নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

সামুতে আমার চার বছর ও কিছু প্রিয় মানুষের সান্নিধ্যে আমার পথ চলা (চতুর্থ বর্ষপূর্তি)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪




অফিসের ব্যবস্ততা আর ঢাকার বাইরে থাকার কারনে ব্লগে সময় দিতে পারছি না । অথচ ভালবাসার জায়গাটাকে খুব মিস করছি । অনেক প্রিয় ব্লগারের ব্লগ পড়তে পারছি না । তাদের লেখা মিস করছি । সামান্য অসুস্থতার জন্য কাজও করতে পারছি না । বই মেলায় যেতে পারছি না । অনেক প্রিয় মুখ বই মেলায় এসেছেন তাদের মিস করেছি । বলা যায় আমি পুরোপুরি আড়াল হয়ে গেছি । লেখালেখি হচ্ছে না । সব মিলিয়ে একটা হ য ব র ল অবস্থা । আর এরই মাঝে ব্লগে চার বছর পার করে ফেললাম ।

ভাবতেই অবাক লাগে যখন খুব কষ্ট নিয়ে নিয়ে ব্লগ এ একাউন্ট করেছিলাম সেটাই আজ মনের কোনে অনেক বড় জায়গা করে নেবে । ভেবে ছিলাম, অল্পস্বল্প গুরুর ঠ্যাং আর মুরগীর ঠ্যাং যা লিখি তাই জমা করব এখানে । প্রথম তো কয়েক সপ্তাহ পার করেছি বুঝতেই কিভাবে প্রথম পাতায় লেখা আসবে । ২০১০ এ যখন পড়তাম তখন শুধু জ্ঞানার্জনের জন্য, নিজেকে সমৃদ্ধ করার জন্য শুধু পড়েছি । লিখব ভাবিনি ।

মনে পরে শাহাবাগ আন্দোলনের কথা । বাবাকে ব্লগের কথা বলতেই তিনি একটূ সাবধান থাকতে বললেন । কিন্তু আমি তখন বই পড়াতে মজে ছিলাম । লেখালিখি আমার জন্য ছিল না । প্রচুড় লেখা পড়েছি । ভাবতে অবাক লাগে আজ অনেক ব্লগার নেই । তাদের লেখা মিস করি ।

প্রথম কাকে কমেন্ট করেছিলাম মনে নেই । তবে কমেন্ট করার আগে এটাই ভেবেছি এটা ফেসবুক নয় । এখানে চিন্তা আর মননের বিকাশ ঘটে । তাই ভেবে চিন্তে কমেন্ট করতে হবে । বলা যায় সর্তকতা আরকি । আসলে আমি এখন ও পর্যায়ে যেতে পারিনি তো তাই । তবে চেষ্টা করছি কিছু লেখার । আমি ভাল লিখতে পারিনা । এটা সত্য । তাই পড়ি । অনেক পড়ি । পড়ার চেষ্টা করি । সামনে যা পাই পড়ি । একদিন লিখতে পারব ।

মনে পরে সেই দিনটার কথা যেদিন তাহার সাথে শেষ কথা হয়েছিল । দুঃখ ভরা মন নিয়ে ভার্সিটির ল্যাবে বসে ব্লগে লগইন করে পড়ছি হাসির কিছু খুজতেছি । কোন একটা লেখা পড়েছিলাম মনে নেই । খুব হেসেছি । তারপর রাতে তাকে বলেছি । "Maybe I not for you, But the thing is I deserve to be a better life more then you".

শেষ মেসেজটা দিয়েছিলাম, অল দ্যা বেস্ট । এরপর পিছন ফিরে দেখেনি । সামনে এসেছি , হোচট খেয়েছি । পরে গিয়েছি । আবার নিজেই উঠে দাড়িয়েছি । এখানে ব্লগ আমাকে যে সাপোর্ট দিয়েছে তা বলার অপেক্ষা রাখে । প্রতিদিন রাতে নিয়ম করে লেখা পড়েছি । প্রতিদিন শত শত লেখার ভিড়ে নিজেকে খুজে নিয়েছি । তারপর একদিন নিজেও শুরু করলাম ।

