নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্র

আমরা মনে করি রাজাকারদের পুরো বাহিনীকে ধরনী থেকে নিশ্চিহ্ন না করা পয'ন্ত আমাদের যুদ্ধ থামানো যাবেনা-তাই সবার প্রতি আহবান, আসুন- নিজ বাড়িতে নব নব প্রজন্মকে উদ্ভুদ্ধ করি। মনে রাখবেন, পরিকল্পিত আর সংগঠিত বাংলা'র শক্তি অপ্রতিরূদ্ধ। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই

শুভ্রাংশু

জয় বাংলা

শুভ্রাংশু › বিস্তারিত পোস্টঃ

থাবা বাবা হত্যা ও বিশ্লেষন : খেয়াল কৈরা

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

ভালো করে ছবিটি দেখুন:











দেখে মনে হচ্ছে প্রথমে অস্ত্র ঠেকিয়ে কাছাকাছি জামাতের গোপন কোন আস্তানা (বাড়ী, অফিস, দোকান , কোচিং সেন্টার বা কোচিং সেন্টারের ছাত্রাবাসে) নিয়ে গিয়ে জবাই করে গাড়ীতে করে এনে রাস্তায় ফেলে রেখেছে । মাঠ থেকে বাসায় ফেরার সময় তার গতিবিধি গভীর ভাবে নজর রাখা হচ্ছিল আর এটি করতে এই এলাকার পুলিশ, ও বিভিন্ন বাহিনীতে থাকা তাদের লোকজনের সাথে সমন্বয় করে করা হয়েছে । কাজেই ঘটনার সময় এই এলাকায় ডিউটিতে থাকা প্রতি বাহিনীর সদস্যদের ঠিক সেই সময়ের অবস্থান ও ঘটনার আগে পরে তাদের কাছে কোন কোন ফোন ও উপরের অফিসারের ওয়্যারলেস বার্তা এসেছে এসবও দেখতে হবে । পরিস্কার বোঝা যাচ্ছে বিভিন্ন বাহিনীতে থাকা তাদের লোকজনের সহায়তায় গুপ্তহত্যা চালাচ্ছে রাজাকারেরা ।



-২-

রাজীব হত্যা মামলার বাদীর এজাহারের ফটোকপি পুলিশস্টেশন থেকে 'বাঁশের কেল্লা'য় ক্যামনে গেল? এত দ্রুত? এজাহারের কি পাংখা আছে?

বিষয়টা সন্ধেহজনক! জামাতের পেজ ও ব্লগগুলোতে চোখ রাখুন, সর্বদা__



http://www.facebook.com/photo.php?fbid=537806309583519&set=a.537804409583709.122403.535719869792163&type=1&theater



মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

আহলান বলেছেন: আমরা কোন পথে এগোচ্ছি? সত্য উদ্ঘাটনে নাকি সত্যকে ধামাচাপ দিতে উদ্যোগ নেয়া হয়, সেটাই বুঝি না ...

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

বিডি আইডল বলেছেন: মামলার এজাহার বাইরে যেকোন কারো যাওয়াটাই সন্দেহজনক

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

শুভ্রাংশু বলেছেন: হুম

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬

পাইলট ভয়েচ বলেছেন: কি যে শুরু হইছে

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

নিয়েল ( হিমু ) বলেছেন: B:-) B:-)

তবে মনে রাখতে হবে সময়টা এখন ৭১ । প্রশাসনে বেঈমান কুত্তার বাচ্চা ৭১এও ছিল এখন এই রূপক ৭১এও বেঈমান আছে ।

সামনেই ১৬ই ডিসেম্বর ।
জয় বাংলা ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

শুভ্রাংশু বলেছেন: ১৪ ি ডিসেম্বর আর ১৬ ই ডিসেম্বর এর মাঝে ১৫ ই ডিসেম্বর আছে। ২০১৩ তে ১৫ ই ডিসেম্বর কতদিনে শেষ হবে সেটাও খেয়াল রাখতে হবে ।জয় বাংলা

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

চলতি নিয়ম বলেছেন: সব নষ্টদের দখলে চলে গেছে X(( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.