নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

মুক্তির আনন্দের স্বাধঃ সত্যের জয় !!!!

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২৬







"মুক্তিরো মন্দিরো সোপান তলে,
কত প্রান হলো বলি দান
লেখা আছে অশ্রু জলে"

উপরের গানটি আমার অনেক পছন্দের গান । আজ যেন ঠিক সেটাই হচ্ছে । আনন্দের অশ্রু যেন শেষ হচ্ছে না । সামু আট মাস বন্ধ ছিল । দীর্ঘ আট মাস । আমার মত অনেকেই ভিপিএন দিয়ে ব্যবহার করতে গিয়ে ক্লান্ত হয়েছেন । শেষে দারস্ত হয়েছেন অন্য সোশায়ল মিডিয়াতে । আমিও শেষ পর্যন্ত এটাই করেছি ।

তবে সামুতে আসিনি তা নয় । এসেছি । কিন্তু কি করব ভাল লাগেনি । ভিপিএন দিয়ে ঢুকতে যেমন ঝামেলা আর কষ্ট লাগে স্পিডে । ভাত সোজা খেতেই ভাল লাগে । ঘুরিয়ে খেলে কি মজা পাওয়া যায় । ঠিক যেন সেটাই হচ্ছিল ।

আমি ব্লগারদের সাথে নিজের ব্যস্ততার কারনে যোগাযোগও করতে পারিনি । তবে খোজ খবর রেখেছি । ব্লগ খুলেছে আজ । দুপুরে অফিসে বসে করলাম লগ ইন । এরপর আর কি আনন্দ আর ধরে না । খুশিতে দুটো লাফ দিতে চেয়ে ছিলাম । বস কি ভাববে তাই দেইনি ।

ক্লান্ত শরীরের বাসা আসার পর ভাবলাম বসি । তারপর ভাবলাম একটা বই পড়ে শেষ করি । বইটা শেষ করে লিখতে বসলাম আনন্দের কথা । সামু আমাকে অনেক ভালবাসা দিয়েছে । সেটা বলার অপেক্ষা রাখে না ।

মনে পরে ব্লগ ডে পালনের আগের কথা । জাদিদ ভাই আর সারথি ভাইয়ের সাথে দেখা করেছি । নীল সাধু দার কথা শুনে মুগ্ধ হয়েছি । সবাই আপন করে নিয়েছে । আমি যেন এই পরিবারের ই সদস্য । সত্যি বলতে আমার বন্ধুরা আমাকে বলে তুই ব্লগিং করে কি পাস । আমি উত্তর দিয়েছিলাম, শান্তি । এখানে সবাই আমার আপন । কেউ পর নয় ।

এখানে আসলে মনে হয় মেকি নেই, সব সত্য । আর সত্যের জয় হবেই । সেটাই হয়েছে । আশা রাখি, আবারও সামু সরব হবে । সব ব্লগাররা আবার ফিরে আসবেন ।

আপনাদের কাছে অনুরোধ । এই সামু কে আমাদের ধরে রাখতে হবে ।

ভাল থাকবেন । সুস্থ থাকবেন । সামুর সাথেই থাকবেন ।

মন্তব্য ১৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: সত্যমেব জয়তে:
মুক্তির স্বাদই আলাদা।
শুভকামনা প্রিয় অপুভাইকে।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৩

অপু দ্যা গ্রেট বলেছেন:

প্রিয় প্রিয়
কেমন আছেন?
আপনাকে অনেক মিস করেছি । যদিও অন্য সোশ্যাল মিডিয়াতে ছিলাম । তবে সেটা কেন জানি ভাল লাগেনি । ব্লগে ই কথা বল তে ভাল লাগে ।

২| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: যত ব্লগার বাড়বে, ব্লগ তত আনন্দময় হবে।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



ভাই দেশে এসেছেন?
জলদি আসেন । এক সাথে চা খাবো । দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ হবে ।
আর আপনার প্রকাশনী খোলার কি খবর । একটা চাকরি দরকার ।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৭

আখেনাটেন বলেছেন: আপনাকে বহুদিন পরে দেখলুম মনে হচ্ছে গ্রেটম্যান। :D

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪০

অপু দ্যা গ্রেট বলেছেন:


ভিপিএন দিয়ে আসতে কষ্ট হতো ।

আপনাকে দেখেও ভাল লাগছে । এখন থেকে আবার দেখা হবে নিয়নিত ।

ধন্যবাদ ।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৩

আরোগ্য বলেছেন: কি খবর অপু ব্রো? এবার তো খুশি?

২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



এখন ভাল । আপনি কেমন আছেন?

খুশি মানে ঈদের চেয়ে বেশি খুশি লাগছে ।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৭

শায়মা বলেছেন: লাভ ইউ ভাইয়ু!!!! :)

২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৮

অপু দ্যা গ্রেট বলেছেন:


লাভ ইউ টু আপু

এত দিন পর কিযে ভাল লাগছে ।

নিয়মিত এখন আবার কথা হবে ।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৭

অপু দ্যা গ্রেট বলেছেন:


ধন্যবাদ । ভাই ।

৭| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২০

কাওসার চৌধুরী বলেছেন:



ফিরে পাওয়ার আনন্দ। অপেক্ষার অবসান।

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



অনেক দিন পর

কেমন আছেন ভাই ?

৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: আপনার এ আবেগ যথার্থ এবং সকল ব্লগারের মনের কথা। সামু আমাদের অনেক আদরের একটি প্লাটফর্ম, অনেক ভালবাসার একটি জায়গা। এতদিন আমরা মিথ্যে অপবাদের বোঝা মাথায় বয়ে নিয়ে বেড়িয়েছি। এখন আমরা অনেকটাই সে ভারমুক্ত, তবে মিথ্যে অপবাদ আরোপকারীদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পারলে সবাই বোধ হয় আরেকটু শান্তি পেত।
পোস্টে প্লাস +।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.