নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
রোজার মধ্যে সাইকেলটা কিনেছি । তারপর থেকে সাইকেল চালিয়ে অফিসে যাওয়া আসা হয় । যদিও গরমে এটা একটা চ্যালেঞ্জ তারপরও জ্যামের মধ্যে বসে থাকার চেয়ে ঢের ভালো ।
স্কুলে থাকতে সাইকেল চালিয়েছি । আবার কলেজেও । কিন্তু বিশ্ববিদ্যালয়ের সময় থেকে চালানো হয়নি । কিন্ত ঢাকা শহরে সাইকেল চালানো একটা যুদ্ধ জয়ের মত ই ব্যাপার । কয়েকটা ঘটনা শেয়ার করছি ।
ঘটনা - ১
ধানমন্ডি শংকর । আমি সাইকেল একদম আস্তে চালাই । বলা যায় মনের সুখে রাইডের মজা নেয়া । কিন্তু হঠাৎ পিছন থেকে দু পাশ দিয়ে দুটো রিকশা চলে আসে । আমি সাইকেলের ব্রেক চেপে আমার সাইকেলটা আরও স্লো করে দিলাম । কিন্তু আমার ডান পাশ থেকে যেই রিকশা ছিল সেটা চেপে আসে ।
আমাকে একটা ব্রেক করতে হয় । আমি চাকার ঘষার শব্দ পেলাম । আর বাম পাশেরটা আমার বামে দাড়িয়ে পরে একদম পায়ের কাছে । মেজাজ অনেক গরম হয়ে যায় । কিন্তু কিছুই হয়নি এমন ভাব করে দুই রিকশাওয়ালি আমার দিকে না তাকিয়ে নিজের মত চলে যাচ্ছিল ।
আমি সাইকেল টেনে ডান পাশের রিকশার সামনে নিয়ে দাড় করাই । রিকাশায় একজন ভাই বসা উনি সরি বলেন । কিন্তু আমি তো ওনার সরি নেবো না । রিকশাওয়ালার গরম দেখে তো আমার মনে হলো দোষ সব আমার । নিজেকে শান্ত করে আস্তে করে বললাম আমি তো তোমার লেভেলে নামতে পারি না । তাই কিছু বললাম না । অন্য কেউ হলে তোমার খবর করে ছেড়ে দিতো ।
ঘটনা - ২
এটা অবশ্য কি বলব বুঝতেছি না । আমি সাইকেল কেনার পর থেকে ফুটপাতে সাইকেল চালাইনি । হ্যা সাইকেল থেকে নেমে সেটা ফুটপাতে উঠিয়ে ঠেলে নিয়ে গিয়েছি ।
তো আমি সেদিন অফিস থেকে ফিরছিলাম । বাটা সিগনাল থেকেই জ্যাম । আমি বাম পাশ ধরে ধীরে ধীরে সামনে যাচ্ছি । আমার পিছনে এক সাইকেল ওয়ালা ভাই এসেই আমাকে ঢাকা দিচ্ছে ভাই সামনে যান । ওই ফাকে যান । আমি চুপ করে ছিলাম ।
এক পর্যায়ে আর সহ্য হলো না । বললাম ভাই আপনার এত জলদি আছে পেটে কি সমস্যা নাকি । ডায়েরিয়ে হয়েছে ? স্যালাইন আনি । সে চুপ করে গেলো । তারপর দেখি ফুটপাতে সাইকেল উঠিয়ে দিয়েছে । তারপর চালিয়ে যাচ্ছে । আমার সামনে এক বাইক ছিল । উনি বললেন ভাই আপনিও যান ।
আমি বললাম ও গাধা বলে কি আমিও গাধা হবো নাকি । জ্যাম ছাড়লো আমি সামনে এগিয়ে যেতেই মাল্টিপ্ল্যান এর আগে দেখলাম এক বয়স্ক আংকেলের সাথে ফুটপাতে দাড়িয়ে ঝগড়া করছে । মুচকি হেসে পার হয়ে গেলাম ।
ঘটনা - ৩
এটা ধানমন্ডি ১৫ এর ঘটনা । আমি সাইকেল কেনার সাথে সাথে একটা মিউজিক হর্ন কিনে নিয়েছি । যাতে কেউ বলতে না পারে বেল ছাড়া বা হর্ন নাই । আমার ঘাড়েই দোষ চাপাবে ।
তো ওইদিন আমি আস্তেই চালাচ্ছিলাম । ধানমন্ডির ১৫ এর ঠিক আগে একটু ফাকা থাকাতে আমি একটু ফাস্ট চালালাম । আমি হর্ন ধরেই চালাচ্ছিলাম । এক লোক সম্ভবত রাস্তা পার হবেন । আবার নাও হতে পারেন একবার সামনে পিছনে করছেন ।
উনি আবার সোজা দিকে তাকিয়ে আছেন । আমি মোঃপুরের দিকে যাচ্ছিলাম । উনিও ওইদিকেই তাকিয়ে আছেন মানে ওনার পিছনের দিক থেকে কি আসছে তার তা খেয়াল নেই ।
আমি হর্ন চেপে ধরলাম । আমার পাশে গাড়ি । তাই ডানে যাওয়া যাবে না । হর্ন অনেক দূর থেকেই শোনা যায় । কিন্তু তার মনে হয় দিপীকা পাড়ুকোনের কথা মনে আসছিল । তাই চোখ বন্ধ করে ভাবনায় ডুবে ছিল । আমি একদম ওনার পিছনে গিয়েও হর্ন চেপে ধরে আছি ।
উনি খুব স্লো-মোশনে মানে মনে হচ্ছে যেন তিনি নায়ক নায়িকার কোন দৃশ্যপটে আছেন, সেভাবে পিছনে ফিরে বললেন এত হর্ন দেন কেন । আমি বললাম যাদের কান থাকতেও চিলের পিছে ছুটে চলে তাদের কানের মধ্যের পোকা বের করে দেয়ার জন্য ।
মেজাজ এত খারাপ হয়েছে । আরে ভাই এত হর্ন শোনার পর কি সাইডে যাওয়া যায় না । রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে কি করে ।
আরও কিছু আছে । পরে লিখব ।
ভাল থাকুন । সুস্থ থাকুন । গাছ লাগান । আপনার চারপাশ পরিস্কার রাখুন ।
#রাস্তা_ঘাটে_চলতি_পথে_৩
০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:৫৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
অনেক দিন পর আপনাকে দেখে ভাল লাগল স্যার ।
ভাল আছেন?
