নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

অমর একুশে গ্রন্থ মেলা ২০২০ - বইমেলার যত বইঃ বইমেলা ২০২০

২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০০





বছর ঘুরে আবার চলে এল অমর একুশে বই মেলা । আমার সবচেয়ে প্রিয় মেলা । এটা যদি বছর জুড়ে চলত কত ভাল হতো । প্রতি বারের মত এবারও নতুন অনেক লেখক ও প্রকাশক আসছেন যারা তাদের বই নিয়ে হাজির হতে যাচ্ছেন এই বই মেলায় । তাই মেলা শুরু হবার আগেই ভাবলাম কিছু বইয়ের খবর দেয়া যাক ।




১। বইঃ অহল্যা
লেখকঃ আসাদ রহমান
প্রকাশনীঃ এক রঙ্গা এক ঘুড়ি





২। বইঃ ভিনদেশি তারা
লেখকঃ শাহীন আক্তার স্বাতী
প্রকাশনীঃ এক রঙ্গা এক ঘুড়ি





৩। বইঃ আকাশের চিঠি
লেখকঃ রোকসানা লেইস
প্রকাশনীঃ এক রঙ্গা এক ঘুড়ি




৪। বইঃ পিতামহ
লেখকঃ সাব্বির জাদিদ
প্রকাশনীঃ ঐতিহ্য




৫। বইঃ পুতুলনাচ (গল্পগুচ্ছ)
লেখকঃ কাওসার চৌধুরী
প্রকাশনীঃ উৎসপ্রকাশন




৬। বইঃ নেকলেস (অনুবাদ)
লেখকঃ কাওসার চৌধুরী
প্রকাশনীঃ শিখা প্রকাশনী




৮। বইঃ পথ পৃথিবীর মুখে বসন্তের দাগ
লেখকঃ শুভ্র সরকার
প্রকাশক: চন্দ্রবিন্দু প্রকাশন





৯।বইঃ বৃত্ত-৩
সম্পাদনাঃ নুরুন নাহার লিলিয়ান
প্রকাশনীঃ শিখা প্রকাশনী




১০। বইঃ আনন
লেখকঃ নুরুন নাহার লিলিয়ান




১১। বইঃ হোক্কাইডো আইল্যান্ড
লেখকঃ নুরুন নাহার লিলিয়ান




১২। বইঃ বিড়ালাক্ষী
লেখকঃ মনোয়ারুল ইসলাম




১৩। বইঃ নয়নতারা
লেখকঃ মনোয়ারুল ইসলা




১৪। বইঃ পয়গম্বরের ভূমি
লেখকঃ কাজী সাইফুল ইসলাম




১৫। বই : হোমো সেপিয়েন্স
লেখক : নাজমুল হাসান




১৬। বইঃ একটি অগ্রন্থিত কবিতার আত্মজীবনী
লেখকঃ আয়শা আহমেদ




১৭। বইঃ এক জোড়া দন্ডিত চোখ
লেখকঃ স্বপ্নীল ফিরোজ




১৮। বইঃ ফাদ
লেখকঃ এনামুল হক এনাম





১৯। বইঃ অম্লজান
লেখকঃ ফারহাত আহমেদ




২০। বইঃ ১৯৭১ কিশোরীর চোখে মুক্তিযুদ্ধ
লেখকঃ সুরঞ্জনা মায়া





২১। বইঃ রাত বলেছে যাব
লেখকঃ আহমেদ ইশতিয়াক





২২। বইঃ অস্তিত্বে নিজের বাড়ি
লেখকঃ আরেফিন রহমান বৃষ্টি





২৩। বইঃ দৃশ্য দূষণ
লেখকঃ আবু সাইদ লিপু





২৪। বইঃ নীল বিষ
লেখকঃ আদয়্যান ফয়সাল





২৫। বইঃ অনিমা
লেখকঃ লিটন প্রবীর




২৬। বইঃ বজ্র নিনাদ
লেখকঃ মেহেদী হাসান




২৭। বইঃ শিকড় সন্ধান
লেখকঃ সালাহ উদ্দিন খান





২৮। বইঃ ভূতের ছড়া ও অন্যান্য
লেখকঃ রঞ্জন হালদার




২৯। বইঃ যে সূর্যটা রানুর জন্য উঠেছিল
লেখকঃ ফয়সাল রকি





৩০। বইঃ হুমায়ূন হিমু
লেখকঃ নৃ মাসুদ রানা





৩১। বইঃ শবনম
লেখকঃ মহিউদ্দিন মোহাম্মদ যুবাইদ (ব্লগার নীল আকাশ)



