নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্র

আমরা মনে করি রাজাকারদের পুরো বাহিনীকে ধরনী থেকে নিশ্চিহ্ন না করা পয'ন্ত আমাদের যুদ্ধ থামানো যাবেনা-তাই সবার প্রতি আহবান, আসুন- নিজ বাড়িতে নব নব প্রজন্মকে উদ্ভুদ্ধ করি। মনে রাখবেন, পরিকল্পিত আর সংগঠিত বাংলা'র শক্তি অপ্রতিরূদ্ধ। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই

শুভ্রাংশু

জয় বাংলা

শুভ্রাংশু › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ আন্দোলনঃ প্রবাসে ও দেশে যারা আছেন...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬





শাহবাগের মহাসমাবেশ থেকে যে চারটি দাবী তোলা হয়েছে, যে দাবীগুলো না মানলে লাখো মানুষ রাজপথ না ছাড়ার শপথ নিয়েছে দাবীগুলো সবার জানার জন্য দেয়া হলঃ



১) কাদের মোল্লার ফাঁসির রায় প্রদান,

২) বাকী সব রাজাকারের ফাঁসির রায় প্রদান,

৩) জামায়াতে-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করণ,

এবং

৪) জামায়াতের সকল ব্যবসায় ও অঙ্গ প্রতিষ্ঠান বয়কটকরণ এবং সরকারিভাবে তা আত্তীকরণ
(কারণ জামায়াতের ধর্ম ব্যবসার রাজনীতির পয়সা আসে এখান থেকেই)।



-----

প্রবাসী ভাইয়েরা, ইতোমধ্যে আপনারা জেনেছেন লন্ডনের আলতাফ পার্ক, যেখানে শহীদ মিনার অবস্থিত, সেখানে শাহবাগ আন্দোলন এর সাথে সংহতি প্রকাশকারিদের শিবির-জামাত-রাজাকারেরা আক্রমন করেছে।

যুদ্ধের পক্ষের প্রগতিশীল সবাই 'তুই রাজাকার', 'ফাসি চাই ' শ্লোগানে কাপিয়ে দিতে থাকেন রাজাকারদের ভিত। তবে এরা এতটাই সংগঠিত ভাবে এসেছিল যে তারা তাদের স্বল্প সংখ্যক লোক দিয়েই আমাদেরকে পার্ক এর ভেতর বং বাহির থেকে প্রায় ঘেরাও করে রেখেছিল।রাত ৮:৩০ দিকে পুলিশ সবাইকে জানায় যে পার্ক ছেড়ে চলে যেতে হবে। তখন আমাদের প্রজন্মের যোদ্ধারা একটাই দাবি জানায় যে , যতক্ষণ পর্যন্ত শহীদ মিনারের বেদিতে আমাদেরকে ফুল ইতে দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যাব না। পুলিশ আমাদের অনড় অবস্থান বুঝতে পেরে জামাত শিবিরের কর্মীদেরকে শহীদ মিনারের কাছ থেকে সরিয়ে নেয় এবং তারপর আমাদের সবাই মিলে পরম শ্রদ্ধায় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করি। ফুল দিয়ে যখন আমাদের সবাই ঘরে ফেরার জন্য পা বাড়ায় তখন গেট এর কাছে এসে পেছন থেকে হামলা চালায় জামাত শিবির। এই হামলায় আহত হয়েছেন আমাদের বেশ কয়েকজন প্রজন্ম যোদ্ধা।



তারপরেও আন্তর্জাতিক মিডিয়া তাদের পক্ষে





সর্বশেষ আপডেটঃ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-৭৩ (২১)-এর ২ ধারা সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এতে আপিল করার এখতিয়ার পাবে রাষ্ট্রপক্ষ।



সময় এসেছে প্রবাসিদের সংগঠিত হবার ও দ্রুত শাহবাগ আন্দোলনের জন্যে টাকা সংগ্রহ অভিযান পরিচালনা করবার।





মোবাইলে রিংটোন সেট করে নেন গণজাগরণের স্লোগান

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

মোঃ_হাসান_আরিফ বলেছেন: ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু : শাহবাগে আন্দোলন চলছে

Click This Link

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

শের শায়রী বলেছেন: একটি গুরুতর অভিযোগ উইকিতে কি আপনার, গো আযম, নিযামী এদের নিয়ে লেখা গুলো পড়ছেন? না পড়লে একটু পড়ুন। লিঙ্ক গুলো দিচ্ছি।

গো-আ http://en.wikipedia.org/wiki/Ghulam_Azam
নিযামী Click This Link
মুজাহিদ http://en.wikipedia.org/wiki/Ali_Ahsan_Mujahid
কামারুজ্জামান Click This Link
কাদের মোল্লা Click This Link
বাচ্চু রাজাকার Click This Link)
সাকা Click This Link

কি বুজলেন? উনারা আসলে ফেরেশতা। উইকিপিডিয়াতে জামাতী রাজাকারদেরকে ফেরেশতা বানাতে জামাত গত ৬ মাস ধরে কাজ করেছে, পেইড লেখকদেরকে অনেক টাকা দিয়ে এসব নিবন্ধ ধুয়ে মুছে সাফ করেছে, শোনা যাচ্ছে জামাত বেশ মোটা টাকায় একটি বিদেশী পাবলিক রিলেশন্স ফার্মকেও এই কাজটা দিয়েছে।

ওখানে পড়লে মনে হয় এরা নিরীহ গো বেচারা। এদেশে এরা অন্যয়ের শিকার। একজন বিদেশি যখন এটা পড়বে কি মনে করবে? এ অবস্থা কে পরিবর্তন করবে? আপনি…… আমি। শুরু হোক সত্য জানানোর যুদ্ধ বিশ্ববাসীকে।

কি ভাবে উইকিতে কাজ করবেন?
১। কোন নিবন্ধে কী কী ভুয়া তথ্য আছে, সেগুলা খুঁজে বের করুন
২।কী তথ্য ঢুকাতে হবে তা চিন্তা করে দেখুন আর গুগলে একটা সার্চ দিয়ে পত্রিকার রেফারেন্সটা বের করে নিন
৩। তার পর সেই তথ্যটা এডিট বাটনে ক্লিক করে যোগ করে দিন।
চলুন সবাই মিলে ঝাপিয়ে পড়ি

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

স্পাইসিস্পাই001 বলেছেন: রাজাকারের ফাসি চাই ... ছাগুমুক্ত সামু চাই..

("যখন কেউ বলবে, আমিও রাজাকারের ফাসি চাই, তবে..... তখন বুঝবেন... কি বুঝবেন???????? তখন বুঝবেন সে X(ছাগুX(")

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.