হাটতে হাটতে চার বছর পার করে ফেললাম । ভাবছি আমি পেরেছি । প্রথমবার যখন মানুষ এভারেস্ট জয় করে তখন যেমন আনন্দ হয় ঠিক তেমন আনন্দ হচ্ছে । তবে আজও আমি ব্লগে জুনিয়র । আর আমি জুনিয়র ই থাকতে চাই । সবার ভালবাসা পেতে চাই । পেতে চাই নির্মল ভালবাসা ।

আমি কিছু মানুষের কাছে কৃতজ্ঞ । তাদের মাঝে তাইজুল ভাই, চাঁদগাজী স্যার, অগ্নি সারথি, কাল্পনিক ভালবাসা, নীলসাধু, লিলিয়ান আপু, মনিরা আপু, শায়মা আপু, আহমেদ জী এস, পদাতিক ভাই, কাওসার ভাই, শাইয়্যান ভাই, রাজীব নুর ভাই, সাদা মনের মানুষ, প্রামানিক ভাই, সুমন দা, বিজন দা, সাঞ্জি স্রে, নীল আকাশ, ওমেরা, সামু পাগলা ০০০৭, আর্কিপটেরিক্স এরা এবং এমন অনেক ব্লগার যারা আমাকে হাসিয়েছে কাদিয়েছে । জীবনের মানে বুঝতে সহযোগিতা করেছে ।

ব্লগ যখন জানালো আমার চার বছর পার তখন আমি খুলনায় ইভেন্টে কাজ করছি । শরীর ব্যথা নিয়ে কাজ করে যাচ্ছি । কিন্তু দায়িত্ব অবহেলা মোটেও করিনি । কিছু লিখব ভাবছিলাম । কি লিখব মাথায় আসছিল না । ঢাকা এসেই শুয়ে পড়লাম । এই লেখা যখন লিখছি তখন জ্বরে আমি কুপোকাত । তারপরও ভালবাসার মানুষ গুলোকে মিস করছি বলেই লিখলাম ।

একদিন হয়ত থাকব না । চলে যাবো অনেক দুরে । তবে সামু থাকবে । হয়ত আমার একাউন্ট ও থাকবে । কিন্তু থাকবে না এই ব্লগের পিছনের মানুষটা ।

সবার জন্য শ্রদ্ধা, শুভেচ্ছা ও আন্তরিক ভালবাসা ।


ভাল থাকবেন । সুস্থ থাকবেন । বই পড়বেন । আপনার চারপাশ পরিস্কার রাখবেন ।

মন্তব্য ৮২ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৬

রাকিব আর পি এম সি বলেছেন: অভিনন্দন। সামুতে অাপনার এই পদচারণা অারো যুগ যুগ চলতে থাকুক। অাপনিও ভাল থাকবেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০১

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ভাই ।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৮

নয়া পাঠক বলেছেন: অভিনন্দন অপু ভাই! চার বছর পূর্তিতে চার মিলিয়ন ফুলের শুভেচ্ছা! আশা করি আরও চল্লিশ বছর এই ব্লগকে মাতিয়ে রাখবেন, তা শুকনো মুখে ৪র্থ জন্মদিন পালন করলে হবে? কিছু না হোক ২২ তারিখে অন্ততঃ সাধু ভাইয়ের আয়োজনে ব্লগারমেলায় যোগ দিবেন, ট্রিট-টা সেখানেই না হয় ......।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৭

অপু দ্যা গ্রেট বলেছেন:





২২ তারিখ আসলে অবশ্যই দেখা হবে । সমস্যা নেই অগ্নি সারথি ভাই ট্রিট দিবেন বলেছেন ।

এটা নজরবন্দির সাফল্যের জন্য ।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: সামুতে আপনি না থাকলে আমি আপনাকে ভীষন মিস করি।
আপনি হাসিখুশি প্রানবন্ত একজন ব্লগার।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ভাই । আপনি আমাকে মিস করেন এটা আমার কাছে বড় পাওয়া ।

আসলে হাসি দিয়ে নাকি সব কিছু জয় করা যায় । তাই হাসি খুশি থাকি । মন খারাপ থাকলেও হাসি এই আরকি ।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্লগে চার বছর পূর্তিতে অভিনন্দন! আশা করি আরও মিনিমাম চল্লিশ বছর ব্লগকে সুন্দর সুন্দর পোস্ট আর কমেন্টের মাধ্যমে মাতিয়ে রাখবেন! অনেক অনেক শুভকামনা রইল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ভাই ।