এটি কোন লিস্ট নয় । হাতে সময় ছিল তাই সবার কাছে কিছু বই তুলে ধরলাম । আমি ধীরে ধীরে এটাকে আরও আপডেট করব । অফিসের কাজ থেকে একটু ছাড় পেলে ব্লগাররা হয়ত এমন ই করে । হাহাহা ।

এবার বইমেলায় দেখা হবে আবার । বইয়ের ছবি নীল দার ব্লগ ও ইন্টারনেট থেকে সংগৃহিত ।

পৃথিবী হোক বইয়ের ।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবকটি বইয়ের চমৎকার প্রচ্ছদ !!
প্রতিটি গ্রন্খের বহুল প্রচার প্রত্যাশা
করছি। সকলের তবে শুভেচ্ছা।

২৫ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ভাই । সবার জন্য ই শুভকামনা রইল ।

২| ২৫ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


লেখকেরা নিজেদের বই সম্পর্কে বিস্তারিত লিখলে ভালো হতো।

২৫ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



জ্বী স্যার তা তো অবশ্যই ।

লেখকদের তাদের নিজেদের বইয়ের প্রচারনা চালানো উচিত । আমি শুধু মাত্র নতুন বইয়ের খবরটা সবার কাছে পৌছে দিতে চাচ্ছি ।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Click This Link

২৫ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



আপেডট করা হয়েছে ।

৪| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১১

নেওয়াজ আলি বলেছেন: শুভেচ্ছা সতত ।

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৭

অপু দ্যা গ্রেট বলেছেন:


ধন্যবাদ

৫| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন: সবার জন্য শুভ কামনা।
শ্রদ্ধেয় চাঁদগাজী আর আমার বই নেই।

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



আপনাদের দুজনের বইয়ের অপেক্ষায় আছি

৬| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৮

নীল আকাশ বলেছেন: ব্লগের গ্রুপ পোস্টে নীল দা শবনম নিয়ে যে পোস্ট দিয়েছিল সেটা চোখে পড়ে নি আপনার?

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪০

অপু দ্যা গ্রেট বলেছেন:



না ভাই পরেনি । সেজন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ।

আমি আসলে ব্লগে তেমন সময় দিতে পারছি না । আসি একটা দুটো পোস্ট করি চলে যাই । পড়ার সময় হয়ে উঠছে না ।

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০০

অপু দ্যা গ্রেট বলেছেন:


আপডেট করে দিয়েছি ...

৭| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৯

নীল আকাশ বলেছেন: ব্লগে পোস্ট দিয়েছি বই নিয়ে।
১৮ নাম্বার প্রচ্ছদ ভুল এসেছে।

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪০

অপু দ্যা গ্রেট বলেছেন:


ধন্যবাদ ভাই


প্রচ্ছদ ভুল হওয়ার কথা না । তারপরও সম্ভবত আপলোডের সময় হয়েছে ।

৮| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৭

ফয়সাল রকি বলেছেন: যে সূর্যটা রানুর জন্য উঠেছিল
ফয়সাল রকি
প্রচ্ছদ: আনিছুর রহমান
পাওয়া যাবে: নৈঋতা ক্যাফে
স্টল নং: ৪৮৩
অমর একুশে গ্রন্থমেলা ২০২০।

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৪

অপু দ্যা গ্রেট বলেছেন:


আপডেট এবং ধন্যবাদ ভাই ।

৯| ৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

ময়ূরী বলেছেন: ১৭ নম্বরটিতে লেখকের নামের বানানে ভুল আছে।
ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.