নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্র

আমরা মনে করি রাজাকারদের পুরো বাহিনীকে ধরনী থেকে নিশ্চিহ্ন না করা পয'ন্ত আমাদের যুদ্ধ থামানো যাবেনা-তাই সবার প্রতি আহবান, আসুন- নিজ বাড়িতে নব নব প্রজন্মকে উদ্ভুদ্ধ করি। মনে রাখবেন, পরিকল্পিত আর সংগঠিত বাংলা'র শক্তি অপ্রতিরূদ্ধ। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই

শুভ্রাংশু

জয় বাংলা

শুভ্রাংশু › বিস্তারিত পোস্টঃ

রাজাকারদের বিরুদ্ধে সাক্ষীদের আত্মীয়স্বজনদের উপর আক্রমন

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২





ভেবেছিলাম দিবনা ছবিটা। দিতে হল, দিতে বাধ্য করলে.....



আমরা এখনো হাতে অস্ত্র নেই নি, বলিনি এখনো, "বীর বাঙ্গালী অস্ত্র ধরো"। আমরা বেশ ভালো করেই জানি আওয়ামীলীগের সাথে জামাতের আঁতাত হতে চলেছিল, আমরা এও জানি জামাতকে সরকার চাইলে এক ঘোষণাতেই নিষিদ্ধ করতে পারতো, করেনি।



আমরা জানি, গোলাম আজমের গেলমানেরা রাজাকারদের বাচাতে গুপ্তহত্যা ছাড়াও হিন্দু বাড়ি-মন্দির ধংস, মসজিদে রায়ট, নাস্তিকতার নামে প্রগতিশীলদের উপরে আঘাত ছাড়াও আজ নেমেছে রাজাকারের বিরুদ্ধে সাক্ষীদাতাদের সব্জন-বন্ধুদের হত্যায়। সাংবাদিক-ব্লগার কিংবা সাধারন মানুষ মারতে মারতে তোরা কি দেশের সব মানুষ মেরে ফেলবি?



এক একটি হত্যা আমাদেরকে ভীত করার পরিবর্তে করছে প্রস্তুত তোদের বিরুদ্ধে যুদ্ধ করবার। আমরা এখনো বলিনি,'বীর বাঙ্গালী অস্ত্র ধরো', তার মানে এই নয় যে আমরা বীর বাঙ্গালী নই, আমরা তো নই কাপুরুস তোদের মতন। "অহিংস পথে আজও আছি-বিচারের আশা এখনো করি", তার মানে এই নয় যে রাজনীতির ঘোরপ্যেচে রাজনীতিবিদদের কাছে অসহায়।



আমরা সেই জাতি যারা প্রয়োজনের সময়ে শেখ মুজিবকে নেতা হিসেবে পেতে পারি, সেই জাতি যারা প্রয়োজনে অস্ত্র হাতে লড়তে জানি। আমাদের তোমরা দাবায়া রাখতে পারবানা।'



---------------------------------------------------------------------------

ছবিঃ "সুরকার ও গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই মিরাজ আহমেদকে হত্যা করা হয়েছে। দেখা যাচ্ছে গন জাগরণমঞ্চের পুরোধাদের, রাজাকারদের গুরুত্বপূর্ণ সাক্ষীদের আত্মীয়স্বজনদের উপর আক্রমণ শুরু হয়েছে। উদ্দশ্য সেই একই - আতংক তৈরি করে বিচারকে ন্যস্যাৎ করা। জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরোনো শকুনেরা।"[সুত্র: Avijit Roy]

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

নীলতিমি বলেছেন: আমরা সবাই বাংলাদেশি তারপরও কোনো না কোনো ভাবে আমরা একে অপরের শত্রু । শুধু একই দেশে বাস করি সবাই ভাগ্যক্রমে !

২| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮

অজানাবন্ধু বলেছেন: জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরোনো শকুনেরা।

৩| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১

আহলান বলেছেন: আমাদের চলার স্বাভাবিক গতি আজ স্থবির .....

৪| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

রাফা বলেছেন: সরকার পুরোপুরি ব্যার্থ হোয়েছে স্বাক্ষীদের নিরাপত্তা দিতে।আমরা অস্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই।প্রয়োজনে আবার যুদ্ধে যাবো।

জয় বাংলা।

৫| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫

মো ঃ আবু সাঈদ বলেছেন: ভাই বিডি নিউজ এ তো দেখলাম সে খুন হয়েছে কি না এটাই সন্দহ করতেছে আর আপনিতে দেখি এক কাঠি সরেশ....
নিউজ এর আংশ বিশেষ...
খিলক্ষেত থানার উপপরিদর্শক গোলাম ফারুক জানিয়েছেন, লাশটি ট্রেনে কাটা নয়। মুখ দিয়ে ফেনা বের হতে দেখা গেছে। এটি হত্যাকাণ্ড বলেই তাদের প্রাথমিক ধারণা।

৬| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

অদৃশ্য বলেছেন:


অকাল মৃত্যু সবসময়ই হতাশা সৃষ্টি করে...

