নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা অমর একুশে বইমেলা ২০১৯ !!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪




শুরু হয়েছে আমাদের প্রানের মেলা বই মেলা । আর বই মেলা হবে সেখানে আমি যাবো না । সেটা হতেই পারে না । কারন এই একটা জায়গায় যেন আমি নিজেকে খুজে পাই । নিঃশ্বাস আমার যেন খুব ধীর হয়ে যায় । বুক ধুক পুক করে । আরে প্রেমের জন্য না । বইয়ের জন্য । কোন বইটা কিনব সেটাই বুঝতে পারি না । পারলে সব কিনে নিয়ে আসি আরকি । তবে সেটা সম্ভব নয় । চলুন একটু ঘুরে আসি ।



বইমেলার ম্যাপ । এরপর শুধু ছবি দেব ।

(১)



(২)



(৩)



(৪)



(৫)



(৬)



(৭)



(৮)



৭ নম্বর এবং এটা বিদ্যানন্দ প্রকাশনীর স্টল । এখানে এভাবেই বই কিনতে হয় । যদিও লোক আছে, আশে পাশে। তবে নিজের বিবেকের পরীক্ষাটা ভাল ই দিচ্ছে মানুষ । বই কিনে টাকা নিজ থেকে রেখে যেতে হয় । রশিদো নিজেই লিখতে হয় । বইয়ের দাম নির্ধারন করা আছে ।

(৯)



(১০)



(১১)



এই স্টলটা হচ্ছে অন্ধদের জন্য ব্রেইল পদ্ধতিতে পড়ার বই । তারা পড়ে পড়ে শুনাচ্ছে । তবে আমার খারাপ লাগছে যে আমরা দেখতে পারি আর তারা পারে না । অথচ শেখার কি আগ্রহ ।

(১২)



(১৩)



(১৪)



(১৫)



(১৬)



(১৭)



(১৮)



(১৯)



(২০)



(২১)



(২২)



(২৩)



(২৪)



(২৫)



বাচ্চাদের জন্য মেলায় ছোট পার্কে খেলার ব্যবস্থা করা হয়েছে ।

(২৬)



এই বই গুলো কিভাবে জানি আমার সাথে চলে এসেছে ।

আমি প্রতিবার বই মেলায় কম করে হলেও ১৫দিন যাই । শুধু দেখতে যাই । বই কেনার মত এত টাকা নেই তো তাই । তবে কি আর করা । এবার আবার যখন যাবো তখন আরও বই কিনব । ব্লগাদের যাদের বই বের হয়েছে তাদের বই কেনার ইচ্ছে আছে । কমেন্টে জানাতে ভুলবেন না ।

সবাই ভাল থাকুন । সুস্থ থাকুন । বই পড়ুন । আপনার চারপাশ পরিস্কার রাখুন ।

বিঃদ্রঃ অফিসের কিছু ঝামেলা এবং সামনে কয়েকটি প্রোজেক্টের কাজের ব্যস্ততার জন্য ব্লগে আসতে পারছি না । অনেকের লেখা পড়তে পারছি না বলে দুঃখিত ।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৪

ভুয়া মফিজ বলেছেন: প্রায় দশ বছর হয়ে গেল, বইমেলা দেখি নাই......খুব মিস করি। :(
আপনার সৌজন্যে দুধের স্বাদ ঘোলে মেটালাম। ধন্যবাদ ছবিগুলোর জন্য।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪১

অপু দ্যা গ্রেট বলেছেন:




আপনাকেও ধন্যবাদ । আশা রাখি পরের বার বই মেলায় দেখা হবে ।

ভাল থাকবেন ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: প্রতিদিন বইমেলা নিয়ে এরকম পোষ্ট ব্লগে আসা উচিত।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:




সুযোগ থাকলে আমি ই দিতাম ভাই ।

ধন্যবাদ ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৩

সুমন কর বলেছেন: ঘুরে নিলাম......

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:


ধন্যবাদ দাদা ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭

বলেছেন: ছবির জন্য ধন্যবাদ ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৮

অপু দ্যা গ্রেট বলেছেন:

আপনাকেও ধন্যবাদ ।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৮

আরোগ্য বলেছেন: আপনার সাথে বইমেলা ঘুরে খুব ভাল লাগলো। অনেক ধন্যবাদ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ভাই ।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আমার বইটির এবার তৃতীয় সংস্করণ বের হচ্ছে। কবিরা এখানে এসে শুদ্ধতা শেখে । একমাত্র আমার বইটিই মনে হয় বিশ্বের বাজারে বিরল। প্রথম প্রকাশ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় প্রকাশ করার সৌভাগ্য ক'জনের হয় বল(!)


