নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

প্রানের বই মেলায় বইয়ের সমাহার - বইমেলা ২০১৯ !!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩২




বইমেলা হচ্ছে আমার সবচেয়ে কাছের এবং আপন । প্রতিবার আমি কম করে হলেও ১৫ দিন যাই । তবে এবার আজ নিয়ে দ্বিতীয়বার হলো । জব করার এই একটা সমস্যা । তবে আজ বস কে বলে আগে বেড়িয়েছি । বাবার কাছ থেকে ১ হাজার টাকা নিয়েছি বিকাশে । নিজের কাছে ছিল কিছু । আর কি ছুটে গেলাম । অবস্থা যা বুঝতেছি । আমার প্রেম হবার সম্ভাবনা খুব ই কম । কারন গার্লফ্রেন্ডের পেছনে টাকা ঢালতে পারব না । যাই হোক আজ যেই বই গুলো কিনেছি । সেগুলোর ছবি দিচ্ছি । তবে কিছু বই অন লাইনে এসেছে ।



স্কুল কলেজ বন্ধ তাই লোক সমাগম বেশি ।



এই গুলো নিয়ে হাটতে অনেক কষ্ট হয়েছে ।

(১)



(২)



(৩)



(৪)



(৫)



(৬)



(৭)



(৮)



(৯)



(১০)



(১১)



আপু কে যখন পেয়েছি তখন অটোগ্রাফ ছাড়া তো আসা যায় না । যদিও ফটোগ্রাফ আপু নিয়েছেন ।

(১২)



(১৩)



(১৪)



(১৫)



বই গুলো অনলাইন এ আনা

(১৬)



(১৭)



নামহীন বই ।

(১৮)



এই ছিল আমার সংগ্রহ । বইমেলার শুরুর দিকে কিনেছিলাম । এখনও অনেক বই আসেনি । অগ্নি সারথি ভাইয়ের " নজরবন্দী " বই এখনো আসেনি এটার জন্য আবার যেতে হবে । তবে এবার বইয়ের পাতার উন্নতি হয়েছে । যদিও দাম একটু বেশি পরছে তবে খারাপ না । এছাড়া আরও কিছু বই রয়েছে যা খুজেছি কিন্তু পাইনি ।

প্রকাশকরা কি ইচ্ছে করেই এমন করেন কি না জানি না । হয়ত তারা ভাবেন আগে দেখি বইয়ের চাহিদা কেমন সেটা নিয়ে তারা হয়ত রিসার্চ করে থাকেন । আমি এটা জানি না । তবে আমি চাই বই মেলার প্রথম দিন থেকেই যেনে সবার পছন্দের বইটি পাওয়া যায় ।

এবার ব্লগারদের প্রতি অনুরোধ, " বই মেলা যেহেতু হচ্ছে একদিন কি সবাই দেখা করা যায় । চলুন না একদিন সবাই মিলে দেখা করি । প্রানের বই মেলায় কিছু সময়ের জন্য আড্ডা দেয়া যাবে । বই মেলা আর কলা বেচা থুক্কু রথ দেখা আর কলা বেচা দুটোই হোক । এমন কি করা যায় ?"

এবার বই পড়ব শুধুই পড়ব । এত এত বই দেখে নিজেরও লেখার ইচ্ছে জাগে । নিজের নাম দেখতে ইচ্ছে করে । হয়ত স্বপ্ন একদিন সত্যি হবে ।

ভাল থাকবেন । সুস্থ থাকবেন । বই পড়বেন । আপনার চারপাশ পরিস্কার রাখবেন ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৫

নাহিদ০৯ বলেছেন: বইমেলায় বছরের দ্বিতীয় মিটাপ এর কথা ব্লগডে তেই ছোট্ট করে তোলা হয়েছিলো মনে হয়। দিনক্ষন ঠিক করে কোথাও অনাড়ম্বর ভাবে মিটাপ করা যায়। ছুটির দিন মানে শুক্রবার হলে সবার আসতে সুবিধা হয়।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



না না আআআআআআআ

আমি কোন শুক্রবার ফ্রি নেই । ঢাকার বাইরে থাকতে পারি ।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

কাওসার ভাই আমায় যে অটোগ্রাফ দিয়েছেন সেটা দেখলে মানুষ আমায় পিটুনি দিবে। বিশেষ করে ব্লগারেরা ;)
ভাবতাছি, এই জীবনে আর অটোগ্রাফ নিমু না! B:-/

অনেক সুন্দর ও পছন্দের বইগুলো তুমি সংগ্রহ করে নিলে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



কাওসার ভাইরে পাইলে তখন তার খবর আছে ।


অটোগ্রাফের জন্য দরকার হয় আর একটা বই নিমু ।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: লেখক অপুর অপেক্ষায় রইলাম B-))

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



এখনো দিল্লী অনেক দূর বাহে !!

