নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

জ্যাম কথাঃ একজন সাইকেল আরোহী

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৯









অফিসের বের হয়ে সাইন্সল্যাবের জ্যামে পরলাম । এই জ্যাম খাওয়া যায় না, না হলে একটু টেস্ট করতাম । ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম । পথে অফিসের এক কলিগ পেলাম উনি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে । তাই ওনার সাথে মজা নিলাম । ওনার সামনে সাইকেল নিয়ে দাড়িয়ে গেলাম৷

ছোট জায়গাতে আগে আমি গেলাম আগে উনি পেছনে রইলেন । যদিও জ্যাম ছাড়ার পর উনি গেলেন ঝিগাতলার দিকে আমি চলে আসলাম কলাবাগানের দিকে । কিন্তু জ্যাম পিছু ছাড়ে না । তবে টেল লাইটের অভাব বোধ করেছি । সামনের মাসেই নিব ।

এবার আসি, পরের জ্যাম কলাবাগানেই লাগল । সেটা যাইহোক আমার দু পাশে তো স্পোর্টস বাইক সামনে কি বাইক ছিল মনে নাই । পেছনে বাইক পুরো ভিআইপি অনুভূতি । সুখ কপালে সয় নাই । জ্যাম ছেড়ে দিলে কে কার আগে যাবে সেটা নিয়ে লড়াই দেখলাম ।

সোবাহান বাগ পার হচ্ছিলাম তখন দুই বাইকার দেখালাম পাঠাও নিয়ে কথা বলছে । ভাই এখন ক্ষ্যাপ মেরে তার আয় চলছে না । আমি বললাম, ভাই একটা বাইকে হবে না এই বাইকের সাথে আর একটা বাইক লাগিয়ে নিন । তাহলে আয় ভাল হবে । আমার এডভাইজ ভাইয়ের পছন্দ হয় নাই । উনি ছো করে চলে গেলেন ।

আমি আর আমার স্পঞ্জবব(আমার সাইকেলের নাম) পরে রইলাম পেছনে । এবার ধীরে ধীরে সংসদের সামনে এসে দেখলাম লোকজন শীতের মধ্যেও আড্ডা দিচ্ছে । বাহ শীতে শেষ হয়ে আসতেছে । এখনই এটা উপভোগ করতে হবে৷

এবার চলে আসলাম খামার বাড়ির রাস্তায় । তবে জ্যাম পিছু ছাড়বে না । তিনি লেগেই থাকবেন সুপার গ্লু এর মত । আমিও দাড়িয়ে পরলাম । কয়েকজন ফুটপাতে সাইকেল চালিয়ে যাচ্ছেন । আমার পাশে দাড়ানো বাইকার ভাই আমাকেও বললেন, যে আপনিও যান । আমি কিছু বলি নাই । মাথা দুলিয়ে ভাবলাম । তারপর ওই জায়গাতেই বসে রইলাম ।

এরপর চার বারের প্রচেষ্টায় চন্দ্রিমা উদ্যানের রাস্তায় আসলাম ।

ফাকা ফাক দেখে ভাবলাম আহা লোকজন সন্ধ্যার আগেই বাসায় চলে গিয়েছে । কিন্তু না অন্ধকারে চোখ সয়ে আসার পর দেখলাম শীত উপেক্ষা করেও লোকজন স্বস্তফূর্ত ভাবে আড্ডা দিয়ে যাচ্ছে । আমি একা একা রাইড করছি । সে যাই হোক ।

সাইকেল নিয়ে দাড়ালাম । দুটো ছবিও তুললাম । এবার কিছু খেতে হবে । আজই খাচ্ছি কিন্তু এটা শেষ নয় আরও আছে ।

পেয়ারা বানিয়ে খেলাম । ভালই মজা । ঝাল একটু বেশি । এই রাস্তায়ও জ্যাম লেগেছে এটা ভেবে স্বান্তনা পাচ্ছিলাম । এবার বাড়ি ফেরার পালা । সাইকেল ছুটিয়েছি মোঃপুরের উদ্দেশ্যে । আবার সেই জ্যাম । এবার জ্যামের মধ্যে দেখলাম এক ভাই সাইকেল চালিয়ে নিজের কসরত দেখাচ্ছেন। মানে চিপা চাপ দিয়ে এগিয়ে চলেছেন । তার মোবাইলে আবার ভিডিও গান চলছে । সামনে হেড লাইট, আর পেছনে চিকিমিকি লাইট জ্বলছে ।

