নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
কবি আর কবিতা দুটোর সম্পর্ক এতই মুধর যে, তারা যা লিখুন না কেন ছন্দ মিলে যায় । মনে হয় যেন সিড়ির প্রতিটি ধাপ সুন্দর ভাবে আগে থেকেই সাজিয়ে রাখা । আবার তাদের সৃজনশীলতা নিয়ে কোন প্রশ্নই আসে না ।
কবিদের শক্তি প্রচন্ড । কারন তারা এক পৃষ্ঠার কথা পাঁচ লাইন লিখে বুঝিয়ে দিতে পারেন । তাদের কোন কিছুর দরকার হয় না । তারা নির্ভীক, সত্য আর সুন্দর ।
কবিরা প্রতিবাদ ও করেন কবিতা দিয়ে । তাদের কবিতাই তখন প্রতিবাদের ভাষা । অনেক লিখেও যখন কোন কিছু প্রকাশ করা যায় না । কবিতা তখন সব কিছুর মাধ্যম হয়ে যায় ।
ভালবাসার কবিতা তো অনেকেই লেখে । কত জন সমাজ নিয়ে লেখে । আমি সাধারনত কবিতা খুব কম পড়ি । কারন কবিতা আমার জন্য বিশাল একটা সমুদ্রের মত যার পারে দাড়িয়ে তাকে পরিমাপ করা যায় না ।
“দ্যা চেঞ্জিং রুম- সীন এন্ড আনসীন” বইটি তেমন একটি প্রতিবাদ সরূপ । প্রতিটি লেখায় যেন ফুটেছে সমাজের দেখেও না দেখা অনেক গল্প । রয়েছে প্রতিবাদ । রয়েছে সমাজের নানা দিক যেগুলো আমরা এড়িয়ে চলি । অথচ এই বইটীতে কত সুন্দর ভাবে ফুটে উঠেছে সব কিছু । যেন শিল্পীর আকা কোন ছবি ।
তবে বইটির প্রতিবাদী ভাষা এবং না বলা কথা গুলো এত সুন্দর ভাবে উপমা দিয়ে হয়ত কেউ বলতে পারত না । আমি শুধু মুগ্ধ হয়ে পড়েছি । আর ভাবেছি যদি এভাবে আমিও কবিতা লিখতে পারতাম ।
কবিতা সবাই লিখতে পারে না । আবার লিখতে পারলেও সেটাকে মানুষের মনের ভিতর জাগিয়ে তুলতে পারে না । মানুষের বিবেক কে জাগিয়ে দিতে পারে না ।
বইটী বেশি বড় না । তাই খুব দ্রুত পড়া শেষ । তবে ভাবনার অনেক কিছুই আছে । আসলে আজ আমরা কেমন আছি ? আমাদের দেশ কেমন আছে?
আসলে আমরা কোথায় আছি?
বইঃ দ্যা চেঞ্জিং রুম- সীন এন্ড আনসীন
লেখকঃ অর্নিবান সূর্যকান্ত
৩০ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৪৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ আপু ।
সামুতে ঢুকতে বহুত কসরত করতে হচ্ছে ।
২| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ১২:২৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা হউক আন্দোলনের হাতিয়ার।
বই রিভিউটি ভালো লাগলো।
৩০ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৪৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ ।
৩| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ১২:২৯
আকতার আর হোসাইন বলেছেন: কবিতা আমিও কম বুঝি। তবে কঠিন শব্দ ব্যবহার কম হলে কবিতা পড়তে খুব ভাল লাগে যদিও কম বুঝি।
চমৎকার রিভিউ লিখেছেন স্যার
৩০ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৪৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ
৪| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ১২:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বলেছেন ভাই, একটা বই পড়ে এত সুন্দর উপলব্ধি প্রকাশ করতেও আমরা অনেকেই পারিনা। ভালো লাগলো ভাই।
কবি ও কবিতা সম্পর্কে দারুণ বলেছেন, কবিদের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল আরও।
শুভকামনা জানবেন ভাই।
৩০ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৪৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ ভাই ।
৫| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ২:০৪
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ঝরঝরে রিভিউ ভাল লাগলো।
৩০ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৪৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ আপু
৬| ৩০ শে মার্চ, ২০১৯ সকাল ১০:০১
হাবিব বলেছেন: রিভিউ পরে বইটি পাঠ করার আগ্রহ জন্মালো
৩০ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৪৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
পড়তে পারেন
৭| ৩০ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় অপুভাই,
বইটি পড়ার সৌভাগ্য হয়নি কিন্তু বইটি পাঠ করে আপনার সুন্দর অনুভবে ভীষণ খুশি হয়েছে। এ কারণেই রিভিউটি খুব ভালো লাগলো।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় অপুভাইকে।
০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১০:১৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
প্রিয়
দুঃখিত দেরিতে রিপ্লাই দেয়ার জন্য ।
দেখি সম্ভব হয় কিনা বইটি পাঠানোর ।
ভালবাসা রইল ।
৮| ৩০ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:০৩
রাজীব নুর বলেছেন: রিবিউ পড়ে মন ভরলো না।
০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১০:৪১
অপু দ্যা গ্রেট বলেছেন:
বইটি পড়েও মন ভরবে না ।
৯| ৩০ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৫
মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগলো।
০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১০:৪২
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ ।
১০| ৩০ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৭
আর্কিওপটেরিক্স বলেছেন: বই..... ❤❤❤
০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
বই ❤❤❤
১১| ৩০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০২
নীল আকাশ বলেছেন: কবিতাকে আমি ভয় পাই। কবিতা সব সময় আমার মাথার অ্যান্টিনার উপর দিয়ে যায়। সেই জন্য কবিতার বই দেখলেই ভয় পাই।
০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমিও কবিতাকে ভয় পাই । তারপরও চেষ্টা করি ।
১২| ৩১ শে মার্চ, ২০১৯ রাত ১২:১৪
ল বলেছেন: দেখা অদেখা ভুবন জুড়ে কবিতারাা ছড়িয়ে আছে --- রিভিউয়ে বরাবরই টেলেন্ট এন্ড গ্রেট +++
০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ প্রিয় ভাই
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ১২:২৪
ওমেরা বলেছেন: কবিতা আমিও বুঝি না তবে বুঝলে মনে হয় কবিতা ভালো লাগে কারন কিছু কিছু কবিতা আমার কাছে বেশ ভালো লাগে ।
রিভিও ভালো লাগল ।