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৮

শায়মা বলেছেন: ভাইয়া

সব্বার বই কিনে ফেলেছো! :)

আমারটা সবার আগে পড়ো! :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



অবশ্যই আপু ।

এখনও শুরু করতে পারিনি ।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৮

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ! গ্রেট অপু ভাইয়ের গ্রেট কর্ম। স্যালুট প্রিয় ভাই আমার। কি সুন্দর করে অবলীলায় কিছু হার্ট টাচিং কথা বলে গেলেন। বই কিনতে নিজের সীমাবদ্ধতার কথা জানালেন, বাবার কাছ থেকে কিছু টাকা চেয়ে এনেছেন তারপর ব্যাগ ভর্তি স্বপন কিনেছেন। কথাগুলো খুব ভাল লাগলো, অপু ভাই। আপনার প্রতি রেসপেক্ট অনেক অনেক বেড়ে গেল। নিজেকে খুব অপরাধী লাগছে আপনার মত পড়ুয়া একজন গুণী মানুষকে বায়স্কোপের একটি সৈজন্য কপি দিতে না পারায়। কৃতজ্ঞতা রইলো, ভাই।

আর ব্লগারদের সাথে বইমেলা চলাকালীন সময়ে আবার একত্রিত হতে পারলে ভাল লাগবে।

তাজুল ভাই; অটোগ্রাফ দেওয়ার সময় যা লিখেছি তা কিন্তু অনুমতি সাপেক্ষ!! সো, নো কমপ্লেইন!! একজন বিশ্ব সুন্দরী অষ্টাদশী বেটার হাফ পৃথিবীর সব যুবকের ধ্যানে মনে কল্পনায় আলপনায় ভাসে প্রতিক্ষণ!! সো, ইটস ওোককে।।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯

অপু দ্যা গ্রেট বলেছেন:


প্রিয়

কাওসার ভাই

আমি সাধারনত সৌজন্য কপি পড়ি না বা চাই না । কারন লেখার জন্য ধৈর্য্য এবং যে পরিশ্রম লাগে সেটারও তো একটা পারিশ্রমিক আছে । আমি বই কিনে পড়তে পছন্দ করি । কে আমাকে কি দিলো হিসেব রাখি না ।

আমি প্রতি বছর কোন বাজেট করি না বই কেনার জন্য । শুধু কিনে যাই । আর পড়তে থাকি । আমার কাজ শুধু পড়া । এই বছর একটূ লেখার ও চেষ্টা করছি আরকি ।

জ্বী আশা আছে ব্লগাররা বই মেলায় একটা ছোট আড্ডা দিতে পারব ।

ধন্যবাদ ।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গ্রেট সংগ্রহ আপনার, অনেকগুলো বই কিনে ফেলেছেন ভাই ।

আমি এখনো বই মেলায় যেতেই পারলাম না, যদিও ইচ্ছে আছে প্রবল তবু যেতে পারতেছিনা, সময় মিলছে না। তবে যাবোই এমন আশা আছে মনে যদিও এত বই কিনতে পারবোনা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০০

অপু দ্যা গ্রেট বলেছেন:


ভাই আমি এই বারই প্রথম মাত্র দুই দিন যেতে পারলাম ।

আরও কয়েকবার যাবো ।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:০৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: বইয়ের প্রতি আপনার ভালবাসায় আমরা পাতি ব্লগাররা মুগ্ধ। আর আপনার বউয়ের অভাব হলে জানাবেন। হাতে প্রচুর উচ্চশিক্ষিতা বঙ্গললনা আছে। কেয়ামত আসন্ন বিধায় পাত্র সংকট চলছে, তাই এখানেই তাদের হয়ে বেফাঁস আর্জি জানালাম।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



আজ পর্যন্ত একটা প্রেমিকা জুটাইতেই পারলাম না । বউ তো অনেক দূরের ।

আচ্ছা খুজতে থাকেন । তবে যে বই ভালবাসে তেমন হলে মন্দ হবে না ।

আর যৌতুক হিসেবে রবি, নজরুল, মুজতবা, মানিক, জসীম উদ্দিন, বঙ্কিম, শরত এদের রচনাবলীর পূর্ন সমগ্র দিতে হবে ।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪২

রাজীব নুর বলেছেন: আহা বেশ বেশ----

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



হুম

তবে আপনার সাথে দেখা করার ইচ্ছে আছে

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮

সুমন কর বলেছেন: সাবাশ এবং দারুণ। গুড জব।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ দাদা