ভাবলাম আমিও এমন চিকিমিকি লাইট লাগাবো । আরও ভাল করে খেয়াল করলাম ভিডিও থেকে সাউন্ড আসছে না । পরে দেখলাম উনি হেডফোন কানে গুজে রয়েছেন । অনেক কসরতের পর কিছুটা সামনে গিয়েছেন কিন্তু সিগনাল পার হতে পারেননি । অনেক দুঃখ পেয়েছি আমি । এত কষ্টের পরও জ্যাম পার হতে পারেননি । এ দুঃখ নিয়ে আমি কোথায় যাবো ।

জ্যাম ছাড়লো সবাই ধীরে ধীরে পার হচ্ছে কিন্তু না উনি ধুম ১৩ এর মত উড়াল দিতে চেয়েও পারেননি । আমিও আস্তে আস্তে চালিয়ে বাসায় চলে আসলাম ।

এই ছিল জ্যাম কথা । আজ যাচ্ছি, আবার কবে আসব জানি না । দেখা হবে পরের পর্বে । সে পর্যন্ত ভাল থাকুন, সুস্থ থাকুন ।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

বাসায় ফিরতে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা লাগে , এই জ্যামের কারণে। :(
আর ভালো লাগে না। ভাবছি আপনার মত একটা সাইকেল নিবো , কিন্তু উত্তরা থেকে এলিফ্যান্ট রোড! অনেকটা পথ।
পোস্টে ভালো লাগা। ++

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১১

অপু দ্যা গ্রেট বলেছেন:



ভাই আপনি যদি ২০-২৫ এর মত খরচ করতে পারেন দারুন সব সাইকেল পাবেন । যেগুলো চালাতে আপনার একটু কষ্ট হবে না । বরং আপনি তখন রাইড করে আরও আনন্দ পাবেন ।

এখন ঢাকায় অনেকেই এভাবেই অফিস করছেন ।

২| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একদিন এই জ্যামের জন্যই আফসোস করবেন সাইকেল চালাতে গিয়ে... =p~ =p~ =p~

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২১

অপু দ্যা গ্রেট বলেছেন:


দেখা যাক কি হয়

৩| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: ছোট্র একটা দেশ আমাদের। মানুষ বেশি। তারমধ্যে আবার দরিদ্র। কাজেই কিছু সমস্যা মানিয়ে নিতেই হবে।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২১

অপু দ্যা গ্রেট বলেছেন:



চেষ্টা করছি ভাই

৪| ২৩ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

করুণাধারা বলেছেন: ঝরঝরে ভাষা, ভালো লাগলো পড়তে।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৩

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ

৫| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২০

শের শায়রী বলেছেন: ডাক্তারের কাছে বসে বসে সিরিয়াল জ্যামের মাঝে পরে পড়ে ফেললাম আপনার জ্যামময় উপভোগ।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ।

৬| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২১

আহমেদ জী এস বলেছেন: অপু দ্যা গ্রেট,




জ্যামের মধ্যে সাইকেলের থেমে থেমে চলার মতোই এগিয়েছে আপনার একদিনের সচিত্র অভিজ্ঞতা। যদিও পড়তে গিয়ে জ্যামে পড়তে হয়নি মোটেও। বানানো পেয়ারার মতোই ভালো লাগলো।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১২

অপু দ্যা গ্রেট বলেছেন:


ভাই কই ছিলেন? কেমন আছেন? আপনার কোন খোজ নেই?

ব্লগ ডে তে আসেননি কেন? সুস্থ আছেন তো?

আপনাকে অনেক মিস করেছি ।

৭| ১১ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৫৪

মিরোরডডল বলেছেন:




দেখলাম শীত উপেক্ষা করেও লোকজন স্বস্তফূর্ত ভাবে আড্ডা দিয়ে যাচ্ছে ।

ঢাকা শহরে শীতের সন্ধ্যাতেই বাইরের আড্ডা ভালো লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.