মৃতব্যক্তির আত্মার মাগফেরাত কামনা করছি...

৭| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

মো: ওমর ফারুক বলেছেন: আপনার সাথে কারো শত্রুতা থাকলে মেরে ফেলার এখনি সময়
মেরে বলে দিবেন ও গণজাগরণ মঞ্চের সাথে জড়িত ছিল অথবা যুদ্দোপরাধির বিচারের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন

তাইলেই আপনি বেচে যাবেন

৮| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯

Ruhul বলেছেন: Click This Link

৯| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২০

অচীন বলেছেন: দেশে র বলেন, এ এস আই, সি আই এ যাই বলেন না কেন কিছু একটা তলে তলে আন্তর্জাতিক মানের ঢুকে পরেছে এবং দেশকে ব্যর্থ রাষ্ট্রের দোড়গোড়ায় পৌছিয়ে দিয়েছে। এখন আর জামাত-বিএনপি-আওয়ামীলীগ-শাহবাগ পক্ষ-শাহবাগ বিপক্ষ বলে কিছু থাকতে পারে না। সবাই কামড়া-কামড়ি করুক, তলে তলে স্বাধীনতা আবার বিপন্ন হোক, আরেকটা সিকিম হোক আমাদের সোনার বাংলা। মহিলা লেন্দুপ দর্জি ত আছেই.।.।.।।।

১০| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৮

২০১৩ বলেছেন: কথায় কথায় অমুক তমুক বাদ দিয়ে, পুলিশের কাছে দাবী করতে হবে প্রমান সহ আসামী হাজির করার।

তা না হলে দেশে শান্তি হারিয়ে যাবে অচিরেই। পুলিশ কে শিবির মারার মহান দ্বায়িত্ব না দিয়ে অপরাধী কে কাঠগড়ায় দাড় করানোর কাজে নিয়োজিত করতে হবে। নইলে কোন নেপো যে দই মেরে দিচ্ছে। তা জানা যাবেনা। দই হাপিস হবার পর আফসোস করতে হবে সেই ১৭৫৭ শালের পলাশীর মত।

১১| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭

ভুং ভাং বলেছেন: সত্যি কথা কি যত কথাই বলি রাজনীতির ঘোরপ্যেচে রাজনীতিবিদদের কাছে সত্যিই আমরা অসহায়।কিবরিয়া হত্যা অথবা ইলিয়াস গুম এত লাইম লাইটের নেতাদের হত্যার বিচার হয় না। আর আমদের মতো সাধারন মানুষের হত্যা হলে কি বা বিচার হবে ।

১২| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

এস আর সজল বলেছেন: একটু আগে, মাছরাঙ্গা টিভিতে দেখলাম ময়নাতদন্তকারী ডাক্তার বলেছেন শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে

দেখবেন ব্লগের ছাগুগুলা এ নিয়ে ত্যানা প্যাঁচানো শুরু করবে। ইতিমধ্যে আপনার পোস্টে শুরুও হয়ে গেছে। এরা এমন বেজন্মা কিভাবে হয়????? মায়ের মত দেশটার প্রতি কি তাদের একটুও মায়া নাই????

১৩| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

ছোট গ্রাম বলেছেন: এস আর সজল বলেছেন: একটু আগে, মাছরাঙ্গা টিভিতে দেখলাম ময়নাতদন্তকারী ডাক্তার বলেছেন শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

দেখবেন ব্লগের ছাগুগুলা এ নিয়ে ত্যানা প্যাঁচানো শুরু করবে। ইতিমধ্যে আপনার পোস্টে শুরুও হয়ে গেছে। এরা এমন বেজন্মা কিভাবে হয়????? মায়ের মত দেশটার প্রতি কি তাদের একটুও মায়া নাই????

১৪| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩০

রাতুল রেজা বলেছেন: জামাতী ছাগুদের এতো বুদ্ধি থাকার কথা না যে ওদের বাপদের বিরুদ্ধে সাক্ষিদাতাদের আত্নিয়স্বজন দের মেরে ফেলতে হবে, তাহলে তারা ভয় পাবে। এটা আই এস আই এর সক্রিয় অংশগ্রহন। ওরাই এসব বুদ্ধি পরামর্শ দিচ্ছে। আর বসে থাকা যায়না, অবিলম্বে এই শুকরছানাদের ওপর হামলে পরা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.