দোয়া করবেন যেন আপনাদের মাঝেই বিচরন করতে পারি ।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: নিজের যত্ন নিয়ে জ্যান্ত হয়ে আবার চার হাতে পায়ে ব্লগ করতে ফিরে আসুন। চার বছরে সবে তো ইশকুল শুরু হল। সামনে অনেকটা পথ। যাত্রা চলুক। উঁচুনিচু মিলিয়ে। ভাল থাকবেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




স্কুল খুইলা ছে রে মাওলা স্কুল খুইলাছে

গানটা কেন মনে পরল জানি না । তবে স্কুলের স্মৃতি বড় মজার ছিল । সামুতেও সেটা বর্তমান আছে ।

ভাল থাকার এখন চেষ্টা করি না । ভাল থাকি । কারন আমি ভাল না থাকলে কাউকে ভাল রাখতে পারব না ।

ধন্যবাদ ।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮

খায়রুল আহসান বলেছেন: এ ব্লগে চার বছর পূর্তিতে আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, অপু দ্য গ্রেট!
আপনার লেখায় সব সময়ই একটা সরলতা আমি দেখতে পেয়েছি। এ ছাড়া আপনি অনেক উৎসাহ নিয়ে ব্লগিং করে থাকেন, ব্লগারদের খোঁজ খবর নিয়ে থাকেন, যে কোন গ্যাদারিং এ একটু আধটু অবদান রাখতে চেষ্টা করেন, এসব আমি আপনাকে না দেখেও বেশ অনুমান করতে পারি। এ থেকে বুঝতে পারি, ব্লগটাকে আপনি কতটা ভালবাসেন, ব্লগিংকে কতটা উপভোগ করেন।
অসুস্থতাকে অবহেলা করবেন না। সুস্থ হয়ে যতটা সময় বের করতে পারেন, ততটাই ব্লগে দেবেন। ব্লগিং এর জন্য নিজ পেশাকেও অবহেলা করবেন না।
আপনার লেখনী আরো শানিত হোক, ব্লগ আপনার শান্তির জায়গা হোক, ব্লগে চার বছর পূর্তিতে এই কামনা রেখে গেলাম।
পোস্টে প্লাস +

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩১

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ দিতে লজ্জা লাগছে । আসলে এভাবে কেউ বলেনি ।

সত্যি বলতে আমি ফেসবুক থেকে বের হতে পেরেছি এই ব্লগের কল্যানে । তাছাড়া সারাদিন ফেবুতেই মার্কেটিং করতে হয় তাই আর ফেসবুক ভাল লাগেনা ।

আর অপর দিকে ব্লগ যেন আমার কাছে আত্মার আত্মীয় । সবাই আপন । সবার কাছেই ভালবাসা পাই । সত্যি বলতে আমার এখন আর কিছু চাওয়ার নেই ।

আমি এই ব্লগের মাঝেই বেচে থাকতে চাই । সবার সাথে থাকতে চাই ।

জানি না ব্লগের জন্য কি করতে পারব । তবে নিজের শেষ টুকু দিয়ে দেব ।

ধন্যবাদ আপনাকে । আপনার বইটি সংগ্রহ করতে পারিনি বলে দুঃখিত ।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: অভিনন্দন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ভাই ।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চার বছর পূর্তির অভিনন্দন। শরীরের যত্ন নিন, দ্রুত সুস্থ হয়ে উঠুন। ব্লগের পথচলা হোক আনন্দমুখর, ভাল কাটুক প্রতিটি দিন প্রতিটি ক্ষণ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২০

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমার মনে হয় আপনি চালাক তাই নাম রেখেছেন বোকা মানুষ বলতে চায় ।


ধন্যবাদ ।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: একহালি অভিনন্দন :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



ইয়ে মানে স্কুলের এক হালির কথা মনে পরে গেল ।

ধন্যবাদ ।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: লেখাটি পড়ে আপনার সেই হাসিমাখা চেহারা যেন আমার সামনে ভেসে উঠলো।


অভিনন্দন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ তাইজুল ভাই ।

২২ তারিখ আসবেন?