০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



গিনেজ এ নাম উঠে নাই ।

এখন ই আবেদন করুন । নাহলে অন্য কেউ কোঠায় নিয়ে নিতে পারে ।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৭

হাবিব বলেছেন: শুক্রবারে যাবার নিয়্যত আছে

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



নাহ আমার ক্লাস আছে যেতে পারব না ।

শুভ কামনা রইল ।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: শিখা প্রকাশনী এবং কারুবাক প্রকাশনীতে আমন্ত্রণ রইল ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০১

অপু দ্যা গ্রেট বলেছেন:




এটা কি বাংলা একাডেমি চত্বরে ?

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২১

আলমগীর কাইজার বলেছেন: ঘরে বসেই মেলা দেখে নিলাম। ঢাকা অনেক দূর তাই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০২

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ । ভাই ।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:০৪

চাঁদগাজী বলেছেন:



বইমেলা সম্পর্কে একটা ভার্চয়াল ধারণা পাওয়া গেলো, ধন্যবাদ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০২

অপু দ্যা গ্রেট বলেছেন:



মোবাইলের ক্যামেরা ভাল না । আরও ভাল হতো ।

ধন্যবাদ ।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ছবি ব্লগ ! সঙ্গে দারুণ ক্যাপশন । মনে হল যেন বই মেলা থেকে ঘুরে এলাম। সাত নম্বরে বিদ্যানন্দ স্টলটি ভীষণ ভালো লাগলো। 11 নম্বরে ব্রেইল স্টলটিও খুব অভিনবত্ব লাগলো। সঙ্গে ন ন খানা বই যে কি করে আপনার কাছে গেল এটি ভেবে অবাক হলাম। আমার কাছেও যদি এরকম দু-একটি বই হেঁটে হেঁটে আসত কি দারুণই না হত ....

শুভকামনা প্রিয় অপুভাইকে ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



প্রিয় প্রিয়

আমার মত বই পাগল আর কেউ আছ কিনা জানি না । বই পড়তে আমার প্রচন্ড ভাল লাগে ।

আমার ব্রেইল শেখার ইচ্ছে আছে । আপনি ও তো কলকাতা বই মেলায় গিয়েছেন ।

ধন্যবাদ ভাই ।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫২

ওসেল মাহমুদ বলেছেন: তখন আমি মেডিকেল স্টুডেন্ট ! বলছিলাম বই মেলার শুরুর দিকে ৯০এর দশকে মাঝামাঝি বাংলা একাডেমীর মাঠে ছোট্ট পরিসরে যখন বইমেলা বসতো,অতি সাধারণ সাজসজ্জায়, আমি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শামীম ভাই (নৃত্য শিল্পী সোহেলের বড়ভাই) একান্ত প্রচেস্টায় স্টল নিয়ে পাঠককে বই পড়তে উৎসাহিত করা,এলাকায় পাঠাগার বানিয়ে নিজেদের সংগ্রহে যত বই ছিল তা আর বইমেলা থেকে বই কিনে সেখানে দান করা , পাঠাগার ভিত্তিক সাংস্কৃিতিক অনুস্ঠান করা আর ম্যগাজিন বের করা ইত্যাদি ইত্যাদি অনেক কথা মনে পড়ে গেল !
বইমেলা মানে ভালোলাগা ! ভালোবেসে বুদ হয়ে থাকা ! মিস করি প্রবাসে !
ধন্যবাদ অপু ভাই ,প্রিয় মেলায় ঘুড়িয়ে নিয়ে আসার জন্যে !

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



আপনাকেও ধন্যবাদ ।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪

শায়মা বলেছেন: বিদ্যানন্দের কান্ড শুনে মুগ্ধ হলাম!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১০

অপু দ্যা গ্রেট বলেছেন:



প্রতি বার ই তাদের কিছু না কিছু নতুন থাকে ।

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫০

সনেট কবি বলেছেন: শেয়ার করার জন্য শুভেচ্ছা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৮

অপু দ্যা গ্রেট বলেছেন:

ধন্যবাদ কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.