নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্র

আমরা মনে করি রাজাকারদের পুরো বাহিনীকে ধরনী থেকে নিশ্চিহ্ন না করা পয'ন্ত আমাদের যুদ্ধ থামানো যাবেনা-তাই সবার প্রতি আহবান, আসুন- নিজ বাড়িতে নব নব প্রজন্মকে উদ্ভুদ্ধ করি। মনে রাখবেন, পরিকল্পিত আর সংগঠিত বাংলা'র শক্তি অপ্রতিরূদ্ধ। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই

শুভ্রাংশু

জয় বাংলা

শুভ্রাংশু › বিস্তারিত পোস্টঃ

একজন ২য় শ্রেণীর বাংলাদেশি'র আকুতি

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৪৭





বাবারা আমার মেয়েটা ছোটো, আপনারা একজন একজন কইরা আসেন", মনে আছে? ২০০১ এর ভোলা, বাংলাদেশ। আবার শুরু হয়েছে। একজন একজন করে যাবেন কিন্তু। প্রথমে জামাত, তারপর BNP আর এরপরে নিরপেক্ষরাও একটা চেষ্টা করে দেখতে পারেন। এত সুযোগ দিচ্ছেন নিজামী- সাইদীদের, আপনাদের ও একটু চান্স দেবে নিশ্চই।

টাকা-পয়্সা, ক্যারিয়ার তো আর সব নয়।জীবনের বাকি মজা গুলো নিয়ে নিন।



এখুনি যান, দেরী হয়ে যাবে। মেয়ে গুলো হয়ত বাচবে না দেরী করলে। অথবা ভারতে চলে যাবে। -----

Taken from a friend's status....crying and burning inside

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৫৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বাবারা আমার মেয়েটা ছোটো, আপনারা একজন একজন কইরা আসেন...

বুক চাপড়াই, বুক চাপড়াই
আলো চাই। কোমল, মৃদু, সর্বংসহা বিবেক আলো করা রশ্মি চাই।
নগর পুড়লে দেবালয়ও রক্ষা পায় না। আজ দেবালয় পুড়ে হল শুরু। নগর তো পুড়বেই। মসজিদ, মন্দির, বুদ্ধকায়া, জাতীয় পতাকা, মূর্তি নয়- অ্যাবস্ট্রাক্ট বাহান্নর স্মৃতিসৌধ যখন আক্রান্ত হয়, তখন আমাদের প্রার্থণা করতে হবে,

প্রভু, এরা বোঝে না, এদের জ্ঞান দান করো।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:০৮

শুভ্রাংশু বলেছেন: এবার জনুয়ারদের মারতে হবে নুতুবা জায়া-পুত্র-কন্যা সবাই একসাথে মরে যেতে হবে । জীবন্মৃত হয়ে বেঁচে থাকার চেয়ে একবারে মরে যাওয়া ভালো।

২| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৩৭

আরজু পনি বলেছেন:

:(

৩| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৪০

ফারজানা শিরিন বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.