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ব্লগের চার বছর পূর্তিতে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা!

ভালো থাকুন নিরন্তর।

পাশেই আছি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ভাই ।

বইমেলায় দেখা পাবো কি ?

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৩

আরোগ্য বলেছেন: অভিনন্দন!
অভিনন্দন!
অভিনন্দন!
অভিনন্দন!

এভাবেই কাটুক সামুতে অপুময় সময়। অনেক শুভ কামনা আগামী দিনগুলোর জন্য।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ প্রিয় ভাই ।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


আপনি শীঘ্রই সুস্হ হয়ে উঠুন, এই কামনা র'লো। ব্লগ আমাদের নিজের ভাবনা ও লেখার শক্তিকে ক্রমাগতভাবে রিফাইন করার সুযোগ করে দিচ্ছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ স্যার ।

আপনি কেমন আছেন? শরীর ভালো তো?

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অভিনন্দন। ব্লগে চারবছর সাথেই আছেন। কত আন্তরিক হলে পরে এই অসুস্থ বদনে সহযাত্রিদের স্মরণে রাখে। আপনি তাদের একজন। সুস্থতা কামনা করছি। সবময় থাকবেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪০

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ভাই ।

আপনারা সাথে থাকলে সব কিছু জয় করে নেব । অসুস্থতা কোন বিষয় নয় ।

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৬

আহমেদ জী এস বলেছেন: অপু দ্যা গ্রেট,




অভিনন্দন, চার চারটি বছর ধরে মনের চড়াই-উৎরাই পেড়িয়ে যাওয়া গল্পের একটা ইভেন্ট এখানে সাজিয়ে দিয়ে গেলেন বলে।

শেষের দু'টি লাইনে জীবনের কঠিন সত্যটির সামনে দাঁড় করিয়ে দিলেন। আমিও মনে মনে আপনার সাথে গাইলুম---
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে–
তখন আমায় নাইবা মনে রাখলে............

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




আপনার কমেন্টের উত্তর সবার শেষে দিচ্ছি ।

কারন আপনার কমেন্ট আমার কাছে একটা আলাদা ভাল লাগা থাকে । আপনার প্রতিটা কমেন্ট আমি পড়ি । যেখানেই আপনার কমেন্ট পাই সেখানেই পড়ি ।

ধন্যবাদ ।

চেষ্টা করেছি সরল ভাষায় নিজের কিছু কথা তুলে ধরতে ।

ভাল থাকবেন ।

আর এই গানটা আমার কাছে খুব প্রিয় ।

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৪

সুমন কর বলেছেন: এখন জ্বরের কি অবস্থা? চার বছর পূর্তির অভিনন্দন !! শুভকামনা রইলো।
+।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪১

অপু দ্যা গ্রেট বলেছেন:





এখন একটু ভালো দাদা ।


আপনি কেমন আছেন ?

বই মেলায় আবার যাবেন । ২২ তারিখ আসেন ।

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৫

সোহানী বলেছেন: শুভকামনা অপু। চারবছর অনেক বড় সময় সম্পর্ক তৈরীর জন্য। এবং সে সম্পর্ক আপনি ভালেঅভাবেই তৈরী করেছেন।

সবসময়ই ভালো থাকেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ আপু ।

আপনি কেমন আছেন ?

দোয়া করবেন ।

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৫

আখেনাটেন বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা অপু দ্যা গ্রেটের জন্য।

সুস্থ হয়ে নয়া উদ্যোমে ফিরে অাসুন ব্লগে...।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ভাই ।

দোয়া করবেন ।

আপনিও ভাল থাকবেন ।

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভ কামনা। সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখুন।
মুক্ত মনের মানুষরা ই এটা পারবে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ মন্তব্যের জন্য ।

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৬

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো আপনার চার বছরের সামুর সাথে পথ চলার গল্প, এ চলা অব্যাহত থাকুক অবিরাম,অনেক শুভ কামনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ভাই ।

দোয়া করবেন ।

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৭

নতুন নকিব বলেছেন:



সামনের দিনগুলো হোক আরও সুন্দর, আরও আলোকিত।

আপনার জন্য শুভকামনা। যারা আপনাকে হাসাতে কিংবা কাঁদাতে পেরেছেন তাদের জন্যও।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২১

