে। হয়তো কোন একদিন লঞ্চে উঠবো।
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪২
অপু দ্যা গ্রেট বলেছেন:
চলুন কুয়াকাটা ঘুরে আসি ।
দাওয়াত রইল ।
১২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় অপু ভাই ,
আমরা এপারে গ্রীন লাইনটা ঠিক বুঝি না। ব্যাংকে এটিএম এর ক্ষেত্রে গ্রিন চ্যানেল আছে জানি। আর কোনো সংকটাপন্ন রোগীর অঙ্গ প্রতিস্থাপনে সরকার গ্রিন চ্যানেল করে তড়িঘড়ি অঙ্গ প্রতিস্থাপনের ব্যবস্থা করে। লঞ্চে যদিও আমি কোন দিন উঠেনি । কাজেই গ্রিন চ্যানেল বিষয়টি আমার কাছে সম্পূর্ণ অজ্ঞাত। তবে সার্বিকভাবে অত্যন্ত সুন্দর মনমুগ্ধকর লাগলো পোস্টটি। ++
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
প্রিয় প্রিয় ভাই,
গ্রীন লাইন হচ্ছে ক্যাটারম্যান টাইপ লঞ্চ । এটা কোন চ্যানেল না । আসলে লঞ্চের নাম । তবে এটা ক্যাটারম্যান সার্ভিস । বাংলাদেশে আসলে অবশ্য ই লঞ্চে চড়ার আমন্ত্রন রইল ।
আপনার নতুন পর্ব মিস করছি ।
আর নিচে একটা ছবি দিচ্ছি ।
১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৪
স্রাঞ্জি সে বলেছেন: আই আমাদের ব্লগের মহাপুরুষ বাবাজ্বি। বেড়াই আইছে বরিশাল থেইক্কা। ____ শেষের দিকে ছবিটা দেখে কষ্ট পেলাম। আমাদের বাঙালীরা আদৌ দায়িত্বহীনতায় ভুগছে। এদের কবে বোধদয় হবে। সুন্দর পরিপাটি ডাস্টবিন থেকেও ডাস্টবিনের বাইরে ময়লা পেলেছে। হায় বাঙালীরা মানুষ হইলো না আর। ______ সব ছবি সাথে ক্যাপশনে পোস্টটা দারুণ তুলেছে।
অনিঃশেষ শুভকামনা।
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
মুই তো চট্টগ্রাম ও গেছেলাম । খালি ঘোরার টাইম পাই নাই ।
ছবি আছেলে মেলা । হারাইয়া লাইছি ।
তয় দেহি আবার যাইয়া সুন্দর সুন্দর সুন্দরী থুক্কু জায়গার ছবি তুলমু ।
১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভালো লাগল পোস্টটি।
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ ভাই ।
১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: আজ আমরা দুজনেই একই সঙ্গে অনলাইনে। আপনার দেওয়া ১৫ নং কমেন্টে ছবি দেখে বিষয়টি পরিষ্কার হল। ধন্যবাদ আপনাকে।আর ওপারে গেলে অবশ্যই আপনার আমন্ত্রণ রক্ষা করবো। আপনার এমন হার্দিক আমন্ত্রণে মুগ্ধ হলাম। আবারও ধন্যবাদ জানাই আপনাকে।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০২
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ ।
আর একসাথে অনলাইনে বিষয়টা বেশি ভাল লাগছে । আজকের দিনের সেরা ঘটনা মনে হচ্ছে ।
আসবেন অবশ্যই । আমার এবার কলকাতা ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে । এ বছরের কোন এক সময় যাবো ।
আপনার নতুন পর্ব কবে পাবো ?
আপনার জন্য ভালবাসা আর শ্রদ্ধা রইল ।
১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭
প্রামানিক বলেছেন: ভ্রমণের ছবি এবং বর্ননা ভালো লাগল। ধন্যবাদ
২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪০
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ ভাই ।
১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৪
আহমেদ জী এস বলেছেন: অপু দ্যা গ্রেট ,
কুয়াকাটা বাড়ী আর বরিশাল ঘুরে দেখেন নি, এটা কি কোনও কথা হলো!
ছবি আর ছবির সাথের রসীয় কথাগুলো সুন্দর।
মোর বাড়ীও কিন্তু বরিশাল! আপনি আমার বরিশালের ছবি দিলেন আর আপনার কুয়াকাটার একটা ছবিও দিতে পারবোনা তা কি হয় ? এই নিন.............
৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০০
অপু দ্যা গ্রেট বলেছেন:
কথায় বলে মক্কার মানুষ নাকি হজ্ব পায় না ।
আমার ক্ষেত্রেও তেমন হয়েছিল ।
তবে সেটা কলেজে ওঠার পর ঘুচিয়ে নিয়েছি । প্রথম বার যাই ২০১০ সালে । কলেজ পিকনিকে ।
ধন্যবাদ এত সুন্দর একটা ছবি দেয়ার জন্য ।
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৭
আর্কিওপটেরিক্স বলেছেন: ভাবীর নামের লঞ্চ
রাজীব ভাই কই
সুন্দরী পোস্টে ভালো লাগা
বেশি বিরিয়ানি খেতে নেই
রিসার্চ কত দূর