লেখাজোকা সংকলন পাইনি এটাই দুঃখ ।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আবারো সালাম। আপনি যদি সিরিয়াস থাকেন এবং বয়শ ২১ এর উর্ধে হয়ে থাকে (বাংলাদেশের বিবাহ আইন তো মানতে হবে, আর কি), তাহলে আপনার এক খানা বায়োডাটা আমার লিঙ্কডিন বরাবর পাঠিয়ে দিতে পারেন। আমিও সেই মত বুঝে নিয়ে আপনাকে এক বা একাধিক বঙ্গললনার খোঁজ পাঠাতে পারি। এদের ভেতর একজন সেই রকম বইখোর আছে। তবে সে প্রবাসী পাত্র চায় না। (মনে হয় ব্লগার ফ্লেভার অব বুক তাকে পানি পড়া দিয়েছে)। বাকিদের অবশ্য এ সমস্যা নেই। সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ আমি এ পর্যন্ত কোন বিবাহ ঘটিয়ে ঘটকালি জগতে সাফল্য অর্জন করতে পারি নাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৫

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমার কোন সমস্যা নেই ।

লিংকডিন আইডি দিতে পারেন ।

ফেইলর ইজ দ্যা পিলার অফ সাকসেস B-) ;)

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: একই নাম ইংরেজিতে দিয়ে সার্চ করলেই পাবেন আশা করি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৫

অপু দ্যা গ্রেট বলেছেন:


ওকে সার্চ দিয়ে দেখবো

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ব্লগে ঘটাকালী চলছে!!!

বই পড়া আর ঘটকালী নিয়ে একটা পোস্ট দিতে হবে মনে হচ্ছে।

মাথায় মজার একটা আইডিয়া এসেছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



তাহলে ব্যাচেলাররা কই যাবে ।

তাদের কি কোন শখ নাই । বন্ধুরা তো সবাই বিয়ে করে ফেলেছে ।

মজার আইডিয়া আসলে শেয়ার করেন আমরাও মজা পাই ।

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

মাহের ইসলাম বলেছেন: আপনি তো অনেক বই কিনে ফেলেছেন !!
আমি এখনো বই মেলায় যেতে পারলাম না।

অনেক ব্লগারের বই দেখে ভালো লাগল।
শুভ কামনা রইল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ভাই ।

তবে এখনো অনেক বই কেনা বাকি আছে । আবার সময় করে এক দিন যেতে হবে ।

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫২

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: বছর সাতেক আগে সিনিয়র এক আপুর র‍্যানডম ঘটকালির বদৌলতে আমার বেলাতেও বেলতলা ঘুরে আসার সুযোগ হয়েছিল। অতি ফর্সা বাবা আর ঘোর কৃষ্ণবর্ন মায়ের পাশে এখন তাদের শ্যামলা ছেলেটা ঘুরঘুর করে। কৃতজ্ঞতার জায়গা থেকে তাই পটেনশিয়াল লোকজন দেখলেই ঘটকালির শিয়ালটা হুক্কাহুয়া ডাক ছাড়ে। এর আর কি...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



সমস্যা নেই । করতে থাকেন । বাকিটা দেখা যাবে ।

তবে লিকডইন এ আপনাকে পাইনি

[email protected]

যদি সম্ভব হয় মেইল করবেন

ধন্যবাদ

ভাল থাকবেন /।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৮

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! চমৎকার সংগ্রহ তোমার !!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩

অপু দ্যা গ্রেট বলেছেন:


এখনও অনেক বই বাকি । আপু ।

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩

মুক্তা নীল বলেছেন: ভালোবাসায় ভরপুরে সংগ্রহ করা বই ও ব্লগারদের প্রতি ভালোবাসা। আমারও ভালোলাগা রইলো বইগুলোর জন্য।
ধন্যবাদ, ভালো থাকবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ।

বই গুলো এখনো পড়া শুরু করতে পারিনি ।

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ভাই আপু, আমি ইমেইল করেছিলাম। স্প্যাম চেক করবেন। ধন্যবাদ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০২

অপু দ্যা গ্রেট বলেছেন:



জ্বী আপু আমি পেয়েছি ।

ধন্যবাদ ।

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪২

ওমেরা বলেছেন: ওমা গো এত বই কিনেছেন ? যে কোন ধরনের নেশাই খারাপ তবে বই পড়ার নেশা ভালো ।
পড়ে পড়ে জ্ঞানী হন তার নেই জ্ঞান ব্লগে একটু বিতরন করিয়েন আমরা যাতে নিতে পারি ।
ধন্যবাদ আপনাকে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমি অতি নগন্য । এখনও জ্ঞান বিতরনের জায়গায় যেতে পারিনি ।

ধন্যবাদ ।

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহারে... এত্তগুলান বই!!! হিংসে আর হিংসে.... :P

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



এখনও অনেক বাকি আছে ।

আমারও হিংসে হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.