অপু দ্যা গ্রেট বলেছেন:





ধন্যবাদ ভাই ।

আপনার সান্নিধ্য আমাকে সব সময় মুগ্ধ করে ।

২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪২

মেহেদী হাসান হাসিব বলেছেন: অনেক শুভেচ্ছা আপনাকে চার বছর পূর্তিতে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২১

অপু দ্যা গ্রেট বলেছেন:


ধন্যবাদ ভাই ।

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৮

কাওসার চৌধুরী বলেছেন:





শুভ কামনা রইলো, প্রিয় অপু ভাই। আপনি চমৎকার একজন মানুষ, চমৎকার একজন ব্লগার। ব্লগ ডে'তে আপনার সাথে পরিচিত হতে পেরে খুব খুশি হয়েছিলাম। আশা করি, আরো যুগ যুগ ধরে আপনি সামুকে মাতিয়ে রাখবেন নিজের প্রতিভায়। ভাল থাকবেন, ভাই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ কাওসার ভাই

আমি দুঃখিত ঢাকার বাইরে থাকায় এবং নিজের অসুস্থতার জন্য আপনার বইটি পড়া হয়ে ওঠেনি । নিজ গুনে ক্ষমা করবেন ।

দোয়া করবেন আপনাদের মাঝে যেন থাকতে পারি ।

২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৫

অগ্নি সারথি বলেছেন: অভিনন্দন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যাবাদ ভাই ।

ট্রিট কিন্তু পাই ।

২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় অপুভাই,

শুভেচ্ছা ও অভিনন্দন রইল । গত দুদিন আমি ব্লগে ঢুকতে পারছি না । ভয়ঙ্কর সমস্যা হচ্ছে। এমনও হয়েছে যে কোন কমেন্ট লিখলাম কিন্তু পোস্ট হলো না ,অফলাইন দেখাচ্ছে । এখন নোটিশবোর্ডটা দেখে বুঝতে পারলাম যে সমস্যাটি বহু জনের ।


ভালো থাকুন ,সুখে থাকুন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪১

অপু দ্যা গ্রেট বলেছেন:

প্রিয় প্রিয়,

সকাল থেকে আমি ও ঢুকতে পারছিলাম না । মেজাজ চরম ভাবে গরম ছিল । আপাতত ঠান্ডা ।

কেমন আছেন ? সরি আমি অফিসের কাজে ঢাকার বাইরে এবং অসুস্থ থাকার দরুন ব্লগে আসতে পারিনি ।

২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯

জুন বলেছেন: চার বছর পুর্তির জন্য অভিনন্দন অপু দ্যা গ্রেট। আরো অনেক অনেক বছর সামুর মায়ার চাদরে নিজেকে জড়িয়ে রাখবেন আশা করি :)
অনেক ভালো থাকুন। শুভেচ্ছান্তে--

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ।

সামু আমার সাথে মিশে আছে । সারা জীবন থাকবে ।

২৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৫৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: চার বছর পূর্তির শুভেচ্ছা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ভাই ।

২৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় অপুভাই,

প্রতিমন্তব্যে আবার আসা। আপনি মহানগরের বাইরে আছেন অসুস্থ শরীর নিয়ে; আপনার দ্রুত আরোগ্যলাভ কামনা করি। ব্লগে আপনার ভালোবাসার লিস্টে নিজের নামটি দেখে আপ্লুত হলাম। ধন্যবাদ দিয়ে আপনাকে খাটো করবো না । ব্লগের পারস্পরিক এই ভালোবাসা আমাদের গর্ব । এমন মিথস্ক্রিয়া চলতে থাকুক ...

