নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
যে নম্বরগুলো জানা জরুরি -
৯৯৯ - বাংলাদেশের জরুরি কল সেন্টার। এখানে বিনামূল্যে ফোন করে আপনি জরুরি মুহুর্তে পুলিশ,ফায়ার সার্ভিস ও এম্বুলেন্স এর সাহায্য নিতে পারবেন। এছাড়া যে কোন অপরাধের তথ্যও পুলিশকে জানাতে পারবেন।
১০৬ - দুর্নীতি দমন কমিশনের কল সেন্টার। যে কোন দূর্নীতি চোখে পড়লে বিনামূল্যে কল করে জানিয়ে দিন।
১৬৪৩০ - সরকারি আইনি সহায়তা কল সেন্টার। আইনগত যে কোন পরামর্শ বা সাহায্য পেতে বিনামূল্যে কল করুন।
১৬১২৩ - কৃষি বিষয়ক যে কোন পরামর্শ পেতে বিনামূল্যে কল করুন। কৃষি,মৎস,প্রানীসম্পদ বিষয়ক যে কোন পরামর্শ বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারবেন।
১০৯ - নারী নির্যাতন বা বাল্যবিবাহ হতে দেখলেই বিনামূল্যে কল করুন এই নাম্বারে।
১০৯৮ - শিশু সহায়তামুলক কল সেন্টার। চারপাশে শিশুদের যে কোন সমস্যা হলে বিনামূল্যে কল করে সেবা নিতে পারেন এই নাম্বার থেকে।
৩৩৩ - জাতীয় তথ্যবাতায়ন কল সেন্টার। বাংলেদেশের যে কোন তথ্য জানতে ও সরকারি কর্মকর্তাদেরর সাথে কথা বলতে কল করুন এই নাম্বারে।
(চার্জ প্রযোজ্য)
১৬২৬৩ - বাংলাদেশ সরকারের সাস্থ্য কল সেন্টার। যে কোন সমস্যায় ২৪ ঘন্টায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
(চার্জ প্রযোজ্য)
১৬১০৮ - মানবাধিকার সহায়ক কল সেন্টার। মানবাধিকার বিঘ্নিত হলে কল করুন এই নাম্বারে।
(চার্জ প্রযোজ্য)
১৬২৫৬ - আপনার ইউনিয়নের সকল তথ্য জানততে কল করুন ইউনিয়ন সহায়তামুলক কল সেন্টারে। (চার্জ প্রযোজ্য)
১৩১ - বাংলাদেশ রেলওয়ে কল সেন্টার। ট্রেন ও এর টিকিট সম্পর্কে জানতে কল করুন।
(চার্জ প্রযোজ্য)
১০৫ - জাতীয় পরিচয়পত তথ্য কল সেন্টার।
(চার্জ প্রযোজ্য)
১০০ - বিটিআরসি কল সেন্টার।
১৬৪২০ - বিটিসিএল কল সেন্টার।
এই নাম্বার গুলো আপনি সেভ করে রাখতে পারেন । ডায়েরিতে পাবে কোন পাতায় লিখে বাসায় টানিয়ে রাখতে পারেন । বিশেষ ভাবে ৯৯৯ নাম্বারটি । আপনার সকল প্রয়োজনে নাম্বার গুলো কাজে আসবে বলে আশা রাখি ।
তথ্যসুত্রঃ পত্রিকা, ইন্টারনেট ও ওয়েবসাইট
৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
জ্বী ভাই । গুরুত্ব সহকারে ই নেয় । তবে সমস্যা হচ্ছে বেশির ভাগ কল ই ফাইজলামি করে । যেটা ঠিক না ।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২২
আর্কিওপটেরিক্স বলেছেন: 911 নাই
112 আর 000 কই
৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
৯১১ তো আমেরিকায় এটা বাংলাদেশে নাই । আপনি আমেরিকা থাকেন আগে বলবেন না ।
১১২ এবং ০০০ এই দুইটা তো পেলাম না ।
আপনি জানলে জানাবেন ।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৫
সুমন কর বলেছেন: ভালো শেয়ার।
৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ দাদা ।
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩১
রাকু হাসান বলেছেন:
প্রয়োজনীয় । প্রিয়তে রাখলাম নোট হিসাবে ।
৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ ভাই ।
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬
ফ্রিটক বলেছেন: কল দিলে কি তারা যথাযথ ব্যবস্থা গ্রহন করে?
৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
কল করেই দেখুন আমি আমার অফিসের কাজে কয়েকটা জায়গায় ফোন দিয়েছি কাজ হয়েছে ।
তাছাড়া ৯৯৯ তো সব সময় তৎপর ।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয়তে রেখে দিলাম,
কনটাক্টে সেভ করতে পারবো না!
ভুলে কল চলে গেলে কি আর আপনার সুন্দর চেহারার দর্শন মিলবে?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
হেল্প অবশ্যই মিলবে !!!
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রিয়তে রাখলাম আমিও।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ !!!!
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বইমেলায়?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
জ্বী
আসার আগে কল দিয়েন ।
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১১
মেহেদী হাসান হাসিব বলেছেন: পোস্টটিতে অনেকেই উপকৃত হয়েছে। ধন্যবাদ আপনাকে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১২
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ আপনাকেও
১০| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:১০
মিঠুন দ্ত্ত বলেছেন: আমাদের একটা জমি নিয়ে মামলা চলছে ৫/৬ বছর বাট বিবাদী পক্ষ প্রবাভশালি লোকদের কাছে জমি বিক্রয় করে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এর প্রতিকার কি ভাবে পাবো কতো নাম্বারে কল করলে প্রতিকার পাইতে পারি খুব বিপদে আছি
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩১
রাজীব নুর বলেছেন: ফোণ দিলে কি তারা আসলেই গুরুত্ব দিয়ে এগিয়ে আসে?