নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্র

আমরা মনে করি রাজাকারদের পুরো বাহিনীকে ধরনী থেকে নিশ্চিহ্ন না করা পয'ন্ত আমাদের যুদ্ধ থামানো যাবেনা-তাই সবার প্রতি আহবান, আসুন- নিজ বাড়িতে নব নব প্রজন্মকে উদ্ভুদ্ধ করি। মনে রাখবেন, পরিকল্পিত আর সংগঠিত বাংলা'র শক্তি অপ্রতিরূদ্ধ। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই

শুভ্রাংশু

জয় বাংলা

শুভ্রাংশু › বিস্তারিত পোস্টঃ

শাহবাগের নাস্তিকেরা সাবধান, নইলে...

১১ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩২

-১-





হা হা হা, কাগু পাল্টাইবো না ।

ডানদিকের ছেলেটি তার হিরো এরশাদের সাথে অনেক চেষ্টার পর পাশাপাশি দাড়িয়ে একটি ছবি তোলায় 'সফল' হয়েছিল। কিন্তু হায়, ছবি ক্যামেরা থেকে ডাউনলোড করার পর দেখে হিরো তার পাশে থেকেও নেই!





লেখকের মন্তব্য: সাচ্চা ঈমানদার এরশাদ সাবে কইছে শাহবাগে রিপ হয়, শাহবাগের পুলাগুলি টাংকিবাজ-নাস্তিক-ডাল-ভাত-হাগু মুত এবং হাবিজাবি।

শাহবাগের পোলাপাইন সাবধান, ঈমানদার এরশাদ চাচ্চুর জন্যে একরাশ চুমু পাঠালাম। উম্মম্মা......





-২-





ইউ কান্ট টাচ মি, আমি যা খুশী করতে পারি, কারন আমার হাতে কুরআন-শরীফ আছে।



হাতে পবিত্র কুরআন নিয়া খুন করলে কি তা জায়েজ হয়ে যাবে ? তাইলে কেন পবিত্র একটা জিনিষ কে রাস্তায় নামিয়ে সেটা কে রাজনৈতিক ব্যাবসার হাতিয়ার বানানো হয় ? খারাপ কারা ?





-৩-







নামাজ নিয়া ব্যবসাঃ জামাত শিবির কিভাবে ইসলামকে ব্যবহার করে তার আরেকটি প্রমান দেখেন, এই ছাগুদের ধরতে ছাদে উঠলে সাথে সাথে নামাজে দাঁড়ানোর নাটক শুরু করে এরা। দেখলেই বোঝা যাচ্ছে ।। এই সব ছবি পরে ছাগুপেজ এ পোস্ট করে বলে নামাজি ধরে পুলিশ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫০

মহাজগতিক ভাবুক রাজীব বলেছেন: ফে ফে ;)

২| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৫

রাফা বলেছেন: নিজেদেরকে বাচাতে কোরাআন শরিফও ছুড়ে ফেলে দিতে বাধবেনা এদের।

৩| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১০

কোবিদ বলেছেন:
মাহা পবিত্র কোরআন শরীফকে যারা
জাগতিক স্বার্থে ব্যবহার করে
তাদের শত ধিক

৪| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২২

তাওহীদ বলেছেন: কোবিদ বলেছেন:
মাহা পবিত্র কোরআন শরীফকে যারা জাগতিক স্বার্থে ব্যবহার করে
তাদের শত ধিক........

কোবিদ ভাই একটু কারেকশন ".........ব্যবহার না অপ-ব্যবহার হবে।"

৫| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৭

নিয়েল ( হিমু ) বলেছেন: ছাত্র জনতার আন্দলন শুনলেই অমাবস্যা পূর্ণিমার বাতের বেথাটা উইঠা যায় রুটিন ছাড়াই ।

৬| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৬

অ্যানোনিমাস বলেছেন: লল

৭| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
নিয়েল ( হিমু ) বলেছেন: ছাত্র জনতার আন্দলন শুনলেই অমাবস্যা পূর্ণিমার বাতের বেথাটা উইঠা যায় রুটিন ছাড়াই ।

৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:১৫

আশফাক সুমন বলেছেন: পাকিস্তানি রাজাকার + ভারতিয় দালাল + দুর্নীতি বাজ মুক্ত দেশ না পেলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.