ফাল্গুনের শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ প্রতি মন্তব্যে ফিরে আসার জন্য । এখন কিছুটা সুস্থ । আশা করি কালকের মধ্যে সুস্থ হয়ে যাবো ।

আশা রাখি আপনাকে আমরা এখানে খুব শীঘ্রই পাবো ।

আপনাকেও শুভেচ্ছা রইল ।

২৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১২

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার স্মৃতি কোথা লিখেছ অপু !!
জীবন বহতা নদী সারাক্ষণ কলকল ছলছল;
বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা আর চল্লিশ বর্ষপূর্তির শুভ কামনা রাখলাম।

অনেক অনেক ভালো থেকো আমাদের ছোট্ট মিষ্টি অপু দ্যা গ্রেট।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ আপু ।

আগামীকাল গেট টুগেদার এ দেখা হবে ।

৩০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: গুণেগুণে বছর হালি খানেক পথচলা B-))
চলুক... স্রোতস্বীনি নদীর ন্যায়....
চার কেন চার হাজার বছর চাই :)

এক হালি ফুলের শুভেচ্ছা :D

(আমার নামের বানান ভুল X(( )

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



তোমার আবার এইডা কোন নাম নাকি । দিছি এইডা লইয়াই খুশি থাকো ।

এখন এক হালি দিয়ে কি করমু ।

কাল বই মেলায় আসেন ।

৩১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩২

অপু তানভীর বলেছেন: যে কোন কাজই চার বছর ধরে করাটা একটা বিশাল ব্যাপার । সামুর সাথে পথ চলা আরও দীর্ঘ হোক !

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

অপু দ্যা গ্রেট বলেছেন:


ধন্যবাদ ভাই ।

৩২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: দেখা হয়ে যাবে খুব সহসাই! ভালো থাকুন নিরন্তর।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




অপেক্ষায় থাকলাম ।

৩৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: লাগবো না তোমার নাম X(

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



কিসব অশ্লীল লোক

কি লাগা লাগির কথা বলো হ্যা

৩৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: হালি লাগবো না.... বুঝছি B:-/
দুইডা চাই তাই না ;)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৯

অপু দ্যা গ্রেট বলেছেন:




একটায় কি জীবন চলে নাকি

৩৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪

মনিরা সুলতানা বলেছেন: কেমনে দেখা হবে :(
আমি তো উড়াল দিছি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



মিস করলাম আপনাকে

৩৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্লগে চার বছর পূর্তিতে অভিনন্দন!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫

অপু দ্যা গ্রেট বলেছেন:





ধন্যবাদ

৩৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২১

ফয়সাল রকি বলেছেন: অভিনন্দন অপু দ্যা গ্রেট। চালিয়ে যান।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ভাই ।

আপনার বইটি কি কোন অন লাইন শপ এ পাওয়া যাবে ?

৩৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

শায়মা বলেছেন: সামু আমার জীবনেরও অনেক বড় একটা পার্ট!
এখান থেকে আমি অনেক কিছুই শিখেছি যা সামু না থাকলে হয়তো আমার শেখা হত কিনা জানিনা!!!


পেয়েছি অনেক অনেক ভালোলাগার মানুষগুলোকেও।

তোমার জন্য অনেক অনেক ভালোবাসা ভাইয়া!

অনেক ভালো থেকো! :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৯

অপু দ্যা গ্রেট বলেছেন:





ধন্যবাদ আপু

আপনিও ভাল থাকবেন ।

৩৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০

খায়রুল আহসান বলেছেন: "আপনার বইটি সংগ্রহ করতে পারিনি বলে দুঃখিত" - কোন ব্যাপার না। আমার বইগুলো তেমন কোন বইই না। আর তা ছাড়া কবিতা সবাই ভালবাসে না, এটা আমি বেশ জানি। সুতরাং, সংগ্রহ করতে না পারার জন্য দুঃখ বোধ করার কোন কারণই নাই। :)
ভাল থাকুন, শুভকামনা----

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩০

অপু দ্যা গ্রেট বলেছেন:





একটা সংগ্রহ করে ফেলেছি । যদিও আমার ভালবাসার কবিতা ভাল লাগে না । তবুও পড়ব ।

৪০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২

ওমেরা বলেছেন: এই পোষ্টে আমি একটা কমেন্ট করেছিলাম আপনাকে অভিনন্দন জানিয়ে সেটা কই গেল?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




বলতে পারব না তো


আমি ঢাকার বাইরে থাকায় ব্লগে আসিনি ।

৪১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৭

প্রামানিক বলেছেন: চার বছর পুর্তির জন্য অভিনন্দন, সামু বেঁচে থাকলে আশা করি আরো অনেক দিন সামুতে থাকবেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.