জ্বী আমার বাসা মোঃপুর আর অফিস এলিফেন্ট রোড ।
২| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:৫৩
রাজীব নুর বলেছেন: ঢাকা শহরে সাইকেল চালিয়ে আরাম নেই। কেউ আপনাকে সাইট দিবে না।
এসএসসি পরীক্ষার পর আব্বা সাইকেল কিনে দিয়েছিল। এখনও মনে আছে সারা ঢাকা শহর ঘুরে বেড়াতাম।
০৩ রা জুলাই, ২০১৯ রাত ৯:০১
অপু দ্যা গ্রেট বলেছেন:
নুর ভাই ভাল আছেন? পরী অসুস্থ দেখলাম । খারাপ লাগছে ওর জন্য । আশা রাখি দ্রুত সুস্থ হয়ে যাবে ।
এটা সত্য নুর ভাই । ঢাকা শহরে সাইকেল চালিয়ে এখন আর আরাম নেই । কত পেইন যে নিতে হয় । তবে জ্যামে বসে থাকার থেকে ভাল ।
এটা অনেকটা নাই মামার চেয়ে কানা মামা ভাল টাইপ অবস্থা । আরকি ।
৩| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:৫৪
ভুয়া মফিজ বলেছেন: ঢাকা সাইকেল-ফ্রেন্ডলী শহর না। সাবধানে চালাবেন।
০৩ রা জুলাই, ২০১৯ রাত ৯:০৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
বাস্তব সত্য । এখানে রাজ করে রিকশাওয়ালারা । তাই একটু সাবধানেই চালাতে হয় ।
ধন্যবাদ ।
৪| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৯:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: ওয়েলডান! ওই পাড়াতে পড়েছিলাম।
এখন গলা ছেড়ে গান ধরি,
" আমি বাংলায় গান গাই।"
শুভকামনা প্রিয় অপু ভাইকে।
০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৯:৫৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ প্রিয় ।
আমি সাইকেল চালাতে চালাতে মাঝে মাঝে গাই ।
৫| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৯:৪৬
খায়রুল আহসান বলেছেন: ফেইসবুক গ্রুপে আপনার এ লেখাটি পড়েছিলাম। ওখানে যা বলেছিলাম, এখানেও তাই বলি- সুন্দর লিখেছেন।
পোস্টে প্লাস + +
০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:০০
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ স্যার ।
দোয়া রাখবেন । আপনি ভাল আছেন?
৬| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১:১৫
হাসান কালবৈশাখী বলেছেন:
ঢাকা সাইকেল-ফ্রেন্ডলী শহর না হলেও সাইকেল জনপ্রীয় করতে হবে।
সাইকেল বাড়লে সাইকেলের জন্য আলাদা লেন হবে।
উন্নত দেশে প্রায় সবার গাড়ী থাকলেও সাইকেল বেশ জনপ্রীয়, রাস্তায় সাইকেলের জন্য সাইকেল/বাস লেন আছে।
এপ ভিত্তিক ভাড়ায় সাইকেলও প্রচুর। এপ ভিত্তিক ভাড়ায় ব্যাটারি চালিত সাইকেল/মিনিস্কুটিও প্রচুর।
বাংলাদেশে খুবই খুবই দরকার এসব।
কিন্তু নব্য ধনী এসি গাড়ীতে বসে থাকাদের ডিষ্টার্ব হবে, তাই এসব করতে দিবে না।
০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:০২
অপু দ্যা গ্রেট বলেছেন:
এটাই আমাদের সমস্যা । আমরা কোন কিছুই বিশাল ভাবে চিন্তা করতে পারি না ।
তারপর ঢাকা শহরে রিকশার সমস্যা বেড়েই চলেছে । সাইকেল পরিবেশ বান্ধব । উন্নত বিশ্বের কথা বলে লাভ নেই । তারা সিস্টেমের সাথে চলে আর আমরা সিস্টেম চালাই । সেটাও নিজেদের মত করে ।
এপ ভিত্তিক সাইকেল বাংলাদেশেও আছে জো-বাইক । ব্যাটারি চালিত । আমাদের বিশ্ববিদ্যালয়ে ছিল ।
৭| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ১০:০৭
সুমন কর বলেছেন: যারা ফুটপাত দিয়ে বাইক চালায়, মনে হয় কানের নিচে জোড়ে একটা .......কিন্তু তারাই দেখি আবার ফুটপাত দিয়ে যারা চলছে, তাঁদের ঝারি দিচ্ছে.......
কেমন আছো? +।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:৫২
চাঁদগাজী বলেছেন:
আপনার বাসা থেকে অফিসের দুরত্ব কতটুকু?